অনেকদিন পরে লিখতে বসেছি। অনেক কিছু ভুলে
গেছি বলতে গেলে লিখার সেই স্পীড টাই হারিয়ে গেছে তবে টিউনারপেজে লিখার মত
নেশা এখনো কাজ করে বরাবরের মত। যাই হক আজকের এই ট্রিকস টি আমার অনেক ফ্যান
চেয়েছে জানতে অতিতে সময় হয়নি লিখার আসলে। জানি না এর মাঝে এটি নিয়ে কেউ
পোস্ট করেছে কিনা। যাই হক আজকে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক একাউন্টে
থাকা বন্ধুদের গোপন ই মেইল অ্যাড্রেস খুজে বের করতে পারবেন। অনেকেই আছে
যারা নিজেদের ই মেইল আইডি লুকিয়ে রাখে ফেসবুকে কিন্তু তাদের ই মেইল
অ্যাড্রেস গুলো ও বের করতে পারবেন খুব সহজে। চলেন শুরু করি?
১। লজিক টা আগে বুঝে নিন বেপারটা খুব সহজ আসলে। ফেসবুকের ই মেইল আইডি গুলো লুকুনো থাকে অনেকের যা ফেসবুক থেকে দেখা যায়না টাই আমাদেরকে ইউজ করতে হবে ইয়াহু। মানে হচ্ছে ফেসবুকের সমস্ত ই মেইল আইডি গুলো আমরা ইয়াহুতে ইম্পরট করে নিব তাহলে সব আইডি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার?
২) প্রথমে আপনার ইয়াহু মেইল ওপেন করুন।
৩) এবার মেইল ওপেন হলে contacts ট্যাব এ চলে যান।
৪) এবার Import contacts এ ক্লিক করুন।
৫) এখন facebook সিলেক্ট করুন।
৬) এবার একটি pop up জানালা আসবে ।
৭) সম্পূর্ণ নির্ভয়ে লগইন করুন আপনার ফেসবুক একাউন্ট যেখানের বন্ধুদের ই মেইল আইডি আপনি নিতে যান আর ফেবসুকে লইন করা থাকলে ওকে চাপুন।
৮) এবার বেশ কিছুক্ষণ সময় লাগবে সকল আইডি ইম্পরট হতে। সব কিছু হয়ে গেলে ok চাপুন তাহলে নতুন একটি পেজে চলে যাবেন যেখানে আপনার ফেসবুকের সকল বন্ধুদের ই মেইল আইডি থাকবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন