আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভের কিছু সমস্যার সমাধান নিয়ে এই পোস্ট


আসসালামুওয়ালাইকুম সবাইকে,

দীর্ঘদিন ধরে দেখছি অনেকে অনেক সমস্যার কথা উল্লেখ করছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষের কাছ থেকে শুনছি, সেটি পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি।



প্রয়োজনীয় যা যা লাগবেঃ

১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)

২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)

৩. আপনার কম্পিউটারের regedit.exe (Registry Editor)

৪. ভালো ফরমেট করার সফটওয়্যার (আমার ক্ষেত্রে HP USB Disk Storage Format Tool)

৫. সবচেয়ে জরুরীঃ

রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?2v4k3t4ez73bsg3
অনলাইন ফিক্স টুলঃ (ট্রান্সসেন্ড মডেলের পেন-ড্রাইভের জন্য)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.transcendusa.com/Products/online_recovery_1.asp
৬. এবং, আপনার সাবধানতা (নির্দেশাবলীতে যা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা)
সমস্যাঃ

১.
২.
৩.
উপরের সমস্যাগুলোর ৩টি ৩ কারণে হয়ে থাকেঃ

১ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার পেন-ড্রাইভ রাইট-প্রটেকসন সুইচ অন থাকার কারনে অথবা, আপনার কম্পিউটারে “StorageDevicePolicies” না থাকার কারনে।

২ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার কম্পিউটারে Registry (regedit.exe) তে ‘WriteProtect’ on থাকার কারনে।

৩ নম্বর ছবির সাধারণত হয়ে আপনার কম্পিউটার থেকে পেন-ড্রাইভ সঠিকভাবে Eject করার কারনে অথবা, আপনার পেন-ড্রাইভ-এ Firmware-গত সমস্যার কারনে।

সমাধানঃ

ছবি ১ এবং ২ –এর জন্য প্রযোজ্যঃ
১) ক্লিক Start-> Run.
২) টাইপ regedit.exe এবং enter চাপুন

৩) এখন HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> StorageDevicePolicies (এখন আপনার রেজিস্ট্রিতে যদি StorageDevicePolicies না থাকে ৬ নম্বর নির্দেশনাতে চলে যান।

৪) Right-Click ‘WriteProtect’ -> Modify

৫) এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
ছবিটি ১-৫ এর জন্য প্রযোজ্যঃ

৬) কিভাবে StorageDevicePolicies তৈরি করবেন?

Start -> Run -> regedit.exe -> HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control key
এখন Control key এর উপর Right-Click করুন।
New -> Key (Menu থেকে)
টাইপ “StorageDevicePolicies”
এই অবস্থায় উপরের Menu থেকে Edit > New > DWORD Value সিলেক্ট করুন।
নতুন Value-টিকে ‘WriteProtect’ নাম দিন।
Right-Click ‘WriteProtect’ -> Modify
এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
Regsitry Editor থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার Restart দিন।
ছবিটি ৬ নম্বরের জন্যঃ

সতর্কতাঃ

আপনি ControlSet001 এবং ControlSet002, ‘Control’-এ দেখতে পেলে, সেই খেত্রে আপনাকে একইভাবে ‘WriteProtect’ Value পাল্টাতে হতে পারে।

একইভাবে আপনি যেকোনো External Hard-drive, USB-Drive-এর Write Protection উঠাতে পারবেন।

৩ নম্বর সমস্যার জন্য আপনাকে এই রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?2v4k3t4ez73bsg3 করলেই হবে।
রিপেয়ার করার আগে সব ডাটা ব্যাকআপ করে নিবেন।

আর সমস্যার সমাধান নিয়ে হাজির হচ্ছি খুব শিগ্রই।

ধন্যবাদ সবাইকে।

ফেইসবুকের পেন্ডিং রিকুয়েষ্ট এবং আনফ্রেন্ড কারীদের চিনে রাখুন

হ্যা বন্ধুরা কিভাবে চিনবেন ? ছোট্ট একটি এড অন এর মাধ্যমে আপনি সবসময় দেখতে পারবেন । আপনার ফ্রেন্ডলিষ্ট, পেন্ডিং রিকুয়েষ্ট লিষ্ট ও আনফ্রেন্ডকারীদের। তো কথা না বাড়িয়ে চলুন আসল কাজ শুরু করে দেওয়া যাক।
১) প্রথমে এখানে ক্লিক করে Add to Firefox বাটনে ক্লিক করুন।

২) এরপর একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now বাটনে ক্লিক করুন।

৩) ইনস্টল শেষ হলে ফায়ারফক্স রিস্টার্ট দিন।



৪) এবার আপনি আপনার ব্রাউজার এর Navigation Toolbar এ বানরের মুখের একটি আইকন দেখতে পাবেন। শুধু তাই নয় আপনার Tools মেনুতেও যোগ হয়েছে Greasemonkey অপশন। সেখানে enable, disable এবং check options আছে।

৫) এবার এখান থেকে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করে ফেলুন।



৬) এর পর পপআপ নোটিফিকেশন সো করলে সেখান থেকে Install বাটনে ক্লিক করুন।



৭) ব্যাস ইনস্টল হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার ফেইসবুকে লগ ইন করে দেখুন। আপনি ইচ্ছা করলে Settings Page থেকে কাষ্টোমাইজ করতে পারবেন।

ওহ, আরেকটি কথা; আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে এখান থেকে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করুন।

ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More