ওয়েবসাইট গুলো মূলত তৈরি করা হয় কম্পিউটারে ব্যবহারের জন্য।আর রেজলু্শন ও কম্পিউটার উপযোগী থাকে। ফলে বেশির ভাগ সময় মোবাইলে ব্রাউজ করলে ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না।কিন্ত আপনি চাইলে যেকোন ওয়েবসাইট মোবাইলরে দেখার উপযোগী করতে পারেন।
এই জন্য গুগলের সাহায্যে সাধারন ওয়েবসাইটকে মোবাইলরে উপযোগী করতে হলে http://www.google.com/gwt/n তে ঢুকে নিদিষ্ট টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে "গো" বাটনে ক্লিক করলে উক্ত ওয়েবসাইটের
মোবাইল উপযোগী সাইট হিসাবে নতুন ঠিকানা আসবে।আর আপনি যদি উক্ত ওয়েবসাইটে কোন ছবি না রাখতে চান তাহলে No Image চেক বক্স সক্রিয় করে কনভার্ট করুন।এছাড়া ও http://www.mofuse.com সাইটে রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইট বা ব্লগের আর এস এস বা এটোম
ফেড দিয়ে নতুন সাইটের ঠিকানা পেতে পারেন।আপনার নতুন ঠিকানা হবে http://www.yourname.mofuse.mobi ।ফলে আপনার ব্লগে আপনি স্বাভাবিকভাবে যা পোষ্ট করবেন তা এই টক্সেট হিসাবে দেখাবে।
(সফট আইটি)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন