আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

কম্পিউটারের নিরাপত্তা বৃদ্ধি করুন…৯৯.৮% হ্যাকিং প্রতিরোধী উপায় ◄◄◄……… Keep safe your computer, Desktop Or Laptop


➨ Keep safe your computer, Desktop Or Laptop. Strong And Active একটি পাসওয়ার্ড ব্যবস্থা

“আস্সলামুআলাইকুম” – আশাকরি সবাই নিরাপদেই আছেন। এই পোষ্টটি আরো পূর্বেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রোফাইলে ঢুকতে সমস্যা্ হওয়ায় কিছু কমেন্ট করা ছাড়া নতুন লেখা পোষ্ট করা সম্ভব হয়নি। Next time হয়তো বেশী সময় দিয়ে পোষ্ট করতে পারব না বিধায় আজকে আপনাদের সাথে কম্পিউটারের নিরাপত্তার বিষয়ে কিছু কৌশল আলোচনা করছি। 

আজকে এই বিষয়টি অনেকটা এই কারনে যে না’চাইতেও অনেকটা সেই ধরনের লেখা আবার আমায় লিখতে হলো। যদিও বিষয়টি নতুন নয় তবে, এটি পাসওয়ার্ড বিষয়ক না। এটি আমি আমার আগের লেখাতে আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলাম- ‘পাসওয়ার্ড প্রয়োগ-পদ্ধতি সম্পর্কে..’। তারই কিছু অংশবিশেষ।


আমরা অনেক সময় উইন্ডোজ Setup-এর মধ্যে পাসওয়ার্ড দিতে ভুলে যাই। কিংবা অনেক কারনে হয়তো Setup-এর পরে Operating সিষ্টেমে আমাদের পাসওয়ার্ড দেবার প্রয়জন পড়ে। আবার যারা পুরাতন কম্পিউটার কেনেন, তাদেরও অপারেটিং সিষ্টেমে পাসওয়ার্ড দেয়ার প্রয়জন পড়তে পারে।
——————————————————————————

এসকল ক্ষেত্রে সাধারনত আমরা নতুন করে কম্পিউটারে Windows Operating Systemইনষ্ট‌লের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু এতে আমাদের অনেক মূল্যবান সময়ের অপচয় হয়।

আপনি চাইলে খুব সহজেই আপনার কম্পিউটারে এই সমস্যা দূর করতে পারেন। এমন কী অপারেটিং সিষ্টেমের পাওয়ার্ডের থেকেও অধিক Strong And Active একটি পাসওয়ার্ড ব্যবস্থা Use করতে পারেন এবং সেটি হবে উইন্ডোজ অপারেটিং সিষ্টেম ইনষ্ট‌ল করা ব্যাতীত। অবাক লাগছে? নিন্মে দেখুনঃ-

এই কাজটি করতে আপনি নিন্মের পদ্ধতি অনুসরণ করুনঃ

১. আপনি আপনার কম্পিউটারের Run অপশনটিতে যেয়ে টাইপ করুন syskey এবং Ok করুন অথবাEnter প্রেস করুন। আপনার কম্পিউটারে Security database চালু হবে।

২. এখানে Encryption Enabled অপশনটি সিলেক্ট‌ করা রয়েছে কি’না সেটি লক্ষ করুন। না’থাকলে সেটি সক্রিয় করে দিন আর সিলেক্ট‌ করা থাকলে update অপশনটিতে ক্লিক করুন।

৩. নতুন আসা উইন্ডোবক্সে অতিরিক্ত নিরাপত্তার জন্য system generated passwordঅপশনটির store start up key locally অংশে চেকমার্ক করা আছে কি’না দেখে নিন। না’থাকলে সেটি চেকমার্ক করে উপরের পাসওয়ার্ড দেবার অংশে কমপক্ষে ৮টি বর্ণের সমন্বয়ে আপনার কাঙ্খিত পাসওয়ার্ডটি টাইপ করুন।

নিরাপদ পাসওয়ার্ড প্রসঙ্গে জানতে হলে এই স্থানে Click করে দেখে আসতে পারেন আমার করা পূর্বপ্রকাশিত পোষ্ট‌ “আপনার পাসওয়ার্ড সুরক্ষিত করুন..” শিরোনামে।

এখানে ক্লিক করুন।

৪. ঠিক তার নিচের কনফর্মেশন বক্সেও একই পাসওয়ার্ড টাইপ করে Ok করুন।

৫. একটি নিশ্চিতকরন বার্তা (success message) আসলে সেটিতেও Ok করে দিন। বাকী যদি কোন ম্যাসেজ বক্স থাকে, তবে সেটি বন্ধ করে দিন।

