আসসালামু আলাইকুম

শনিবার, ২১ জুলাই, ২০১২

আপনার বিজয় দিয়ে লেখা টেক্সট কে রুপান্তর করুন অভ্রতে Avro Converter এর সাহায্যে।

“বিসমিল্লাহির রহমানির রহিম”
Avro Converter হল উইন্ডোজ এর জন্য সর্বপ্রথম  free একের ভিতর সব Unicode বাংলা ডকুমেন্ট কনভার্টার . এখন আর প্লেইন টেক্সট কনভার্টার এর জন্য কোন Web based কনভার্টার এর দরকার নেই। অফলাইন এ থেকেই আপনি আপনার টেক্সট সম্পুর্ন হুবহু রুপান্তর করতে পারবেন ইউনিকোড এ।
undefined
যে সকল সুবিধা রয়েছেঃ
  • Bijoy to Unicode
    • Supports Bijoy 2000, Bijoy 200 Pro, Bijoy 2003, Bijoy 2003 Pro, Bijoy 2004 Pro, Bijoy Ekushey 2007 Classic
  • Alpona Professional to Unicode
    • Both Alpona ANSI and Alpona Unicode (Private Range) versions are supported
  • Proshika Shabda to Unicode
    • All Proshika Shabda versions are supported
  • Proborton to Unicode
    • Both Proborton 2 and Proborton 2000 versions are supported

যেভাবে কাজ করবেনঃ
Avro Converter supports a variety range of document conversion by OLE Automation method. So, in a rare number of cases you will need to use Copy>Paste text conversion (which is also supported). The current release supports-
  • Copy>Paste text conversion directly from clipboard
  • Plain text file (*.txt) conversion
  • Rich text file (*.rtf) conversion
  • Microsoft Word Document file (*.doc, *.docx) conversion
  • Microsoft Access Database (*.mdb) conversion

কম্পিউটারের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য একটি PDF ফাইল ডাউনলোড করে নিন (সম্পূর্ণ বাংলায়)

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
বর্তমান বাংলাদেশের আইটির অন্যতম লক্ষ্য হল, সবার ঘরে ঘরে কম্পিউটার পৌছে দেয়া এবং এর সহজলোভ্যতা ও ব্যবহার বৃদ্ধি ।
কম্পিউটার ব্যবহার করতে গেলে তার ব্যবহার বিধি জানা অতি প্রয়োজন ।
কম্পিউটারের ব্যবহারবিধির ওপর ভিত্তি করে আজ আমি আপনাদের একটি ১১৫ Kb এর একটি PDF ফাইল উপহার দেব । আশা করি PDF ফাইলটি আপনাদের ভাল লাগবে ।
PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে ।

undefined
সবাইকে সালাম , এবং শুভেচ্ছা, আশা করি সবাই ভাল আছেন,আজকের পোস্ট হচ্ছেঃ ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে ।
এটি অনেকটা সিক্লিনারের মতো, বাট এতে আরো অনেক কিছু যোগ করা হয়েছে,আমার কাছে বেশ দারুন লাগছে, পিসির যতো আউল ফাউল ভাইরাস, টেম , জাঙ্ক ফাইল আছে ,সব গুলো রিমুভ করে পিসির গতি বৃদ্ধি করবে। এছাড়া রয়েছে oneKey Optimizer , এতা দিয়ে সহজে আপানার রেজিঃ গুলোকে ফিক্সড করতে পারবেন, My Startup দিয়ে সহজে পিসির স্টাট আপ কে সতেজ এবং দ্রুত করতে পারেন, এছাড়া রয়েছে আরো অনেক ফিচার , ইউজ না করলে বুজবেন না :D
Kingsoft PC Doctor কি কি আছেঃ
Amazing Startup Booster

Powerful Privacy Cleaner

Efficient Junk Cleaner

100% Improve PC Performance

Requirements:
· CPU: PIII 500 MHz or higher
· RAM: 128 MB or above

ডাউনলোড করুনঃ এখানে ক্লিক করুন
সাইজ হচ্ছে ৫ এমবি ,
আরো কিছু ছবি দেখুনঃ এখানে
কোন প্রকার সিরিয়াল কী লাগে না ,তাই ইউজ করুন লাইফ টাইম :D
[ পূর্বে প্রকাশিতঃ dailymyblog.com ]
তাহলে আজ আর নয়,সবাই ভাল থাকুন ,আল্লাহ হাফেয।

IDM-7.1 বাজারে আসার আগেই ব্যবহার করুন সবার আগে (৩ মেগা)

ইন্টানেট ডাউনলোড ম্যানেজার মানে আই.ডি.এম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই।
এর আগেও আপনার সাথে শেয়ার করা হয়েছে । তবে এখন যেটা এনেছি তা হলো 7.1 ফুল ভার্সন যা এখনো রিলিজ হয় নি ।  নতুন ভার্সনটিতে কি কি সুবিধা যোগ করা হয়েছে এখোনো সঠিক ভাবে বলতে পারছি না; তবে আমি দেখলাম এর বাটনগুলো 3D আকার করছে; যা অনেক সুন্দর দেখাচ্ছে।
undefined
এটা ইনষ্টল করার পূর্বে যা যা করতে হবে >>
১। আগে থেকেই আইডিএম ইনষ্টল করা থাকলে তা রিমুভ করে দিন।
২। সি ক্লিনার বা অন্য কোন টুলস দিয়ে রেজিষ্ট্রি স্ক্যান করে পরিষ্কার করে ফেলুন।
৩। আপনার কম্পিউটার একবার রিষ্টার্ট দিন পরিষ্কার করার পরে
৪। এবার নতুন IDM টা ইনষ্টল করুন অন্য সব সফ্টওয়্যার এর মতোই
৫। আপডেট চাইলে ভুলেও আপডেট দিবেন না।
৬। সবশেষে আরেকবার পিসি রিষ্টার্ট দিয়ে আরামে ব্যবহার করুন

ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?gcbha6pz72dk68o
সবধরনের ব্রাউজারে সাপর্ট করাতে আপনাকে যে কাজটি করে নিতে হবে তা হলো
* Download মেনু থেকে Option এ ক্লিক করুন,
* সেখান থেকে General ট্যাব থেকে সবগুলো চেক বক্সে টিক দিয়ে Ok করুন।
ধন্যবাদ সবাইকে………..ভাল থাকবেন।

