আসসালামু আলাইকুম

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

the dirty picture




মুক্তি পেলো বহুল আলোচিত মুভি The Dirty Picture. আর এই মুভিতেই Vidya Balan এবং Nasir Uddin Shah ২য় বারের মতো একত্রিত হয়েছেন। Nasir Uddin Shah এর সাথে Vidya Balan প্রথম মুভি ছিল Ishqiya যা বক্স অফিস যথেষ্ট সাড়া জাগিয়ে ছিল। আর এই মুভিতেই প্রথম বার এর মতো vidya কে আবেদনময়ী করে তুলে ধরা হয়েছে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন Imran hashmi এবং Tushar kapoor।The Dirty Picture মুভিটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…

এসে গেলো যা USB DISK EJECT 1.2 Beta যা আপনার USB পোর্টকে নিয়ন্ত্রণ করবে মাত্র একটি ক্লিক এর মাধ্যমে


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবার শুরুতে পরুম করুনাময় আল্লাহ্‌র নাম স্মরণ করছি।

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আশা করি সবাই আল্লাহ্‌র অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন।

আজকে আপনাদের আমি একটি টিপস শেয়ার করবো যা আপনাদের পিসি এর জন্য অনেক উপকারী হবে। আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো তা হল USB DISK EJECT। আমরা আমাদের কম্পিউটারের জন্য নানারকম দরকারি জিনিস যেমনঃ পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি না, পেন ড্রাইভ, কার্ড রিডার ও মডেম এর ব্যবহারের শেষে এটিকে সরাসরিভাবে ভাবে না খুলে এটিকে বিশেষ পদ্ধতির মাধ্যমে Disable করে নিয়ে তারপর এটিকে খুলতে হয়। এই সফটওয়্যারটিতে আপনি একটি ক্লিক এর মাধ্যমে আপনি আপনার ইউএসবি পোর্টকে সহজেই মাত্র একটি ক্লিকে Enable বা Disable করতে পারবেন। Disable করার পর আপনি আপনার পেন ড্রাইভ নিরাপদে খোলার মাধ্যমে আপনার ইউএসবি পোর্টকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি আপনার ইউএসবিকে কেন নিয়ন্ত্রণ করবেন?

অবশ্যই আপনি আপনার ইউএসবি পোর্টকে নিয়ন্ত্রণ করবেন। পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহারের শেষে আপনি এটিকে এই সফটওয়্যার এর সাহায্যে disable করবেন। ইউএসবি পোর্টকে যদি নিয়ন্ত্রণ না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ

১.আপনার পেন ড্রাইভটি অতিরিক্ত খোলা বা বন্ধ করলে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে হ্যাং করতে পারে যা আপনার মূল্যবান কাজকে বাধাগ্রস্থ করবে।

২. মাঝে মাঝে আপনার পেন ড্রাইভটি সম্পুরনভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। এতে আপনি বিরক্ত হতে পারেন।

৩. আপনার পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি যেকোনো সময়ে নষ্ট হয়ে যেতে পারে ।

এসব দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করি

ধন্যবাদ আপনাদের আমার মূল্যবান পোস্টটি পরার জন্য।

এই সফটওয়্যারটির যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করা ভুলবেন না।

ডাউনলোড লিঙ্কঃ

http://www.loadly.com/fh63fgg050yb/Usb_Disk_Ejector1.2_Beta_By_Shah_MD._Salim.rar

ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। খোদা হাফেজ

এক কনভার্টার দিয়েই সব ধরনের ফরম্যাটে কনভার্ট করুন খুবই সহজে

যারা প্রায়ই কনভার্ট করার ঝামেলায় পড়ে থাকেন তারা আজ থেকে আর কোন ঝামেলায় পড়বেন না কারন আমি এখন যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা এমন একটা সফটওয়ার যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্য যে কোন ভিডিও ফরম্যাটে নিতে পারবেন এমন কি আপনি এমপিথ্রি ফরম্যাটেও রুপান্তর করে নিতে পারবেন খুবেই সহজ পদ্ধতিতে। 3g2, 3gp, mp3, mp4, vob,dat,flv,avi,wmv,mkv, ipad,mpeg4,ps3,psp,zune,ogg theora প্রভৃতি ফরম্যাটে নিতে পারবেন।

এবার প্রথমেই আপনি ফ্রি এই ফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল শেষ হলে ওপেন করুন ঠিক নিচের মত করে একটা ইন্টারফেস পাবেন।