আপনার কাজ এখানেই সমাপ্ত‌। এরপরে প্রত্যেকবার কম্পিউটার চালু হওয়ার পূর্বে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে। তখন আপনি আপনার দেওয়া সেই পাসওয়ার্ডটি দিলেই কেবলমাত্র আপনার কম্পিউটার চালু হবে।

অন্যথায় পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে গিয়ে থাকেন তবে আপনাকে পূনরায় System Drive Format করে অপারেটিং সিষ্টেম নতুনকরে সেটআপ দিতে হবে। এছাড়া পাসওয়ার্ডটি পূনরূদ্ধার (Recover) করার কোন সুযোগ নেই।

যারা অপারেটিং সিষ্টেমে আগে থেকেই পাসওয়ার্ড দিয়ে রেখেছেন এবং সেটি ব্যবহার করছেন, চাইলে তারাও এটি অনুসরণের মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বৃদ্ধি করতে পারেন। এটি Administrative Password থেকেও ভালোমানের নিরাপত্তা ব্যবস্থা আপনাকে প্রদান করবে। পাসওয়ার্ডটি আপনার সিষ্টেমের অংশ হিসেবে কাজ করবে।

এবারে আসি কিভাবে আপনি আবার পাসওয়ার্ডটি রিমুভ করবেন, সেই প্রসঙ্গে।

এই পাসওয়ার্ডটি যদি আপনি বাতিল করতে চান তবে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে update অপশনটিতে যান। সেখানের পাসওয়ার্ডের অংশটি ফাঁকা রাখতে হবে। এবারে system generated password অংশটির উপরে ক্লিক করলে দেখবেন, পাসওয়ার্ডের অংশটি নিস্ক্রিয় অবস্থানে চলে গেছে। এমন অবস্থায় Ok করলে আপনার দেওয়া চলতি পাসওয়ার্ড চেয়ে একটি বক্স‌ আসবে। সেটিতে আপনার দেওয়া সেই পাসওয়ার্ডটি-ই লিখে Ok করুন, যেটি বর্তমানে কার্যকর রয়েছে। একটি নিশ্চিতকরন বার্তা (success message) আসলে সেটিতেও Ok করে দিন।

দেখুন ,পরবর্তীতে আপনার কম্পিউটার চালু হওয়ার সময় আপনার পিসি- আপনার কাছে সেই পাসওয়ার্ডটি আর চাইছে না।

তবে অবশ্যই পাসওয়ার্ড বাতিলের সময় পাসওয়ার্ডের অংশটি সতর্কতার সাথে নিস্ক্রিয় অবস্থানে নিয়ে তারপর Ok করবেন। নতুবা প্রত্যেকবার আপনার কম্পিউটার চালু হওয়ার সময়ে, আপনি পাসওয়ার্ড চেয়ে একটি বার্তা আপনার কম্পিউটারের পর্দায় দেখতে পারেন। অবশ্য সেখানে পাসওয়ার্ড না দিয়ে শুধু শূন্য বক্সটিতে Ok করে দিলেই আপনার কম্পিউটার স্বাভাবিক উপায়েই চালু হবে।

এই পদ্ধতির একটি সুবিধা হলো যে আপনার ইউনিক পাসওয়ার্ড ছাড়া পিসি কোন উপায়েই চালু করা সম্ভ‌ব নয়। যারা সেটাপের সময় Administrative Password প্রয়োগ করেন, তাদের পাসওয়ার্ড না’জানলেও বিভিন্ন ট্রিকস খাটিয়ে পাসওয়ার্ড হ্যাক করা যায়। যেমন রনি ভাই একটি উপায় বলেছেন। কিন্তু আমি যতদূর জানি, এভাবে দেওয়া পাসওয়ার্ড হ্যাক প্রুফ। আর সেটাপের সময়ে Administrative Password প্রয়োগ করলে পিসি চালু হওয়ার সময় দু’টো পাসওয়ার্ডের-ই প্রয়োজন পড়বে।

আজকে এই পর্যন্তই। পাসওয়ার্ড বা নিরাপত্তা বিষয়ে সামনের পোষ্টগুলো লিখব আপনাদের কমেন্টের উপরে Base করে। যেমনটি আমি আমার বিগত পোষ্টে লিখেছিলাম যে নিরাপত্তা সিলমোহর (Stamp) কিংবা এধরনের যত Security সম্পর্কিত প্রয়োগ-পদ্ধতি-প্রোগ্রাম রয়েছে সেগুলো সম্পর্কে লিখব। ধন্যবাদ, সাথেই থাকুন এবং নিরাপদে পথ চলুন আর সবসময় ইতিবাচক চিন্তা করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More