***** রহস্যময় উত্তর মেরু… *****

georgis05 1277048080 1 earth northpole aa0.3  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরু (North Pole) হল পৃথিবীর সবচেয়ে উত্তর বিন্দু; যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত উত্তর (True North) কে নির্দেশ করে। ভৌগলিকভাবে উত্তর মেরু হল উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে ভূ-পৃষ্ঠকে পৃথিবীর উত্তর এবং দক্ষিন মেরুর কাল্পনিক সরলরেখা (যাকে পৃথিবীর অক্ষ বলা হয়) ছেদ করেছে। তবে মনে রাখতে হবে যে পৃথিবীর উত্তর মেরু বা ভোগলিক উত্তর মেরু আর ভূ-চুম্বকীয় মেরু দুইটি পৃথক জিনিস।
উত্তর মেরু আর্কটিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে এবং নিকটতম স্থলভাগ গ্রীনল্যান্ডের উত্তর তীর থেকে ৭০০ কিমি (৪০০ মাইল) দূরে অবস্থিত যা প্রায় সর্বদাই চলন্ত বরফ দ্বারা আচ্ছাদিত। যার কারনে বাস্তবে সুক্ষভাবে উত্তরমেরু সনাক্ত করা কঠিন। কেননা উত্তর মেরুতে কোন বরফের উপর আপনি দাঁড়ালে মুহর্তেই বরফ সরে গিয়ে আপনার অবস্থানের পরিবর্তন ঘটাবে। তবে হাতে কম্পাস থাকলে এবং সে অনুযায়ী সার্বক্ষনিক নিজের অবস্থার পরিবর্তন ঘটালে, ক্ষনিকের জন্য হলেও আপনি প্রকৃত উত্তরমেরুতে দাঁড়াতে পারবেন।
georgis05 1277048337 2 northpole was ***** রহস্যময় উত্তর মেরু... *****উত্তরমেরু জয়
এভারেস্ট জয়ের চেয়ে উত্তর মেরু জয়ের ইতিহাস কম রোমাঞ্চকর নয়। কিন্তু কে সর্বপ্রথম উত্তরমেরুতে পা দিয়েছেন তা নিয়ে এখনো বিভ্রান্তি আছে। আমেরিকান অভিযাত্রী ফ্রেডেরিক আলবার্ট কুক তাঁর দুজন সহযাত্রী নিয়ে ২১ এপ্রিল ১৯০৮ সর্বপ্রথম উত্তর মেরুতে পা রাখেন বলে দাবী করেন। কিন্তু কুক এ ব্যাপারে সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেননি বলে তাঁকে স্বীকৃত দেয়া হয়নি।
তবে উত্তর মেরু জয়ের কৃতিত্ব যাকে দেয়া হয় তিনি হলেন আমেরিকান নেভী ইঞ্জিনিয়ার রবার্ট পিয়েরি। পিয়েরি দাবী করেন তিনি ১৯০৯ সালের ৬ এপ্রিল সর্বপ্রথম উত্তরমেরুতে পা রাখেন। যদিও তাঁর দাবীও বিতর্কিত। কারন তাঁর যাত্রাপথের প্রাথমিক পর্যায়ে ৫ জন সহযাত্রী থাকলেও চুড়ান্ত পর্যায়ে তাঁর সাথে কেউ ছিলনা এবং তিনি যে রুট, সময় ও গতিতে উত্তরমেরু পৌঁছার কথা বলেন তা তার প্রাথমিক সহযাত্রীর বক্তব্যের সাথে মেলেনা।
এভাবে ১৯৮৯ পর্যন্ত রবার্ট পিয়েরিকেই সর্বপ্রথম উত্তরমেরু জয়ী ধরা হয়। কিন্তু ওই সালেই ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হার্বার্ট চুলচেরা বিশ্লেষণ করে ঘোষণা করেন যে পিয়েরি আর তার দলবল আসলে ভুল তথ্য দিয়েছেন এবং তারা প্রকৃতপক্ষে উত্তরমেরু পৌছাননি।
এরপর২০০৫ সালে পিয়েরিকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন এবার আরেক ব্রিটিশ অভিযাত্রী টম এভারি। তিনি পিয়েরির বর্ণনা অনুযায়ী রুটে কুকুরবাহী স্লেজে চড়ে যাত্রা শুরু করেন এবং ৩৬দিন ২২ ঘন্টা পর তিনি উত্তর মেরু পৌছান। এই সময় পিয়েরির বর্ণনাকৃত সময় অপেক্ষা ৫ ঘন্টা কম। কাজেই এভারি ঘোষণা করেন যে রবার্ট পিয়েরি আধুনিক দিক-নির্দেশনা যন্ত্র ছাড়াই প্রকৃত উত্তরমেরুতে না পৌছাতে পারলেও এর সবচে কাছাকাছি গিয়েছিলেন এবং তিনিই প্রথম উত্তর মেরু জয়ী।
georgis05 1277048458 3 arctic north pole circle.jpg 2092326501 ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরুর দিন ও রাত
উত্তর মেরুতে দুইটি মৌসুম–গ্রীষ্মকাল আর শীতকাল। গ্রীষ্মকাল (১৮৭দিন) পুরোটাই দিন আর শীতকাল (১৭৮দিন) পুরোটাই রাত। একারনে উত্তর মেরুতে সুনির্দিষ্ট কোন ঘড়ির সময় নেই এবং পৃথিবীর ন্যায় কোন টাইম জোন নেই। উত্তর মেরুতে কোন জনবসতি নেই। শীতকালে গড় তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার প্রধান প্রাণী হল মেরুভল্লুক আর বরফের নিচে পানিতে থাকা কিছু মাছ।
georgis05 1277049519 6 north pole moon2 ***** রহস্যময় উত্তর মেরু... *****
georgis05 1277048743 4 polar bear in arctic ***** রহস্যময় উত্তর মেরু... *****
georgis05 1277049710 7 fish  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তরমেরু ও আর্কটিক অঞ্চলের সীমানা
উত্তরমেরু এবং আর্কটিক অঞ্চল ৫টি দেশ দ্বারা পরিবৃত–রাশিয়া, কানাডা, নরওয়ে, গ্রীনল্যান্ড এবং আলাস্কা। তবে আর্ন্তজাতিক আইন অনুযায়ী পৃথিবীর কোন দেশ উত্তরমেরু বা আর্কটিক অঞ্চলের মালিকানা দাবী করতে পারবে না।
আমেরিকানরা বিশ্বাস করে সান্তা ক্লজ উত্তর মেরুতে বাস করেন।
georgis05 1277049052 5 santa claus father christmas st nick12  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরুর কয়েকটি মজার তথ্যঃ
১। উত্তর মেরুর অক্ষংশ আছে; দ্রাঘিমাংশ নাই (অক্ষাংশ ৯০ ডিগ্রি উত্তর)
২। পৃথিবীর নিজস্ব ঘুর্ণণের কারনে পৃথিবীর বুকের প্রত্যেক বস্তুরও গতি আছে; তবে আপনি যদি প্রকৃত উত্তর মেরুতে দাড়ান তাহলে আপনার গতি হবে শুন্য
২। উত্তর মেরুতে দাড়ালে সবকিছুই হবে আপনার দক্ষিনে
৩। সূর্য্যদয়ের ১৫দিন আগে আর সূর্যাস্তের পর ১৫দিন রাতের বেলা আকাশ দিনের ন্যায় উজ্জল থাকে।
৩। উত্তর মেরুতে দাড়ালে আপনার কি মনে হবে বলুনতো? মনে হবে সারা দুনিয়া আপনার পায়ের নিচে, তাইনা??
শেষে আপনাদের প্রতি একটা প্রশ্ন (কুইজ):যদি কখনও উত্তর মেরুতে যান আর যদি সেখানে নামাজের সময় হয় তাহলে পশ্চিম দিক কিভাবে বের করবেন বলুনতো?

হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।

আমরা এবার keylogger দিয়ে হ্যাক করব। আমরা এর মাধ্যমে যেকোনো ধরনের পাস হ্যাক করতে পারব।
তাসারা মজার বিষয় টা হল এটা কন অ্যান্টিভাইরাস detect করতে সক্ষম হবে না।
এই রকম টিউন টা আমি কিছু দিন আগে করেসিলাম কিন্তু আমি চেয়েসিলাম পর্ব করে টিউন করতে তবে এখন আমি আপনাদের একবারেই মূল বিষয় টা শিখাতে চাই কারন আমার ওয়েবসাইট এ আপনারা মহা মূল্যবান keylogger আর crypter পাবেন। এগুলো এখন আমি আপনাদের দিতে পারসি না
কারন আপনিরা ব্যবহার করতে পারবেন না। সে জন্নই এই পোস্ট টি করা।আমি পরে হয়ত চেইন টিউন করব তবে এই টিউন থেকে আপনারা মূল বিষয় টা বুঝতে পারবেন আসা করি।


প্রথমে আমরা জেনে নিব keylogger কি?
Keyloggin বা Keystroke Logging হে􀇱 একটা হাড􀅪 ওয়􀆟ার অথবা একটা সফটওয়􀆟ার গত িসে􀊁ম মিনটর 􀄺যটা একটা কি􀉑উটার এর 􀆵িত 􀇅 কী 􀄺বাড􀅪
এর 􀄺􀊀াক মিনটর / পয􀅪েব􀇘ণ কের 􀄺রকড􀅪 কের ওই কি􀉑উটার এর ইউজার এর অ􀇷ােত । কীলিগং হাড􀅪 ওয়􀆟ারগত অথবা সফটওয়􀆟ারগত 􀄺যেকােনা উপােয় করা
হয় । একটা অ􀆟াি􀈥ভাইরাস এ কীলগার 􀄺ক 􀄺􀆪াজান এবং ব􀆟াকেডার িহেসেব সনা􀇏 কের ।
আমি আপনাদের কে refelect keylogger আর সাথে পরিচয় করিয়ে দিয়েসি তবে এবার জেতার সাথে পরিচয় করাব সেতা project neptune এটা দিয়ে আপনি আরও বেসি কিছু করতে পারবেন।
ভিকটিম যে যে কাজ করবে টা আপনার কাসে চলে আসবে সাথে ডেক্সটপ আর ইমেজ অ আসবে।
তখন আপনি পেয়ে যাবেন তার সকল পাস।
আসা করি বুঝতে পেরেসেন না বুঝলে আমি আর পরের টিউন এ বিস্তারিত বলব।
এখন build up করার পালা।

ডাউনলোড করে নিন

  • run as administrator করে ওপেন করুন project neptune keylogger টা।
Screenshot 1 1 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।

