আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে...


আজকে মনে হল উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ইন্সটল করি। ইন্টারনেটে অনেক কাজ করলেও মাঝে মধ্যে বিনোদনের প্রয়োজন হয়। আর এর জন্যেই আমাদের নেটওয়ার্ক প্রোভাইডাররা নিজেদের সার্ভারে গড়ে তুলেছে বাংলা নাটক, গান ও কার্টুনের বিশাল কালেকশন। সমস্যা একটাই। সেগুলো দেখতে লাগবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং ইন্টারনেট এক্সপ্লোরার। আর এগুলোর আপডেট Pirated এক্সপিতে অসম্ভব। নেটে খুজতে গিয়েই পেয়ে গেলাম একটা টরেন্ট। মাত্র ৫ সেকেন্ডে Pirated এক্সপিকে Genuine বানানোর পদ্ধতি। আজকে সেটাই শেয়ার করবো।

১. প্রথমেই এই লিংকে গিয়ে টরেন্টটিকে ডাউনলোড করে নিন।

২. ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করুন।

৩. আপজিপ করলে ৫টি ফাইল পাবেন। এর ভিতরে "RockXP4" নামে একটা ফাইল আছে। সেটা ওপেন করুন।

৪. "RockXP4" ওপেন হওয়ার পর "I agree" বাটনে ক্লিক করুন।

৫. এবার উপরের ট্যাব থেকে "Windows key" এ ক্লিক করুন।

৬. আপনার বর্তমান "Product key" পেতে "Scan" বাটনে ক্লিক করুন।

৭. স্ক্যান চালু হবে এবং আপনি আপনার "Product key" দেখতে পাবেন। (আপনার বর্তমান কপিটি "Genuine" কিনা সেটা দেখতে "Verify Key Validity"-তে ক্লিক করুন।)

৮. "Genuine" করতে "V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J" কি টি ইনসার্ট করুন এবং "Modify"-এ ক্লিক করুন। আপনার এক্সপি "Genuine" হয়ে যাবে।

আমার লেখার কোন অংশ বুঝতে অসুবিধা হলে আনজিপ করা ফাইলগুলোর মধ্য থেকে "Readme"-তে ক্লিক করুন।।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More