আসসালামু আলাইকুম

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

সিম না খুলেই জিপি মডেমে টাকার ব্যালেন্স দেখুন!!!!!!!!

কেমন আছেন সবাই>>>>আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। পোষ্টটি গ্রামীণফোন মডেম ব্যবহারকারীদের জন্য।

গ্রামীণফোন মডেমে আপনার অবশিষ্ট ডাটার পরিমাণ আপনি ৫০০০ তে মেসেজ করেই জানতে পারবেন। But টাকার (*৫৬৬#) ব্যালেন্স জানতে হলে আপনাকে মডেম থেকে সিম টি খুলতেই হত! সিমটি খুলে মোবাইলে ভরে তারপর এতদিন ব্যালেন্স চেক করতেন। বারবার মডেম থেকে সিম খুলার কারণে বহু মডেম নষ্ট হয়ে গেছে। আসলে আমার মা’র অফিসের মডেমটি কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল বার বার সিম খুলার কারণে। এরপর মাথায় বুদ্ধি এল যে গুগলে সার্চ দিয়ে এর কোন সমাধান বের করতে পারি কিনা। অবশেষে সমাধান পেয়ে গেলাম। এখন সমাধানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো।

আর কোন মডেম নষ্ট হবে না>>>>>>সিম খোলার ঝামেলা অবশেষে শেষ>>>>>>>আমি আজ এমন একটি টিপস নিয়ে এলাম যার সাহায্যে সিম না খুলেই মডেমেই টাকার ব্যালেন্স সহ যেকোন ব্যালেন্স দেখতে পারবেন!!!!!!!!

এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে USSD Activator Plugin নামক একটি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/?26q071b0qqf9ltg

(বিঃদ্রঃ আপনার মডেম এর মডেল জানতে মডেম এর পিছনের দিকে লক্ষ্য করুন। সেখানে মডেল নম্বরটি জানতে পারবেন।)

ডাউনলোড এর শেষে সফটওয়্যারটি আনজিপ করে আপনার পিসিতে Install করুন।

এবার আপনার মডেম টি রির্ষ্টাট দিন। (জিপি ইন্টারনেট সফটওয়্যার বন্ধ করে মডেম টি আপনার পিসি থেকে খুলুন এবং তারপর আবার লাগান)

পুনরায় জিপি ইন্টারনেট সফটওয়্যারটি চালু করুন। এবার উপরের দিকে টুলবারের শেষে নতুন একটি টুল USSD যুক্ত হয়েছে। এখন ওই টুলে ক্লিক করেই আপনি *৫৬৬# ডায়াল করে ব্যালেন্স জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে যে সমস- কাজ করা যায় সেগুলোও আপনি এই টুলের সাহায্যে করতে পারবেন।

আশা করি এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।

ধন্যবাদ।।।।।।।।।।।।

যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের নির্দেশিকা বাংলায়

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য ও দরকারি নির্দেশিকা এখন থেকে বাংলাতেই পাওয়া যাবে। ভর্তি তথ্য, আবেদন, বৃত্তি, বিষয়ভিত্তিক ভর্তি যোগ্যতা, খরচ কেমন হবে- সব তথ্যই পাওয়া যাবে বাংলায়। বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য এসব তথ্য ও নির্দেশিকা সরবরাহ করছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইনে নির্দেশিকা পেতে ক্লিক করুন এ লিংকে- http://www.britishcouncil.org/bangladesh-education-study-in-uk-education-information-sheets-bangla.htm
শিক্ষাবিষয়ক এমন আরো তথ্য পেতে চোখ রাখুন এ সাইটে- www.studentcarebd.com

খোকাবাবু ( ইন্ডিয়ান বাংলা মুভি) [ Resume capability সহ]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর পোস্ট করতে বসলাম। মনে চাইল তাই বসে পরলাম। আমরা যারা কলকাতার বাংলা মুভি দেখি তারা অবশ্যই খোকাবাবু মুভিটির জন্য অবশ্যই অপেক্ষা করছি। আর অপেক্ষা নয়। এখুনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের মুভি। নিচে লিঙ্ক দেওয়া হল ঃ


ডাউনলোড লিঙ্ক



ভাল লাগলে কমেন্ট করতে ভুল্বেন না।

[লক্ষ্য করুন]এবার আপনিও হতে পারবেন একটি Social Network এর মালিক! (কিংবা সোজা কথায় শেয়ারহোল্ডার!)


ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ আজ বিলিয়নিয়ার।(17.5 Billion !!)

ভাবতে পারেন বাংলাদেশী টাকায় কত?

Peter Thiel
যিনি প্রথম ফেসবুকে তার টাকা ইনভেস্ট করেছিলেন তখন তিনি কি ভেবেছিলেন যে তার ৫ লক্ষ ডলার এর বিনিময়ে তিনি পরবর্তীতে ১০ মিলিয়ন ডলার আয় করবেন?

