আসসালামু আলাইকুম

শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

Google Play Store থেকে সরাসরি পিসি তে ডাউনলোড ।।। কোন বেপার ই না ।।।

কম্পিওটার এ Google Play Store থেকে ফ্রি এবং Trail App গুলো Download করার জন্য সবচেয়ে সহজ উপায়।
প্রথমে Google Chrome Browser টি Install দিন। ডাউনলোড এর প্রয়োজনে লিন্কঃ Google Chrome
অতঃপর এই Extension টি ডাউনলোড দিন এবং Unzip করুন। লিন্কঃ Google Play Store Downloader  Extension
Manually ডাউনলোডকৃত Extension টি Browser এ Add করুন ।
Manually Add করার পদ্ধতী পর্যায়ক্রমেঃ
Setting > Extension > Developer Mode > Load unpacked extension > Browse And Select the Unzip Folder > Ok
অতঃপর Extension Enable করুন। Allow in incognito লেখাটিতে টিক মার্ক দিন এবং এর পাশে থাকা Option এ ক্লিক করুন। একটি Tab আসবে। সেখনে আপনি আপনার Email Id এবং Android Device Id এবং Sim Operator দিয়ে Log in করে Save Setting দিন।
Android Device Id দুটি পদ্ধতীতে নির্নয় করতে পারেনঃ
১. *#*#8255#*#* Dial করলে পেয়ে যাবেন।
২. Android Device Id এই Software টি দিয়ে দেখতে পারেনঃ লিন্ক(Android Device Id Detector)
Log in করতে Device Id ব্যবহারের কারন, অনেক সফ্টওয়্যার Device ভেদে ভিন্ন Version এবং Size এর হয়।
কাজ শেষ। এবার Google Play Store এ আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটির ফ্রি অথবা Trail Version এর লিন্ক টি Address Bar কপি করে এই লিন্ক এ পেষ্ট করে Generate Download লিন্ক এ ক্লিক করুন এবং মনের সুখে ডাউনলোড করুনঃ আমি লিন্ক
উপরের সব ‍Step বাদ দিয়ে সরাসরি Google Play Store এ আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটির ফ্রি অথবা Trail Version এর লিন্ক টি কপি করে ঐ লিন্ক এ পেষ্ট করে Mozilla বা, অন্য যে কোন Browser দিয়ে ডাউনলোড করতে পারবেন,তবে Software টি আপনার Device এ Support দিবে কিনা Sure হতে পারবেন না।
ভাল লাগলে জানাবেন।

Google Play Store কে মামা বানান + চির মুক্তি লাইসেন্স Verify এর ঝামেলা থেকে :) !!!!! Bonus আমি Power Amp Full…

android-devices
মামা বাড়ি আর মধুর হাড়ি একই কথা অনেকের জন্য। তাই আজ আমরা Google Play Store কে মামা বানাব  ।
অনেক সফ্টওয়্যার আছে যা নেট এ লাইসেন্স সহকারে পাওয়া যায়। কিন্তু লাইসেন্স Verify হয় না।
তেমন একটি সফ্টওয়্যার হল Power Amp Music Player । যদিও lucky patcher ব্যাবহারে তা ব্যাবহার করা যায়, কিন্তু মাঝে মাঝে সমস্যা দেয়। বিশেষ করে Unroot করলে।
Power Amp সম্পর্কে বলার কিছু নেই। এটিতে সকল ফরমেট Support করে, যা অন্য Player গুলোতে করে না।
বিস্তরিত : Power Amp
Google play store কে মামা বানাতে লাগবে Modify Google play store. আজকের পর মামা সব Verify করে দিবে।
আপনার সেটটি অবশ্যই Root করা থাকতে হবে।
1. প্রথমে Modified Google Play Store (GooglePlay.Installer.apk) টি Install দিন।
2. অতঃপর এটি  “Installer cracked GooglePlay” মেনু থেকে Run করুন।
3.” Modded Google Play 4.2.9 (Android 2.2 or Up)” Select করে “Install and Reboot” এ ক্লিক করুন।
4. Restart হবার পর Internet Enable করুন।
5. “PowerAMP Unlocker.apk” Install দিন। Run করবেন না।
6. Install “PowerAMP v2.0.9.apk” এবং Run করুন লাইসেন্স Verify এর জন্য।
আপনি চাইলে এখন Power Amp unlocker টি রান করে হাইড Option ব্যাবহার করতে পারেন।
আর একটি কথা,অতঃপর কখনো সেট Factory Reset দিলেও আর Modded Google Play Install দিতে হবে না। শুধু লগইন করুন।
কাহিনি খতম  । Hi, Goolge play store Mama.What’s Up ?
সবার সুবিধার্তে সংক্ষেপে পদ্ধতিটি দিলামঃ
1.) Install “GooglePlay.Installer.apk”
2.) Run “Installer cracked GooglePlay” and press “Install and Reboot”.
3.) Enable Internet.
4.) Install “PowerAMP Unlocker.apk”
5.) Install “PowerAMP v2.0.9.apk”
6.) Run “PowerAMP”. Done.
কেও যদি Lucky Patcher ব্যাবহার করতে চান নিম্নের পদ্ধতি অনুসরন করুনঃ
1. Install Poweramp Music Player (Trial) v2.0.7 build-510 APK And Lucky Patcher  . Don’t Run.
2. Install Poweramp Full Version Unlocker v1.1-build-12 APK . Don’t Run.
3. Run Poweramp Music Player
4. Run LuckyPatcher > Apply ‘Custom patch’ > select ‘patch.by.sanx_com.maxmpz.audioplayer. Reboot and Lunch Power Amp again.
5. Don’t Run The unlocker.
Download এর জন্যঃ আমি এখানে

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More