আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

How You Can Test Your Internet Speed With Your PC

অনেকেই একটি বিষয় লক্ষ করে থাকবেন যে আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরন নিয়ে অনেক ধরনের লেখা পড়ে থাকি। অনেক সময় সেগুলো অনুসরণ করে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরার চেষ্টা করি। কিন্তু কিভাবে আপনি পরীক্ষা করে দেখবেন যে এই টিপসগুলো সত্যিকার অর্থে কাজ করে? বিষয়টি আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন।
নিন্মের লেখা গুলো মনযোগ সহকারে পড়ে দেখুনঃ
১. প্রথমে আপনি ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরনের পূর্বে আপনার পিসিতে ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় যেকোন বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। এটি হতে পারে 1MB বা অন্যকোন আকারের যাতে কিছু সময় অতিবাহিত হয়।
২. এখন, উক্ত সময়ের মধ্যে Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার সক্রিয় করুন।
৩. এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনি আপনার provider -এর কাছথেকে কতটা সার্ভিস পাচ্ছেন বা আপনার সিষ্টেম, আপনার ইন্টারনেট সার্ভিসকে কতটা Utilize করতে পারছে। সেটি নিশ্চই 50% এর বেশি নয়?
খুব সুন্দরভাবে গ্রাফে চিত্রের মাধ্যমে সেটি কি দেখতে পেয়েছেন?
৪. এবার ডাউনলোড cancel করে ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরন করুন এবং একটি রিষ্টার্টের পরে পূনরায় টিপসের নিয়মগুলি মেনে ইন্টারনেট ব্যবহার আরাম্ভ করুন।
৫. এখন পূনরায় সেই বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। তারপর, Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন এবং এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনার নেটওয়ার্কের Utilization কতটা বৃদ্ধি পেয়েছে!
এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও আপনি আপনার নেটওয়ার্কের গতি পরিমাপ করতে পারেন। এটি করতে www.speedtest.net ঠিকানায় যেয়ে সেখানের পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More