কি? এখন নিশ্চ্য আপনি ভাবছেন যে,ইশ ! এইরকম কোনো সুজুগ যদি আপ্নিও পেতেন। একটি সোশ্যাল নেটওয়ার্ক এর মালিক যদি হতে পারতেন,তাই না?

যদি এমন হয় একটি ওয়েবসাইট যেখানে আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে ownership অফার করে, চমৎকার হয় তাই না?

“Zurker” – A New Social Network owned By You

(যার মালিক এর সদস্যরা)

এই ওয়েবসাইটটির সাথে আমার প্রথম পরিচয় হয় John Chow এর একটি টুইটার টুইটের মাধ্যমে।
অন্যান্য social networking website এর মতই এই ওয়েবসাইট । ফারাক শুধু একটাই এই ওয়েবসাইট আপনাকে ওয়েবসাইটটির মালিক হতে সুযোগ দিচ্ছে।

ইউনিক আইডিয়া,তাই না। ব্যপারটা নিয়ে গুগল বাবাজির কাছে হাজির হলাম। দেখলাম নাহ ব্যাপাটা সত্যি এবং zurker এর Founder খুবই সিরিয়াস।

“If you ask zurker “What’s the point of Zurker since we already have Facebook and Google+?” their answer is, “Zurker is fundamentally better than FB. FB and G+ are driven by corporations with their corporate goals. Zurker is owned by its members. Its product is designed to do just one thing, work well for the members, and corporate revenue is passed on to the members.”

অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক হবেন আপনি,আমি আর সাধারণ ইউজার।

ব্যাপারটা আরো পরিস্কার করে বলছি—

ওয়েবসাইটটি এখন বেটা টেস্টে আছে। অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই শুধু আপনি সেখানে জয়েন করতে পারবেন। তখন আপনি যদি অন্য কাউকে ইনভাইট করেন (আপনার ফ্রেন্ড/ ফ্যামালি সদস্য), তারা যদি আপনার লিঙ্ক এ ক্লিক করে সরাসরি জয়েন করেন আপনি পাবেন 1 Vshare । আপনি চাইলে সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে শেয়ার কিন্তে পারবেন সেক্ষেত্রে 1 Vshare = 1 USD সমমূল্যের । প্রতি মেম্বার ৫০০ শেয়ার সংগ্রহ করতে কিংবা কিনতে পারবেন।
এই ব্যাপারটা কিছুটা জটিল, সরাসরি তাই লিংকটা দিয়ে দিলাম।

About Vshare

ওয়েবসাইটটি uk,us,india,Philippines, New Zealand, Australia এবং Canada এর ইউজারদের জন্য আলাদা ওয়েব পোর্টাল খুলেছে। সেইসাথে বাদবাকি দেশের ইউজার রা শুধু মাত্র জয়েন করতে পারবেন Worldwide পোর্টালের সাহায্যে । তবে ভিন্ন ভিন্ন পোর্টালের মাধ্যমে জয়েন করলেও আপনি Zurker Worlwide এর মেম্বার হয়ে সহজেই Zurker Uk কিংবা US, India এর মেম্বার সাথে কানেক্ট হতে পারবেন।

Zurker কি তবে User Owned Facebook Type Social Network? YES.

তাদের সাইট থেকে-
“Facebook is dominant right now, but it started off as a small startup nobody had ever heard of. Facebook had a clever strategy for growing quickly, and replaced the dominant social networks of the time (MySpace and Friendster). Zurker is starting off as a small startup nobody has ever heard, but we have a clever strategy for growing quickly and developing an awesome product until we replace the dominant social network of our time.”

মনে প্রশ্ন আস্তে পারে এই ওয়েবসাইট কি SCAM?

এখন পর্যন্ত না। তারা একটি ওপেন অ্যাকাউন্ট বই এর মাধ্যমে তাদের হিসাব নিকাশ সবার সাথে প্রকাশ করছে। তাই একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি সবকিছু মনিটর করতে পারবেন।

যেহেতু zurker এ জয়েন করা free তাই আমার দৃষ্টিতে এখানে হারানোর কিছু নেই। তাই আপনি ও জয়েন করে দেখতে পারেন। এমন সুযোগ হাতছাড়া করবেন কেনো?

http://www.zurker.net/i-1818-stbsgmvynx

DISCLAIMER: zurker এ এখন শুধুমাত্র অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই জয়েন করা যায়। তাই আমি আমার রেফারেল লিংকটা এখানে শেয়ার করলাম। আপনি যদি এই রেফারেল লিঙ্ক এ ক্লিক করে জয়েন করেন আমি এর বিনিময়ে ১ টি Vshare পাবো (যা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যখন আপনি কাউকে ইনভাইট করবেন।) ্যদি আপনার এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে

Zuker FAQ পড়ুন।

জয়েন করার পর অবশ্যই

Zurker Guide টি পড়ে নিবেন ,তাহলে সাইটটির বিভিন্ন ফাংশন ,নেভিগেশন ইত্যাদি সম্পর্কে ধারণা পাবেন।

সবশেষে একটি প্রশ্ন আপনাদের জন্য,
আপনারা কি মনে করেন, এই google plus,facebook ,twitter এর মাঝে Zurker এর মত অন্য ধাঁচের social network কি জনপ্রিয়তা পাবে? আপনার মতামত কি?

প্রথম প্রকাশ >আমার সামহ্যোয়ার ইন ব্লগে

অ্যাডমিনিস্ট্রেটর user ছারা অন্য যে কোন users থেকে internet connection বিচ্ছিন্ন করতে চান না কি?

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আজ আমি আপনাদের দেখাব কি করে WIN7 এর অ্যাডমিনিস্ট্রেটরের user ছারা অন্য যে কোন users থেকে internet connection বিচ্ছিন্ন করবেন।

প্রথমে Search গিয়ে gpedit.msc টাইপ করেন এবং gpedit.msc ক্লিক করুন।

তা অপেন হওয়ার পর দেখাবে কম্পিউটার কনফিগারেশন ও ব্যবহারকারীর কনফিগারেশন আপনি ব্যবহারকারীর কনফিগারেশন ক্লিক করুন।

তারপর Administrative Templates→Network→ এখন, find Prohibit access to properties of components of a LAN connection setting, right ক্লিক করে Edit option ক্লিক করুন।

তারপর select Enabled button click OK.

তারপর আপনি যুদি চান Properties options hide করে দিতে তাও আপনি পারবেনা

আপনাকে যা করতে হবে Prohibit access to properties of a LAN connection গিয়ে select Enabled button click OK.

তার পর যখন অন্য কোন user কম্পিউটার অপেন করবে আর properties click করবে এরকোম ম্যাসেজ আসবে

আর যখন Properties options hide করে দিবেন তা হলেত আর কথাই নেই।

কাজ শেষ নাকে তেল দিয়ে ঘুমান।

সফটওয়্যার ছাড়াই মাত্র ৩০ সেকেন্ডেই পর্ণ সাইটগুলো ব্লক করুন

আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজে আবার স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। শিরোনাম দেখেই চমকিত হইয়েন না। জ্বী, যেটা শিরোনাম দিয়েছি সেটা ১০০% ঠিক। তাহলে চলুন…

ইন্টারনেটে পর্ণ সাইটের অভাব নাই। সার্চ দিলেই হাজার হাজার এই সব আজাইরা সাইট চলে আছে। এই গুলো দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন্স ও সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু আজ আমি আপনাদের দেখব কিভাবে সফটওয়্যার বা প্লাগইনস ছাড়াই এই সব আজাইরা পর্ণ সাইটগুলো বন্ধ রাখা যায়।

প্রথমে Control Panel এ যান।

এখান থেকে Network and Sharing Center এ ক্লিক করুন।

এবার Local Area Connection এ ক্লিক করুন।

এবার Properties এ ক্লিক করুন।

এবার এখানের Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ক্লিক করে Properties এ ক্লিক করুন।

এবার এখান থেকে Use the following DNS server address এ ক্লিক করুন।
এবার Preferred DNS server এ দিনঃ 208 . 67 . 222 . 123
এবার Alternate DNS server এ দিনঃ 208 . 67 . 220 . 123
এবার Ok করুন। এবার চেষ্টা করে দেখুন পর্ণ সাইটগুলোতে ঢুকতে পারবেন না।

► ইন্টারনেটের গতি বৃদ্ধির গোপন টিপস !! ◄ Get Ready For a Speedy Internet Browsing

বেশ কয়েকদিন পরে আবার লিখতে বসলাম। আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি। তো যারা মজিলা ফায়ারফক্স ব্রাউজার হিসেবে ব্যবহার করেন তারা সেটি Customize করে ইন্টারনেটের গতি বেশকিছুটা বৃদ্ধি করতে পারেন। এজন্য নীচের টিপসগুলো সতর্কতার সাথে অনুসরন করুন।

*** মজিলা ফায়ারফক্সের সাহজ্যে ইন্টারনেটের গতি বৃদ্ধি ***

১) আপনার ইন্টারনেটে Page খোলার সময় কমাতে চাইলে সহজেই পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধাটির মাধ্যমে। এজন্য আপনি Address bar এ গিয়ে about:config লিখে Enter করুন। কোন নোটিফিকেশন আসলে Ok করে দিন। এবার ফিল্টারে যেয়ে টাইপ করুন network.http

এখন নীচে আসা লিষ্ট থেকে ‘network.http.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করে দিন।

২) একই উপায়ে ‘network.http.proxy.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করুন।

৩) ‘network.http.pipelining.maxrequests’ –এর উপর Right Click করে Modify অপশনে ক্লিক করেন এবং ভ্যালুর ঘরে মান 30 দিয়ে Ok করে দিন।

এর অর্থ হল আপনার ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ 30টি অনুরোধ জানাতে পারবে।

৪) এই পৃষ্ঠার ফাঁকা স্থানে Right ক্লিক করে New থেকে Integer অপশনটি সিলেক্ট করেন। এর নাম Type করেন nglayout.initialpaint.delay । এরপর Ok করে মানের ঘরে 0 লিখে পূনরায় Ok করুন।

