আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

আইপি হাইড করুন ফ্রীতে (full and final)

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু................

আজ আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার নিয়ে এসছি.................

এর মাধ্যমে আপনি আপনার আইপি থেকে বিভিন্ন দেশের আইপিতে পাল্টাতে পারবেন...............

ডাউনলোড করার জন্য এখনই ক্লিক করুন...........

Full and Final with crack........unlimited.............

Auto ip hider download link

Windows7 এর ঘষাপেটা Logon Screen বাদ দিয়ে নিজের মত সাজিয়ে নিন


পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

► প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)

► এরপর Regedit লিখে OK করুন।

এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background

এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি OEMBackground নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপতি প্রয়োজন নেই।

OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।

এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe ফোল্ডারে যান এবং info নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর backgrounds নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।

► এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন backgroundDefault। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।

► ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।

এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।

৬৪ টি জেলার ওয়েবপোর্টাল - জেনে নিন বিভিন্ন জেলার তথ্যাদি

ঢাকা বিভাগ
১. ঢাকা
২. ফরিদপুর
৩. গাজীপুর
৪. গোপালগঞ্জ
৫. জামালপুর
৬. কিশোরগঞ্জ
৭. মাদারীপুর
৮. মানিকগঞ্জ
৯. মুন্সীগঞ্জ
১০. ময়মনসিংহ
১১. নারায়নগঞ্জ
১২. নরসিংদী
১৩. নেত্রকোনা
১৪. রাজবাড়ী
১৫. শরীয়তপুর
১৬. শেরপুর
১৭. টাঙ্গাইল

চট্রগ্রাম বিভাগ
১. বান্দরবন
২. ব্রাক্ষ্মণবাড়ীয়া
৩. চাঁদপুর
৪. চট্রগ্রাম
৫. কুমিল্লা
৬. কক্সবাজার
৭. ফেনী
৮. খাগড়াছড়ি
৯. লক্ষীপুর
১০. নোয়াখালী
১১. রাঙ্গামাটি

খুলনা বিভাগ
১. বাগেরহাট
২. চুয়াডাঙ্গা
৩. যশোর
৪. ঝিনাইদাহ
৫. খুলনা
৬. কুষ্টিয়া
৭. মাগুড়া
৮. মেহেরপুর
৯. নড়াইল
১০. সাতক্ষীরা

রাজশাহী বিভাগ
১. বগুড়া
২. চাপাইনবাবগঞ্জ
৩. জয়পুরহাট
৪. পাবনা
৫. নওগাঁ
৬. নাটোর
৭. রাজশাহী
৮. সিরাজগঞ্জ

রংপুর বিভাগ
১. দিনাজপুর
২. গাইবান্ধা
৩. কুড়িগ্রাম
৪. লালমনিরহাট
৫. নীলফামারী
৬. পঞ্চগড়
৭. রংপুর
৮. ঠাকুরগাঁও

বরিশাল বিভাগ
১. বরগুনা
২. বরিশাল
৩. ভোলা
৪. ঝালকাঠি
৫. পটুয়াখালী
৬. পিরোজপুর

সিলেট বিভাগ
১. হবিগঞ্জ
২. মৌলভীবাজার
৩. সুনামগঞ্জ
৪. সিলেট

যেকোন ওয়বেসাইটকে মোবাইল উপযোগী করুন

ওয়েবসাইট গুলো মূলত তৈরি করা হয় কম্পিউটারে ব্যবহারের জন্য।আর রেজলু্শন ও কম্পিউটার উপযোগী থাকে। ফলে বেশির ভাগ সময় মোবাইলে ব্রাউজ করলে ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না।কিন্ত আপনি চাইলে যেকোন ওয়েবসাইট মোবাইলরে দেখার উপযোগী করতে পারেন।
এই জন্য গুগলের সাহায্যে সাধারন ওয়েবসাইটকে মোবাইলরে উপযোগী করতে হলে http://www.google.com/gwt/n তে ঢুকে নিদিষ্ট টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে "গো" বাটনে ক্লিক করলে উক্ত ওয়েবসাইটের
মোবাইল উপযোগী সাইট হিসাবে নতুন ঠিকানা আসবে।আর আপনি যদি উক্ত ওয়েবসাইটে কোন ছবি না রাখতে চান তাহলে No Image চেক বক্স সক্রিয় করে কনভার্ট করুন।এছাড়া ও http://www.mofuse.com সাইটে রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইট বা ব্লগের আর এস এস বা এটোম
ফেড দিয়ে নতুন সাইটের ঠিকানা পেতে পারেন।আপনার নতুন ঠিকানা হবে http://www.yourname.mofuse.mobi ।ফলে আপনার ব্লগে আপনি স্বাভাবিকভাবে যা পোষ্ট করবেন তা এই টক্সেট হিসাবে দেখাবে।
(সফট আইটি)

"আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায়

ইন্টারনেটে আপনি যাই লিখুন না কেন সেটাকে কপি করা অসম্ভব কোন কাজ না...... কোন কোন সাইট রাইট ক্লিক ডিসাবল করে রাখে যাতে কেউ কোন কন্টেন্ট কপি করতে না পারে আবার কোন কোন সাইট বলে রাখে কপি করা যাবে না,কপি করা দোষনীয় ইত্যাদি ইত্যাদি......কিন্তু এগুলোর কোনটাই কপি ঠেকাতে সমর্থ নয় (একভাবেই সম্ভব...... কিবোর্ডের ctrl+C ctrl+V সিকোয়েন্স ডিজাবল করে দেয়া )

এটা আটকানো যেহেতু সম্ভব না তাই আমরা যেটা করতে পারি বড়জোর সেটা কে কে কোথায় কপি করলো এটা খুঁজে বের করতে পারি......

তো, এই খুঁজে বের করার কাজটা যারা করতে চান তাদের জন্যে যে সাইট তা হল:
www. কপি এসকেপ .com

সাইটটিতে কিভাবে কাজ করবেন?

উত্তর: খুব সহজ...... ওপেন করলে দেখবেন একটা টেক্সটবক্স আছে.... সেখানে যেই পেজের আর কোন কপি আছে নাকি দেখতে চান সেই পেজটার অ্যাড্রেস ইনপুট দিয়ে এন্টার দিন....... এরপর ডুপ্লিকেট কন্টেন্টগুলো সে নিজেই দেখিয়ে দিবে....


***********
শেষ কথা, অনেক সময় এটা মৌলিক কন্টেন্টকেও কপি বলতে পারে তবে সেটা তখনই হয় যখন অরিজিনাল কন্টেন্টটা খুব পপুলার টাইপের কিছু একটা হয়....... যেমন ধরুন, আপনি সবগুলো দেশের নাম আছে এমন একটা পেজের অ্যাড্রেস দিলে সেটার অনেকগুলো কপি দেখাবে..... এটা কিন্তু কপি না কারণ সবগুলো দেশের নাম অনেক অনেক ওয়েব পেজের অপরিহার্য অংশ.........

এই ব্যাপারটা ছাড়া সাইটটার পারফর্মেন্স ভালই টেস্ট করে দেখতে পারেন......

আপডেট:

উপরের সাইটটাতে যদি দেখায় ম্যাক্সিমাম লিমিট পার হয়ে গেছে তাহলে এই সাইটটিতেও দেখতে পারেন:

www.plagiarismdetect.com/

Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে...


আজকে মনে হল উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ইন্সটল করি। ইন্টারনেটে অনেক কাজ করলেও মাঝে মধ্যে বিনোদনের প্রয়োজন হয়। আর এর জন্যেই আমাদের নেটওয়ার্ক প্রোভাইডাররা নিজেদের সার্ভারে গড়ে তুলেছে বাংলা নাটক, গান ও কার্টুনের বিশাল কালেকশন। সমস্যা একটাই। সেগুলো দেখতে লাগবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং ইন্টারনেট এক্সপ্লোরার। আর এগুলোর আপডেট Pirated এক্সপিতে অসম্ভব। নেটে খুজতে গিয়েই পেয়ে গেলাম একটা টরেন্ট। মাত্র ৫ সেকেন্ডে Pirated এক্সপিকে Genuine বানানোর পদ্ধতি। আজকে সেটাই শেয়ার করবো।

১. প্রথমেই এই লিংকে গিয়ে টরেন্টটিকে ডাউনলোড করে নিন।

২. ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করুন।

৩. আপজিপ করলে ৫টি ফাইল পাবেন। এর ভিতরে "RockXP4" নামে একটা ফাইল আছে। সেটা ওপেন করুন।

