আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

অস্থায়ী ইমেইল ঠিকানা

অনেক সময় অস্থায়ী ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে কোথাও রেজিষ্ট্রেশন বা ভোট করতে যদি ইমেইলে কনফরমেশন বা এ্যাকটিভিশন মেইলের প্রয়োজন হয়। এছাড়াও নিরাপত্তার কারণে কিছূ সাইটে নিজের মেইল ঠিকানা ব্যবহার করা যায় না।
এজন্য আপনারা ব্যাবহার করতে পারেন অস্থায়ী ইমেইল ঠিকানা,এমনই একটি অস্থায়ী মেইল সেবাদানকারী সাইট হচ্ছে http://www.yopmail.com ।এই সাইট এ যেয়ে আপনি Random Email Address এ ক্লিক করে তৈরি করতে পারবেন অসংখ্য অস্থায়ীইমেইল ঠিকানা,কোন পাসওয়ার্ড লাগবেনা।পরবর্তীতে অস্থায়ী ইমেল এর মেইল জানতে Check Inbox এর ঘরে আপনার মেইল আইডিটি লিখে Enter প্রেস করুন।

স্থায়ীভাবে মুছে ফেলুন হাডডিক্সের তথ্য

অনেক সময় পিসি বা হাডডিক্স বিক্রির দরকার হতে পারে। এ অবস্থায় আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো অবশ্যই মুছে ফেলবেন। কিন্তু তারপরও কিন্তু একটা চিন্তা থেকে যায় ফাইল রিকভার হওয়ার। এই চিন্তা দূর করতে আপনার ব্যাবহার করতে পারেন ৯ মেগাবাইটের ফ্রি ও পোর্টেবল এই সফটওয়্যারটি। ডাউনলোড করতে চাইলে এখনে ক্লিক করুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More