এর অর্থ হল আপনার ব্রাউজার তথ্য পেতে 0 সময় অপেক্ষা করবে।

৫) সবসময় ব্রাউজারের Log পরিষ্কার করুন।

৬) টেম্পরারি ইন্টারনেট ফাইলগুলো এবং ‘Cookies’ -ব্রাউজের পরে পরিষ্কার করুন।

৭) Recent Browsing History কিছু সময় পরপর Tools থেকে ক্লিয়ার করে দিন।

তবে এতে আপনার ভিজিট করা সকল সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page -এ সরাসরি ব্রাউজার থেকে যেতে পারবেন না। সেক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে Click করতে হবে।

৮) যদি পারেন তো ব্রাউজারের Automatic Update অপশনটি নিস্ক্রিয় করে রাখুন।

৯) সম্ভ‌ব হলে ব্রাউজারের Tools > Option > Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ইমেজ লোডকরা বন্ধ করে দিন। শুধু যখন প্রয়োজন ,তখন সুবিধাটি চালু করুন।

১০) পোর্টেবল ব্রাউজার ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং পারলে সবসময় আপডেটেড ব্রাউজার ব্যাবহার করুন।

গতি আরো বৃদ্ধি করতে ইন্টারনেট ডাউনলোড এক্সেলেটর ব্যবহার করতে পারেন। Internet Download Accelerator মাত্র 8MB সাইজের এবং এটি আপনার ডাউনলোডের সময় অনেকটা কমিয়ে আনে।

এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন এবং ইনষ্ট‌ল করে নিন।
আশাকরি, আপনাদের এই টিপসগুলি একটুহলেও উপকারে আসবে। কোথাও কোন সমস্যা হলে আমাকে অবশ্যই স্বরণ করবেন। চেষ্টা করব সমাধান করার। আজকের জন্য এতটুকুই।

হার্ডওয়্যার পরিবর্তন ছাড়া ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় !� Get Ready For Fastest Internet Experience Without Changing Hardware

আমরা সবসময় ইন্টারনেটের সীমাহীন পরিমন্ডলে যথাসম্ভব দ্রুততার সাথে চলতে চাই। এই কারনে বিভিন্ন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ষ্ঠানের সরণাপন্ন হই। ভাল ডেফিনেশনের কম্পিউটার ব্যাবহারের চেষ্টা করি। ইন্টারনেটের সারভারগুলোও সময়ের সাথে সাথে আপগ্রেড করা হয় উচ্চ গতির তথ্য বিনিময়ের উদ্দেশ্যে।

কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেককিছুই পরিবর্তিত হলেও আমাদের ইন্টারনেটের গতি পড়ে আছে সেই মান্ধাতার আমলে। অনেক সময় দেখা যায়, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নেয়ার পরেও ব্যবহারের সময় আশানুরূপ গতি আমরা পাই না। এর বিভিন্ন কারন রয়েছে। নীচে আপনার ইন্টারনেটের গতি তুলনামূলক বৃদ্ধি করার কিছু উপায় দেয়া হল।

✦ ইন্টারনেটের গতি বৃদ্ধি করার বিভিন্ন উপায়ের মধ্যে ১০টি গুরূত্বপূর্ন উপায়: ✦

১) প্রথমে সফল ভাবে আপনি যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন।

এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখে আসুন কিংবা আপনার পরিচিত কোন সাইট থেকে নিদৃষ্ট পরিমান সাইজের কোন ফাইল নামান। এটি হতে পারে 1MB এবং একই সাথে কত সময় লাগে ফাইলটি ডাউনলোড হতে তা লক্ষ করুন।
২)এবার কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায় আপনি আপনার কম্পিউটারের Run এ গিয়ে লিখুন compmgmt.msc এবং কিবোর্ড থেকে Enter চাপ দিন। অথবা My Computer এর উপর Right Click করে Manage অপশনটি ক্লিক করুন। কম্পিউটার Management চালু হবে।

এবার বামে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার কম্পিউটারের ডিভাইসগুলোর লিষ্ট দেখতে পারবেন। এখান থেকে Ports(Com & Lpt) আইকনের বা’দিকের (+) চিন্হটিতে ক্লিক করুন। আপনার কম্পিউটারে সংযুক্ত সকল ডিভাইসের কমিউনিকেশনের পোর্ট দেখতে পাবেন। এখান থেকে Communications Port এর উপর ডবল Click করুন।

Properties Open হবে।

এখান থেকে Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৩) একই উপায়ে Communications Port এর নীচে থাকা আপনার মডেমটি যদি Show করে তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৪) Run > compmgmt.msc > Computer Management থুলে আপনার Modems অপশনটিতে ডবল ক্লিক করে Properties এ যান এবং Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। (অবশ্যই মডেমটি লাগানো ও ডিসকানেক্ট করা অবস্থায়)

