আসসালামু আলাইকুম

শনিবার, ৫ মে, ২০১২

কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে


সবাই আমার সালাম/নমষ্কার নিবেন। আশা করি সবাই ভালো আছেন ????? আজ হাজির হলাম আরো একটা ফালতু পোষ্ট নিয়ে। অনেক সময় আমাদের জানার দরকার হয় যে আমার কম্পিউটারে আমি না থাকাকালীন কি করা হয়েছে, কি দেখা হয়েছে এবং আরো অনেক কিছু। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে এটা করা যায় দুইটি নিয়মে কোন সফটওয়্যার ছাড়া।
01 f কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে (ফালতু টিউন)।
১। i) প্রথমে Start এ ক্লিক করুন। তারপর আবার Run এ ক্লিক করুন।

02 f কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে (ফালতু টিউন)।
ii) এবার আসলে Open এর ঘরে recent লিখে কিবোর্ড থেকে এন্টার অথবা Ok ক্লিক করুন। আর দেখুন আপনার সামনে চার্ট হাজির এখন আপনি দেখতে পারবেন কে আপনার কম্পিউটারে কি দেখছে, কি করেছে।
03 v কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে (ফালতু টিউন)।
২। i) প্রথমে ডেক্সটপ থেকে My Computer  অপেন করুন। তারপর Ctrl+H (Ctrl+H মানে Ctrl  এ চাপ দিয়ে ধরে রেখে H ) চাপুন।
04 v কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে (ফালতু টিউন)।
ii) আর মজা দেখুন আপনার ডান সাইডে সব হিষ্টরি হাজির এখন আপনি যে দিন/সপ্তাহ/মাস এর হিষ্টরি দেখতে চান সেখানে ক্লিক করলেই সব দেখতে পারবেন।
*** আমি টিউন গুছিয়ে লিখতে পারি না আর তেমন এক্সপার্টও না তাই টিউনে ভুল/ত্র“টি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন ***
******** সবাই কে ধন্যবাদ। ভালো থাকবেন।। ********
******** সমাপ্ত ********

Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে


সবাইকে আসসালামু ওয়াআলাইকুম।আমি জীবনের প্রথম কোথাও কিছু লিখছি।এর আগে কোথাও কোনোদিন কোনোকিছু লিখি নাই। তাই দয়া করে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
Windows81 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
আমরা সকলেই উইন্ডোজ ৮ এর জন্য প্রতীক্ষা আছি। আবার এরই মধ্যে অনেকেই নিজের পিসিতে এক্সপি বা উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ৮ এর সাজে সাজানোর চেষ্টা করছে।আমিও অনেক খোজাখুজির পর সফল হয়েছি। তাই আমি আজ দেখাব কীভাবে উইন্ডোজ ৭ বা এক্সপি এর ডেক্সটপকে সম্পূর্নভাবে উইন্ডোজ ৮ করা যায়।
এর জন্য প্রয়োজন মাত্র দুটি সফটওয়্যারের,
১)Rainmeter 2.1 or higher  (এর নাম আপনারা আগেই শুনে থাকবেন) 
২)Omnimo 4.1
ধাপঃ‍১
প্রথমে ফাইল দুটি ডাউনলোড করে নিন। তারপর Rainmeter  এর উপর ডাবল ক্লীক করেন নিচের চিত্রের মতো দেখতে পাবেন।এখানে ভাষা সিলেক্ট করে  OK করুন।
Untitled14 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো আসলে Next> করুন।
Untitled15 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর আপনার উইন্ডোজ ৩২ বিট না ৬৪ বিট তা সিলেক্ট করে Next> করুন।
Untitled16 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর Install এ ক্লীক করুন। তাহলে Rainmeter  ইন্সটল হবে।
Untitled17 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় ধাপঃ‍
এবার Omnimo 4.1 ফাইলটি Extract করুন। তাহলে SETUP (new users).rmskin  নামে একটা ফাইল দেখতে পাবেন।
SETUP (new users).rmskin ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। সবকিছু অপরিবর্ততি রেখে Install এ ক্লিক করুন।
Untitled18 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এটি আসলে Rainmeter এর একটা স্কিন প্যাক। Install হলেই নিচের মতো  স্কিন দেখতে পাবেন। এখন Dextop Icons এ ক্লিক করলে Dextop –এর আইকন গুলো উধাও হয়ে যাবে।
Untitled20 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর ডানদিকের তীর চিহ্নে ক্লিক করুন।
Untitled6 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার আপনি Language সিলেক্ট করতে হবে, যে Language চান তার উপর ক্লিক করুন।
untitled11 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো স্কিন আসবে । সেখানে ৩টি থিম থাকবে আপনার পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করুন।
untirled2 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানে আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled41 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো থিম ওপেন হবে।
gdfgdfg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানেও আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled51 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো একটা থিম ওপেন হবে।
easftrasdg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, এরপর Apply এ ক্লিক করুন।
Untitled61 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে একটা Style Manager আসবে সেটার ডানপাশে CLOSE এ ক্লিক করুন।
Untitled211 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার দেখছেন শুন্য স্কিন, তাহলে এটা কীসের থীম, তাই ভাবছেন তো? ভালো করে দেখেন পুরো স্কিন শুন্য না ডানপাশে ওপরে কোনায় একটা বৃত্তের ভেতর তীর চিহ্ন আছে।সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে নিচের মতো তিনটি চিহ্ন পাবেন। এই চিহ্নগুলো ১ম ও ২য় থিম দুটিতেও পাবেন ডানপাশে ওপরে।
Untitled23 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানে আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled10 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানেও আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled24 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে এবং ১ম,২য় প্যানেলগুলো থেকে নেওয়া আইকন গুলোর কালার চেন্জ করতে পারবেন, সবগুলো একসাথে আবার আলাদা আলাদা ভাবেও।
Untitled12 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
নিচে কয়েকটি ভিন্ন কালারের থিম দিলাম।
stgsgd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhysd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhdh Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার টাস্কবারটা হাইড করে নিন তাহলেই হয়ে গেল।
আর সম্পূর্ন টিউনটি অফলাইনে পড়তেdownload now Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে ক্লিক করুন।
আবারো বলছি ভুল গুলো ক্ষমা করে দিয়েন।

বদলে ফেলুন পুরান এক্সপি-র BOOT স্ক্রীন-কে উইন্ডোজ ৮-এর BOOT স্ক্রীন-এ


আসসালামু আলাইকুম।
আপনারা হইত উইন্ডোজ এক্সপি-র সেই পুরান BOOT স্ক্রীন দেখতে দেখতে হাপিয়ে উঠেসেন
আজ আমি আপনাদের মাত্র ৪টি ধাপে পুরান এক্সপি-র BOOT স্ক্রীন-কে উইন্ডোজ ৮-এর BOOT স্ক্রীন-এ কিভাবে বানাবেন তা শিখাব
১ম-এ এইখান থেকে ফাইল ডাউনলোড করুন।
ফাইল টি ওপেন করুন এবং নিম্নের ধাপ গুলা অনুসরন করুন।
১ম ধাপ
Snap61 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

২য় ধাপ
Snap71 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ
৩য় ধাপ
Snap9 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

৪র্থ ধাপ
Snap10 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

ব্যাস কাজ শেষ
এখন উইন্ডোজ রিস্টার্ট দিন এবং দেখুন আপনার বুট স্ক্রীন বদলে গেছে

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More