আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুকের যে কোন বন্ধুদের লুকিয়ে রাখা ই মেইল অ্যাড্রেস বের করুন

অনেকদিন পরে লিখতে বসেছি। অনেক কিছু ভুলে গেছি বলতে গেলে লিখার সেই স্পীড টাই হারিয়ে গেছে তবে টিউনারপেজে লিখার মত নেশা এখনো কাজ করে বরাবরের মত। যাই হক আজকের এই ট্রিকস টি আমার অনেক ফ্যান চেয়েছে জানতে অতিতে সময় হয়নি লিখার আসলে। জানি না এর মাঝে এটি নিয়ে কেউ পোস্ট করেছে কিনা। যাই হক আজকে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক একাউন্টে থাকা বন্ধুদের গোপন ই মেইল অ্যাড্রেস খুজে বের করতে পারবেন। অনেকেই আছে যারা নিজেদের ই মেইল আইডি লুকিয়ে রাখে ফেসবুকে কিন্তু তাদের ই মেইল অ্যাড্রেস গুলো ও বের করতে পারবেন খুব সহজে। চলেন শুরু করি?
a55a52eee1c779455644663d5557808a 899x596 ফেসবুকের যে কোন বন্ধুদের লুকিয়ে রাখা ই মেইল অ্যাড্রেস বের করুন
১। লজিক টা আগে বুঝে নিন বেপারটা খুব সহজ আসলে। ফেসবুকের ই মেইল আইডি গুলো লুকুনো থাকে অনেকের যা ফেসবুক থেকে দেখা যায়না টাই আমাদেরকে ইউজ করতে হবে ইয়াহু। মানে হচ্ছে ফেসবুকের সমস্ত ই মেইল আইডি গুলো আমরা ইয়াহুতে ইম্পরট করে নিব তাহলে সব আইডি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার?
২) প্রথমে আপনার ইয়াহু মেইল ওপেন করুন।
yahoo1 ফেসবুকের যে কোন বন্ধুদের লুকিয়ে রাখা ই মেইল অ্যাড্রেস বের করুন

৩) এবার মেইল ওপেন হলে contacts ট্যাব এ চলে যান।
yahoo2 ফেসবুকের যে কোন বন্ধুদের লুকিয়ে রাখা ই মেইল অ্যাড্রেস বের করুন

৪) এবার Import contacts এ ক্লিক করুন।
৫) এখন facebook সিলেক্ট করুন।
৬) এবার একটি pop up জানালা আসবে ।
yahoo3 ফেসবুকের যে কোন বন্ধুদের লুকিয়ে রাখা ই মেইল অ্যাড্রেস বের করুন
৭) সম্পূর্ণ নির্ভয়ে লগইন করুন আপনার ফেসবুক একাউন্ট যেখানের বন্ধুদের ই মেইল আইডি আপনি নিতে যান আর ফেবসুকে লইন করা থাকলে ওকে চাপুন।
৮) এবার বেশ কিছুক্ষণ সময় লাগবে সকল আইডি ইম্পরট হতে। সব কিছু হয়ে গেলে ok চাপুন তাহলে নতুন একটি পেজে চলে যাবেন যেখানে আপনার ফেসবুকের সকল বন্ধুদের ই মেইল আইডি থাকবে।

যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক “Blue Screen Of Death” এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান

আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিক্স ক্র্যাস করেছে। এক্ষেত্রে আমাদের পড়তে হয় মহা বিপাকে। এর থেকে মুক্তির জন্য আমরা ছুটে যাই পিসি সাভিসিং সেন্টারে। তাই্ না? আর কত টাকা ঢালবেন এই পথে, আর নয়। এবার সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন সমস্যাটির!!! এখানে দেখে নিন সম্পূর্ণ সমাধান।
windows blue screen error যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।
এবার চলুন নিজেই এমন একটি ফেক স্ক্রীন তৈরি করে সবাইকে একদম চমকে দেয়া যাক। এটি আসলে কারো কোন উপকার হবে না জাস্ট একটু ফান করা আরকি তবুও শেয়ার করলাম এই মজার জিনিসটি। যার সাথে এটি করবেন কছুখনের জন্য তার মাথা পুরা আউলায়া যাবে সিউর থাকেন। লল……। :p
১) প্রথমে নোটপ্যাড ওপেন করে নিজের কোডিং গুলো হুবুহ পেস্ট করুন।
@echo off

echo ^^^BSOD^ > bsod.hta

echo. >> bsod.hta

echo ^> bsod.hta

echo applicationname="BSOD"  >> bsod.hta

echo version="1.0" >> bsod.hta

echo maximizebutton="no" >> bsod.hta

echo minimizebutton="no" >> bsod.hta

echo sysmenu="no" >> bsod.hta

echo Caption="no" >> bsod.hta

echo windowstate="maximize"/^> >> bsod.hta

echo. >> bsod.hta

echo ^^>> bsod.hta echo ^ >> bsod.hta echo ^A problem has been detected and windows has been shutdown to prevent damage to your computer.^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^DRIVER_IRQL_NOT_LES_OR_EQUAL^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^If this is the first time you've seen this stop error screen, restart your computer, If this screen appears again, follow these steps:^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^Check to make sure any new hardware or software is properly installed. If this is a new installation, ask your hardware or software manufacturer for any windows updates you might need.^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^If problems continue, disable or remove any newly installed hardware or software. Disable BIOS memory options such as caching or shadowing. If you need to use Safe Mode to remove or disable components, restart your computer, press F8 to select Advanced Startup Options, and then select Safe Mode.^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^Technical information:^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^*** STOP: 0x000000D1 (0x0000000C,0x00000002,0x00000000,0xF86B5A89)^ >> bsod.hta echo. >> bsod.hta echo. >> bsod.hta echo ^*** gv3.sys - Address F86B5A89 base at F86B5000, DateStamp 3dd9919eb^ >> bsod.hta echo. >> bsod.hta echo ^Beginning dump of physical memory^ >> bsod.hta echo ^Physical memory dump complete.^ >> bsod.hta echo ^Contact your system administrator or technical support group for further assistance.^ >> bsod.hta echo. >> bsod.hta echo. >> bsod.hta echo ^ >> bsod.hta echo ^^ >> bsod.hta

start "" /wait "bsod.hta"

del /s /f /q "bsod.hta" > nul

bsod  যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।
২। এবার এটি সেভ করুন Save as দিয়ে যেকন নামে যেমন bsod.bat (লাস্ত এ অবশ্যই .bat দিতে হবে এবং সেভ করার সময় file type দিতে হবে all files)
save যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।
৩) কাজ শেষ এবার Double ক্লিক করুন আমাদের বানানো ফাইলের উপরে bsod.bat
bsod 2 যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।
৪) এবার দেখতে পারবেন আপনার কম্পিউটার এর মাঝে একটি ফেক blue screen of death
windows blue screen error1 যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।
৫) এটি থেকে বের হতে চাইলে ctrl+alt+delete চাপুন এবং Task Manager – Applications থেকে bsod.bat সিলেক্ট করে End Task ক্লিক করুন।
end task  যে কারো কম্পিউটার এ তৈরি করুন ফেক Blue Screen Of Death এবং চমকে দিন বন্ধুকে সাথে সমাধান।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More