আসসালামু আলাইকুম

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

PC Wizard 2012 এই সফটওয়্যার বলে দেবে আপনার কম্পিউটারের সম্পূর্ণ ইনফরমেশন A to Z পর্যন্ত!

আপনি  কি জানেন আপনার কম্পিউটারের সম্পূর্ণ ইনফরমেশন ? আমি যদি ভুল না করি তাহলে আপনার উত্তর হবে না ।

আসলে আমরা কেও ই জানি  না  একটা সিস্টেম এর সম্পূর্ণ ইনফরমেশন। আর যারা কম্পিউটার এর হার্ডওয়্যার নিয়ে কাজ করেন তাদের কে সিস্টেম এর সম্পূর্ণ ইনফরমেশন অবশ্যই জানতে হয় ।

আজ আপনাদের সাথে শেয়ার করব PC Wizard 2012 মাত্র 7.45 MB এই সফটওয়্যার!

এই সফটওয়্যার-ই বলে দেবে আপনার সিস্টেম এর সম্পূর্ণ ইনফরমেশন A to Z পর্যন্ত !

পিসি উইজার্ড একটি শক্তিশালী বিশেষত হার্ডওয়্যার সনাক্তকরণের জন্য তৈরি।  এটি একটি সিস্টেম এর যে কোন অংশবিশেষ নির্ভুল ভাবে চিহ্নিত করতে সক্ষম. এবং সর্বশেষ প্রযুক্তি ও মান সমর্থন করে।

