
আসসালামুওয়ালাইকুম সবাইকে,দীর্ঘদিন ধরে দেখছি অনেকে অনেক সমস্যার কথা উল্লেখ করছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষের কাছ থেকে শুনছি, সেটি পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি। প্রয়োজনীয় যা যা লাগবেঃ১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)৩....