এবার এড ফাইলে ক্লিক করে ভিডিও টি এড করে নিতে হবে এবং নিচের বক্স থেকে আপনার পছন্দের যে কোন ফরম্যাটে ক্লিক করে কনভার্ট করতে পারবেন। তাছাড়া output format এর পাশে presets এ ক্লিক করে আপনি আরও মজার মজার মেনু পাবেন এবং এখান থেকেও আপনি আপনার পছন্দ মত নির্বাচন করে নিতে পারবেন ও কনভার্ট করতে পারবেন।

উইন্ডোজ XP কে Customize করুন নিজের মত করে

আপনি যদি Windows XP -র CD নিজের মত করে (Customize ) বানিয়ে নিতে চান তবে প্রতিবার ইন্সটল করার সময় সিরিয়াল নং এডমিনেস্টর পাসওয়ার্ড কম্পিউটারের নাম ইত্যাদি এসব তথ্য দিতে হবে না। আপনার তৈরি করা CD থেকে আপনা আপনি এসব তথ্য অব্যবহিত হবে।

এনলাইট সফটওয়্যার দিয়ে Windows XP -র Customize CD তৈরি করতে পারেন। ২.৫ মেগাবাইট আকারের বিনামুল্যের এই সফটওয়্যার www.nliteos.com ঠিকনা থেকে নামিয়ে ইন্সটল করতে হবে।তবে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ২.০ সংকস্করন থাকতে হবে।

এনলাইট > ইংলিশ ভাষা নির্বাচন করে+Next > Location the Windows installation উইন্ডো থেকে Browse এ কিল্ক করে আপনার কম্পিউটারের অবস্থান (সরসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন। তবে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে। + Next করুন।

এবার Task Selection এ All বাটনে ক্লিক করে Next ক্লিক করুন। Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির Service Pack যুক্ত করতে পারেন। Select বাটনে ক্লিক করুন।

এবার Next করে Hotfixes, Add-ons and Update Packs উইন্ডো থেকে Advance করে Enable করতে পারেন।

এবার Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় Driver ( Printer, Lan, Graficks, Sound Card ইত্যাদি ) Insert করতে পারেন। Next করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয়Components গুলো নির্বাচন করুন এবং Next করুন।

এরপর Unsttended উইন্ডোর বিভিন্ন ট্যাব থেকে আপনার ইচ্ছামতো Customize করুন ( Them, Serial no, এডমিনেস্টর পাসওয়ার্ড, কম্পিউটারের নাম,সময় ইত্যাদি। এখন Next করে Options উইন্ডো থেকে প্রয়োজন বোধে বিভিন্ন Options পরিবর্তন করতে পারেন।

এবারNext করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়িক ও সার্ভিস নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে Do you want to the Process?আসবে।

Yes করলে Process শুরু হবে।

Process শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।

এখান থেকে আপনি সরসরি CD রাইট করতে পারবেন বা Bootable Image তৈরি করতে পারবেন পরবর্তীকালে রাইট করার জন্য।

Bootable Image তৈরি করতে Mode -এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন। এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।

ঐ Image CD তে রাইট করলেই হয়ে গেল আপনার Customize Windows XP.

ISO Image file কে বার্ন করার জন্য এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করে তা দিয়ে সিডি তে রাইট করুন http://www.ntfs.com/iso-burning.html

Speedy Torrent Download পর্ব ১: কীভাবে টরেন্ট ফাইল IDM দিয়ে Download করবেন?

আমার প্রথম পোস্ট এ আমি টরেন্ট নিয়ে যতটুকু জানি তাই শেয়ার করেছি http://www.pchelplinebd.com/?p=27409 ইচ্ছা করলে দেখতে পারেন । অনেকে হয়তো টরেন্ট এর স্পীড দেখে টরেন্ট দিয়ে Download এর ইচছা হারিয়ে ফেলেছেন ।যে ভাইরা টরেন্ট এর স্পীড দেখে বিরক্ত তাদেরকে বলছি আমি আছি আপনাদের জন্য । Speedy Torrent Download নিয়ে মোট তিনটি পোস্ট করার ইচ্ছা আছে তারই আজ দিলাম প্রথম পর্ব । এবার শুরু করি-

প্রথমে এই http://torrific.com/ লিঙ্ক এ যান সেখানে সাইন আপ করেন । ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই হবে কোন activation লাগবেনা । তারপর কোন টরেন্ট সাইট এ যান, আমার পছন্দ http://thepiratebay.org/

এখানে আপনার পছন্দের জিনিসটি সার্চ দিন, আমি একটি ছিনেমা সার্চ দিলাম The Sorcerer And The White Snake 2011 720p তারপর নিচের মত আসবে


আমি দুই নাম্বর লিঙ্ক (লাল দাগ) এ ক্লিক করলাম কারন এর seeder ও lecher বেশি । এরপর নিচের মত আসবে