৫) প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার পূর্বে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার কানেকশনটিতে ডবল ক্লিক করে Properties অপশনটিতে গিয়ে Configure অপশনটি ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি’না দেখুন।

না থাকলে সর্বোচ্চ মান (921600) ঠিক করে দু’বার Ok করুন। তবে অবশ্যই কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায়।

৬) বারবার ৫ নং টিপসটি অবলম্বনের বিরম্বনা এড়াতে ‘Network Connection’ এ যেয়ে আপনার কানেকশনটির একটি Shortcut লিংক তৈরি করে Desktop এ রেখে দিন এবং পরবর্তিতে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।

*** গোপন টিপসঃ

৭) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

৮) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

৯) ৭ এবং ৮ নং –এ বর্নিত কাজ প্রত্যেক বার Application চালু করার পরে করতে হবে।

কেননা Application বন্ধ করলে উক্ত সেটিংস পরিবর্তন হয়ে যায়।

এছাড়া অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দিবেন না। এতে করে আপনার কম্পিউটারে প্রসেসরের উপরে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং কিছু সময় পরে আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে পারে।

১০) এখন পূনরায় প্রথম পদ্ধতি অনুসরন করে দেখুন যে আপনার কম্পিউটারের গতি পূর্বাপেক্ষা বেড়েছে কি’না।

এখন এতটুকুই। ভাল লাগলে অনুপ্রেরনা দিতে ভুলবেন না। সকলে ভাল থাকবেন এই কামনায় আজকের মত আল্লাহ্হাফেয।

সহজেই আয় কোরুন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশি পিটিসি সাইট

“অনলাইনে টাকা আয়ের সেরা নতুন সাইট
সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে ক্লিক করুন
http://www.ptcforbd.com/?ref=shakilbd



হ্যা…..নতুন পিটিসি সাইট রিলিজ হয়েছে।কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি । কোন ইনভেস্ট লাগবেনা । কাজ ঠিক dolancer, skylancers এর মত/তারা এটিকে আক্ষায়িত করেছে বেস্ট ডিল হিসেবে।তাদের দাবি এটি আপনার পিটিসি সম্পরকে সব ধারনা পুরা পালটে দিবে। তবে অনান্য পিটিসি সাইট থেকে এটি ভিন্ন। কারন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশি পিটিসি সাইট।আপনি খুব সহজেই ২0 টি add click কোরে প্রতিদিন মাত্র 15 মিনিট সময় ব্যয় করে
ডলার কামাতে পারবেন প্রতিটি ADD এ সময় লাগে 15 সেকেন্ড ।এর ব্যবহার বিধি খুব সহজ হওয়ায় যেকেউ এর মাধ্যমে অনলাইনে টাকা কামাতে পারবেন।এর জন্য বাড়তি নলেজের প্রয়োজন নেই।যারা ফ্রীলান্সিং এ বিড করে করে ক্লান্ত তারা এখানে বলতে গেলে বিনা পরিশ্রমেই টাকা কামাতে পারবেন।পড়াশোনা বা চাকরির পাশাপাশিও করতে পারবেন।…এর জন্য তেমন বাড়তি সময় বা শ্রম দিতে হবে না। আপনি AlertPay Hand Cash,Mobile Recharge,BKash,DBBL মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবেন যখন তখন। 2$ হোলেই টাকা তুলতে পারবেন।

অনেকেই অভিযোগ করেন তারা পে আঊট করেছেন…… অথচ টাকা হাতে পান না। ফলে তাদের পুরো পরিশ্রমই বিফলে যায়।এই সাইটে এ রকম হওয়ার আশংকা নেই, কারন এই ব্যাপারে সাইট করতিপক্ষ আশস্থ করেছে।তাছাড়া এটি যেহেতু 2$ হোলেই পে করবে, তাই প্রথম 10 দিনেই পে আঊট করলেই বুঝতে পারবেন সত্যিই টাকা পাওয়া যায় কি না। কাজেই অনান্য সাইটের মত টাকা না পাওয়ার কারনে আফসোস করতেও হবে না।

ইতিমধ্যেই এর মেম্বার সংখ্যা ৩ দিনে ২৫০ ছারিয়ে গেছে। সাইটটি চাইলে এখনি রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার জন্য রেফারেল কালেক্ট করতে পারবেন এখন থেকেই, সেই সুযোগ দিয়েছে সাইটটি।

এখন রেজিস্ট্রেশন করলে কিছু বাড়তি সুবিধা পাবেন। কারন কিছু বোনাস ঘোশনা করা হয়েছে যারা আগে জয়েন করবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখুনি শুরু করে দিন টাকা কামানর নতুন মিশন।

সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে ক্লিক করুন
http://www.ptcforbd.com/?ref=shakilbd
*** সমস্যা হলে আমাকে জানাবেন ।
01619482424
01719482424
01919482424
01911604679



Checkout দেখপতেপারেন http://www.youtube.com/watch?v=c9AsqWLJNhQ&context=C3b2453bADOEgsToPDskKk4gdRhlBJOluFKGy4oZRd

http://www.youtube.com/watch?v=-jaoD4PeDaU&context=C32d34c2ADOEgsToPDskKg7wYCgXskUNjsSAoVdAGy

দেখপতেপারেন http://www.ptcforbd.com/pages/faq

Thanks

ইন্টারনেট এর মাধ্যমে টাকা উর্পাজন এর নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট ২ এবং এলার্টপে ও পেপাল থেকে mobile এ টাকা transfer করার পদ্ধতি

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি আমার আগের পোস্টে একটি site সম্বন্ধে আলোচনা করেছিলাম….

