আসসালামু আলাইকুম

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

সৃষ্টিকর্তাকে নিয়ে যাদের সন্দেহ তারা কষ্ট করে একটু পড়ুন

আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের পোষ্টে আরও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজ একটি চরম পোষ্ট করতে এসেছি।

আমাদের মাঝে অনেকেই আছেন যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসি নন। মানে সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না। তাহদের তাদের জন্য এই পোষ্টটি লিখতে বসেছি। ফেইসবুক থেকে নেয়া হয়েছে এই ঘটনাটি। এটি নিয়ে হয়েছে “আজরাইল ভাই” নামের একজনের স্ট্যাটাস থেকে। দেখুন তাহলে পোষ্টটি।

এখানে আমি কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।

সাইকোলজির প্রফেসরের আজ মেজাজ খুব ফরফুরে।প্রথম সারিতে একজন নতুন ছাত্র দেখে তিনি তাকে দাড় করালেন।
প্রফেসরঃ তুমি কি গড এ বিশ্বাস কর?
ছাত্রঃ অবশ্যই স্যার।
প্রফেসরঃ গড কি ভাল ?
ছাত্রঃ অবশ্যই
… … প্রফেসরঃ গড কি সর্বশক্তিমান?
ছাত্রঃ অবশ্যই…
প্রফেসরঃ আমার ভাই ক্যানসারে মারা গেছে যদিও সে গড এর কাছে নিরাময় চেয়েছিল। আমরা প্রায় সবাই অন্যের অসুখ বিসুখে সাহায্য করি, কিন্তু গড তা করেনি। এর পরও কি তুমি বলবে গড ভাল ?
ছাত্র নিশ্চুপ।
প্রফেসরঃ তোমার কোন উত্তর নেই তাইতো ? ওকে, এসো আমরা আবার শুরু করি।গড কি ভাল ?
ছাত্রঃ অবশ্যই
প্রফেসরঃ শয়তান কি ভাল ?
ছাত্রঃ না।
প্রফেসরঃ শয়তান কোথা থেকে এসেছে ?
ছাত্রঃ গড থেকে।
প্রফেসরঃ তাহলে বৎস, বল জগতে এভিল বলে কিছু আছে কি?
ছাত্রঃ জ্বী আছে।
প্রফেসরঃ এভিল সর্বত্রই আছে, তাইনা ? এবং গড সব কিছু তৈরী করেছে।
ছাত্রঃ জ্বী
প্রফেসরঃ তাহলে এভিল কে তৈরী করেছে?
ছাত্র নিশ্চুপ।
প্রফেসরঃ হিংসা, বিদ্বেষ, অসুস্থতা, মৃত্যু, এসব কিছই জগতে আছে, তাই নয় কি ?
ছাত্রঃ জ্বী।
প্রফেসরঃ এসব কে তৈরী করেছে ?
ছাত্র নিশ্চুপ।
প্রফেসরঃ বিজ্ঞান বলে যে, তোমার পাচটি ইন্দ্রিয় রয়েছে যা তুমি জগতের সব বস্তুকে সনাক্ত করতে ব্যবহার কর। এখন বল তুমি কি গডকে দেখেছ ?
ছাত্রঃ না স্যার।
প্রফেসরঃ তুমি কি গডের কথা শুনেছ?
ছাত্রঃ না স্যার।
প্রফেসরঃ তুমি কি গডের স্বাদ গন্ধ কখনও অনুভব করেছ ?
ছাত্রঃ না স্যার।
প্রফেসরঃ এর পরও কি তুমি গড কে বিশ্বাস কর ?
ছাত্রঃ জ্বী।
প্রফেসরঃ পরীক্ষাগারে ব প্রফেসরঃ বলো, অনুভবে বলো প্রদর্শনে বলো , বিজ্ঞান বলে গডের কোন অস্তিত্ব নেই। তুমি একে কি বলবে ?
ছাত্রঃ কিছুই না। আমার শুধু বিশ্বাস আছে।
প্রফেসরঃ হ্যা। এখানেই বিজ্ঞানের সমস্যা।
ছাত্রঃ আচ্ছা স্যার, তাপ বলে কিছু আছে কি?
প্রফেসরঃ হ্যা।
ছাত্রঃ ঠান্ডা ?
প্রফেসরঃ হ্যা।
ছাত্রঃ না স্যার এগুলির কোনটিই নেই।

(ঘটনার পট পরিবর্তনে সারা রুম চুপ হয়ে গেল।)

ছাত্রঃ স্যার, আপনি অনেক ধরনের তাপ পেতে পারেন, কম তাপ, বেশী তাপ বা আরো বেশী, কিন্তু ঠান্ডা বলে কিছু নেই।আমরা ৪৫৮ ডিগ্রীর নীচে তাপমাত্রায় যেতে পারি না।তাপের অনুপস্থিতিকেই আমরা ঠান্ডা বলি। আমরা ঠান্ডা মাপি না, তাপই মাপি।তাপই শক্তি। ঠান্ডা আলাদা কিছু নয়, এটি তপের অনুপস্থিতি মাত্র।
(ক্লাসরুমে তখন পিন পতন নীরবতা।)
ছাত্রঃ আচ্ছা স্যার, অন্ধকার কি?

অন্ধকার বলে কিছু আছে কি ?
প্রফেসরঃ অবশ্যই, অন্ধকার না থাকলে রাত আসে কিভাবে?
ছাত্রঃ আপনি আবার ভুল করলেন, প্রফেসর। অন্ধকার আলোর অনুপস্থিতি মাত্র। আপনি কম আলো, বেশী আলো ঝাপসা আলো, এসব বলতেই পারেন, কিন্তু কোন আলো না থাকলেই আমরা অন্ধকার বলি।আলো একবারেই না থাকলে অন্ধকারকে আরো তীব্র করা সম্ভব নয়।
প্রফেসরঃ এসব বলে তুমি কি বুঝাতে চায়ছো ?
ছাত্রঃ আমি আসলে আপনার ফিলোসফি থেকেই একটা সিদ্ধান্তে পৌছাতে চাচ্ছি।
প্রফেসরঃ কি সিদ্ধান্ত?
ছাত্রঃ স্যার আপনি দৈত নীতি অনুসরণ করছেন।আপনি একই সাথে জন্ম মৃত্যু ভাল গড, খারাপ গড এর অস্তিত্বের যুক্তি দিচ্ছেন।আপনি গডকে সসীম পরিমাপযোগ্য রাশি মনে করছেন।স্যার বিজ্ঞান কখনও চিন্তা ও চেতনা কে পরিমাপ করতে পারেনা। বিজ্ঞান ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ব্যবহার করে কিন্তু কখনও এগুলি ধেখা যায়না এবং খুব কমই অনুভব করা যায়।
এখন প্রফেসর,আপনি বলুন, আপনি কি আপনার ছাত্রছাত্রীদের শিক্ষা দেন যে, মানুষ বানর থেকে এসেছে?
প্রফেসরঃ অবশ্যই । তুমি যদি জৈবণিক বিবর্তনবাদ দেখ তাহলে তো তাই স্বীকার করবে।
ছাত্রঃ এই বিবর্তন কি আপনি চোখে দেখেছেন ?

(প্রফেসর আস্তে আস্তে বুঝতে পারছিলেন তর্কটি কোন দিকে যাচ্ছে।)

যেহেতু কেউ বিবর্তনবাদ কেউ দেখেনি এবং কেউ ল্যাবরেটরীতে প্রমাণও করতে পারেনি, তাহলে কি ধরে নেব আপনি শুধু আপনার বিশ্বাসটাই প্রচার করছেন।আপনি কি একজন বিজ্ঞানী নাকি একজন প্রচারক ?
পুরো ক্লাস হঠাৎ হাসিতে ফেটে পড়ল।
ছাত্রঃ এই ক্লাসে কি এমন কেউ আছো যে প্রফেসরের ব্রেইন দেখেছো ?
পুরো ক্লাস আবার হাসিতে ফেটে পড়ল।
এই ক্লাসে কি এমন কেউ আছো যে প্রফেসরের ব্রেইন শুনেছো অনুভব করেছো, স্পর্শ করেছো অথবা স্বাদ গ্রহণ করেছো?
এমন কেউই নেই যে তা করেছে। সুতরাং বিজ্ঞানের স্বীকৃত নিয়ম অনুযায়ী প্রফেসরের কোন ব্রেইন নেই।
With all due respect, sir, how do we then trust your lectures, sir?

পুরো ক্লাস চুপ। প্রফেসর এক পলকে ছাত্রের দিকে তাকিয়ে রইল।
প্রফেসরঃ আমি মনে করি আমার ব্রেইনকে তোমার বিশ্বাস করা উচিত।

আমিও এটাই বলছিলাম, মানুষ এবং গডের মধ্যে সম্পর্কটা বিশ্বাসের।এটাই বিশ্বাসীদের বাচিয়ে রেখেছে।আর সেই ছাত্রটা নাকি এপিজে আব্দুল কালাম ছিল সাবেক ইন্ডিয়ান প্রেসিডেন্ট আবার অনেকে বলে থাকেন ছাত্রটা ছিল আলবার্ট আইনস্টাইন যে ই হোক …সে দারুণ কথা বলেছে সবাই শেয়ার করুন

৫টা কমান্ড প্রত্যেক নেটওয়ার্ক এডমিনিসট্রেটরের জানা জরুরী

-কি বইলতেছেন?
–এই ৫টা কমান্ড জানা ফরয!

