আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে

উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন। ইন্সটল করতে হবেনা পোর্টেবল।

এই আইকনটিতে ক্লিক করলে নিচের উইন্ডোটি খুলবে।

১)টাস্কবার,২)স্টার্ট মেনু প্রোগ্রাম,৩)স্টার্ট মেনু তিনটির মান পরিবর্তন করলে সেই মান অনুযায়ী স্বচ্ছ হবে।

৪) নং এ টিক চিহ্ন দিলে ১,২,৩, এর মান একসাথে পরিবর্তিত হবে।

কনফিগারেশন উইন্ডোতে স্টার্ট-আপের সময় লোড কর(Load at startup) তে টিক চিহ্ন দিলে কম্পিউটার চালু করার সময় প্রতিবার চালু হবে এবং রিস্টার্ট এক্সপ্লোরার বাটনটি এক্সপ্লোরারকে বন্ধ করে পুনরায় চালু করবে।

ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে রাঙিয়ে দিন ফোল্ডার আইকন


আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজ এক্স-পি,ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে। ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।
ফোল্ডার হাইলাইট(FolderHighlight) এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন।যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আইকন পরিবর্তন করা যায় কিন্তু ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে এক্সপ্লোরারের রাইট ক্লিক মেনুর মাধ্যমে রং পরিবর্তন করা যায়।
কিভাবে ব্যবহার করবেন?

ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করা খুবই সহজ আপনি আপনার কম্পিউটার যতটুকুই জানুন না কেন।ফোল্ডারের রং পরিবর্তন করতে,মাউস দিয়ে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তাতে রাইট ক্লিক করুন। তারপর কনট্যাক্স মেনু থেকে ফোল্ডার হাইলাইট(FolderHighlight) সিলেক্ট করুন এবং উপযুক্ত রং নির্বাচন করুন।
ইনফো-টিপ(InfoTip) মেনুর সাহায্যে টুল-টিপ এবং ক্লিন(Clean) মেনু পূর্বের অবস্থায় নিয়ে যাবে।
ইনফো-টিপ(InfoTip) ক্লিক করে এই মেনুতে লেখার পর ওক ক্লিক করুন।

যেসকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে:
উইন্ডোজ ২০০০,উইন্ডোজ ২০০৩,উইন্ডোজ এক্স-পি,উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট)
ডাউনলোড করতে এখানে ক্লিক করুনআমার Plasma ব্লগে পূর্বে প্রকাশিত

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More