আজ আমি আপনাদের ইন্টারনেট এ আয় করার আরেকটি reliable site সমন্ধে বলব…..যে site এ আপনারা click করে,Games খেলে এবং বিভিন্ন Task (কাজ) করে টাকা আয় করতে পারবেন…. যারা ইন্টারনেট এ সহজে আয় করতে চান তাদের জন্য এই পোস্ট টি….

সেই অভাবনীয় site টির নাম ….ClixSense…এখানে আপনি কোনো টাকা ছাড়া registration করতে পারবেন….এটি অন্যান্য PTC site এর মত নয়…আমি অনেক পিটিসি bux সাইটে কাজ করেছি তার ভিতর Clixsense সাইট টিতে দেখলাম Minimum Payout এ Reach করার পর ওরা সাথে সাথেই পেপাল এবং AlertPay তে পেমেন্ট দিয়ে থাকে ….

ClixSense এর কিছু ফিউচার দেওয়া হলো….

Membership fee: Free
Number of daily ads: 25+
Earning per own click: $0.05
Earning per referral click: $0.01
Minimum payout: $6.00 for Premium, $8.00 for Standard
Payment method: alertpay, paypal, liberty reserve
Payment request: instant
Earning from Games: $0.25
Earning from every Task: $0.10

এখানে বিভিন্ন Advertise এ ক্লিক করলে সরাসরি আপনার account এ টাকা জমা হবে এবং ClixSense যে কোনো PTC site এর তুলনায় অনেক বেশি পরিমান Ad দেয়….

ClixSense কিছু ছোটো ছোটো কাজ দিবে যার মাধ্যমে আপনি অল্প কষ্টে কম সময়ে বেশি টাকা income করতে পারবেন ….কাজ গুলো খুবই সহজ এবং মজার ….

CLIXSENSE, CLICK HERE TO REGISTER NOW



যে page আসবে তার উপরে ডান কোনায় Sign Up এ ক্লিক করুন …এর পর যে ঘরটা আসবে সেখানে আপনার তথ্য দিতে হবে। আপনার Alertpay অথবা PayPal একাউন্ট না থাকলে একটা ইমেইল ই সব জায়গায় ব্যবহার করুন।Postal code এর জায়গায় আপনার এলাকার পোস্টাল code দিন….

Registration complete হয়ে গেলে আপনার ইমেল ID তে একটা mail পাঠানো হবে…. সেটার লিঙ্ক এ ক্লিক করে Sign In করুন

লগিন হওয়ার পর একাউন্ট দেখার জন্য আপনার ইউজার নেম এর উপর ক্লিক করুন। আপনার একাউন্ট এর অবস্থা দেখতে পাবেন তারপর View Advertisements ক্লিক করুন।

এরপর আপনি এ্যডগুলো দেখতে পাবেন।এর যেকোন একটা তে ক্লিক করুন।একটা নতুন ট্যাব ওপেন হবে।ওই tab এর ছবি গুলোর মধ্যে শুধু বিড়াল (Cat) এর উপর ক্লিক করুন…. ৩ সেকেন্ড wait করলেই আপনের account এ টাকা জমা হয়ে যাবে……

Task Complete করতে:

Task tab এ ক্লিক করুন…. আপনাকে অনেক গুলো টাস্ক দেখাবে এবার পছন্দ মত টাস্ক select করুন… Instruction পড়ে কাজ complete করুন …. আপনার account এ $$ জমা হয়ে যাবে…Games এর জন্য “ClixGrid” tab ক্লিক করুন…

যদি direct referrals করতে পারেন তাহলেও আপনি অনেক ডলার $ earn করতে পারবেন তবে তাদের active থাকা লাগবে।



এখন দিন রাত টাকা কামানো শুরু করে দিন ….অন্য দের দ্বারা প্রতারিত হবেন না ….

TIPS:

1. যে কোনো PTC site এ ঢুকার আগে Scam check করে নিন

2. ওয়েব সাইটে সদস্য পদের জন্য যদি টাকা দাবি করে তাহলে ঢুকবেন না

3. Forum আছে কিনা দেখুন এবং

4. কত pay করেছে তা দেখে ঢুকুন ….



ALERTPAY:

আপনার AlertPay account থেকে টাকা mobile এ সহজেই ট্রান্সফার করতে পারবেন

এজন্য নিচের লিঙ্ক গুলো দেখুন…..

1. http://www.flexiload.biz.ly/

2. http://www.recharge24.net/

3. http://www.remit2cell.com/

লিঙ্ক এ গিয়ে ডান পাশের Instruction গুলো পড়ে নিন….

