আসসালামু আলাইকুম

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

আপনি কি ডুয়েল সিম মোবাইল ফোন ব্যাবহারকারী?

আপনি যদি ডুয়েল সিম এর ফোন ব্যবহার করেন তবে এটা আপনাকে অনেক কাজে দেবে। আমি নিজেও ডুয়েল সিম স্ট্যান্ডব াই ফোন নকিয়া এক্স১-০১ ব্যবহার করি।অনেকই অন্য যে কোন ডুয়েল সিম এর ফোনে এটা করতে পারেন। তাহলে শুরু করা যাক. . . এসব ফোনে ২টি সিমই সচল থাকে।কিন্ত একটা সিমে কল আসলে অনেক জরুরী কথা সারতে অনেক সময় লাগে।তখন অন্য সিমটির নেটওয়ার্ক কাজ করেনা বা আউট অফ নেটওয়ার্ক এ থাকে। আপনি সিম ১ দিয়ে কথা বলছেন অবিরত। কিন্তু আপনাকে অন্য কেউ কল করছে আপনার ২য় সিম এ। আপনি ও তা দেখছেন না। এখন এমন একটি কাজ করতে হবে যাতে আপনি যখন সিম ১ এ কথা বলছেন তখন সিম ২ এর কল টি যেন আপনার সিম ১ এ চলে আসে। তাহলে আপনাকে সেই কলার পেল এবং আপনিও সেই কলারকে পেলেন। তবে এর জন্য আপনাকে ফোনের কল ওয়েটিং অপশন টি একটিভ রাখতে হবে ২টি সিম থেকেই।তাহল ে জেনে নিন কি করতে হবে।

প্রথমেই সিম ১ এর Call

settings থেকে Call divert এ যান।এখানে Divert if out of

reach এ Active এ যেয়ে To

other number এ যান।

এখানে আপনার সিম ২ এর

নাম্বার দিয়ে Ok করুন।

একইভাবে সিম ২ এর Call settings থেকে Call divert এ

যান।এখানে Divert if out of

reach এ Active এ যেয়ে To

other number এ আপনার সিম ১ এর নাম্বার দিয়ে Ok করুন। এক্ষেত্রে আপনি যেই সিমেই অবিরত কথা বলুন না কেন আপনার এক সিমের কল অন্য সিমে চলে আসবে। ডাইভার্ট কলের ক্ষেত্র কল সমপরিমান টাকা কাটে। তা আমরা সবাই জানি। ডাইভার্ট কলের একটি চিন্হ আছে সব ফোনেই।সেই চিন্হ দেখে ইচ্ছা হলে কল রিসিভ করবেন।অন্য থায় করবেন না।অন্তত জানতে তো পারলেন যে আপনার অন্য সিমে আপনাকে কেউ খুঁজছেন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More