আসসালামু আলাইকুম

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

ডোমেইন রেজিষ্ট্রেশন করুন ফ্রী !!!

টাইটেল দেখে কি আপনি চমকে গেছেন? আমি জানি সবাই অবাক হয়ে গেছেন। অবাক হওয়া টাই সাচাবিক ব্যপার। আসলে এগুলো ডোমেইন নয়ে গুল হল সাব ডোমেইন। যারা নতুন তাদের জন্য এই পোস্ট। এপনি খুব সহজে নিজের একটি সাইটের ডোমেইন খুলতে পারেন নিচের এই সাইট গুলো থেকে একদম ফ্রী ফ্রী ফ্রী।

www.co.cc এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc। সাটটিতে রেজিষ্ট্রেশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিজ্ঞাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।
www.dot.tk। এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk। তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিজ্ঞাপন দিবে।
www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr। তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir।(কোন বিজ্ঞাপন থাকবেনা)
http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা www.i.am/yourName। এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিজ্ঞাপন থাকবেনা)
www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly। এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিজ্ঞাপন থাকবেনা)
www.741.com এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে www.YourName.741.com আর এই সাইটিতে এরা এদের নিজেদের লোগো এবং ব্যানার ব্যবহার করবে।
http://www.banglaspot.com/ এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে http://www.yourname.banglaspot.com/ ….

আপনি কি ডুয়েল সিম মোবাইল ফোন ব্যাবহারকারী?

আপনি যদি ডুয়েল সিম এর ফোন ব্যবহার করেন তবে এটা আপনাকে অনেক কাজে দেবে। আমি নিজেও ডুয়েল সিম স্ট্যান্ডব াই ফোন নকিয়া এক্স১-০১ ব্যবহার করি।অনেকই অন্য যে কোন ডুয়েল সিম এর ফোনে এটা করতে পারেন। তাহলে শুরু করা যাক. . . এসব ফোনে ২টি সিমই সচল থাকে।কিন্ত একটা সিমে কল আসলে অনেক জরুরী কথা সারতে অনেক সময় লাগে।তখন অন্য সিমটির নেটওয়ার্ক কাজ করেনা বা আউট অফ নেটওয়ার্ক এ থাকে। আপনি সিম ১ দিয়ে কথা বলছেন অবিরত। কিন্তু আপনাকে অন্য কেউ কল করছে আপনার ২য় সিম এ। আপনি ও তা দেখছেন না। এখন এমন একটি কাজ করতে হবে যাতে আপনি যখন সিম ১ এ কথা বলছেন তখন সিম ২ এর কল টি যেন আপনার সিম ১ এ চলে আসে। তাহলে আপনাকে সেই কলার পেল এবং আপনিও সেই কলারকে পেলেন। তবে এর জন্য আপনাকে ফোনের কল ওয়েটিং অপশন টি একটিভ রাখতে হবে ২টি সিম থেকেই।তাহল ে জেনে নিন কি করতে হবে।

প্রথমেই সিম ১ এর Call

settings থেকে Call divert এ যান।এখানে Divert if out of

reach এ Active এ যেয়ে To

other number এ যান।

এখানে আপনার সিম ২ এর

নাম্বার দিয়ে Ok করুন।

একইভাবে সিম ২ এর Call settings থেকে Call divert এ

যান।এখানে Divert if out of

reach এ Active এ যেয়ে To

other number এ আপনার সিম ১ এর নাম্বার দিয়ে Ok করুন। এক্ষেত্রে আপনি যেই সিমেই অবিরত কথা বলুন না কেন আপনার এক সিমের কল অন্য সিমে চলে আসবে। ডাইভার্ট কলের ক্ষেত্র কল সমপরিমান টাকা কাটে। তা আমরা সবাই জানি। ডাইভার্ট কলের একটি চিন্হ আছে সব ফোনেই।সেই চিন্হ দেখে ইচ্ছা হলে কল রিসিভ করবেন।অন্য থায় করবেন না।অন্তত জানতে তো পারলেন যে আপনার অন্য সিমে আপনাকে কেউ খুঁজছেন

কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন

যোগাযোগের জন্য ই-মেইল অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা। কাউকে কিছু জানানো প্রয়োজন হলে সেটা লিখে মেইল করুন, তিনি সাথেসাথেই পাবেন অথবা যখন সময় পাবেন তখন দেখে নেবেন। ফোনের মত সেই মুহুর্তেই তাকে কাজ বাদ দিয়ে পড়তে হবে না। যদি কোন ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি পাঠাতে চান তাহলেও সমস্যা নেই, ইমেইলের সাথেই এটাচ করে পাঠিয়ে দিন।