PC Wizard 2012 দিয়ে কি কি ইনফরমেশন জানতে পারবেন দেখে নিন ভালো করে নীচ থেকে


↓↓↓

Hardware Information

  • Mainboard / Bios (Connectors, ID String, MP Support …)
  • Chipset (FSB Frequency, Norhtbridge, Hub, Direct Media Interface, XMB, NSI, …)
  • Main Memory (FPM, EDO, SDRAM, DDR SDRAM, DDR-2 SDRAM, DDR-3 SDRAM, RDRAM, FB_DIMM, Timings …)
  • Memory Profiles : EPP (SLi Ready), Intel XMP.
  • Cache Memory (L1, L2, L3, Size, Frequency …)
  • Processors (Type, Speed, Multiplier coeff., Features, Model Number, Vanderpool Technology …)
  • Coprocessor
  • APM & ACPI
  • Busses : ISA, PCI, AGP (2x, 4x,8x), SMBus/ i2c, CardBus, Firewire, Hyper-Transport … )
  • DMI / SMBIOS
  • Mainboard Sensors, Processor, Hard Disk & Battery (Voltage, Temperature, Fans)
  • Video (Monitor, Card, Bios, Capabilities, Memory, Integrated Memory, Frequencies …)
  • OpenGL & 3Dfx
  • DirectX (DirectDraw, Direct3D, DirectSound (3D), DirectMusic, DirectPlay, DirectInput, DirectX Media)
  • Keyboard, Mouse & Joystick
  • Drives (Hard Disk, Removable, CD-ROM, CDRW, DVD …)
  • SCSI (Card, Controller, Adapter, Devices …)
  • ATA/ATAPI & S-ATA (Devices, Type, Capabilities, S.M.A.R.T. Features, RAID)
  • Ports (Serial, Parallel, USB, IEEE-1394)
  • IDE & SCSI Devices
  • Twain & WIA Devices
  • PCMCIA (PC Card) Devices
  • Bluetooth Devices
  • Biometric Sensor Devices
  • Sound Card (wave, midi, aux, mix, AC’97 codec, High Definition Audio)
  • Printers (Local & Network)
  • Modem (Features, Speed …)
  • Network (Server, Connexion, Firewall …)
  • Security (Scan Ports …)
  • PocketPC & SmartPhone Devices
  • Virtual Machines
System Information
  • MCI Devices (mpeg, avi, seq, vcr, video-disc, wave) & ACM
  • SAPI
  • Passwords (Outlook, Internet Explorer, MSN Messenger, Dialup …)
  • DOS Memory (base, HMA, UMB, XMS, EMS, DPMI, VCPI)
  • Windows Memory
  • Windows (Version, Product Key, Environment, Desktop, XP Themes …)
  • Windows UpTime (Boot, Shutdown, BlueScreen, System Restore Points …)
  • TrueType & OpenType Fonts
  • WinSock (Internet), Telephony et Remote Access
  • OLE (Objects, Servers …)
  • Microsoft© Applications
  • Activity (Process, Tasks, Threads)
  • Modules (DLL, DRV, 32 & 16-bits) & NT Services
  • Internet Navigator (Microsoft Internet Explorer, Netscape, Mozilla, FireFox)
  • .NET Global Assembly Cache (GAC)
  • ODBC
  • CMOS/RTC
  • Resources (IRQ, DMA, E/S, Memory)
  • System files (.ini, .log, .bat, .nt, .dos …)
System Benchmarks
  • Processor (Dhrystone (MIPS), Whetstone (MFLOPS), Mandelbrot fractal …)
  • L1, L2, L3 Cache, RAM (Bandwidth, Latency …)
  • Main Memory (Bandwidth, Latency …)
  • Hard Drives
  • CD/DVD Rom
  • DirectX
  • Video
  • Removable/Flash Support
  • MP3 Compression
  • VISTA Experience Index
MEMORY and CACHE: These benchmarks measure the maximum achiveable memory bandwidth. The code behind these benchmarks method is written in Assembly (x86, SSE, SSE2, SSE3). Memory benchmarks utilize only one processor core and one thread.
PROCESSOR : These benchmarks measure performance in terms of Integer Millions of Instructions Per Second (Integer MIPS) and Millions of Floating Point Operations Per Second (MFLOPS). The code behind these benchmarks method is written in Assembly (x86, x87, MMX, SSE, SSE2, SSE3, 3DNOW!). Processor benchmarks are HyperThreading, multi-processor (SMP) and multi-core (CMP) aware.
Tools
  • Can save, print, e-mail a report
  • Can save a TXT, RTF, HTML, PDF or CSV report
  • Can export any graphics as BMP file
  • Can export text and graphic with the clipboard
  • Web update Wizard
  • Communicate with Motherboard Monitor
  • Dump (Hardware registers, System BIOS, video BIOS …)
Special Keys
The F3 key allows to search if a path has been installed. Just enter the Microsoft KB reference.
The F5 key allows to refresh information.
The F10 key copies the current page in the clipboard.
The F11 key allows to save a screenshot as a .bmp file.
The F12 allows to save current benchmark results to the database.
The Right Click allows to display a context menu (on graphic benchmark it allows to save graph as a bitmap).
PC Wizard 2012  সম্পর্কে আরও বিস্তারিত জানতে>  এখানে ক্লিক করুন <
এত্ত ইনফরমেশন দেখে আপনারা হয়তো মনে করতে পারেন না জানি এটা ব্যাবহার করা কতো কঠিন হবে ! আসলে একদম ই না !
PC Wizard 2012 ব্যাবহার  একেবারে ইজি , নিচের লিংক থেকে ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করেন , ডেক্সটপ এর PC Wizard 2012 আইকন এ ক্লিক করলে আপনে নিজে বুঝে নিতে পারবেন আশা করি। না বুঝলে কমেন্ট বক্স এ জানাবেন সমাধান দিতে চেষ্টা করব ।
ডাউনলোড লিঙ্ক নিচে

