আসসালামু আলাইকুম

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

আপনার কম্পিউটারের বাংলা ভাষার সকল সমস্যার আলটিমেট সমাধান

বাংলা ভাষা বাঙালী জাতির গর্ব ।ভাষার জন্য প্রান দিতে হয়েছে এমন ভাষা পৃথিবীতে আর কটা পাবেন ? সেই ভাষাই অনেক ক্ষেত্রে হয়ে উঠে অবজ্ঞার পাএ ।যাক সে ব্যপারে আর এগুচ্ছি না ।আমাদের মধ্যে অনেকেই এখনও তার উন্ডোজ কম্পিউটারে বাংলা অক্ষরে লিথতে পারে না কিংবা লেখার জন্য অন্য কোন 3rd Party সফটওয়ার ব্যবহার করে খাকেন ।যা দিয়ে বাংলা অক্ষর লেথা গেলেও উন্ডোজের অনান্য Application কিন্তু বাংলা ভাষায় প্রদর্শিত হয় না ।Microsoft আমাদের সেই সুযোগ দিয়েছে যা আমাদের মধ্যে অনেকেই জানি না ।আজ তুলে ধরছি সেই খবরটিই । আপনি যদি জেনুইন উন্ডোজ ৭-এর আলটিমেট ইউজার হোন তবে এটি Windows Update-থেকে সারাসরি কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। এটি হল Microsoft Windows Language Interface Packs (বা LIPs) ।চট করে এই সাইট থেকে ইনস্টল করে নিন Bangla Interface Pack-টি ,এর আয়তন মাএ 2.83 mb (32 bit-এর জন্য) ।, আর উপভোগ করুন Windows-কে সম্পূর্ন বাংলায় ,দেথুন আপনার P.C কিভাবে আপনাকে “Welcome”-এর পরিবর্তে “স্বাগতম” জানায় ।

যেভাবে ইনস্টল করবেন:-





যেভাবে ইনস্টল করবেন:-

১.প্রথমে এই সাইট খেকে ফাইলটি ডাউনলোড করে হার্ডড্রাইভের যে কোন স্হানে সংরক্ষন করুন ।
(উন্ডোজের যে-কোন OS-এর জন্য পৃথক পৃথক ফাইল রয়েছে । আপনার পছন্দেরটি বেছে নিন)


২.সংরক্ষন করা ফাইল(LIP_bn-bd.mlc)-টিতে ডাবল ক্লিক করুন ।এতে যে Dialog Box-টি আসবে তাতে নিচে লেথা Next বটনটিতে ক্লিক করুন ।


৩.ইনস্টল করা শেষ হলে P.C-টিকে Restart করে নিন ।আর শুরু করুন বাংলা কম্পিউটিং ।

নিচের ছবিটা দেখুন


Site-টিতে Bangla(Bangladesh) এবং Bengali(India) দুটি পৃখক ফাইল রয়েছে ।এটি নিঃসন্দেহে Microsoft-এর ভাল প্রকাশ ।তবে আমার মনে একটা প্রশ্ন জাগল
সত্যিই কি ভারতীয় বাংলা ভাষা আর বাংলাদেশী বাংলা ভাষার মধ্যে কোন পার্থক্য আছে ? নাকি দুটোই শুধু “বাংলা ভাষা” !

ধন্যবাদ । ভাল থাকুন আর ভাল রাখুন অপরকে ।

কম্পিউটারে টেম্পরারি ভাইরাস মুছুন………

সালাম সবাইকে সবাই আসাকরি ভাল আছেন এখন আমি আপনাদেরকে কম্পিউটারের টেম্পরারি ভাইরাস মুছার একটি পদ্ধতি বলব…….ভাল করে লক্ষ্য করুন …..

আপনার কম্পিউটারে Run এ গিয়ে নিন্মের Command গুলো একটি একটি করে লিখে Ok করে সব গুলো ফাইল Delete করুন অর্থাৎ Command গুলো একটি একটি দিলে যে পেইজ গুলি আসবে সেখানে টেম্পরারি ভাইরাস দেখা যাবে এগুলো মুছলে আপনার কম্পিউটার টেম্পরারি ভাইরাস মুক্ত থাকবে …….. নিন্মে কমান্ড গুলো দিচ্ছি……

%TEMP%
TEMP
PREFETCH
COOKIES
আরেকটি Command আছে সেটি হল CLEANMGR লিখে Ok করে MY FILE ONLY এটি সিলেক্ট করে Ok করলে টেম্পরারি ফাইল ক্লিন হয়ে যাবে……….

ফেসবুকের গোপন তরিকা-একসাথে লগইন করুন একাধিক আইডিতে

ফায়ারপক্সের এডঅনস সেটাপ করে একসঙ্গে একাধিক ফেসবুক আইডিতে লগ-ইন করা সম্ভব…প্রথমে লিঙ্ক থেকে Cookpie Firefox addons টি ইনস্টল করুন…ব্রাউজারটি আবার খুলে ফেসবুকে লগ-ইন করুন…এবার নতুন ট্যাব খুলুন…নতুন খোলা ট্যাবের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন…Toggle on/off cookpie নির্বাচন করে অন্য আইডিতে লগ-ইন করুন

লিঙ্ক:
http://www.nektra.com/products/cookiepie-tab-firefox-extension

vlc player দিয়ে ৬ টি কাজ করা যায় যা হয়ত আপনি জানেনই না !