বর্তমানে অধিকাংশ মানুষ যে ইমেইল ব্যবহার করে সেগুলি বিনামুল্যের। মাইক্রোসফট, গুগল, ইয়াহু এরা বিনামুল্যে এই ইমেইল ব্যবহারের সুযোগ দেয়। ব্যবহারের জন্য আপনার কাজ তাদের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম-ঠিকানা লিখে একটি ফরম পুরন করা। বদলে আপনি পাবেন নিজস্ব একটি ইমেইল এড্রেস। সেটা ব্যবহার করার সুযোগ পাবেন বিশ্বের যে কোন যায়গায়, কম্পিউটার কিংবা মোবাইল ফোনে। এই ইমেইল এড্রেস ব্যবহার করে ব্লগ তৈরী করতে পারেন কিংবা পে-পলের মত সেবা ব্যবহার করে অর্থ লেনদেন করতে পারেন।
কেউ কেউ নিজে ইমেইল একাউন্ট খুলতে সমস্যায় পড়েন। তাদের জন্য এই টিউটোরিয়াল। ঠিক কিভাবে একাউন্ট তৈরী করতে হয় জেনে নিন;
. গুগলের সেবা জি-মেইলের একাউন্ট তৈরীর জন্য তাদের ওয়েবসাইটে যান www.mail.google.com
. Create an account বাটনে ক্লিক করুন। একটি ফরম পাওয়া যাবে।

প্রথম দুটি অংশে আপনার নাম লিখুন
. ইমেইল এড্রেস হিসেবে যে নাম ব্যবহার করতে চান সেটি টাইপ করুন।
নাম অবশ্যই পুরোটা ছোটহাতের অক্ষরে হতে হবে। যেহেতু বহু মানুষ এই মেইল ব্যবহার করে সেহেতু সরাসরি আপনার নাম ব্যবহারের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। হয়ত আগেই কেউ সেটা ব্যবহার করেছে। নামের সাথে সংখ্যা ব্যবহার করে দেখতে পারেন। নামের মধ্যে একটি ডট (.) ব্যবহার করা যায়। যে নাম ব্যবহার করতে চান সেটা পাওয়া যাবে কিনা জানার জন্য check availability বাটনে ক্লিক করুন।
. যে পাশওয়ার্ড ব্যবহার করতে চান সেটি টাইপ করুন।
পাশওয়ার্ড কমপক্ষের ৮ অক্ষরের হতে হবে। অক্ষর এবং সংখ্যা মিলিয়ে এমন পাশওয়ার্ড ব্যবহার করুন যেটা কেউ অনুমান করে ব্যবহার করতে পারবে না।
. পাশওয়ার্ডটি পুনরায় টাইপ করে নিশ্চিত হন সেখানে ভুল করেননি। এরপর কোথাও সেটা লিখে রাখুন।
. প্রতিবার ইমেইল দেখার জন্য যদি নাম-পাশওয়ার্ড ব্যবহার করে লগইন করতে না চান তাহলে Stay signed in টিক চিহ্ন দিন। একবার লগ-ইন করলে পরবর্তীতে সরাসরি একাউন্ট ব্যবহার করা যাবে।
শুধুমাত্র নিজের কম্পিউটারে একাজ করবেন। কম্পিউটার যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে তাহলে এটা না করাই ভাল। সেক্ষেত্রে অন্যরাও আপনার মেইল দেখার সুযোগ পাবে।
. কখনও পাশওয়ার্ড ভুলে গেলে সেটা জানার জন্য একটি সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করুন এবং উত্তরের যায়গায় সেটি লিখে দিন। যেমন কোন ব্যক্তি বা যায়গার নাম।
. কোন সমস্যা হলে সমাধানের জন্য অপর ইমেইল এড্রেস ব্যবহার করতে পারেন। ইমেইল এড্রেস টাইপ করে দিন Recovery email এর যায়গায়।
. আপনার দেশ সিলেক্ট করুন।
. Word Verification এর যায়গায় কয়েকটি অক্ষর লেখা রয়েছে। অক্ষরগুলি নিচের ঘরে টাইপ করে দিন।
মুলত অটোমেটেড ব্যবস্থায় ইমেইল একাউন্ট খোলা থেকে বিরত রাখার জন্য এটা করা হয়।
. গুগলের নিয়মাবলী পড়ে দেখুন। তাদের নিয়মের পরিপন্থী কিছু দেখলে তারা আপনার একাউন্ট বাতিল করতে পারে।
. সবশেষে I accept. Create my account বাটনে ক্লিক করুন।

উল্লেখ করা কাজগুলি যদি ঠিকভাবে করা হয় তাহলে আপনার একাউন্ট তৈরী হবে। ইমেইল পাঠানো কিংবা রিসিভ করার জন্য আপনাকে সাইটে আসতে হবে।
উইন্ডোজের Outlook Express কিংবা অন্যান্য সফটঅয়্যার ব্যবহার করে জিমেইল ব্যবহার করা যায়। মাইক্রোসফটের হটমেইল কিংবা ইয়াহু মেইল ব্যবহারের পদ্ধতি মোটামুটি একই রকম।

ফ্রী ডাউনলোড করে নিন forex (ফরেক্স) শেখার বাংলা বই

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

এবার আপনাদের জন্য নিয়ে এলাম ফরেক্স শেখার বাংলা বই । যারা ফরেক্স সম্পর্কে একটু ধারনা নিতে চাচ্ছেন তাদের জন্য এটি উপকারী একটা বই । এই বইটি পরে আপনি ফরেক্স সম্পর্কে ভালো ধারনা পাবেন । তো আর দেরি কেন এখনি ফ্রী ডাউনলোড করে ফরেক্স শিখতে থাকুন ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড
আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন

ফ্রী ডাউনলোড করে নিন Microsoft Word (মাইক্রোসফট ওয়ার্ড) শিখার বাংলা বই


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

যারা অফিস প্রোগ্রাম শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রী বাংলা Microsoft Word (মাইক্রোসফট ওয়ার্ড) বই । এই বইটি পরে আপনি Microsoft Word (মাইক্রোসফট ওয়ার্ড) শিখতে পারবেন । বইটি লিখেছেন কামরুল হাসান বাপ্পি । তাকে ধন্যবাদ এই বইটা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড

আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন
অনেক সময় লিঙ্ক ভুল থাকলে আমাকে মন্তব্য করে জানাবেন প্লিজ ।


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

যারা ব্লগিং শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রী বাংলা ব্লগিং শেখার বই । বইটি পড়ে আপনি ব্লগিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন যেমন ব্লগিং কি, কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে ব্লগ খুলতে হয় । বইটিতে সব কিছু ছবি সহকারে দেওয়া আছে । আজই ফ্রী ডাউনলোড করে পড়া শুরু করে দেন ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড


আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য

ফ্রী ডাউনলোড করে নিন Autocad (অটোক্যাড) শিখার বাংলা বই


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

যারা Autocad (অটোক্যাড) শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রী বাংলা Autocad (অটোক্যাড) বই । এই বইটি পরে আপনি Autocad (অটোক্যাড) শিখতে পারবেন । লেখক কে ধন্যবাদ এই বইটা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড


আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন
অনেক সময় লিঙ্ক ভুল থাকলে আমাকে মন্তব্য করে জানাবেন প্লিজ ।

ফ্রী ডাউনলোড করে নিন এইচ টি এম এল (html) শিখার বাংলা বই


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে ।


একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

যারা html শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রী বাংলা এইচ টি এম এল শিখার বই । এই বই টি পরে আপনি এইচ টি এম এল শিখতে পারবেন । বইটি লিখেছেন মোহাম্মাদ আহসানুল হক শোভন । তাকে ধন্যবাদ এই বইটা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড

আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।

ফ্রী ডাউনলোড করে নিন ফ্রীল্যাসিং শেখার বাংলা বই

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

আমরা অনেকেই ফ্রীল্যাসিং করতে আগ্রহি । বাংলাদেশে Odesk এবং Freelanceer এর জনপ্রিয়তা বেশি । আমি নিজেও Odesk এ কাজ করি । আমি জানি সেখানে কাজ পাওয়া কতটা কঠিন । নতুন অনকেই ফ্রীল্যাসিং করতে আগ্রহি । তাদের জন্য নিয়ে এলাম ফ্রীল্যাসিং সম্পরকে ধারণা নেয়ার একটা বাংলা বই । এই বইটি পরে আপনি ফ্রীল্যাসিং সম্পরকে পুরনাঙ্গ ধারণা পাবেন । তো আর দেরি কেন আজিই ফ্রী ডাউনলোড করে নিন আর আপনার ফ্রীল্যাসিং এর যাত্রা শুরু করুন ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড


আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন
অনেক সময় লিঙ্ক ভুল থাকলে আমাকে মন্তব্য করে জানাবেন প্লিজ ।

ইন্টারনেটে আয়ের তথ্য নিয়ে বাংলা ই-বুক


গুগল এডসেন্স, পিটিসি কিংবা ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব সাইট তৈরী ইত্যাদি কাজ কিভাবে করবেন, কিভাবে কোথায় যোগাযোগ করবেন, কিভাবে অর্থ হাতে পাবেন ইত্যাদি বিষয়গুলি একসাথে করে বাংলা বিনামুল্যের ই-বুক। কেউ যেন প্রতারনা কিংবা বিভ্রান্তির শিকার না হন সেকারনেই এই বই। ডাউনলোড করুন, নিজে পড়ুন, অন্যকে দিন। নিজের কর্মসংস্থান নিজেই করুন।

ডাউনলোড করুন এখান থেকে : Earning-Internet-Bangla

ফ্রী ডাউনলোড করে নিন Microsoft Paint (মাইক্রোসফট পেইন্ট) শিখার বাংলা বই


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি । বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য । অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে । তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে । আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে । একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।

যারা অফিস প্রোগ্রাম শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রী বাংলা Microsoft Paint (মাইক্রোসফট পেইন্ট) বই । এই বইটি পরে আপনি Microsoft Paint (মাইক্রোসফট পেইন্ট) শিখতে পারবেন । বইটি লিখেছেন কামরুল হাসান বাপ্পি । তাকে ধন্যবাদ এই বইটা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।

নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন ।

ডাউনলোড

আর হে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু ।
যদি কোন ভুল হয় তাহলে দয়া করে মন্তব্য করে জানাবেন
অনেক সময় লিঙ্ক ভুল থাকলে আমাকে মন্তব্য করে জানাবেন প্লিজ ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More