আসসালামু আলাইকুম

শনিবার, ৩১ মার্চ, ২০১২

মোবাইলে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখুন


নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানবে নতুনভাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস খোঁজার জন্য লাইব্রেরি বা মোটা মোটা বই খোঁজার যুগের অবসান ঘটাল দেশের জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া। এখন থেকে মোবাইল ফোনেই পাওয়া যাবে আমাদের গর্বের মুক্তিযুদ্ধকে।
সারা দেশের নতুন প্রজন্ম যখন মোবাইল সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ছে, ঠিক তখনই অসাধারণ এই সংযোজন উদ্বুদ্ধ করল গোটা দেশকে। পুরো কাজটি সুসম্পন্ন করার পেছনে প্রধান সহযোগী ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি প্রতিষ্ঠান হিসেবে মোবাইলে সেবা দেওয়ার নতুন ধরনের উদাহরণ সৃষ্টি করল এই মন্ত্রণালয়। আর এই উদ্যোগটির কারিগরি দিক পরিচালনা করেছে দেশের মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।
অ্যাপ্লিকেশনটি নকিয়া স্টোর থেকে নকিয়া ফোন ব্যবহারকারীরা যেকোনো সময় বিনা মূল্যে ডাউনলোড করতে পারবে। পুরো অ্যাপ্লিকেশনটি সাজানো হয়েছে ছয়টি গ্যালারি দিয়ে। শুরু হয়েছে মুক্তিযুদ্ধের আগের প্রস্তুতি বা যুদ্ধ শুরুর প্রাক্কাল থেকে, এরপর একাত্তরের মার্চ মাস, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, আমাদের বিজয়ের ইতিহাস উঠে এসেছে ধীরে ধীরে অনেকটা ভার্চুয়াল জাদুঘরের মতো। এ ছাড়া যুদ্ধকালীন ঐতিহাসিক পোস্টার, লিফলেট এবং আমাদের মিত্রবাহিনীর ভূমিকা সম্পর্কে যে কেউ জানতে পারবে এখান থেকে। অনেকটা ছবি এবং লেখায় মুক্তিযুদ্ধকে দেখা যাবে হাতের মুঠোয়। এতে দুই শতাধিক ছবি এবং তার বর্ণনাও রয়েছে। মুক্তিযুদ্ধের বিখ্যাত অডিওগুলো, যা সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়েছে এবং মুক্তিযুদ্ধকালীন ধারণ করা ভিডিও যুক্ত হবে নতুন সংযোজনে। পুরোপুরি ডায়নামিক এই মোবাইল অ্যাপ্লিকেশনটির গ্রাফিকস খুবই চমৎকার ও সহজবোধ্য। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে store.ovi.com থেকে।

IDM 6.11


বর্তমানে IDM 6.11 এ serial number অথবা crack অথবা patch করার পর কম্পিউটার রিস্টার্ট করলে IDM পুনরায় serial number চায় .
তখন আমাদের বার বার serial number দিতে হয় অথবা crack অথবা patch করতে হয় . এটা অনেক ঝামেলার . আমরা যখন IDM এ serial number
দেই তখন IDM এটাকে নিয়া নেয় কিন্তু কম্পিউটার রিস্টার্ট করার পর IDM তার সার্ভার এর সাথে যোগাযোগ করে serial number কে fake বলে . সুতরাং
আমরা যদি আমাদের কম্পিউটার এ IDM এর site টা কে ব্লক করে দেই তাহলে IDM IDM তার সার্ভার এর সাথে যোগাযোগ করতে পারবে না এবং আমাদের serial number কে fake বলতে পারবেনা . তাই IDM সেটআপ করার আগে IDM এর website ব্লক করে নিবেন . তাহলে এটা কোনো ঝামেলা করবে না .

IDM এর website http://www.internetdownloadmanager.com . এই address টা ব্লক করবেন .

Patch করার সময় আপনার first নাম এবং লাস্ট নাম দিবেন তাহলেই হবে .

Download IDM with Patch

http://www.mediafire.com/?h53sxtgr8195eab

PC DOCTOR :: কি বোর্ড এর F1 থেকে F12 এর কিছু সাধারণ কাজ

কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে দেখা যাবে যে F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায় । চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ

F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় ।
F3: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।
F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়।
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়।
F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
F10 : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।
F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।
F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়।

Kaspersky Internet Security 2012 ডাউনলোড করুন সাথে ৩১১ দিনের অরিজিনাল license Key

কেমন আছেন সবাই?? আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকুরিটি ২০১২। সাথে ৩১১ দিনের মেয়াদ সহ। এই অশাধারন শক্তিশালী এন্টি ভাইরাস সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই সবাই উনাকে ভাল করেই চিনেন তাহলে কথা না বলে তারাতারি ডাউনলোড করুন একদম ফ্রীতে তাও আবার ৩১১ দিনের অরিজিনাল license Key সহ ।


এখানে ক্লিক করে kaspersky internet security ডাউনলোড করে নিন। [৭৬.৪১MB]

এখন license key তা ডাউনলোড করুন এখান থেকে । [216KB]

sathe 90 diner akti license key oo nen QCGUH-J8FF6-33WGA-UBY62

ক্যাসপারস্কাই ডাউনলোড করার পর ইন্সটল করুন। তারপর আপনার PC restart দেন।

পিসি ওপেন হওয়ার পর আপনার নেট connection বন্ধ করুন। তারপর ক্যাসপারস্কাই রান করুন।

এখন license কী টা দিয়ে অ্যাক্টিভ করে নিন।

ভাল থাকবেন।

আপনি কি একজন এক্সট্রাঅরডিনারি পারসন হতে চান?? তাহলে আপনার জন্যই এই টিউন টি!!

