আমরা অনেকেই আমাদের কী-বোর্ডের সবগুলো শর্টকাট জানিনা বা জানলেও ব্যবহারে উৎসাহি না।
কিন্তু,যদি আপনি যদি আপনার পিসির সবগুলো ব্যবহারে অভ্যস্ত হন,তবে আপনি অনেক দ্রুত কম্পিউটার অপারেট করতে পারবেন+আপনার মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।
আর এই সর্টকাট জানা থাকলে,আপনি জরুরি সময়,ধরুন কোনো কারনে আপনার মাউস নষ্ট হয়ে গেলে, পিসির কাজ গুলো কী-বোর্ড দিয়েই সারতে পারবেন।
অথবা ধরুন কারো পিসিতে মাই কম্পিউটার অপসানটি নেই -সেক্ষত্রে আপনি Windows key + E চেপে মাই কম্পিউটার ওপেন করতে পারবেন।
তাই এই শর্টকাট গুলো সকলের জেনে নেয়া অতীব জরুরী।
নিচে সর্টকাট গুলোর (পার্ট ২) দেয়া হলো___
• ALT + underlined letters in menus – open menu item
• ALT + ENTER – show Properties of selected object
• ALT + F4 – close current window or program
• CTRL + F4 – close window within program
• ALT + TAB – switch between open windows or programs
• TAB – move forwards through control items or links in current window
• SHIFT + TAB – move backwards through control items or links
• ENTER – click selected control item or link
• BACKSPACE – move up one folder level
• HOME – go to start of current line or web page
• END – go to end of current line or web page
• CTRL + END – go to end of current document
• PAGE UP – move up through current document or web page
• PAGE DOWN – move down through current document or web page
• PRINT SCREEN – take snapshot image of current screen
• ALT + PRINT SCREEN – take snapshot image of current window
• F2 – rename selected item
• F5 – refresh current window or web page
• F6 – move through window panes
প্রত্যেকে একবার করে ব্যবহার করে দেখুন। তাহলে অতি সহজেই বুঝতে পারবেন,কোন শর্টকাটের কি কাজ!