মোবাইল দিয়ে পুরো কম্পিউটার নিয়ন্ত্রন করুন।

আজকের সফ্টওয়্যার এবং বিষয় হল ঃ
কি ভাবে মোবাইল এর ব্লুটুথ বা ওয়াইফাই ব্যাবহার করে মোবাইলের স্কিনের মাঝে কম্পিউটার এর সম্পূর্ণ স্কিন বা মনিটর কে নিয়ে আসা যায়,এবং আপনি মাউস দিয়ে যে ভাবে  কাজ করেন বা যে কোন কাজ সমাধা করেন ঠিক সে ভাবে যে কোন কাজ সমাধান করতে পারবেন আপনার ব্লুটুথ বা ওয়াইফাই সাপোর্ট করা যে কোন হ্যান্ড সেট দিয়ে মোবাইল স্কিনে পিসি স্কিন বা মনিটর প্রদর্শন করে।
এ নিয়ে বিষদ বিবরণ আমি দিচ্ছি না,কারন আমি লিখতে গেলে মনে হয় অনেক বড় হয়ে যাবে আমার ব্লগ টি আর খামাখা লিখে লিখে কি লাব,তার ছেয়ে ভাল হয় চলুন আপনাদের কে স্কিন
সর্ট গুল দেখিয়ে দেই, সর্ট গুল দেখলেই এর ব্যাবহার ও কি কি করতে পারবেন আপনারা নিজ
থেকেই বুজে যাবেন।
এবং সব মিলিয়ে সহজ ভাবে বলছি ধরুন আপনি কারো সাথে চ্যাট করছেন ফেইসবুক বা অন্য কোন সফটওয়্যারে কম্পিউটার থেকে,এখন চ্যাট কারীর প্রতিউত্তর করার জন্য/বা চ্যাট লোগো দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার কম্পিউটার স্কিন দেখে তার প্রতি উত্তর করতে হবে >> আর এই সফ্টওয়্যার টির মাধ্যমে আপনি সেটা দেখতে ও প্রতি উত্তর করতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনার  ব্লুটুথ বা ওয়াইফাই  এরিয়া/রেঞ্জ যত টুকু কাভার করে
তার ভিতর থেকে + যে কোন ফাইল ওপেন করা,ডিলেট করা,মিউজিক প্লে করা,নেট ব্রাউজিং করা কোন ডকুমেন্ট তৈরী,করা পিসি সার্ট ডাউন করা থেকে সব কিছু সব কিছু করা সম্ভব উহাতে।
প্রথমে সফ্টওয়্যার টি ইনস্টল করে নেন আপনার সিস্টেমে, তারপর রেজিষ্ট্রেশন এন্ট্রি ফাইলে ডাবল ক্লিক করবেন এবং ওকে,ওকে প্রেস করবেন এবার আপনার সফ্টওয়্যার টি ফুল ভার্সন হয়ে গেল ব্যাবহার নিয়ে আর কোন ভয় নেই,তবে রেজিষ্ট্রেশন সাকসেস কিনা দেখে নিতে ভুলবেন না কিন্তু,কারন এটা ফ্রি থাকলে দেখবেন এক ভাবে আর যখন রেজিষ্ট্রেশন করবেন তখন দেখবেন আরেক ভাবে যখন রেজিষ্ট্রেশন হবে তখন আপনি নিজেই বুজবেন আশা করি।

ইন্সটল শেষে ওপেন করুন এর আইকনে ক্লিক করে
এবং খয়েরী রং এর বক্সে ক্লিক করুন install phone client কে

তারপর যে ফোল্ডার টি আসবে ওখান থেকে ৫.২ ওপেন করুন এবং ২টি ফাইল পাবেন,আপনার
ফোনে কোন টা সাপোর্ট করবে সেটি কে কপি নিয়ে ফোনে নিয়ে ইন্সটল করে নিন
কোন কোন ফোনে দেখলাম ২ট ছাড়া ইন্সটল হয়না আপনার ক্ষেএে যদি এমন
হয় তাহলে আপনি ও ২টাকেই একসাথে ফোনে কপি করে নেবেন এবার
১টা বা ২টা লাগুক সমস্যা নেই আর ২টা মিলিয়ে সাইজ মাএ ৯১কেবি

ফোনে ইন্সটল শেষে এই রকম দেখবেন এবং ধরুন আপনার মোবাইল ফোন এখন রেডি বা
তৈরী আপনার পিসি কে কনট্রোল করার জন্য, সিলেক্ট করুন mouse controller,এবং ব্লুটুথ
বা ওয়াইফাই কে আগে থেকে সক্রিয় করে নেবেন ফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপ এর