৪. "RockXP4" ওপেন হওয়ার পর "I agree" বাটনে ক্লিক করুন।

৫. এবার উপরের ট্যাব থেকে "Windows key" এ ক্লিক করুন।

৬. আপনার বর্তমান "Product key" পেতে "Scan" বাটনে ক্লিক করুন।

৭. স্ক্যান চালু হবে এবং আপনি আপনার "Product key" দেখতে পাবেন। (আপনার বর্তমান কপিটি "Genuine" কিনা সেটা দেখতে "Verify Key Validity"-তে ক্লিক করুন।)

৮. "Genuine" করতে "V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J" কি টি ইনসার্ট করুন এবং "Modify"-এ ক্লিক করুন। আপনার এক্সপি "Genuine" হয়ে যাবে।

আমার লেখার কোন অংশ বুঝতে অসুবিধা হলে আনজিপ করা ফাইলগুলোর মধ্য থেকে "Readme"-তে ক্লিক করুন।।।

IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!


IP মানে ইন্টারনেট প্রটোকল,এটি একটি উনিক নাম্বার ,যা ইন্টারনেট ব্যাবহারকারির স্বতন্ত্র পরিচয় প্রদান করে।এটা নিয়ে কম বেশি সবাই আমারা জানি।
ইন্টারনেটের অপব্যাবহার কারীকে খুজে পেতে এই IP ব্যবহার করা হয়।
তাছাড়া নানা সামাজিক সাইট গুলোতে ইউজারদের এই IP ব্যান করে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
এই IP দিয়ে আপনি নিজেও যে কারো অবস্থান খুজে বের করতে পারবেন।
whatismyipaddress.com
এই সাইটে আপনি whats my ip এই লিঙ্কে কাংখিত ip লিখে তার জিওগ্রফিকাল অবস্থান বেড় করতে পারবেন।পারবেন নিজের টাও।

অন্যের IP বের করে তাকেও খুজে পেতে পারেন!!
ধরুন আপনাকে কেও EMAIL করল,তো সব ইমেইলে হেডার নামে একটা অংশ,তা copy করে trace email লিংক ব্যবহার করে খুজে পেতে পারেন ইমেইল কারীকে!!

কোন সাইট আপনাকে ব্যান করে দিলে তাও থামাতে পারেন!!!!IP সহ ব্যান করে দিলে IP বদলেও নিতে পারেন!!!!change my ip!!
বিস্তারিত এখানে বলে ব্লগ বড় করলাম না।
ip নিয়ে যত সব তার সবই পাবেন এইখানে।আশা করি সবার কাজে আসবে।
তবে দয়া করে IP এর অপব্যবহার করবেন না।কারন নিয়ন্ত্রের এটাই শেষ উপায় না কিন্তু!

কম সাইজের( 125MB চেয়ে কম) DVD, DVDRip মুভি ডাইনলোড এর কিছু সাইট।

নেট থেকে 700MB থেকে 1GB সাইজের মুভি ডাউনলোড করা সময় সাপেক্ষ ও বিরক্তকর কাজ। তাই আমি কিছু সাইটের লিংক দিলাম যেখান থেকে কম সাইজের ( 125MB চেয়ে কম) DVD, DVDRip মানের মুভি ডাইনলোড করা যাবে।
উল্লেখ্য যে এসব সাইটে নতুন মুভিগুলো প্রথমে TS, SCam মানের মুভি দেয়, তাই সেগুলো ডাউনলোড না করাই ভালো, কারন কিছু দিন পরেই আবার সেগুলো DVD, DVDRip মানে আপলোড করে।
..................................................
...................................................
১. http://moviesmobile.net/

মুভি ডাউনলোড এর জন্য এ সাইটটি আমার সব চেয়ে প্রিয়।
...................................................
২. http://www.mobilemoviezone.com

এটা আমার ২য় প্রিয় সাইট। এখান থেকে মুভি ডাউনলো করতে ডাউনলোড বাটনের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে তারপর মেনু থেকে প্রোপারটিস এ ক্লিক করলে যে উইন্ডটি ওপেন হবে সেখান থেকে Address(url) টি কপি করে ডাউনলোড ম্যানেজারে এ পেস্ট করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
...................................................
৩.
http://www.mobilemoviesite.com/
৪. http://mp4arena.org
৫. http://www.avimobilemovies.com
৬. http://www.o2cinemas.com
৭. http://www.moviedumb.com

*********************END**************************



ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের পদ্ধতি

ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের পদ্ধতি। A to Z.

ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের জন্য কম্পিউটারে যে কোন ডাউনলোড ম্যানেজার থাকা গুরুত্বপূর্ন। আর আমার মতে এজন্য ফ্রি-ডাউনলোড ম্যানেজানটাই সবচেয়ে ভাল। তাই কম্পিউটারে এটা না থাকলে Click This Link থেকে প্রথমে ডাউনলোড করুন। এরপর ইস্টল করে পিসি রিস্টার্ট করুন।

এখন মুভি ডাউনলোড করতে হলে মুভি ডাউনলোডের সাইটের ঠিকানার প্রয়োজন হবে। Click This Link এই সাইটে মুভি ডাউরলোডে অনেক গুলো সাইটের ঠিকানা পাওয়া যাবে। তবে আমার মতে http://moviesmobile.net/ সাইটাই মুভি ডাউনলোডের জন্য সবচেয়ে ভাল।

মুভি ডাউলোডের আগে এর মান সম্পর্কে জানা গুরুত্বপূর্ন। তাই এ বিষয়ে কিছুটা আলোচনা করি। DVD, BDrip, R5, DVDscr, pDVD, VCD, SCAM, TS ইত্যাদি দ্বারা মুভির মান বুঝানো হয়ে থাকে। এর ভিতর DVD, BDrip, R5 এর মু্ভি গুলো সব চেয়ে ভাল। এগুলোর রেজুলেশন এবং সাউন্ড কোয়ালেটি খুবই উচ্চ মানের হয়। DVDscr, pDVD, VCD গুলোর মান মোটামুটি। আর SCAM, TS মানের মুভির সাউন্ড আর রেজুলেশন কোয়ালেটি খুবই খারাব। তাই এ মানের মুভি ডাউনলোড না করাই ভাল।

মুভি ডাউনলোডের সাইটে বিভিন্ন মানের মুভি পাওয়া যায়। মুভিটা কি মানের তা মুভির নামের পাসেই লেখা থাকে। তবে নতুন মুভিগুলো সাইটগুলোতে প্রথমে SCAM, DVDscr, TS মানে আপলোড করে। কিন্তু কিছু দিন পরেই আবার DVD, BDrip মানে আপলোড করে। তাই নতুন মুভি গুলো কিছু দিন পরে নামানো উচিত বলে আমি মনে করি।

এবার আসি সাইট থেকে কিভাবে মুভি ডাউনলোড করতে হবে সে প্রসঙ্গে। সব সাইট থেকে মুভি ডাউনলোডে পদ্ধতি প্রায় একই রকম। তবে এজন্য মুভি ডাউনলোডের লিংকটি চিনতে হবে। তাই আমি এটার নিয়ে আলোচনা করাটা গুরুত্বপূর্ন বলে মনে করি।
ইন্টরনেটে মুভি গুলো আসলে বিভিন্ন সার্ভারে সংরক্ষিত থাকে। এবং সার্ভারে সংরক্ষিত যেকোন ফইলের লিংকের শেষে ফাইলের ফরমেট লেখা থাকে। আর ঐ ফরমেট থেকেই বোঝা যায় লিংকটি গানের, মুভির নাকি পিকচারের।
মুভির ফরমেটের নাম হল .avi, .mkv, .mp4, .3gp, .mpeg, mpg ইত্যাদি।
মুভির লিংকটি শুরু হবে http:// দিয়ে এবং শেষ হবে ফরমেটের নাম দিয়ে। যেমন Click This Link একটি মুভি ডাউনলোড লিংক।

কোন মুভি ডাউনলোড করতে হলে ঐ লিংকটি কপি করে ডাউনলোড ম্যানেজার পেস্ট করতে হবে ( লিংকটি কপি করে ফ্রি ডাউনলোড ম্যানেজার ওপেন করে এর উপরের বামপাশে প্লাস চিহ্নের একটি বাটন আছে সেখানে ক্লিক করলে একটি নতুন একটি উইন্ড আসবে, সেখান ওকে করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।)

