আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

MS Office 2007 টু 2003 এ কাজ করুন ঝামেলা ছাড়া !!


আজ আপনাদের সাথে এক ২৭ মেগা বাইটের একটি কনভার্টর সফ্টওয়্যার শেয়ার করবো । যা থেকে আপনার মাইক্রোসফ্ট অফিস ২০০৭ এর ফাইল গুলো সহজেই মাইক্রোসফ্ট অফিস ২০০৩ এ অপেন করতে এবং নির্দিধায় কাজও করতে পারবেন।
সফ্টওয়্যারটি শুধু নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করলেই হবে। অপেন করার সময় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে।
ডাউনলোডের জন্য ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, নিজে জানুন অন্যকে জানান

যেভাবে IDM (Internet Download Manager) দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করে ডাউনলোডের বন্যায় ভেসে যাবেন!! (বিস্তারিত নিয়ম)


প্রিমিয়াম অ্যাকাউন্টের জগতে আপনাকে স্বাগতম!! এখন থেকে চেস্টা করব মাঝে মাঝেই আপনাদের জনপ্রিয় ফাইল হোস্টিং সাইটগুলোর প্রিমিয়াম অ্যাকাউন্ট উপহার দিতে।
ফাইল শেয়ারিং সাইটগুলোর মধ্যে আমার সবচাইতে পছন্দ রেপিডশেয়ার এবং হটফাইল। তবে ইদানিং হটফাইল পাইরেসি আইনের প্রতি খুব অনুরাগী হয়ে গেছে!! তাই যেহেতু তাদের সাইটে আপলোড করা বেশীরভাগ ফাইলই অবৈধ, তাই তারা তাদের সব ফাইল ডিলেট করা শুরু করেছে। কোন ফাইল যদি ডাউনলোড করতে যান, তাহলে তা না পাওয়ার সম্ভাবনাই বেশী!! রেপিডশেয়ারের অবস্থাও তেমন ভাল না।
এই সুযোগে Filesonic.com এবং Fileserve.com তুমুল ব্যবসা করে নিচ্ছে। যাই ডাউনলোড করতে যাই, দেখি এই দুইটা সাইটের যেকোন একটাতে আপলোড করা হয়েছে।

এই অ্যাকাউন্টগুলো অবশ্যই IDM (Internet Download Manager) ব্যবহার করে ডাউনলোড করবেন। কখনোই ব্রাউসার দিয়ে লগিন করবেন না। তা না হলে লগিন করার সাথে সাথে অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাবে যারা এখনোও জানেননা যে কিভাবে IDM দিয়ে ডাউনলোড করতে হয়, তারা নিচের ধাপগুলো অনুসরন করুনঃ-
১. IDM ওপেন করে Options এ ক্লিক করে SiteLogins এ ক্লিক করুন।
২.এবার নিচের ছবির মত New তে ক্লিক করুন।
৩.এবার Server/path এর ঘরে লিখুন- *.filesonic.com (স্টার ডট ফাইলসনিক ডট কম। অবশ্যই স্টার ডট দিয়ে শুরু করতে হবে।)
হটফাইলের জন্য লিখুন- *.hotfile.com (একই নিয়ম। স্টার ডট দিয়ে শুরু করতে হবে।)
৪.এবার Username এর ঘরে আমার দেয়া ইউসারনেম এবং পাসওয়ার্ডের ঘরে আমার দেয়া পাসওয়ার্ড দিন। রিপিট পাসওয়ার্ডের ঘরে একই পাসওয়ার্ড আবার দিন।
৪.এবার OK করে নেক্সট ট্যাবেও OK করুন।
ব্যাস, কাজ শে্য। এবার যেকোন ফাইলসনিক এর লিঙ্কে রাইটক্লিক করে Download file with IDM এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে!!
এই অ্যাকাউন্টগুলো সাধারনত খুব তারাতারি ফ্রি হয়ে যায়। তাই ফ্রি হয়ে যাবার আগেই যত পারেন ডাউনলোড করে নিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন।

বিঃদ্রঃ- কেউ আবার অতি চালাকি করে পাসওয়ার্ড পরিবর্তন করতে যাবেন না। পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনাকে লগিন করতে হবে। আর আপনি লগিন করলেই অ্যাকাউন্ট ফ্রি হয়ে যাবে এবং আসল মালিকের কাছে নতুন ইউসারনেম পাসওয়ার্ড চলে যাবে

