আজ আমি জানাবো কি করে অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়া যায় এবং অপেরা থেকে ফেসবুকে বাংলায় লেখা যায়। খুব সম্ভবত, অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়ার উপায় কয়েক দিন আগে এখানে দেখেছিলাম । কিন্তু ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়ার কথা বলা ছিল না। তাই যারা আগের পোস্টটি দেখেননি কিংবা জানেন না কি করে বাংলা লেখা পড়তে হয় তাদের জন্য দুইটি উপায়ই লিখছি।বাংলা লেখা পড়ার উপায়ঃপ্রথমে অপেরা মিনি ওপেন করে অ্যাড্রেস বারে ( যেখানে অ্যাড্রেস লিখা হয়) লিখুন opera:config । এরপর এন্টার এ press করুন ( কোন ক্ষেত্রে go বাটন থাকে)। এবার আপনি যে page টি দেখতে পাবেন তার...