আসসালামু আলাইকুম

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

হইতবা আপনারা জানেন না , এখনি জেনেনিন

আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আসলাম ।

আপনি যদি আপনার ডেক্সটপ এর যেকোনো অংশের ছবি তুলতে চান তাহলে আপনাকে এক্তুস খানি তথ্য দিতে পারি । আমরা অনেকেই স্ক্রীনশর্ট সফটওয়্যার ব্যবহার করি তার মধ্যে যেগুলো ট্রায়াল ভার্সন টা কিছু দিন এর মধ্যে শেষ হয়ে যাই তো আমরা তখন আমার এই পদ্ধতিতে কাজতা চালিয়ে নিতে পারবেন কিছুটা হলেও । আসা করতেসি আপনাদের কাজে আসবে ।

আপনি আপনা কম্পিউটারের ডেকস্টপ এর যে আংশটি ছবি তুলতে চান তা নির্বাচন করুন। এরপর আপনার কীবোডের print screen sysrq বাটনে ক্লিক করুন। এরপর paint এ যান এখন

paint অপশন টি open করে ctrl+v চাপুন। এখন দেখেন আপনার desktop এর অংশটি ছবি আকারে চলে এসেছে। এখন তা আপনার মন মত edit করুন আর ড্রাইভে সেভ করুন।

ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আর পোস্ট ভাল লাগলে জানাবেন ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More