
সবাই আমার সালাম/নমষ্কার নিবেন। আশা করি সবাই ভালো আছেন ????? আজ হাজির হলাম আরো একটা ফালতু পোষ্ট নিয়ে। অনেক সময় আমাদের জানার দরকার হয় যে আমার কম্পিউটারে আমি না থাকাকালীন কি করা হয়েছে, কি দেখা হয়েছে এবং আরো অনেক কিছু। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে এটা করা যায় দুইটি নিয়মে কোন সফটওয়্যার ছাড়া।
১। i) প্রথমে Start এ ক্লিক করুন। তারপর আবার Run এ ক্লিক করুন।
ii) এবার আসলে Open এর ঘরে recent লিখে কিবোর্ড থেকে এন্টার অথবা Ok ক্লিক করুন। আর দেখুন আপনার সামনে চার্ট হাজির এখন আপনি দেখতে পারবেন...