লাল দাগ দেওয়া জায়গায় mouse দিয়ে right click করুন । এরপর নিচেরে মত আসবে

এবার copy link location এ ক্লিক করুন তারপর http://torrific.com/ এ গিয়ে sign in করে সেখানে সার্চ এর ফাকা জায়গায় ( ১ নং ) paste করুন এবং get এ ক্লিক করুন নিচের মত আসবে
তারপর initiate bittorrent transmission(২ নং) ক্লিক করুন এরপর নিচের মত আসবে
এবার লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন অথবা আপনার যে যে ফাইল আপনি দরকার সেটা সেটা download করুন আর মজা নেন । নিচের মত হবে

Start Download এ ঘুতা মারেন, তারপর বাকিটা আপনি নিজে বুজবেন । পড়ার জন্য ধন্যবাদ । দোয়া করবেন আমার জন্য ।

বিঃ দ্রঃ এই সিস্টেম এর কিছু সীমাবদ্ধতা আছে তার মধ্যে একটি হল টরেন্ট সফটওয়্যার দিয়ে সব ধরনের টরেন্ট ফাইল নামান যায় কিন্তু এখানে সব পাবেন না ।

আপনার কম্পিউটারের জন্য দারুন একটি Widgets.

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার এ পোষ্টটি শুরু করলাম আশাকরি সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন একটি Widgets

যা আপনার কম্পিউটারের স্ক্রীনকে আরো সুন্দর করতে পারে তাই প্রথমে এখান থেকে http://www.ziddu.com/download/17617054/xwidget_setup.exe.html সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। তাহলে টাস্কবারে এ সফটওয়্যারের একটি বার

দেখতে পাবেন সেখান থেকে আপনার যেটি ইচ্ছা হয় সেটি মাউস দিয়ে ধরে ড্রাগ করে ডেস্কটপে ছেড়ে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

ট্রায়াল সফটওয়্যারের মেয়াদ শেষ হবে না

নানা কারনে আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের ট্রায়াল সংস্করন ব্যবহার করি। নির্দিষ্ট মেয়াদের পর ট্রায়াল সফটওয়্যার আর ব্যবহার করা যায় না।’টাইম স্টপার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ট্রায়াল সফটওয়্যারের নির্দিষ্ট মেয়াদকে বেধে রাখতে পারবেন,যার ফলে যতদিন ইচ্ছে ট্রায়াল সফটওয়্যার ব্যবহার করা যাবে।মাত্র ৯৩৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি নামিয়ে নিন।এরপর জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন।এখন টাইম স্টপার চালু করে যে সফটওয়্যারটির ট্রায়াল সংস্করনের মেয়াদকে বেধে রাখতে চান Browse করে সেটির প্রোগ্রাম ফাইলে যান এবং যে অপশনে ক্লীক করলে সফটওয়্যারটি চালু হয় সেটি নির্বাচিত করুন।যেমন ধরুন,আপনার পিসির সি ড্রাইভে ’হিরো সুপার প্লেয়ার’ রয়েছে,তাহলে এটিকে নির্বাচিত করার জন্য C:\HEROSOFT\Hero Super Player\STHSVCD.exe এ ক্লীক করতে হবে।এরপর Choose new date লেখা বক্সে উক্ত সফটওয়্যারটির মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে একটি তারিখ নির্বাচন করুন।যেমন,সফটওয়্যারটির ট্রায়াল সংস্করনের মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর ২০১০,তাহলে ৩০ ডিসেম্বরের আগে যেকোন একটি তারিখ নির্বাচন করুন।সবশেষে নির্দিষ্ট বক্সে সফটওয়্যারটির নাম লিখে Create desktop icon অপশনে ক্লীক করলে উক্ত নামের একটি আইকন ডেস্কটপে আসবে।এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন।তাহলেই ঐ সফটওয়্যারটি যতদিন খুশী ব্যবহার করতে পারবেন।তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে।

Safely Remove Hardware এর জন্য ডেস্কটপ শর্টকাট

আস সালামু আলাইকুম। আশাকরি সবাই খুব ভাল আছেন । আমি অনেক কাজের মাঝেও শুক্রিয়া আদায় করি আল্লাহর নিকট। কারন তিনি এতো ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে আসার ব্যাবস্থা করে দিয়েছেন। যাহোক আমরা প্রায় পেইন ড্রাইভ/ মেমোরি কার্ড ইত্যাদি রিমুভাল হার্ডওয়্যার ব্যাবহার করি বিভিন্ন কাজের জন্য। তবে সতর্কার সাথে সবারই ব্যাবহার করা উচিৎ। কারন সঠিকভাবে এটার সংযোগ দেওয়া ও বিচ্ছিন্ন করটাও একটা সতর্কতার ধাপ। এই বিষয় ইগনর করা কারও ঠিক হবে না। এতে আপনার ডাটা ক্ষতির সম্মুখিন হতে পারে । তো চলুন দেখি কিভাবে ডেস্কটপে শর্টকাট তৈরি করে সহজেই ব্যবহার করা যায়।