  • এই রকম একটা উইন্ডো ওপেন হবে।
Screenshot 2 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • ইমেইল setting: এ example@examplesserver.com এই ঘরে আপনার জিমেইল আইডি দিন।
  • sending email account password এ আপনার অ্যাকাউন্ট আর পাস দিন। ভয় নেই হ্যাক হবেন না এইটা এর official সাইট থেকে ডাউনলোড করা। এবার email to recive keystroke logs এ আপনার জিমেইল আইডি টিই দিন।
Screenshot 1 2 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • system wide এ কন কিছু পরিবর্তন করবার দরকার নেই।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • extra option এ আপনি error massage দিতে পারেন।
  • আসারা এর কন কিছু পরিবর্তন করার দরকার নেই।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • এবার server creation এ কিছু কাজ করতে হবে। দাগ দেয়া জায়গায় কয়েক বার ক্লিক করুন।set server process as : এ আপনার সারভার এর নাম দিন।
  • এবার generate new server এ ক্লিক করে সারভার টি browse করে সেভ করুন।
এবার আমরা crypter এর সাথে পরিচয় হব।
Cryptography : এস􀉑েক􀅪 wikipedia বেল
Cryptography (or cryptology; from Greek κρυπτός, “hidden, secret”; and γράφειν, graphein, “writing”, or -λογία, -logia,
“study”, respectively) is the practice and study of techniques for secure communication in the presence of third parties
(called adversaries).
অথ􀅪াৎ সংে􀇘েপ তথ􀆟 􀄺গাপন বা লুকােনার প􀈝িত 􀄺ক cryptography বলা হয় । এটা আসেল এটা িবশাল িব􀇷ান । এ ব􀆟াপাের graduation certificate ও
􀄺দয়া হয়
সুরু করি কাজ আপনারা আনকে বিভিন্ন crypter পাবেন তবে কাজ করবেনা কারন অ্যান্টিভাইরাস ত আপডেট হয় তাই আমরাও  আপডেট crypter ব্যবহার করব। জাতে অ্যান্টিভাইরাস detect করতে না পারে।

this crypter download করে নিন।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
এবার crypter টা ওপেন করুন।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • সুধু যে যে জায়গায় দাগ দেয়া সেগুলর কাজ আমরা করব।
  • প্রথমে browse for your server hare এ আপনি যেই ফাইল যে তৈরি করলেন সেটা সিলেক্ট করুন।
  • browse for the stub এ আপনি এই crypter এর ফোল্ডার এ একটা stub নামে প্রোগ্রাম দেখতে পারবেন সেটা সিলেক্ট করুন।
  • click hare to generate এ কয়েকবার ক্লিক করুন।
  • এর ডান পাসে দাগ দেয়া দুইতি অপশন সিলেক্ট করে finilize crypter data অপশন এ যান এর পর crypt data এর মাধ্যমে crypt করুন
browse করে ফাইল টি সেভ করুন এর পাঠিয়ে দিন ভিকটিম এর কাসে।
তার পর থেকেই আপনি পেতে থাকবেন তার সবকিসু।
আর এ সব কিছু হবে গোপনে।
সবাই ভাল থাকুন। আর আমার ওয়েবসাইট আর সাথেই থাকুন।

কেও কার ক্ষতির জন্য ব্যবহার করলে আমি দায়ি না।

KNOW HACKING|NO HACKING

আপনি কি অলস তাহলে আপনার জন্য এই সফটওয়ার মাত্র্র ৮ কিলোবাইট!!!!!!!!! ;)