-কাহাদের?
–নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর যারা হইতে চায় তাহাদের!

-কিসের কমান্ড?
–CISCO’র পাচখান IOS Command, জনাব!

-বইল্লা ফেলুইন। সংক্ষেপে বলবাইন। ডালপালা ছাড়া কইবাইন। গাছের ডালপালা আমার পছন্দ। কিন্তু কথার ডালপালা আমরার দুইচক্ষের বিষ।
শুরু করুইন।



–জে আচ্ছা।
বিষয় খুবই সিম্পল। সিসকো’র নেট এডমিন যারা, তাগোর At Least এই পাচটা কমান্ড জানা ফরজ। রাউটারে কী চলতেছে সেইটা জানতে এই কোর পাচটা কমান্ড খুবই হেল্পফুল। যেরা সিসকো নেটওয়ার্কিংতে নতুন হেরা ইচ্ছা করলে এইগুলাইন মুখস্থ কইরা ফেলাইতে পারেন। আর যাহারা এই লাইনে বস, হেরা মেমোরীখান রিফ্রেশ কইরা লন!

-আরে কী আরম্ভ করলাইন! বল্লামনা সংক্ষেপে কইতে।
–সরি মিসটেক হইছে! জে পেরথমে ৫নং থাইক্কা শুরু করি!

Command#5 show interfaces
কারন এইটা জানা জরুরী যে রাউটারের কুন কুন ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসগুলাইনের কিছু ভাইটাল স্ট্যাটিসটিক্স এবোং হেরা কি চালু না বইস্যা গেছে মাইনে আপ না ডাউন। এই কমান্ডটা মেলা রকম স্ট্যাট দিবো, যেইডা দরকার হবো হেইডা বাইছ্যা নেলেই অবে! যেমুন, ইন্টারফেসে কুনো এরর; ব্যান্ডুইথ ইউটিলাইজেশন; ইন্টারফেস স্পীড।
এই কমান্ডটার শর্টকাটও আছে!সেইটা হইলো sh int
বুঝতে পারতেছেন তো?
-পারবো না কেনো। পানির মতো পরিষ্কার। sh int এইডা দুধের শিশুও বুঝবে। পরে বলতে থাহেন।

–শুনেন পরেরখান লাগে হইলো ধরেন আমনে কনফিগারেশন চেইনজ করলেন। সেইটা তো RAM তে আছে। এই কমান্ডের ফলে (রাউটার পাওয়ার অফ/রিস্টার্ট দিলেও) সেইটা রাউটারের ফ্ল্যাশে সেইভ হইয়া যাইবো।
Command#4 copy running-config startup-config
শটকাটে wr (মনে রাখতে write memory)!!
-বাহ এত্তো বড় কমান্ডখানরে খালি wr দেলেই অবে!! যাউকগা নেক্সট।


Command#3 show ip route
শর্টকাটে sh ip ro
আমনে এহন অলরেডি জানেন কুন কুন ইনটারফেস আপ হইছে এবং আমনের কনফিগারেশন আমনে সেইভ করছেন।
অখন আমনের জানোনের দরকার আমনের নেটওয়ার্কের ফুল রিচ-এবিলিটি(Full Network Reach-ability)। অন্য কতায়, কী কী রাউটিং প্রটুকল চইলতেছে।
কোন স্ট্যাটিক রাউট বা পথ আমনে ঢুকাইছেন।
তয় বয়া না থাইক্কা, চালান এই কমান্ড!