এই পোস্টে আমি একটি ওয়েব সাইট সম্পর্কে জানাবো। সাইট টির ঠিকানা www.ypick.me . সাইট টি মুলত একটি CV তৈরির সাইট।

কাজঃ

এই সাইটের মাধমে আপনি আপনার এক্সট্রাঅরডিনারি CV বানাতে পারেন। এছাড়াও আপনি আপনার পারসনাল যে কোনো ডেটা সংরক্ষন করতে পারেন।



আপনার লাভঃ

বর্তমান চাকরীর বাজারের কথা চিন্তা করুন। আপনি যে জায়গায় চাকরীর ইন্টারভিউ দিতে যাবেন সেখানে আরও কতজন ঐ একই উদ্দেশ্যে যাবে। সেখানে আপনি আপনার ক্লায়েন্টের বিশেষ দৃষ্টি পাবেন কিভাবে?? অবশ্যই আপনার যোগ্যতার মাধ্যমে। কিন্তু ঐ একই পরিমান যোগ্যতা আরও অনেকের থাকতে পারে। এক্ষেত্রে কি করবেন?? এক্ষেত্রে আপনার CV টা যদি আর সবার চেয়ে আলাদা, যুগোপযোগী হয় এবং সেটা যদি আপনার এক্সট্রাঅরডিনারি পারসোনালিটি প্রকাশ করে তবে নিশ্চই আপনি আপনার ক্লায়েন্টের সুনজর পাবেন। ( অনেক টা ফ্রিল্যাঞ্চার সাইটে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যে রকম ইউনিক কভার লেটার লিখি সেরকম )আর এজন্য আপনাকে যেটা সাহায্য করবে সেটা হলো www.ypick.me সাইট টি।



আপনাকে যা করতে হবেঃ

খুবই সহজ। প্রথমে www.ypick.me সাইট টি তে যান। সাইন আপ বাটনে ক্লিক করেন। এখানে আপনার ই মেইল আই ডি চাইবে। আপনি আপনার ই মেইল আই ডি প্রবেশ করান। আপাতত আপনার কাজ শেষ। আপনি এখন এই সাইটের রেজিস্ট্রারড মেম্বার।

CV কি ভাবে বানাবেনঃ

প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি কাজের জন্য CV বানাবেন।

কাজ অনুযায়ী আপনি প্রয়োজনীয় সব ডেটা প্রথমে আপলোড করুন। ধরুন আপনি একটি আই টি ফার্মে জবের জন্য আপ্লাই করেছেন। আপনি আপনার দক্ষতার প্রমান সরূপ আপনার নিজের ডিজাইন করা ওয়েব সাইটের ছবি দিয়ে দিলেন। এজন্য প্রথমে স্ক্রিন শট দেখুন। যেখানে ছবি বা ভিডিও বা অডিও দিতে চান সে জায়গা ঠিক করুন। তারপর নরমাল আপলোড স্টাইলে আপলোড করুন। প্রয়োজনীয় সব ডেটা দিয়ে ফাইল টি সেভ করুন। ফাইল টি আপনি পাবলিক বা পারসোনাল করে রাখতে পারেন। এবার আপনাকে এই ফাইলের জন্য একটি ইউ আর এল দেয়া হবে। আপনি আপনার ক্লায়েন্ট কে এই ইউ আর এল প্রভাইড করুন আর হয়ে যান একজন এক্সট্রাঅরডিনারি আপ্লিকেন্ট।

অভিযোগঃ

অনেকেই অভিযোগ করবেন যে রেজিট্রেশন করার পর আর কিছু করতে পারছেন না। আপনাদের কে জানিয়ে রাখি যে এই সাইট টি আগামি এপ্রিল মাস থেকে সার্ভিস দেয়া শুরু করবে। আপনি যদি আগে সাইন আপ করে থাকেন তবে এপ্রিল মাস থেকে আপনি সেবা পাবেন। আপনি তখনো সাইন আপ করতে পারবেন। তবে কথা হল আপনি যদি এই মাসে অর্থাৎ ৩১ মার্চের মধ্যে সাইন আপ করেন তবে পরবর্তীতে আপনি প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধা পাবেন। আর এই মাসে সাইন আপ করে কিন্ডল ফায়ার কন্টেস্টে আপনিও সারপ্রাইজ পেতে পারেন।নাউ চয়েস ইস ইওরস।



অন্যান্য সুবিধা সমুহঃ



সাইট টি মূলত Cv তৈরি তে সাহায্য করলেও আপনি এর মাধ্যমে আরও অন্যান্য সুবিধা পেতে পারেন। আপনি এর মাধ্যমে আপনার নিজেকে প্রকাশ করতে পারেন। ধরুন আপনি একজন মিউজিশিয়ান। আপনি আপনার মিউজিক গুলো এখানে আপ লোড করে ফেসবুকে আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন। অথবা মনেকরুন আপনি ব্যবসায়ী, আপনি আপনার পন্যের বিবরন দিয়ে তার প্রচারনা করতে পারেন। মোটকথা আপনার যদি নিজের পারসোনাল কোন ওয়েব সাইট না থাকে তাহলে আপনি এটা কে আপনার পারসোনাল ওয়েব সাইট হিসাবে নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তো আর দেরি কিসের। ?? এক্ষুনি রেজিট্রেশন করুন এখানে www.ypick.me



শেষ কথাঃ

অনেক প্যাচাল পারলাম। যদি আমার লেখা আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এর মাধ্যমে আপনার উপকার হতে পারে তবে দয়া করে কমেন্ট করবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More