** প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে New থেকে Shorcut এ ক্লিক করুন।

** এর পর লাল রঙের কোডটুকু কপি করে পেষ্ট করুন;

< RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll >

** তারপর Next এ ক্লিক করুন।

** এর পর Safety Remove USB লিখে Finish বাটনে ক্লিক করুন।

** ব্যাস আপনার কাজ শেষ। ও হ্যা এটা Windows XP/Vista/7 এর জন্য প্রযোজ্য…..

ধন্যবাদ সবাইকে

60 টি online Best Photoshop টিউটোরিয়াল ওয়েবসাইট

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন।

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন। যেমন- Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History এর সকল ইতিহাস। এ জন্য আপনাকে যা করতে হবে ClearAll History নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে হবে। মাত্র ৪.৭৯ মেগাবাইট। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন ClearAll History নামের সেটআপ ফাইলটি। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।



এবার Tools এ ক্লিক করুন এবং আপনি যে ইতিহাসটি মুছে ফেলতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি মজিলা ফায়ার ফক্সের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে আপনি প্রথমে Mozila FireFox এ ক্লিক করে Clear Browsing History তে টিক চিহ্ন দিন এবং Apply করে CLEAR এ ক্লিক দিন ও কাজ শেষ হলে OK করুন। এইভাবে আপনি Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History উল্লেখিত সকল বিষয়ের ব্যবহার এর ইতিহাস মুছে ফেলতে পারেন। তখন আর কেউ খুজে পাবেনা আপনি আপনার কম্পিউটারে কি কি ব্যবহার করেছেন।

পেনড্রাইভ সহ যেকোন ফাইল ফোল্ডার প্রটেক্ট করে রাখতে পারেন।

আজ আপনাদের উপহার দিবো দারুন এক সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ অথবা কম্পিউটারের যে কোন ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন এবং প্রয়োজন অনুসারে তা আবার ওপেন করতে পারেন। সফটির নাম Folder Protector 5.60 মাত্র 1.04 মেগাবাইট। হা বন্ধুরা অনেকেই আছেন যারা পেন ড্রাইভে অনেক গোপন ও গুরত্ব পূর্ণ ফাইল সংরক্ষন করে রাখেন। যা আপনি কাউকে দেখাতে চান না বা আপনার অগোচরে কেউ পেন ড্রাইভার ফাইল গুলি ডিলেট করে দিতে পারে সে আশংখা থেকে মুক্ত থাকতে পারেন, এই সফটের দ্বারা। তবে ফরম্যাট করে দিলে সব শেষ। ইন্সটলের কোন ঝামেলা নাই। আমি আজ পেন ড্রাইভে কিভাবে ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা যায়, সেটাকে প্রাধান্য দিয়ে সে বিষয়ে আলোচনা ও অবগত করবো। প্রথমে Folder Protector কে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর তা পেন ড্রাইভে কপি করে নিন। তারপর পেন ড্রাইভ ওপেন করে তাতে ডাবল ক্লিক করুন, নিচের চিত্রের মত পাবেন।

Protect Defult ঠিক রেখে পাসওয়ার্ড দিন এবং Protect এ ক্লিক দিন দেখুন আপনার পেন ড্রাইভে সংরক্ষিত সব ফাইল গুলি একত্রিত হয়ে Folder Protector এর ভিতর চলে গেছে।

এভাবে প্রটেক্ট করার পর যে ফাইল বা ফোল্ডার আপনি পেন ড্রাইভে নিবেন তা, প্রটেক্ট করা ফোল্ডারের বাহিরে অবস্থান করবে। প্রয়োজন মনে করলে, পরবর্তীতে এ ফাইল গুলিকে প্রটেক্টের আওতায় নিয়ে আসতে পারেন। এভাবে আপনি Protect Another সিলেক্ট করে আপনার কম্পিউটারের যে কোন ফাইল ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি প্রটেক্ট করা পেন ড্রাইভ বা অন্য ফোল্ডারকে ওপেন করতে চান তবে ফোল্ডারটিতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবেএখানে আপনি দুইটি পদ্ধতিতে ফোল্ডারকে ওপেন করতে পারেন একটি Temporary ও অপরটি Complete. Temporary তে ক্লিক করে Unprotect করলে পুনরায় পাসওয়ার্ড দিতে হবেনা। যদি Complete এ ক্লিক করে Unprotect করেন তবে পুনরায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে ফোল্ডারকে প্রটেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More