আবার  ক্লিক করুন Settings কে এবং
আপনি ব্লুটুথ না ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রন করতে চান সেটা সিলেক্ট করে ওকে দিন এখানে যদি
সার্ভিস পাস কোড চায় তাহলে এখানে যাহা দেখবেন মোবাইল এ ও  তাহা দেবেন

ক্লিক করুন Connect From Pc এবার ক্লিক করুন Select Phone এবং সার্চ করুন,পূর্বে
আপনি যে ফোনে এই সফটওয়্যার ইন্সটল করেছেন অবশ্যই সেই ফোনের ব্লুটুথ অন করে
রাখবেন এবং কিছু সেকেন্ড এর মধ্যে আপনার ফোন কে দেখতে পাবেন এখানে এবার সিলেক্ট
ফোন, দেখুন সফটওয়ারটি তে দেখবেন Nokia0000…Connected এবার ফোন থেকে-
(( কানেক্ট যদি না হয় তাহলে ফোনে ব্লুটুথ কে সার্চ দেবেন এবং পিসিতে সিলেক্ট ফোন কে
ক্লিক করে ২-টাকে এক সাথে সার্চ করাবেন মাস্ট কানেক্ট হবে ইউথ ইন ১০সেকেন্ড))
-Mouse Controller কে ফ্রেশ করা মাএই দেখবেন যাদুরমত আপনার মনিটর স্কিন কে দেখা
যাচ্ছে আপনার মোবাইল স্কিনে এবার ফোন এর কনট্রোল ফাংশান কে একটু এদিক ওদিক
ঘুরিয়ে দেখুন আর লক্ষ্য করুন পিসির কনট্রোল মাউস এর প্রতি সে আপনার ইশারায়
কাজ করছে কিনা।

যারা ডেস্কটপে এর ব্যাবহার করতে চান আপনাকে অবশ্যই এক্সটা ব্লু টুথ ডুংগল দিয়ে
এটা ব্যাবহার করতে হবে,অন্যথায় সম্ভব নয়, এবং ল্যাপটপ ব্যাবহার কারিদের কোন
কিছুর প্রয়োজন নেই কারন ল্যাপ্টপে ব্লু টুথ এবং ওয়াইফাই ২টিই থাকে,কোন কোন
পুরনো ল্যাপটপে আবার থাকেও না সে ক্ষেএে ও ডুংগল  জরুরি।
অনেকেই বলে থাকেন ভাই কাম করেনা কি সফটওয়্যার দিলেন এইডা ফ্রি ভুয়া ইত্যাদি ?????
তো সেটা দেখানোর জন্য এই স্কিন সর্ট দিলাম আপনারা যদি সঠিক ভাবে কাজ করতে না
পারেন তার জন্য আমি দায়ী থাকবো কেন , এই সফটওয়্যার টি আমি যে ভাবে বলছি এই ভাবে
করে দেখুন এবং ক্লিক করুন দেখার জন্য purchase এর মাজে দেখুন ফুল ভার্সন কিনা।

সফটওয়্যার ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে
সাইজ মাএ ৩.২৯ এমবি
এবং একি সাথে ৩টা ফাইল আছে ১টা হল সফটওয়্যার আরেকটা ইংলিশ ব্যাবহার নির্দেশিকা
এবং অন্য টি হল রেজিস্টার করার জন্য ।
আপনাদের কমেন্ট পেলে আরও ভাল কিছু উপহার দেব ইনশাআল্লাহ্‌…।
আমি অনেক দ্রুত ভাবে এর কাজ সম্পন্ন করেছি তাই ভুল হলে দুঃখিত
ভাল থাকুন,এবং ভাল কাজ করুন

উইন্ডোজ XP কে জেনুইন করার আরেকটি সহজ পদ্ধতি!!! (মাত্র ২৫৬ কেবি)

বিসমিল্লাহির রহমানির রাহিম
মহান আল্লাহ-তায়ালা সবাইকে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি দান করুন। আমিন- এই কথা বলেই আমি আজকে আমার পোষ্ট শুরু করলাম।

