![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO7afo1kWLwYU59C9Nu0imP2DovKFz8m-pmDozSsFNvk-Lb1cf8HKb_ThkLr4tmwwie0ussZBzDYXU1p91VobWRrqQYUootMtAr1yV9XybSV-G7zsr5gsJTUA9uo8aR_e-zDYBVutYCsQ/s400/Untitled-1-1024x508.jpg)
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম।
আপনারা বেশ সবাই।
অনলাইনে কাজ করেন অথচ এলার্ট পে কিংবা পেপাল এর নাম জানে না কিংবা শুনে নি এমন মানুষ খুজে পাত্তয়া দায় না। নানা বিধ কারণে অনলাইনে পেমেন্ট পেতে ফ্রিল্যান্সারদের ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। কেননা বাংলাদেশে এই দুটি জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম আপাতত দৃষ্টিতে বন্ধ। বহু আলোচনা সমালোচনা আবেদন নিবেদনের পর আগামী সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে পেপাল আসার কথা রয়েছে। তারই আগে বাংলাদেশে এলার্ট পে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে আজ হতে। বেসিস সফটএক্সপো ২০১২ প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এলার্টপে। এবিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার ক্রিস টিসদল বার্তা দিয়ে।
ভিডিও টি দেখুন ঃ http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg
এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে। এখন এলার্ট পে www.alertpay.com/bangladesh বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.
BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7JIKAKXTp9Kv3U868tDs_IdSFZEBhZzomTL1iERWvzmbfHr6GJVHw7gfEfbAmK0vqIxEyUdClueRMqw_nnyXFQRMYv3QFKYZvcuvxFXYATSnBUiMx3uvxSRQ5OiSwc23ZtudnEmDAN_4/s400/395863_336605953044841_321677637871006_922272_868956479_nh-300x225.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjkX3ToPkO1LBf2vfeFqctEZzD_0zTS-8DEpV6pfFNP5hP4UCnGJPPx3ZotvM-J720_M8jP0JZxmkSNCsknvL2bzsPYEKS0-ytjPXAOP1dhy5Vvvd-bbyvb-LTS1H8i1tYdbsWrvBR0u4/s400/Soft-Expo-20121-300x225.jpg)
আর জাদের এলার্ট পে অ্যাকাউন্ট নাই তারা এই লিঙ্ক এ ক্লিক করে আজ এ অ্যাকাউন্ট বানিয়ে নিন।
(অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। বেস কাজ সেশ…..)
সবাই ভাল থাখবেন।