আজ আমি আপনাদের VLC PLAYER ৭ টি মজার কাজ কিভাবে করতে হয় তা বলব।

যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

1. Rip DVDs:

VLC PLAYER DVD RIP করতে পারে । যা অনেকেরই অজানা । বেশ ভালো রকমের RIP করা যায় এই অপশনটি ব্যবহার করে ।
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল

১. Media >Convert/save Option এ যান
২. তারপর DVD Disc টা দেখিয়ে দিন ।
৩. আপনি চাইলে কোন নির্দিষ্ট ফাইল বা তার যে কোন Title কে এর দ্বারা RIP করে নিতে পারেন ।
৪. সেভ বাটনে চাপুন ।

2. Record videos:

VLC PLAYER দিয়ে ভিডিও বা মুভি চালানোর সময় যে কোন মুভি বা তার অংশ বিশেষ সেভ করে রাখা যায় । এই অপশনটা বাই ডিফল্ট হিডেন করা থাকে । অপশন টি ব্যবহারের জন্য যা করতে হবে তা হচ্ছে
View থেকে Advanced Control এ চাপুন
কারপর আপনি রেকর্ড বাটন টি দেখতে পাবেন ।

ব্যাস এবার ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট অংশের ভিডিও রেকর্ড করুন ।

রেকর্ড করলে ভিডিওটা মাই ডকুমেন্টস এর মাই ভিডিও তে সেভ হয় এটা জানা না থাকলে ডিডিও টা কোথায় সেভ হল খুজে পাবেন না আর একটা কথা রেকর্ডের লাল বটমটা একবার ক্লিক এ শুরু আর একবার ক্লিক এ স্টপ এটা খেয়াল রাখবেন
3. Play RAR files:

VLC PLAYER RAR File এ চালাতে সক্ষম ! তবে এর জন্য RAR ফাইলের ভেতরে জিপ করা ভিডিও ফাইল থাকতে হবে । যদি একটি ভিডিও ফাইল কয়েকটি পার্টে করা থাকে তবেও কোন সমস্যা নেই । আপনি শুধু একটি ফাইলকে (.part001.rar ) দেখিয়ে দিন । VLC PLAYER অটোমেটিক্যালি অন্য ফাইলগুলো কে ডিটেক্ট করে নিবে ।

4. Play in ASCII mode:

(American Standard Code for Information Interchange)
VLC PLAYER এর আরেকটি দারুন গুন হচ্ছে এটি দিয়ে মুভি ASCII art মুডে চালানো যায় ।
এর জন্য যা করতে হবে তা হচ্ছে tools থেকে Preferences এ যান ।

তারপর বাম বাম থেকে আপনার পছন্দের অনুযায়ী অপশন টি নির্বাচন করুন এবং সেভ করে বের হয়ে আসুন ।



5. Convert Audio and Video formats:

বিভিন্ন ধরনে অডিও ভিডিও ফাইলকে এই প্লেয়ার কর্ভার্ট করতে পারে । সেগুলো হচ্ছে MP4, WMV, AVI, OGG, MP3 etc
এর জন্য যা করতে হবে তা হলো
Media –>Convert/Save এ যান
ডে ফাইলটি কে কনভার্ট করতে চান সেটিকে দেখিয়ে দিন ।

এবার Convert/Save এ ক্লিক করুন ।
প্রোফইল মানে আউটপুট ফরমেট নির্বাচন করুন
এবং Destination দেখিয়ে দিন ।

6. Download YouTube and other online videos:

নেট থেকে আমরা VLC PLAYER এর দ্বারাও ভিডিও নামাতে পারি । বিশেষ করে YOUTUBE এর ভিডিও গুলোকে সহজেই VLC PLAYER দ্বারা নামানো যায় ।
এ জন্য যা করতে হবে তা হচ্ছে
Media –>Open Network stream
এখানে যে URL এর বক্স টি দেখা যাবে সেটির ভেতরে ভিডিওর লিংকটি


কপি করে পেষ্ট করতে হবে এবং Play Button এ ক্লিক করতে হবে ।
এবার Tools –>Codec Information এ যান
নিচের দিকে দেখুন একটি লোকেশন বক্স দেখাচ্ছে
এবার এখান থেকে URL টি কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করুন ।

এবার আপনি চাইলে আপনার হার্ড ডিস্কে ভিডিও টি সেভ করতে পারেন । বা আপনি চাইলে রেকর্ড ও করে রাখতে পারেন ।

যাদের VLC PLAYER নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড VLC PLAYER

কেমন লাগল জানাতে ভুল্বেন না।কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

control panel গায়েব করে ফেলুন…………………

ব্লক লেখার শুরুতে সবাইকে জানাই আমার সালাম ও শুবেচ্ছা সবাই কেমন আছেন ? আসা করি সবাই খুবই ভাল আছেন…….একটা মজার টিপস নিন………মজা নিতে দ্রুত করে ফেলুন……….

প্রথমে আপনার কম্পিউটারে Run এ যান অতঃপর gpedit.msc লিখে Ok করুন এবার User configuration থেকে Administrative Templates থেকে Control Panel এ গিয়ে Prohibit access to Control panel এ Click করে Enable করে Ok করুন দেখবেন আপনার Control Panel গায়েব হয়ে গেছে মজা না! মজা লাগলে কমেন্ট করতে ভুলবেন না………আর যদি আবার আগের অবস্হায় ফিরিয়ে আনতে চান তাহলে আবার Run থেকে শুরু করে সিরিয়াল মেন্টন করুন শুধু মাত্র Enable এর জায়গায় Not Configured এ ক্লিক করে Ok করুন……

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More