যা কিছুই বলেন ভাই যত প্রকারের OS আছে তার মধ্যে যার কাছে যেটাই ভালো লাগুক না কেন। আমার কাছে কিন্তু এখনও Windows XP র চাইতে কোনটাই বেশী ভালো লাগে না। যদিও অন্যান্য OS এ আরও অনেক বেশী সুযোগ-সুবিধা আছে। কিন্তু আমার সফটওয়্যার কালেকশনের অনেক প্রয়োজনীয় সফটই বেশীরভাগ সময়ে অন্যান্য OS এ সাপোর্ট করে না। অর্থাত ৩২ বিট এর সফট সাধারণত ৬৪ বিট এ সাপোর্ট করে না। তাই অনেক সময় Windows 7 সেটআপ করেও আবার নতুন করে Windows XP সেটআপ করেতে হয়। তা না হলে যে আমার প্রয়োজনীয় সফটগুলো ব্যবহার করতে পারব না। তাই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সব সময়ই Windows XP ব্যবহার করে থাকি।

তাই অনেকেরই মনে চায় যে আমার উইন্ডোজ এক্সপিটাকে যদি জেনুইন করতে পারতাম। অবশ্যই জেনুইন করে ব্যবহার করার একটা আলাদা মজা আছে। আবার মাইক্রোসফট এর অনেক সফটওয়্যারই আছে যেগুলো জেনুইন উইন্ডোজ ছাড়া ব্যবহার করা যায় না। তাই উইন্ডোজকে জেনুইন করা তখন অনেক প্রয়োজনীয় হয়ে পড়ে।

আমার কাছে একটি ছোট্র সফট আছে যার দ্বার আমি আমার এক্সপিকে জেনুইন করতে সক্ষম হয়ছি। ভাবলাম আমার যখন কাজে লেগেছে তাহলে সবার সাথে শেয়ার করি। সফটটির ওজন মাত্র ২৫৬কেবি।

যদি মনেকরেন আপনার প্রয়োজন আছে বা ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে তাহলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

যেকোন সফটই ব্যবহার বিধি ছাড়া কিন্তু  ইউজ করতে সমস্যা হয় তাই সফটটির Instruction ও এক্সির জেনুইন সিরিয়াল ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

[আপলোডের সুবিধার্থে আমি এগুলোকে .rar করে রেখেছি। তাই ডাউনলোড করে WinRAR বা 7zip দিয়ে Extract করে নিন। যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন এবং ডাউনলোড করেই WinRAR বা 7zip সেটআপকরে নিন ।( খুবই কাজের সফটওয়্যার)]
“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)
“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
 WinRAR বা 7zip সেটআপ হয়ে গেলে Windows XP Key Finder ফাইলটিকে এবং Instrucatio of Windows XP Key Finder দুইটিকেই Extract করে নিন।
Windows XP Key Finder সেটআপের নিয়মাবলীটি আপনার ডাউনলোড হওয়া ফাইলের সাথেই পাবেন। তবে এখানেও লিখে দিলাম।
#প্রথমে Windows XP Key Finder নামের ফাইলটি ওপেন করুন। তারপর উপরে Option মেনু থেকে Change Windows Key তে ক্লিক করুন।  ফাইলের মধ্যে যে নোটপ্যাড ফাইলটি ছিল সেটা ওপেন করে সিরিয়াল কি পাবেন। সিরিয়াল কী গুলো বক্সের মধ্যে দেখে দেখে সঠিকভাবে লিখে দিন। তারপর Change এ ক্লিক করুন সঠিকভাবে সিরিয়ার নাম্বারটি লেখা হলে মেসেজ শো করবে Your product key has been successfully updated. ব্যাস হয়ে গেল আপননার উইন্ডোস এক্সপি জেনুইন। এখন বলতে পারেন যে উইন্ডোজ জেনুইন কি না? সেজন্য Statr > Run এ যান তারপর oobe/msoobe /a লিখে এন্টার চাপুন নিচের মত ছবি দেখলেই বুঝবেন আপনার উইন্ডোজ জেনুইন হয়েছে।
undefined
ভাই আমিওতো আপনাদের মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটি থাকতেই পারে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More