আপনি যদি Windows XP -র CD নিজের মত করে (Customize ) বানিয়ে নিতে চান তবে প্রতিবার ইন্সটল করার সময় সিরিয়াল নং এডমিনেস্টর পাসওয়ার্ড কম্পিউটারের নাম ইত্যাদি এসব তথ্য দিতে হবে না। আপনার তৈরি করা CD থেকে আপনা আপনি এসব তথ্য অব্যবহিত হবে।
এনলাইট সফটওয়্যার দিয়ে Windows XP -র Customize CD তৈরি করতে পারেন। ২.৫ মেগাবাইট আকারের বিনামুল্যের এই সফটওয়্যার www.nliteos.com ঠিকনা থেকে নামিয়ে ইন্সটল করতে হবে।তবে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ২.০ সংকস্করন থাকতে হবে।
এনলাইট > ইংলিশ ভাষা নির্বাচন করে+Next > Location the Windows installation উইন্ডো থেকে Browse এ কিল্ক করে আপনার কম্পিউটারের অবস্থান (সরসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন। তবে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে। + Next করুন।
এবার Task Selection এ All বাটনে ক্লিক করে Next ক্লিক করুন। Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির Service Pack যুক্ত করতে পারেন। Select বাটনে ক্লিক করুন।
এবার Next করে Hotfixes, Add-ons and Update Packs উইন্ডো থেকে Advance করে Enable করতে পারেন।
এবার Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় Driver ( Printer, Lan, Graficks, Sound Card ইত্যাদি ) Insert করতে পারেন। Next করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয়Components গুলো নির্বাচন করুন এবং Next করুন।
এরপর Unsttended উইন্ডোর বিভিন্ন ট্যাব থেকে আপনার ইচ্ছামতো Customize করুন ( Them, Serial no, এডমিনেস্টর পাসওয়ার্ড, কম্পিউটারের নাম,সময় ইত্যাদি। এখন Next করে Options উইন্ডো থেকে প্রয়োজন বোধে বিভিন্ন Options পরিবর্তন করতে পারেন।
এবারNext করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়িক ও সার্ভিস নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে Do you want to the Process?আসবে।
Yes করলে Process শুরু হবে।
Process শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।
এখান থেকে আপনি সরসরি CD রাইট করতে পারবেন বা Bootable Image তৈরি করতে পারবেন পরবর্তীকালে রাইট করার জন্য।
Bootable Image তৈরি করতে Mode -এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন। এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।
ঐ Image CD তে রাইট করলেই হয়ে গেল আপনার Customize Windows XP.
ISO Image file কে বার্ন করার জন্য এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করে তা দিয়ে সিডি তে রাইট করুন http://www.ntfs.com/iso-burning.html
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন