আসসালামু আলাইকুম

সোমবার, ২৬ মার্চ, ২০১২

ফেসবুক থেকে পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো বের করুন সহজেই । কোন স্ক্রিপ্ট , এড-অন ছাড়াই !

ইতিপূর্বে অনেকেই ফেসবুক থেকে পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট বের করার পদ্ধতি নিয়র টিউন করেছেন । কেউ কেউ স্ক্রিপ্ট কিংবা এড অন দিয়েও চেষ্টা চালিয়েছেন কিন্তু তার কোনটাই আমার পছন্দ হয়নি । কেননা এইসব স্ক্রিপ্ট কিংবা এডঅন ইন্সটল করা যেমন ঝামেলাপূর্ণ তেমনি যন্ত্রনাদায়ক । তাছাড়া অনেক সময় সাইবার ক্যাফে কিংবা অন্যের কম্পিউটারে বসলে এই সুবিধা নাও পাওয়া যাতে পারে আর সেই সাথে উইন্ডোজ সেটাআপ দিলে পুনরায় ইন্সটলের ঝামেলা তো রয়েছেই । তাই মাঝে মাঝে অন্য কিছু খোজার চেষ্টা করতাম ।

বেশ কিছুদিন আগে একটি ফেসবুক এপ্লিকেশনের সাথে পরিচয় হয় যা দিয়ে আপনি খুব সহজেই পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো বের করতে পারবেন । আসুন জেনে নেই বিস্তারিত ।

প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক এপ্লিকেশনটিতে প্রবেশ করুন । এপ্লিকেশনটি আপনার একাউন্টের একসেসের অনুমতি চাইবে । অনুমতি দিন ।

এবার নিচের ছবির মত দেখতে পাবেন ।

Bulk Load এ ক্লিক করুন । এবার নিচের ছবির মত পেজ আসবে ।


Get Friend Request Data তে ক্লিক করুন । তাহলে উপরের ছবির মত একটি পপ আপ মেনু ওপেন হবে । পপ আপ মেনুতে কিছু লেখা দেখতে পাবেন । ctrl+a চাপ দিএ পুরো লেখাটা কপি করুন । এবার ছবিতে দেখানে অংশে পুরো লেখাটা পেস্ট করে দিন । Load Friend Request এ ক্লিক করুন ।

এর পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে । সেখানে গেলেই আপনার পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখতে পাবেন ।

আমার একটি পেন্ডিং রিকোয়েস্ট রয়েছে । ডান পাশে Cancel Request এ ক্লিক করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিন ।

আশা করি এখন থেকে কোনো সম্যসা ছাড়াই পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট বের করতে পারবেন ।

উল্লেখ্য : এই এপ্লিকেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল । এখান আবার চালু হয়েছে তাই মাঝে মাঝে সম্যসা দেখা দিতে পারে । সাথে থাকার জন্য ধন্যবাদ ।

মাদারবোর্ডের ড্রাইভার পাবেন যেখানে!

আসসালামু আলাইকুম । আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন। “ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে”।— মোঃ কামাল বিশ্বাস কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে মাদারবোর্ডের চালক সফটওয়্যার, অর্থাৎ ড্রাইভার ইনস্টল করতে হয়। মাদারবোর্ডের সঙ্গে ড্রাইভারের সিডি এমনিতে থাকে। তবে কোনো কারণে সেটা হারিয়ে গেলে বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পেতে আছে ওয়েবসাইট।

নিচে কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো, এসব সাইটে বিভিন্ন মাদারবোর্ডের ড্রাইভার পাবেন।

http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
www.driversdown.com
www.soft32.com
www.driverfiles.net
www.driverskit.com
www.nodevice.com
www.techspot.com/drivers
www.downloadatoz.com/driver

নতুন নতুন চমৎকার সব সমৃদ্ধ Cyberlink Power DVD Ultra 12 ফুলভার্সন


আজ আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটি প্লেয়ার এর সর্বশেষ ভার্সন Cyberlink Power DVD 12 । যারা পূর্বে এর previous ভার্সন গুলো ব্যাবহার করেছেন তারা এতক্ষনে বুঝে গেছেন এর কার্যকারিতা ।

যারা এর previous ভার্সন গুলো ব্যাবহার করেছেন তার আশা করি এটি ডাউনলোড করবেন, যদি না এটি সংগ্রহে থাকে, কেননা আমি সবগুলো সফটওয়্যারই মিডিয়াফায়ার এ আপলোড করি।

আসুন এক নজর দেখে নিই কী আছে এই সর্বশেষ ভার্সনটিতে…………

কী কেমন লাগলো ফিচার গুলো, আশা করি সবার ভালো লেগেছে।

আসুন এবার দেখে নিই কী কিভাবে এই 89.95$ ডলারের সফটওয়ারটিকে ফুলভার্সন করতে হয়।

কাজটি খুবই সহজ, নতুন ইউজারদের জন্য আমি একটু সহজ করে দেই…………

১। সফটওয়ারটি Install করা হয়ে গেলে Crack নামে দেখুন একটা ফোল্ডার আছে, ওটাতে প্রবেশ করুন, x86 এবং x64 নামে ফাইল আছে, আপনার কম্পিউটার যদি ৩২ বিটের হয় তাহলে x86 ফাইলে , আর যদি ৬৪ বিটের হয় তাহলে x64 ফাইলে ডাবল ক্লিক করুন> yes > ok করুন।

আপনি চাইলে দুটোতেই ডাবল ক্লিক করতে পারেন কোন সমস্যা নাই।

২। আপনার Crack ফোল্ডারের এর ভিতর দেখুন PowerDVD12.slim নামে একটা ফোল্ডার আছে ওটা copy করে (C:\Program Files\CyberLink\PowerDVD12) তে যেয়ে paste করুন, ব্যাস দেখুন এবার সফটওয়্যারটি ফুলভার্সন হয়ে গেছে আর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে না।

তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, কোন সমস্যা হলে বা আমার ভুল হলে কমেন্টে জানাবেন………………………………………

ডাউনলোড লিংক
পাসোওয়ার্ডঃ elip

গোপনীয় ফাইলকে লক করে রাখতে ডাউনলোড করুন Folder Lock 7.0.6 (সর্বশেষ ভার্শন)

গোপনীয় কোন তথ্য লক করার ক্ষেত্রে Folder Lock সফটওয়ারটির তুলনা নেই। আমার মতে লকিং এর জন্য এটিই ওয়ার্ল্ডের সেরা সফটওয়ার, যার মূল্য 39.95$। কিন্তু চিন্তার কারণ নেই, আপনি একদম ফ্রীতেই সফটওয়াটির ফূল ভার্শনই ডাউনলোড করতে পারবেন। Folder Lock নিয়ে আগে ইতোমধ্যে একাধিক টিউন হওয়া সত্তেও আজ আপনাদের সাথে Folder Lock এর Latest Version 7.0.6 টি শেয়ার করার জন্যই পুনরায় টিউনটি করা। আর এই ভার্শনটি রিলিজ হয়েছিল January, 13th 2012 তারিখে।

ফাইল/ফোল্ডার লকিং ছাড়াও আপনি এটি দিয়ে নানান কাজ করতে পারবেন যা নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন। তবে এর মধ্যে উল্লেখযোগ্যটি হল, আপনি আপনার পেনড্রাইভ অথবা খালি ডিস্কের মধ্যেও ডাটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। এছাড়া পোর্টেবল লকারও তৈরি করতে পারবেন। নিচের ছবিটির বাম পাশে দেখুন এটি দিয়ে আর কী কী কাজ করা যায়!

এবার কিভাবে পেনড্রাইভে বা খালি ডিস্কে ডাটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন তা সংক্ষেপে বলে দিই। পেনড্রাইভ এবং ডিস্ক বার্ন উভয়ের জন্য আপনাকে প্রথমেই ‘Encrypt Files’ এ গিয়ে একটি Locker তৈরি করতে হবে। তারপর Protect USB/CD তে গিয়ে আপনার পেনড্রাইভ বা সিডি প্রোটেক্ট করতে পারেন। মজার বিষয় হলো, আপনি আপনার Protected পেনড্রাইভ অথবা সিডিটি Folder Lock ইনস্টল করা নেই এমন কম্পিউটারেও ওপেন করতে পারবেন। তাহলে আসুন এবার এখানে ক্লিক করে সিরিয়াল কী সহ Folder Lock 7.0.6 ডাউনলোড করে ফেলি। (ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড হল – 8801673629567 )

এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে Folder Lock এর Official Website থেকে ঘুরে আসতে পারেন অথবা তাদের এই পেইজটিও পড়ে দেখতে পারেন যেখানে ৩১টি টিউটোরিয়ালের মাধ্যমে এর ব্যবহারবিধি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

তারপরও কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন আর টিউনটি ভাল লাগলে অথবা নূন্যতম উপকারে আসলে দয়া করে আমার ব্লগের ফেইসবুক পেইজটিতে একটি লাইক করুন এখানে ক্লিক করে। ধন্যবাদ!

অনলাইন এ আয়ের ইচ্ছে এবার সত্যি হবেই!! আজ ই ট্রাই করুন!!

অনলাইনে আয়ের ইচ্ছে অনেকেই পোষণ করেন কিন্তু শতবার চেষ্টা করেও মিলে না সেই সোনার হরিন। তবে আজ আমি আপনাদের একটি বৈধ উপায় দেখাব যার মাদ্ধমে ইনশাল্লাহ আপ্নারাও আমার অত অনলাইন এ প্রথম পেমেন্ট পাওয়ার আশা করতে পারেন যদি আমার কথাগুলো মেনে চলেন।

আজকে আমরা ফ্রীলান্সিং করব!! ভয় পেলেন নাকি? হাহা…ভয় পাবেন না।এর জন্য আপনাদের কোনো BID করতে হবে না!! আজ আমাদের যে কাজটা AVAILABLE পাবো ওটাই করতে পারব!! অংশ নিতে হবে না কোনো BID এ!! চলুন শুরু করা যাক।

১। প্রথমে এই লিঙ্ক এ গিয়ে REGISTER করুন।

বুঝতেই পারছেন এটি একটি মাইক্রো ফ্রীলান্সিং সাইট। কিন্তু অন্যান্য সাইট এর মত এর MINIMUM PAYOUT = 10$ নয়। এর MINIMUM PAYOUT মাত্র 5$ !! অবাক হলেন বুঝি!! হা , অবাক হওয়ার ই কথা। কারন মাত্র কয়েকটা কাজ করার পর ই আপনি PAYOUT করতে পারবেন।

২। তারপর আপনার প্রফাইল ৮০% পুরণ করুন।

৩। তারপর HOME PAGE এ AVAILABLE JOBS এ ক্লিক করার পর দেখবেন অনেক সহজ কাজ যেগুলো আপনি সহজেই করতে পারবেন ওগুলোর একটা লিস্ট পাবেন । তারপর বেছে বেছে যেই কাজ গুলো আপনি ১০০% করতে পারবেন শুধুমাত্র অই কাজগুলো করবেন।

৪। ইনশাল্লাহ 5$ হওয়ার পর আপনি paypal/alertpay তে payout পেয়ে যাবেন।

লক্ষ্যনীয় বিষয়ঃ

১। দয়া করে দু – একটি কাজ করার পর ফেলে রাখবেন না।মনোযোগ সহকারে করে যান,আপনই ই জিতবেন!

২। এই সাইট টার সবচেয়ে ভাল দিক হল এতে অনেক কাজ পাওয়া যায়।

৩।নিজের উপর বিসশাস রেখে কাজ করে যান, ইনশাল্লাহ ফ্রীলান্সিং ক্যারিয়ার আপনার নিজের মত করে গড়ে তুলতে পারবেন।

৪।আর কোনো problem হলেই আমাকে জানাবেন। আমার facebook id link holo এইটা।



ধন্যবাদ আপনাকে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More