আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

ছবি সহ পেনড্রাইভ ফরম্যাটের ৩টি নিয়ম__১০০% কার্যকারী

কেমন আছেন সবাই? আজ আমরা খুব দরকারি একটা টিপস নিয়ে আলোচনা করব। পেনড্রাইভ কিভাবে ফরম্যাট করতে হয়।

পেনড্রাইভ ফরম্যাট হওয়ার বেশ কয়টা কারণ আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ভাইরাস। ভাইরাসের কারনে বেশিভাগ USB ডিভাইস গুলো ফরম্যাট হয়না।
আজ আমি তিনটি প্রদ্ধতি আলোচনা করব, এর মাধ্যমে যেকোনো USB ডিভাইস ১০০% ফরম্যাট হবেই যদি নষ্ট ডিভাইস না হয়।

এবার শুরু করি নিয়ম গুলোঃ

=> পদ্ধতি ১:


(১)প্রথমে My computer এ গিয়ে right click করুন।

(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window

আসবে।

(৩)এবার Disk management এ ক্লিক করুন।

দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।

(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।

(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।

=>পদ্ধতি ২:


(১)প্রথমে স্টাট বাটন থেকে RUN ক্লিক করুন

(২)তারপরে cmd লিখুন

(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন

convert h:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।

[এখানে h আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]

(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।

=>পদ্ধতি ৩:

(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন

(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies

(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।

(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More