পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
► প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)
► এরপর Regedit লিখে OK করুন।
এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background
এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি OEMBackground নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপতি প্রয়োজন নেই।
OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।
এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe ফোল্ডারে যান এবং info নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর backgrounds নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।
► এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন backgroundDefault। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।
► ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।
এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন