
ইতিপূর্বে অনেকেই ফেসবুক থেকে পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট বের করার পদ্ধতি নিয়র টিউন করেছেন । কেউ কেউ স্ক্রিপ্ট কিংবা এড অন দিয়েও চেষ্টা চালিয়েছেন কিন্তু তার কোনটাই আমার পছন্দ হয়নি । কেননা এইসব স্ক্রিপ্ট কিংবা এডঅন ইন্সটল করা যেমন ঝামেলাপূর্ণ তেমনি যন্ত্রনাদায়ক । তাছাড়া অনেক সময় সাইবার ক্যাফে কিংবা অন্যের কম্পিউটারে বসলে এই সুবিধা নাও পাওয়া যাতে পারে আর সেই সাথে উইন্ডোজ সেটাআপ দিলে পুনরায় ইন্সটলের ঝামেলা তো রয়েছেই । তাই মাঝে মাঝে অন্য কিছু খোজার চেষ্টা করতাম ।বেশ কিছুদিন আগে একটি ফেসবুক এপ্লিকেশনের...