Command#2 – show ip interface brief
এইটা আমনের ইন্টারফেসগুলাইনের স্ট্যাটাস ও আইপি এড্রেসের সামারি দেখনের লিগা বেস্ট একটা কমান্ড।
শর্টকাটে sh ip int brie

এবং এখন আসতেছে এমুন একটা কমান্ড যেইটা প্রত্যেক নেট এডমিনের জানা সবচাইতে জরুরী
Command#1 show running-config
এই কমান্ড লেইখা এন্টার দিলে পুরা রাউটারের কনফিগারেশন দুম কইরা আমনের চক্ষের সামনে আইসা পরবো! আপনি দেখবেন
আইপি এড্রেস, ইন্টারফেস, পাসওয়ার্ড (যেইগুলা কিলিয়ার টেক্সটে আছে),
রাউটিং প্রটোকল, এবং অন্যান্য সেটিংস!
এইডার শর্টকাট sh ru অথবা wr t

-দুইটা শটকাট!
–হু।
-হু কীরে। কইন জি।
–জি।
-আমিতো জানি রাউটারের এছাড়া আরো হাজার হাজার কমান্ড আছে। এইগুলা কামে লাগাইতে ক্ষেমতা লাগে। যাউকগা, আমনেরে আইজ নদীতে নিয়া স্রোত দেখামু।
-চলেন, স্রোতে ভাসা দেখতে আমার খুউব ভালো লাগে। স্রোতে ভাসতেও ভালো লাগে!

আপনার পিসির সব ফাইল browse করুন আপনার মোবাইল বা যে কোনো পিসি থেকে

যারা নকিয়া symbian ফোন ব্যাবহার করেন তাদের জন্য ১টা দারুন ফিচার হলো Files on ovi । এর মযার বাপার হছে আপনি আপনার মোবাইল থেকেই আপনার pc এর সব file browse করতে পারবেন । আর এ জন্য আপনার নতুন Version এর নকিয়া Symbian মোবাইল এ installation এ দেখবেন Files on ovi নামে ১টা widget আছে যেখান থেকে আপনি Ovi email id দারা প্রবেশ করে আপনার কম্পিউটার এর file গুল Browse বা download করতে পারবেন । আর এ জন্য আপনার pc তে Files on ovi এর একটা softwere install করতে হবে ।

Download link

এছারা আপনি পাছেন ১০ গিগাবাইট Free online storage on ovi………..

ইমেইলের মাধ্যমে ফেসবুকে ছবি আপলোড করা

জনপ্রিয় সোসাল নেটওয়াকিং সাইট ফেসবুকে ছবি শেয়ার করতে হলে ফেসবুকে আপলোড করতে হয়। কিন্তু ইমেইলের এ্যটাচ থাকা ছবি যদি ফেসবুকে শেয়ার করা যেত তাহলে কেমন হয়! ইমেইলের মাধ্যমে এ্যটাচ করা ছবি ফেসবুকে আপলোড করতে হলে ফেসবুকে লগইন করে www.facebook.com/mobile পেজে যেতে হবে। এবার Upload Photos via Email এ যে ইমেইল ঠিকানা আছে সেই ঠিকানাতে ছবি এ্যটাচ করে মেইল করলে তাৎক্ষনাত ফেসবুকে আপলোড হবে। ফেসবুকের এই ছবি Mobile Uploads নামে এ্যালবামের মধ্যে থাকবে। ফেসবুকে প্রাপ্ত ইমেইল ঠিকানা পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে একই পেজে গিয়ে Find out more এ ক্লিক করে refresh your upload email এ ক্লিক করুন। এখন Reset বাটনে ক্লিক করলে নতুন ইমেইল ঠিকানা তৈরী হবে এবং তা ম্যাসজে উইন্ডোতে দেখাবে।

সকল চায়না মোবাইল এর গোপন কোড :) (আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে)



All Chinese mobile phone Secret Codes:

*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED
*#0000# + Send : Set Default Language CONFIRMED
*#0007# + Send : Set Language to Russian CONFIRMED
*#0033# + Send : Set Language to French CONFIRMED
*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED
*#0039# + Send : Set Language to Italian CONFIRMED
*#0044# + Send : Set Language to English CONFIRMED
*#0049# + Send : Set Language to German CONFIRMED
*#0066# + Send : Set Language to Thai CONFIRMED
*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED
*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED
*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normal
y me>)

More codes to reset chinese mobile phone
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#

also found these

Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send

Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

ZTE Mobile1- *938*737381#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatelE205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#

Service codes Spice:
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#

Service codes Philips:
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200

Service codes “Chinese” models:
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#

Service codes BenQ:
software version: *#300#
test mode: *#302*20040615#

Service codes Pantech:
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#

Service codes VK-Mobile **x, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)

Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)

Service codes LG:
software version: 2945#*#
KG300 NVRAM format: 2945#*# -> menu 15

Service codes Sony-Ericsson:
J100 software version: #82#

Service codes Fly:
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send

Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

Service codes Motofone-F3:
Motofone F3 software version: **9999* Send
***300* Set SIM Pin
***310* / ***311* SIM Pin ON | OFF
***000* Reset Factory settings
***644* Set Voicemail number
***260* / ***261* Auto keypad lock ON | OFF
***510* / ***511* Voice Prompts ON | OFF
***160* / ***161* Restricted Calling (Phonebook only) ON | OFF
***200608* Send: software version
***200606* Send: software version
***200806* Send: flex version
***250* / ***251* Keypad tones ON | OFF
***470* Select time format
***500* /***501* Prepaid Balance Display ON | OFF
***520* Change language