উদাহরন স্বরূপ http://moviesmobile.net/ থেকে ধরুন যে Ra.one ডাউনলোড করবেন। তাহলে http://moviesmobile.net/bollywood-mobile-movies/raone11/ ঠিকানায় যান। এখানে দেখবেন
নীল রং এ
Ra.One-DVD-AHMAD-1.avi ( 34586 hits ) 90.6 MB
Ra.One-DVD-AHMAD-1.jpg ( 3708 hits ) 285.5 kB
Ra.One-DVD-AHMAD-2.avi ( 19795 hits ) 88.6 MB
Ra.One-DVD-AHMAD-2.jpg ( 1675 hits ) 268.9 kB
এই লেখা গুলো আছে। এখানে ১নং আর ৩ণং এর শেষে ফরমেটের নাম .avi আছে। আর .avi য়েহেতু মুভি ফরমেটের নাম, সেহেতু ১নং এবং ২নং তেই যথাক্রোমে মুভির পার্ট ১ ও ২ আছে ( ডাউনলোডে সুবিধার জন্য বেমি ভাগ সাইটেই মুভি দুটি ভাগে ভাগ কর থাকে।)।
এখন Ra.One-DVD-AHMAD-1.avi ( 34586 hits ) 90.6 MB এর উপর মাউচ নিয়ে রাইট বাটনে ক্লিক করে open in new tab এ ক্লিক করুন। তাহলে পাশেরই নতুন একটি ট্যাবে পার্ট ১ ডাউনলোড পেজ ওপেন হবে। সেখানে সাদা রং এর কিছু বক্স দেখবেন। যেকোন একটি বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে Select All এ ক্লিক করুন। তাহলে সম্পূর্ন লিংকটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার ঐ বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy এ ক্লিক করে কপি করুন। এরপর ফ্রি ডাউনলোড ম্যানেজার এ লিংকটি পেস্ট করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
একই ভাবে ৩নং লিংক থেকে ২য় পার্ট ডাউনলোড করবেন। আর একটি কথা ডাউনলোড ম্যানেজারে দুটি পার্ট একসাথেও ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে মুভিটি পাবেন c drive এরDownlods নামের ফোল্ডারের ভিতর video নামের ফোল্ডারে।

http://www.mobilemoviezone.com/ থেকে ডাউনলোডের পদ্ধতি দিয়ে লেখা শেষ করব। এ সাইটেও উপরের সাইটের ১নং আর ৩নং এর মত .avi এর লিংক পাবে। উপরের সাইটটির মতই পেজ দুটি new tab এ open করবে। এবার ঐ ডাউনলোড পেজটিতে অবশ্য আগেরটা মত সাদা বক্স দেখবে না। এখানে এর বদলে Download here নামে লাল রং এর একটি লেখা দেখেবে।

internet explorer এর ক্ষেত্রে লেখার উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে properties এ ক্লিক করে যে নিউ উইন্ড ওপেন হবে সেখান থেকে address (URL) লেখার সামনে যে লিংকটি আছে সেখানে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে Select All এ ক্লিক করুন। তাহলে সম্পূর্ন লিংকটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার ঐ বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy এ ক্লিক করে কপি করুন।
আর মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রে লেখার উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy link location এ ক্লিক করে কপি করতে হবে।
এবার ফ্রি ডাউনলোড ম্যানেজার এ লিংকটি পেস্ট করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

এভাবে যেকোন সাইট থেকে মুভি নামাতে পারবেন।

মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট


মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।

ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এনিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।

এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।

এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।

এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।

এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার। আরো বিস্তারিত জানতে বা এর মাধ্যমে আসলেই আমি যেমন বলেছি তেমন সাইট তৈরী করা যায় কিনা পরখ করতে আমার সাইটটি ভিজিট করতে পারেন।

আসুন নিজের ছবি দিয়ে তৈরী করি animation

আমরা বিভিন্ন নায়ক নায়িকা বা ছবির animation দেখে থাকি। অনেক সময় মনে হয় নিজের ছবি দিয়ে য এমন animation তেরী করা যেত। যাদের এমন আফসোস তাদের জন্য আজকের টিউন।

প্রথমে এখানে click করে বিস্তারিত ছবিসহ জানুন।

নিচের ছবিগুলো দেখে দেখে অনুসরন করুন।









Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More