আসসালামু আলাইকুম

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২

IDM দিয়ে ডাউনলোডরত অবস্থায় Play করুন মিউজিক/ভিডিও ফাইলটি।

সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি।

আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।। অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।।
যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।

অনলাইনে মুভি/ ভিডিও / গান পাওয়া যায় এমন লাখের উপরে ওয়েবসাইট আছে। কিন্তু কোয়ালিটির প্রশ্ন কিন্তু মনের ভিতরে থেকেই যায়। তাই আজ আপনাদের জন্য এই টিপসটি শেয়ার করছি।



কথা আর না বারিয়ে সামনের দিকে আগাই।।

আমরা মোটামুটি সবাই জানি, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় ফাইলটি প্লে করা যায়।
আজ শিখাবো IDM দিয়ে কিভাবে ডাউনলোড হচ্ছে এমন ফাইলকে প্লে করানোর টিপস।

১. প্রথমে IDM দিয়ে যেকোনো ফাইল ( Video / Mp3 ) ডাউনলোড দিন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন।
৩. এবার Save To ট্যাব এ যান।
৪. সেখান থেকে Temporay Directory তে দেয়া Path (Text) টি কপি করুন।

৫. My Computer ওপেন করে উপরে Windows Explorer address bar এ Path ( Text) টি পেস্ট করে Enter চাপুন।

৬. এবার DwnlData তে ক্লিক করে বের করুন ফাইলটি ও প্লে করুন আপনার ডাউনলোড হচ্ছে এমন ফাইলটি।।

বিঃদ্রঃ আপনি শুধু মাত্র মিউজিক / ভিডিও যেকোনো ফাইল ডাউনলোড এর সময় প্লে করতে পারবেন। কিন্তু, rar / zip / iso এই টাইপের ফাইল গুলো প্লে করতে পারবেন না।

۞ ফাইল প্লে করতে প্রব্লেম হলে KM Player ইউজ করুন। ۞
↓ লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংকঃ ↓

USB drive যদি write protected দেখায় তাহলে কি করবেন?

মাঝে মাঝে আমাদের ব্যবহৃত USB drive (pen drives, memory cards, iPod and other USB massstorage devices) টি write protected দেখরি। তখন আমরা কিছুটা হতাশ হয়ে পরি। ফলে দরকারী ফাইল প্রয়োজনমত copy বা delete করতে পারি না।সাধারনত যে সব Message সাধারনত দেখায়:
* Cannot copy files and folders, drive is write protected * Cannot format the drive, drive is write protected * The disk is write protected * Remove write protection or use another disk * Media is write protected

বন্ধুরা আসুন আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার

সম্ভাব্য উপায়গুলো দেখি।
১। USB Device টি physical lock থাকে তাহলে এই সমস্যায় পতিত হবেন।

সমাধানঃ শুরুতেই- physical lock চেক করতে হবে। physical lock থাকলে, Unlock করার চেষ্টা করতে হবে।২।Virus জনিত কারনে আপনার PC registry hack হতে পারে। ফলে আপনার USB Device টি write protected দেখায়।

সমাধান:
1. Start Menu থেকে Run গিয়ে লিখুন regedit এবং Enter দিয়ে registry editor এ ঢুকুন।
2. এখন নিচের path টি Navigate করুন।
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Contro l\StorageDevicePolicies
Note: যদি Storage Device Policies না থাকে তাহলে Control এর উপর Right click করে New>Key – Select করে আপনাকে এটি create করতে হবে।
3. right pane থেকে WriteProtect এর উপর Double click করে Data Box থেকে Value “0″ করুন এবং OK করুন।
4. Registry close করে আপনার computer টি Restart করুন, তারপর পুনরায় connect করুন আপনার USB drive।

ব্রাউজার এ সেভ করা পাসওয়ার্ড জেনে নিন ১ সেকেন্ডে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আমরা অনেকে ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করে রাখি ।
কিন্তু ব্রাউজারে এ সব পাসওয়ার্ড ****** দিয়ে শো করে । আজকে এ সব পাসওয়ার্ড জানার সহজ একটা উপায় বলব ।

প্রথমে সেভ পাসওয়ার্ড দেয়া ওয়েবপেজ এর Log In পেজ ওপেন করুন ।
তারপর আপনার ব্রাউজার এর এড্রেস বারে নিচের java script টি পেস্ট করে এন্টার চাপুন ।

এবার দেখুন Alert Box এ আপনার পাসওয়ার্ড টি দেখাচ্ছে ।

এভাবে আপনি যে কোন ওয়েবপেজ এর সেভ পাসওয়ার্ড জানতে পারবেন ।
কি খুব সহজ উপায় মনে হচ্ছে না ? ? ?

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More