Service codes Motorola:
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and “yes””

I-mobile Inno30, 55, 89, 90, 99, 100, A10, A20, P10, Vk200
- Set full factory *741*737381#
- Set full factory *741*7373868#
- Set full factory *741*2878#
- Set Engineer Mode *888*888#
- Check software version *888*837#

I-mobile 100 ,200 , 313
- Check software version #*888#

I-mobile 309, 310
- Check software version *0*4636#
- Test Mode *0*6268#

I-mobile 311
- Check software version #*878#

I-mobile 511
- Check software version *1222*1#

I-mobile 301, 302,308, 508, 601, 602, 603, 604, 606, 611, 901, 902
- Check software version *#159#
- Set Factory Mode *#32787#
- Set Engineer Mode *#3646633#

I-mobile 503, 506, 605, 600, 607, 608
- Set Engineer Mode ***503#
- Set Factory Mode ***504#
- Set Auto Test ***505#

I-mobile 509, 612
- Set Factory Mode *#66*#

I-mobile 504, 505, 803
- Check software version *68*48#
- Set full factory *789#
- Test Mode *#789#

I-mobile 305, 306, 315, 510, 609, 609i,516
- Check software version *#8375#
- Set Factory Mode 878

I-mobile 610
- Check software version *#22#

I-mobile J101, J102
- Test Mode *23638777*783781#

I-mobile 502, 502i, 505, k9, 802
- Check software version *201206*4636#

folder options missing

Many of us sometimes find the folder options missing in windows explorer.
Here’s the solution–>

Open Run and then type “gpedit.msc”.
Now goto User Configuration > Administrative templates > Windows Component > Windows Explorer.

Click on Windows Explorer you will find the 3rd option on the right side of screen “Removes the Folder Option menu item from the Tools menu”

Just check it, if it is not configured then change it to enable by double clicking on it and after applying again set it to not configured.

speed up windows xp

1. Disable Indexing Services:
Indexing Services is a small little program that uses large amounts of RAM and can often make a computer endlessly loud and noisy. This system process indexes and updates lists of all the files that are on your computer. It does this so that when you do a search for something on your computer, it will search faster by scanning the index lists. If you don’t search your computer often, or even if you do search often, this system service is completely unnecessary. To disable do the following:

1. Go to Start
2. Click Settings
3. Click Control Panel
4. Double-click Add/Remove Programs
5. Click the Add/Remove Window Components
6. Uncheck the Indexing services
7. Click Next

2. Optimise Display Settings:
Windows XP can look sexy but displaying all the visual items can waste system resources. To optimise:

1.Go to Start
2. Click Settings
3. Click Control Panel
4. Click System
5. Click Advanced tab
6. In the Performance tab click Settings
7. Leave only the following ticked:
- Show shadows under menus
- Show shadows under mouse pointer
- Show translucent selection rectangle
- Use drop shadows for icons labels on the desktop
- Use visual styles on windows and buttons

3. Disable Performance Counters:
Windows XP has a performance monitor utility which monitors several areas of your PC’s performance. These utilities take up system resources so disabling is a good idea. To disable:

1. download and install the Extensible Performance Counter List
2.Then select each counter in turn in the ‘Extensible performance counters’ window and clear the ‘performance counters enabled’ checkbox at the bottom.button below.

4. Speedup Folder Browsing:
You may have noticed that everytime you open my computer to browse folders that there is a slight delay. This is because Windows XP automatically searches for network files and printers everytime you open Windows Explorer. To fix this and to increase browsing significantly:

1. Open My Computer
2. Click on Tools menu
3. Click on Folder Options
4. Click on the View tab.
5. Uncheck the Automatically search for network folders and printers check box
6. Click Apply
7. Click Ok
8. Reboot your computer

5. Improve Memory Usage:
Cacheman Improves the performance of your computer by optimizing the disk cache, memory and a number of other settings. Once Installed:

1. Go to Show Wizard and select All
2. Run all the wizards by selecting Next or Finished until you are back to the main menu. Use the defaults unless you know exactly what you are doing.
3.Exit and Save Cacheman
4.Restart Windows
6. Optimise your internet connection:
There are lots of ways to do this but by far the easiest is to run TCP/IP Optimizer.

1. Download and install
2. Click the General Settings tab and select your Connection Speed (Kbps)
3. Click Network Adapter and choose the interface you use to connect to the Internet
4. Check Optimal Settings then Apply
5. Reboot
7. Optimise Your Pagefile:
If you give your pagefile a fixed size it saves the operating system from needing to resize the page file.

1. Right click on My Computer and select Properties
2. Select the Advanced tab
3. Under Performance choose the Settings button
4. Select the Advanced tab again and under Virtual Memory select Change
5. Highlight the drive containing your page file and make the initial Size of the file the same as the Maximum Size of the file.

Windows XP sizes the page file to about 1.5X the amount of actual physical memory by default. While this is good for systems with smaller amounts of memory (under 512MB) it is unlikely that a typical XP desktop system will ever need 1.5 X 512MB or more of virtual memory. If you have less than 512MB of memory, leave the page file at its default size. If you have 512MB or more, change the ratio to 1:1 page file size to physical memory size.
8. Run BootVis – Improve Boot Times:
BootVis will significantly improve boot times

1. Download and Run
2. Select Trace
3. Select Next Boot and Driver Trace
4. A Trace Repetitions screen will appear, select Ok and Reboot
5. Upon reboot, BootVis will automatically start, analyze and log your system’s boot process. When it’s done, in the menu go to Trace and select Optimize System
6. Reboot.
7. When your machine has rebooted wait until you see the Optimizing System box appear. Be patient and wait for the process to complete.
9. Remove the Desktop Picture:
Your desktop background consumes a fair amount of memory and can slow the loading time of your system. Removing it will improve performance.

1. Right click on Desktop and select Properties
2. Select the Desktop tab
3. In the Background window select None
4. Click Ok
10. Remove Fonts for Speed:
Fonts, especially TrueType fonts, use quite a bit of system resources. For optimal performance, trim your fonts down to just those that you need to use on a daily basis and fonts that applications may require.

1. Open Control Panel
2. Open Fonts folder
3. Move fonts you don’t need to a temporary directory (e.g. C:\FONTBKUP?) just in case you need or want to bring a few of them back. The more fonts you uninstall, the more system resources you will gain.

কিভাবে windows 7 এবং vista তে অদৃশ্য folder তৈরী করবেন? rea

অনেক সময় আমাদের folder password দিয়ে রাখতে হয় চুরি বা অন্যান্য ভয়ে।

আপনার folder টি যদি না দেখা যায় তবে password দিয়ে রাখ‍ার দরকার তো নেই , এমন কি আপনি ছাড়া কেউ জানবে ও না যে এখানে কিছু একটা আছে।

তো আসুন কাজটা দেখে নেই।

1. start button এ যান .

2. খুজুন Character Map

3. এবার Open করুন character Map এবং click করুন blank Coloumn

4. এবার Select key তে click করুন তারপর Copy key click করুন

5 New folder তৈরী করুন এবং folder টি Rename এবং keyboard এর Ctrl+V button চেপে ধর‍ুন .

এভাবে নামহীন folder তৈরী করুন ।

এবার Logo বিহীন folder তৈরী করা যাক।

1. যে folder টি Logo বিহীন তৈরী করতে চান তা Select করুন । এবার Right button এ click করুন.

2. Properties যান তারপর Customise যান তিারপর Change Icon এ যান।

3. এখন বিভিন্ন symbol যুক্ত একটি popup windows দেখতে পাবেন। blank symbol টি choose করুন।

4. Ok button / press enter buttom চাপুন।

ব্যাস কাজ শেষ।

ডান ক্লিকে দরকারি দুই কাজঃ

বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে। চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন। এ জন্য Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করেন। নোটপ্যাড খুলবে।এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex

\ContextMenuHandlers\Copy To]
@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”
এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন।
লক্ষ করে দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।

(সংগৃহিত)

এবার হন রান Commander !!!! (win xp & win 7)

আসসালামুয়ালাইকুম;

ক্যামন আছেন সবাই । আশা করি ভালো আছেন ।আজ আমি কিছু রান command শেয়ার করব ।

সহজেই কোন প্রোগ্রামকে চালু করতে রানে গিয়ে (Start+R চেপে)উক্ত প্রোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখে ওকে করলেই সেই প্রোগাম চালু হয়।

যদিও বেশিরভাগ প্রোগ্রামই সরাসরি চালু করা যায়।

নিচে দরকারি বেশ কিছু রান কামন্ডের সংক্ষিপ্ত সংকেত দেওয়া হলঃ

ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
ফোল্ডার প্রোপার্টিস – control folders
ফন্টস – control fonts
ফন্টস ফোল্ডার – fonts
গেম কন্ট্রোলারস – joy.cpl
গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
হেল্প এন্ড সাপোর্ট – helpctr
হাইপারটার্মিনাল – hypertrm
আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
উইন্ডোজ লগঅফ – logoff
মাইক্রোসফট চ্যাট – winchat
মাইক্রোসফট মুভি মেকার – moviemk
এমএস পেইন্ট – mspaint
মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
মাউস প্রোপার্টিস -control mouse
মাউস প্রোপার্টিস – main.cpl
নেট মিটিং – conf
নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
নোটপ্যাড – notepad
অবজেক্ট পেজ মেকার – packager
ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
অন স্ক্রিন কীবোর্ড – osk
আউটলুক এক্সপ্রেস – msimn
এমএস পেইন্ট – pbrush
পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
পারফরমেন্স মনিটর – perfmon.msc
পারফরমেন্স মনিটর – perfmon
ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
ফোন ডায়ালার – dialer
পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
প্রিন্টারস ফোল্ডার – printers
রিজিউনাল সেটিংস – intl.cpl
রেজিষ্ট্রি এডিটর – regedit
রেজিষ্ট্রি এডিটর – regedit32
রিমোট একসেস ফোনবুক – rasphone
রিমোট ডেক্সটপ – mstsc
রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
শিডিউল টাস্ক – control schedtasks
সিকিউরিটি সেন্টার – wscui.cpl
সার্ভিসেস – services.msc
শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
সিস্টেম ইনফোমেশন – msinfo32
সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
টাস্ক ম্যানেজার – taskmgr
টিসিপি টেষ্টার – tcptest
টেলনেট ক্লাইন্ট – telnet
ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
ইউটিলিটি ম্যানেজার – utilman
উইন্ডোজ এড্রেস বুক – wab
উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
আপডেট লাঞ্চ – wupdmgr
উইন্ডোজ ভার্সন – winver
উইন্ডোজ এক্সপি টুর – tourstart
ওয়ার্ড প্যাড – write

এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
ক্যালকুলেটর – calc
সার্টিফিকেটস – certmgr.msc
ক্যারেকটার ম্যাপ – charmap
চেক ডিক্স (ডস) – chkdsk
ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
কমান্ড প্রোম্পট – cmd
কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
কন্ট্রোল প্যানেল – control
ইউজার একাউন্টস – control userpasswords2
ডেট এন্ড টাইমস – timedate.cpl
ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
ডাইরেক্ট এক্স – dxdiag
ডিক্স ক্লিনআপ – cleanmgr
ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif

একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl

একসেসিবিলিটি উইজার্ড – accwiz

এবার নিন
Windows 7
Add/Remove Programs = appwiz.cpl
Administrative Tools = control admintools
Authorization Manager= azman.msc “New”

Calculator = calc
Certificate Manager = certmgr.msc
Character Map = charmap
Check Disk Utility = chkdsk
Control Panel = control ”New”
Command Prompt = cmd.exe
Component Services = dcomcnfg
Computer Management = compmgmt.msc = CompMgmtLauncher ”New”

Date and Time Properties = timedate.cpl
Downloads = Downloads ”New”
Device Manager = devmgmt.msc
Direct X Troubleshooter = dxdiag
Disk Cleanup Utility = cleanmgr
Defragment User Interface = dfrgui ”New”
Ditilizer Calibration Tool = tabcal ”New”
Disk Management = diskmgmt.msc
Disk Parmelonion Manager = diskpart
Display Properties = control desktop or desk.cpl
DPI Scaling = dpiscaling ”New”
Driver Package Installer = dpinst ”New”
Driver Verifier Utility = verifier or /reset
DVD Player = dvdplay ”New”

Encryption File System = rekeywiz ”New”
Event Viewer = eventvwr.msc

Fax Cover Sheet Editor = fxscover ”New”
File Signature Verification Tool = sigverif
Folders Properties = control folders
Fonts = control fonts
Free Cell Card Game = freecell

Group Policy Editor = gpedit.msc

Internet Explorer = iexplore
Iexpress Wizard = iexpress
Internet Properties = inetcpl.cpl
IP Configuration = ipconfig.exe
iSCSI Initiator = iscsicpl ”New”

Keyboard Properties = control keyboard

Libraries = explorer or Windows key + E
Local Security Settings = secpol.msc
Local Users and Groups = lusrmgr.msc
Logs You Out Of Windows = logoff

Microsoft Support Diagnostic Tool = msdt ”New”
Microsoft Paint = mspaint.exe
Mouse Properties = control mouse
Mouse Properties = main.cpl
Mobility Center (only on mobile) = mblctr or Windows key + X
Network Connections = control netconnections
Network Connections = ncpa.cpl
Notepad = notepad

ODBC Data Source Administrator = odbcad32 ”New”
Optional Features Manager = optionalfeatures ”New”
On Screen Keyboard = osk or Windows key + U

Performance Monitor = perfmon.msc
Phone and Modem Options = telephon.cpl
Power Configuration = powercfg.cpl
Printers and Faxes = control printers
Printer Migration = PrintBrmUi ”New”
Private Character Editor = eudcedit

Regional Settings = intl.cpl
Registry Editor = regedit.exe
Remote Assistance = msra ”New”
Remote Desktop = mstsc
Resultant Set of Policy = rsop.msc

Scheduled Tasks = control schedtasks
Security Center = wscui.cpl
Services = services.msc
Shared Folders/MMC = fsmgmt.msc
Shuts Down Windows = shutdown
Snipping Tool = snippingtool ”New”
Sounds and Audio = mmsys.cpl
Sound Recorder = soundrecorder ”New”
Sound Volume = sndvol ”New”
Spider Solitare Card Game = spider
SQL Client Configuration = cliconfg
Stored User Names and Passwords = credwiz ”New”
Sticky Note = StikyNot ”New”
System Configuration Editor = sysedit
System Configuration Utility = msconfig
System File Checker Utility = sfc
System Information = msinfo32
System Properties = sysdm.cpl or Windows key + Pause/Break
System Restore = rstrui.exe

Task Manager = taskmgr
Trusted Platform Module = TpmInit ”New”

Utility Manager = utilman
User Accounts = netplwiz or control userpasswords2

Windows Activation = slui ”New”
Windows Backup Utility = sdclt ”New”
Windows Fax and Scan = wfs ”New”
Windows Firewall = firewall.cpl
Windows Firewall with Advanced Security = wf.msc ”New”
Windows Image Acquisition = wiaacmgr ”New”
Windows Media Player = wmplayer
Windows Magnifier = magnify
Windows Management Infrastructure = wmimgmt.msc
Windows Update App Manager = wuapp ”New”
Windows Standalong Update Manager = wusa ”New’
Windows System Security Tool = syskey
Windows Share Creation Wizard = shrpubw ”New”
Wordpad = write

ভুল হলে ক্ষমা করে দেবেন

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে ।অনেক সময় ভাইরাসের কারনে এই অপশনটি হারিয়ে যায়।এরকম হলে Start/Run-G গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll লিখে ইন্টার চাপুন।এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারন করার জন্য Safely remove অপশনটি পাবেন।

সফটওয়্যার ইনফরমার: কাজের একটি সফটওয়্যার

সবাইকে শুভেচ্ছা।আজ আমি আপনাদের যে সফটওয়্যার টি দিব সেটি হল সফটওয়্যার ইনফরমার।এই সফটওয়্যার টি আপনার পিসি তে ইন্সটল থাকা সব প্রগ্রামে গুলো দেখাবে।সব ইন্সটল ক্রিত সফটওয়্যার দেখাবে। কোনটি আপনার পিসির জন্য ক্ষতিকর আর কোনটি ভাল তাও বলে দিবে। খুবই কাজের একটি সফটওয়্যার।ইন্সটল করে দেখুন। ডাউনলোড লিংক

VBS script এর সাহায্যে আপনার কম্পিউটার কথা বলবে

আজকে আমি যে টিপসটি দিব তা আমি কোথায় পেয়েছিলাম মনে নেই।
Step 1: Notepad ওপেন করুন।
Step 2: নিচের লেখাটা Copy করুন।
CreateObject(“SAPI.SpVoice”).Speak”কম্পিউটারকে যা বলাতে চাচ্ছেন তা ইংরেজিতে লিখুন“

উদাহরণস্বরূপঃ CreateObject(“SAPI.SpVoice”).Speak”how are you“

যদি আপনি একাধিক লাইন বলাতে চান তাহলে নিচের এভাবে লিখুন -

CreateObject(“SAPI.SpVoice”).Speak”Warning“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Warning“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Bombs are planted“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Computer will self-distruct in thirty second“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Repeat“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Bombs are planted“
CreateObject(“SAPI.SpVoice”).Speak”Computer will self-distruct in thirty second“

Step 3: এবার ফাইলটিকে Speaking Pc.vbs নাম এ সেভ করুন।

এবার Speaking Pc.vbs ওপেন করে দেখুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More