নিচে থেকে পড়ুন

Please read the following instructions to refill your cellphone account with Alertpay:

Enter the amount and your mobile number with country code.
Minimum recharge amount is 5 USD.
get 10% bonus for $10 USD up recharge amount (Offer valid till next Monday).
Click on donate button.
The site will redirect to your Alertpay login page.
After finishing process your requested number will be recharge within 2 minutes.
Only 5 % is our service charge.
For any delay or bug please give feed back at- support@Flexiload.biz.ly
Note: Please make sure that, your Mobile number and Country code is correct.

আপনার mobile number লিখুন এবং amount select করুন ….Donate button এ ক্লিক করে আপনার AlertPay account এ login করুন….

যাদের AlertPay account নেই,তারা এখানে

ALERTPAY, CLICK HERE TO GET FREE ACCOUNT



সবাইকে অনেক ধন্যবাদ,

ধৈর্য ধরে আমার পোস্ট টি পরার জন্য…

ভুল হলে ক্ষমাপ্রার্থী, ভালো লাগলে কমেন্ট করে উত্সাহিত করুন…..

*যেকোন মডেমের আনলক কোড জানার ট্রিকস

BREAK THE UNLOCK CODE OF HUAWAI MODEM

সবাইকে শুভেচ্ছা। বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এই সফটওয়্যার টা ডাউনলোড করুন। Huawei Unlocker.rar

খুব কম কিলোবাইটের একটি সফটওয়ার এটি। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। এইরকম একটি উইন্ডো আসবে।

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন।

এরপর calculate code বাটনে ক্লিক করুন। ছবির মত আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন। যেমন ছবিতে

আনলক কোড: 54247945 এবং

ফ্লাস কোড : 34630784

আপনি যখন আপনার মডেমে অন্যকোন ব্রান্ডের সিম লাগালে আনলক কোড চাবে তথন এই আনলক কোড দিয়ে দিবেন। তো হয়ে গেল আনলক কোড জানার ট্রিকস। এভাবে আপনি আপনার হুয়াই মডেমে যেকোন জি এস এম সিম ব্যবহার করতে পারবেন।

Capcha entry কাজ করুন বিড ছাড়া

লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে কৌতুহলী। এজন্যই কয়েকটি সাইটে(freelancer, odesk, minijob,microworker…etc) রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি বা কাজ করি। microworker এর মতো সাইটগুলোর সমস্যা হচ্ছে কাজ কম থাকে তাই পেমেন্ট পর্যন্ত পৌছাতে অনেকদিন সময় লাগে। অনেক কষ্টে একবার পে আউট করেছিলাম 2$। যাই হোক আমার আপানার মতো লোকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আর অন্যান্য সাইটগুলোর বিডের কথা তো বাদ ই দিলাম। এত কিছু চিন্তা ভাবনা করে এক বড় ভাই এর কাছ থেকে capcha entry এর কাজ নিলাম। অনেক উৎসাহ নিয়ে ১২০০-১৩০০ এন্ট্রি করে টাকা নিলাম তারপর অনেক দিন আর কাজ করা হয়নি।

একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পেলাম ক্যাপচা সলভ এর বায়ার পাকিস্তানি বলছে 5k=5000 data solve করে তার সাথে যোগাযোগ করতে বুঝলাম পেমেন্ট রিস্ক তাই আমি milestone চাইলাম কিন্তু আর কোন রিপ্লাই পাই নি।

তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না। পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অযোগ্যতার কারনে। কাজ না পেলেও যা শিখেছি তা অনেক!!!!!।

যারা নতুন তাদের জন্য আমার মতো এ রকম সমস্যা অহরহ-ই হচ্ছে। কেউ প্রকাশ করে কেউ করে না। যারা এই capcha entry কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। আমি গুগলিং+ personally খোজ নিয়ে দেখেছি সাইটটা scam না। আমার মতে যারা নতুন তাদের জন্য এটি অদর্শ সাইট তবে যারা অন্যান্য সার্ভার(qlink, buck) এ কাজ করছেন তাদের জন্য বলছি এইটাতে কাজ করে দেখতে পারেন কারন এইটা অরোও ফাস্ট ।


একনজরে সুবিধাসমূহ দেখে নিন :

১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট

২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট

৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট অথাৎ আপনাকে ১৪৩০ টি ক্যাপচা entry করতে হবে।

alertpay=1.00$

paypal=2.5$

৪. রেফারেল সুবিধা

৫. সাপোর্ট Alertpay, paypal(তবে paypal এ extra charge আছে)

৬. সার্ভার = ফাস্ট(আমি যত গুলো দেখেছি)

৭. একাধিক একাউন্ট সাপোর্ট করে।

৮. সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর data আসে আর timer show করে কতক্ষণ পর পরবর্তী data আসবে।

পরামর্শ: নতুন একাউন্টে প্রথমে 45 second পর data আসে আর একটু কাজ করলে 5-15 second এ ডাটা আসে।

এখানে!!!

এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই কাজ করতে পারেন। আর যদি পমেন্ট নিয়ে ঝামেলা মনে হয় তাহলে আমার কাছ থেকে কাজ নিতে পারেন এই সাইটে-ই কাজ আমি 1000 entry=58tk দেব আপনি যেভাবে চান মানে মোবাইল বা হাতে হাতে বা ব্যাংক।যাদের typing speed কম মানে ২০-২৫wpm এর নীচে তারা আগে speed develop করুন।

কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন অভিযোগ থাকলে বলতে পারেন।

Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? NO চিন্তা Do ফূর্তি

আমার পেন ড্রাইভ অটো-ওপেন হয়।কিন্তু কোন option এল না কেন ? যাহোক কোনো একটা কিছু হয়েছে বোধ হয়। যাকগে My Computer থেকেই ঢুকি। আমার পেনড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলাম। ও মা এ কী মেসেজ দিচ্ছে ? ‘Please insert a disk into Drive M’ ।

ভাবলাম আমার OS (অপারেটিং সিস্টেম) এ কোনো অসুবিধা হয়েছে। PC রিস্টার্ট করলাম ।অনেক সময় কোনো সমস্যা হলে এরকম করলে ঠিক হয়ে যায়।।কিন্তু আজ আমার কপাল খারাপ। পেন ড্রাইভ খুলতে গিয়ে আবার একই মেসেজ। মনটা খারাপ হয়ে গেল। এই Transcend এর পেনড্রাইভটা আমার সর্বক্ষণের সাথি। সবসময় কাছে থাকে।

-বাবা , আমার দুকপি পাসপোর্ট কালার ফটো প্রিন্ট করে দাও না।

তুমি প্রথমে এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড কর

এরপর ওটাকে extract করে নাও । 7Zip দিয়েও করতে পার।

Extract করলে তোমার প্রথম কাজ শষ হল।



এবারপেনড্রাইভটা usb তে ঢোকাও। তুমি ঐ সফটওয়্যারটার ওপর ডাবল ক্লিক কর।সফটওয়্যারটা open হবে।

যদি তোমার পেনড্রাইভ ইনসার্ট করা না থাকে তবে এই মেসেজ দেখাবে।

আর যদি পেনড্রাইভ ইনসার্ট করা থাকে তবে এই মেসেজ আসবে।

এখানে ডিফল্ট হিসাবে 512 M.B করা থাকে। তুমি তোমার পেনড্রাইভের যে সাইজ সেটা এখান থেকে ঠিক করে দাও।যেমন এই পেনড্রাইভের সাইজ 2 G.B তাই আমি সিলেক্ট করে দিচ্ছি।এটা যদি ঠিক করে না দাও তবে নানা এরর মেসেজ দেখাতে পারে ,তাই মনে করে সঠিক মাপটা নির্ধারণ করে দিতে হবে।

এরপর এই মেসেজ দিয়ে সার্চিং শুরু হবে।

এরপরে তোমার নিচের মেসেজ আসবে।তুমি প্রথম অপসনRepair drive & erase all data তে টিকচিহ্ন করে দাও এবং নিচের লালবক্স করা জায়গার Start বাটনে ক্লিক কর।তুমি যদি repair drive & keep existing data-তে ক্লিক কর তবে সঠিকভাবে Pendrive রিপেয়ার নাও হতে পারে।তাই এটা সিলেক্ট করার দরকার নেই।

এরপর নিচে দেখানো মেসেজ আসবে Format in progress …Please Do Not press Exit পেনড্রাইভটাকে ফরম্যাট হতে দাও। ফরম্যাট কমপ্লিট হবার পর Exit বাটনে ক্লিক কর।


এবার পেনড্রাইভটাকে খুলে নাও এবং তারপরে আবার usb পোর্টে গুঁজে দাও, এই দেখ তোমার পেনড্রাইভ আবার আগের মতোই কাজ করছে।

আমি অবাক হয়ে দেখি , সত্যি পেনড্রাইভ আগের মতো কাজ করছে।
আমার এই লেখাটি প্রথমে http://www.techspate.com/sobujer-abhijan/4051/ তে প্রকাশিত ।

Kaspersky Daily Activation Keys 05 February 2012 For Kav & Kis

How to activate Kaspersky license using a key file ;

UPDATE:

1. Open Kaspersky License Manager (from lower right corner).

2. Click ‘Activate the application with a new license’ button. (Delete any trial key first, by clicking the red X next to the key).

3. Disable your internet connection (either disable Network adapter from control panel or turn off your modem/router).

4. Select ‘Activate commercial version’ and enter the activation license code as 11111-11111-11111-1111X
or select ‘Activate trial license’.

5. Click Next, an error dialog box will open as shown below:

6. Click Ok and you will now get the option to activate kaspersky using a key file.

7. Browse to the key location and activate kaspersky.

IF KEYS BLOCK PLEASE PM OR WRITE ME , I WILL GIVE WORKING KEYS…

Download

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More