কম্পিউটারের গুরুত্বপূর্ণ শর্টকাট শিখুন।।


আমরা অনেকেই আমাদের কী-বোর্ডের সবগুলো শর্টকাট জানিনা বা জানলেও ব্যবহারে উৎসাহি না।
কিন্তু,যদি আপনি যদি আপনার পিসির সবগুলো ব্যবহারে অভ্যস্ত হন,তবে আপনি অনেক দ্রুত কম্পিউটার অপারেট করতে পারবেন+আপনার মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।
আর এই সর্টকাট জানা থাকলে,আপনি জরুরি সময়,ধরুন কোনো কারনে আপনার মাউস নষ্ট হয়ে গেলে, পিসির কাজ গুলো কী-বোর্ড দিয়েই সারতে  পারবেন।
অথবা ধরুন কারো পিসিতে মাই কম্পিউটার অপসানটি নেই -সেক্ষত্রে আপনি Windows key + E চেপে মাই কম্পিউটার ওপেন করতে পারবেন।
তাই এই শর্টকাট গুলো সকলের জেনে নেয়া অতীব জরুরী।
নিচে সর্টকাট গুলোর (পার্ট ২) দেয়া হলো___
• ALT + underlined letters in menus – open menu item
• ALT + ENTER – show Properties of selected object
• ALT + F4 – close current window or program
• CTRL + F4 – close window within program
• ALT + TAB – switch between open windows or programs
• TAB – move forwards through control items or links in current window
• SHIFT + TAB – move backwards through control items or links
• ENTER – click selected control item or link
• BACKSPACE – move up one folder level
• HOME – go to start of current line or web page
• END – go to end of current line or web page
• CTRL + END – go to end of current document
• PAGE UP – move up through current document or web page
• PAGE DOWN – move down through current document or web page
• PRINT SCREEN – take snapshot image of current screen
• ALT + PRINT SCREEN – take snapshot image of current window
• F2 – rename selected item
• F5 – refresh current window or web page
• F6 – move through window panes
প্রত্যেকে একবার করে ব্যবহার করে দেখুন। তাহলে অতি সহজেই বুঝতে পারবেন,কোন শর্টকাটের কি কাজ!

মাইক্রোসফট আফিস(MicroSoft Office) /এমএস ওয়ার্ড,এক্সেল ,অ্যাক্সেস ও টাইপিং এর উপর কিছু গুরুত্বপূর্ন বাংলা বই (ছবি সহ) ……ঘরে বসেই মাইক্রোসফট আফিস শিখতে পারবেন …


আপনাকে আর টাকা খরচ করে মাইক্রোসফট আফিস শিখতে যেতে হবে না …।।
নিচের বাংলা বই গুলো ডাউনলোড করুন আর মনযোগ সহকারে পড়ুন তাহলে আশা করি কাজ হয়ে যাবে ।বাসায় বসে বসে আপনি কম্পিউটার শিখতে পারবেন……
মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা কোন ব্যক্তি তার প্রয়োজন মাফিক কম্পিউটারে লেখালিখির কাজ সম্পাদন করতে পারেন।
মাইক্রোসফট ওয়ার্ড ,এক্সেল ও অ্যাক্সেস সম্পর্কে ভাল ভাবে জানার জন্য নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুন …।আর দেখুন কি কাজের বই দিলাম.।
কারন বর্তমান এই কম্পিউটারের ও মোবাইল এর যুগে কেউ এখন কাগজের বই খুব একটা পড়তে চায় না , তাই যুগের সাথে তাল মেলাতে আমাদেরকে এখন ই-বুক পড়তে হবে।
এই বই গুলো -ইউনিকোড টেক্সট ফরম্যাটে(স্ক্যান করা না) যা খুব সহজে Mobile ও Computer পড়তে পারবেন………

* Microsoft Word Xclusive.pdf

Microsoft Excel Xclusive.pdf

Excel 2010 Formulas.pdf

Excel 2010 Formulas100811.pdf

 Advanced User 
এই বই গুলো আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি।আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More