আসসালামুয়ালাইকুম,আশা করি সকলেই ভালো আছেন।আজ আমি আপনাদের জন্য CD Drive এর ১টা ছোট সফটওয়্যার শেয়ার করবো………………….আমি একটু অলস প্রকৃতির ছেলে,তাই কিভাবে চেয়ারে বসে পিসি এর কাজ করবো তাই চেষ্টা করি…………………….আমার টেবিল থেকে CPU টা ১টু দূরে,তাই CD Drive open করতে আমাকে বারবার উঠতে হয়,তাই খুজতে লাগলাম কিভাবে বসে এই কাজ টা করা যায়……………………আবার এটাও আমি খেয়াল করলাম যে আমরা সবাই মাউস চেপে সিডি ড্রাইভ ওপেন তো করতে পারি, কিন্তু অনেকেই মাউস চেপে তা আর ক্লোজ করতে পারিনা………………….. ফলে সিপিউ’র Eject and Close বাটনটি চাপতে চাপতে অনেকেই সেটি লুজ করে ফেলি…………………… এখন আর আপনাকে এ কাজটি করতে হবে না …………………তাই আমি খুঁজতে খুঁজতে একদিন এমন ১টা পোর্টেবল সফটওয়্যার পেয়ে গেলাম,যা দিয়ে বসে বসে CD Drive open & eject করা যাবে………………আপনি শুধু ডাবল ক্লিক করে CD Drive open&eject করতে পারবেন………………………সফটওয়্যারটির সাইজ মাত্র ৮ কিলোবাইট …………………..আমার মতো আপনি ও যদি অলস হোন তাহলে try করে দেখতে পারেন…………………..
download button013 copy আপনি কি অলস তাহলে আপনার জন্য এই সফটওয়ার মাত্র্র ৮ কিলোবাইট!!!!!!!!! ;)
এর আগে এইটা নিয়ে পোস্ট হয়ে থাকলে আমি ক্ষমাপ্রাথী………………..
এখন থেকে নো টেনশন………………..ডু ফুর্তি………………..সবাইকে আমার পক্ষ থেকে রমজানুল মোবারক ……………………

আপনাদের ব্লগে বা ওয়েবে ভিজিটরকে আপনি স্বাগতম জানাতে চান ?

কেমন আছেন আপনারা ? আশা করি ভাল আছেন । আমার নতুন পোষ্ট শুরু করছি ।
 আপনাদের ব্লগে বা ওয়েবে স্বাগতম বাতা দেখতে চাইলে আমার এই code টি আপনাদের
 ব্লগে বা ওয়েবে ব্যবহার করতে পারেন ।

নিচের ধাপ সমুহ অনুসরণ করুনঃ

১:আপনার ব্লগ এ লগ ইন করুন।

২:নিচের code টি কপি করে আপনার 
ব্লগে design > layout > add a gadget > HTML/JavaScript ক্রম অনুযায়ি যান

এবং code পেষ্ট করুন ।

Welcome to my site এর স্থানে আপনার যা ইচ্ছা লেখতে পেরেন ।


<!-- this script got from imomniscien.blogspot.com coded by: morad hasan-->
<html>
<head>
<script language="javascript" type="text/javascript">
alert("Welcome to my site")
</script>
</head>
</html>       
<font face="Tahoma"><a target="_blank" href="http://imomniscien.blogspot.com/"><span style="font-size: 8pt; text-decoration: none">Free Code</span></a></font>




৩:save করুন ।
কাজ শেষ। আপনার ব্লগে দেখুন ।


 সবাইকে ধন্যবাদ। আর কেমন হয়েছে জানাবেন।

হারিয়ে যাবার পরও আপনার মোবাইলকে ট্রেস করুন

মোবাইল ফোন বর্তমানে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাড়িয়েছে। মোবাইল ছাড়া একটা দিনও কল্পনা করা দুঃসাধ্য ব্যাপার। আর এই শখের মোবাইল যথন রিয়ে যায় তথনই বুঝা যায় এর মূল্য কতটুকু। আজ আপনাদের শিখাবো কিভাবে কখনো প্রিয় মোবাইল ফোনটি হারিয়ে গেলে সহজেই আপনি সেটিকে ট্রেস করতে পারবেন।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। আপনার মোবাইল থেকে *#০৬# চাপুন ।
২। এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩। যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে।
মেইল অ্যাড্রেস : cop@vsnl.net
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your name:
Address:
Phone model:
Make:
Last used No:
E-mail for communication:
Missed date:
IMEI No:
৫। এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।এমন কিছু সাইটের ঠিকানা :
http://www.trackimei.com/
৬। আপনারা চাইলে পূর্ব থেকে আপনার মোবাইলে মোবাইল ট্রাকার ইনস্টল করতে পারেন।এতে আপনি নিজেই মোবাইল খুঁজে পেতে পারবেন।

উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবার জন্য। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি। icon razz উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

অনেক সময় ভাইরাস এর কারণে অথবা আমরা নিজেরাই রেজেষ্ট্রি এন্ট্রিতে না বুঝে অনেক কিছু পরিবতর্ন করে ফেলি। এর জন্য পরবর্তীতে পিসি চালু করতে নিচের পর্দার মতো ম্যাসেজ আসে।
windows kayuagung উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

এটা দেখা গেলেই যে কেউ আপনাকে বলবে যে উইন্ডোজ আবার রি-ইন্সটল দিতে। এতে যেমন সময় লাগবে তেমনি আপনার মাই ডকুমেন্ট এ সংরক্ষিত ফাইল গুলোও ফরম্যাট হয়ে যাবে।


এমন সমস্যা হলে উইন্ডোজ রি-ইন্সটল না দিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:

১। উইন্ডোজ এক্স.পি. সিডিটি পিসিতে বুট করুন। (অরিজিনাল সিডি থাকলে ভাল)
xp install 1 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
২। ওয়েলকাম টু সেটআপ পর্দাটি আসবে। সেখান থেকে R বাটনটি চেপে রিকোভার কনসোল টি চালু করুন।
Untitled 11 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
৩। আপনার যেই ড্রাইভ এ এক্স.পি ইন্সটল করা আছে সেটি নির্বাচন করুন। (সাধারণত সি: ড্রাইভ)

৪। এরপর যদি লগ-ইন পাসওর্য়াড বা বুট সেক্টর পাসওর্য়াড দিয়ে থাকেন তবে সেটি দিয়ে এন্টার দিন।

৫। একটি কমান্ড প্রোমোট আসবে “c:\windows>”

৬। এখন কমান্ড প্রোমোট এ নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:
c:\windows>cd \system32\config\ > press Enter
c:\windows\system32\config>del system press Enter
c:\windows\system32\config>del software press Enter
c:\windows\system32\config>del sam press Enter
c:\windows\system32\config>del security press Enter
c:\windows\system32\config>del default press Enter
c:\windows\system32\config>cd .. press Enter
c:\windows\system32>cd .. press Enter
c:\windows>cd repair press Enter
c:\windows\repair> copy system c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy software c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy sam c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy security c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy default c:\windows\system32\config press Enter
c:\windows\repair>EXIT press Enter

৭। উপরের বোল্ড দেওয়া প্রেস এন্টার বলতে আপনাকে এর আগের কমান্ড লিখে এন্টার চাপতে বলা হয়েছে। এখানে কমান্ড প্রোমোটে প্রেস এন্টার কথাটি লিখতে হবে নাহ।

৮। এরপর নিজে নিজেই পিসিটি রিস্টার্ট নিবে এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে।
Windows XP splash screen উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

ধন্যবাদ।

রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

আমরা অনেকেই এই টিপসটির ব্যাপারে জানি। আবার অনেকেই জানি নাহ।

নিচের ছবিটি লক্ষ্য করুন:
right click menu রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

এটি আমার পিসির রাইট ক্লিক মেনু। এখানে কপি টু ফোল্ডার .. .   এবং মুভ টু ফোল্ডার . . . .  নামে দুটি এক্সটা অপশন রয়েছে। আপনার চাইলে সহজেই এটি আপনার পিসিতেও একটিভ করতে পারবেন।

যা যা করতে হবে:
*****Be sure to back up the Registry file before you begin.***********


১। র্স্টাট মেনু থেকে রান অপশনটিতে ক্লিক করুন।
119 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
২।এরপর লিখুন regedit এন্টার দিন।
217 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৩। রেজেস্ট্রি এডিটর আসবে।
311 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৪। সেখান থেকে নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:

HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers
410 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
58 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

৫। এখন ContextMenuHandlers ফোল্ডারে রাইট বাটন এ ক্লিক করে নতুন কী যোগ করুন।
66 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৬। কি টির নাম দিন কপি টু।
75 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৭। এখন  কপি টু ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস’ায় ডান দিকের ডিফল্ট মেনুতে ডাবল ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।
83 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৮। এখন ভেল্যু ডাটা অপশনে নিচের কোড টি কপি-পেস্ট করে ওকে দিন।

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}

১০। এখন আবার আরেকটি কি যোগ করুন । নাম দিন মুভ টু। এরপর ডিফল্ট বক্সে ডাবল ক্লিক করে ডাটা ভেল্যুতে নিচের কোড টি কপি পেস্ট করুন।

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}


১১। এখন রেজেষ্ট্রি এন্ট্রি বক্সটি বন্ধ করুন। একবার পিসি রির্ষ্টাট দিন।

এর পর আপনার রাইট বাটনে কপি – টু এবং মুভ – টু অপশনটি আসবে। icon biggrin রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More