আজ আপনাদের সামনে ছোট একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম, যার নাম Lock My PC মাত্র 1.61 মেগাবাইটের এই সফটটি দিয়ে আপনি আপনার কম্পিউটার কে নিরাপদ রাখতে পারেন, যেন আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করতে না পারে। প্রথমে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিন। rar ফাইল extract করলেই সেট আপ ফাইল সহ ফুল ভার্সন করার জন্য সিরিয়াল কি পাবেন। ইন্সটল করুন পাসওয়ার্ড দিয়ে, তারপর রিস্টার্ট দিন এবং রেজিস্ট্রেশন করে নিন সিরিয়াল নাম্বার দিয়ে। ডেস্কটপের ডান দিকের ঘড়ির আইকনের পাশে Lock My PC র আইকন পাবেন। আপনি এখান থেকে সিডি ড্রাইভ লক করে দিতে পারেন এবং প্রয়োজন বোধে আবার আনলক করতে পারেন। Lock Computer এ ক্লিক করলে কম্পিউটার লক হয়ে যাবে এবং এন্টার চাপ দিয়ে পাসওয়ার্ড প্রয়োগ করে আপনাকে কম্পিউটার ওপেন করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে Change Password এ ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে, এখান থেকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন Settings এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন এবং এখান থেকে আপনি Settings করে নিতে পারেন বেশ কিছু বিষয়, যেমন Genarel এ পাবেন উপরের বিষয় গুলি আপনি এখানে Log off user after এ সময় নির্ধারণ করে দিতে পারেন এই মনে করে যে, আপনাকে কম্পিউটার থেকে উঠে যেতে হবে এবং আপনি কম্পিউটার সাট ডাউন দিতে না পারলেও স্বয়ংক্রিয় ভাবে নির্ধারিত সময়ের মধ্যে সাট ডাউন হয়ে যাবে। Lock Screen এ পাবেন লক করার ইমেজ ফাইল, আপনি লক করলে সেই ইমেজটা দেখা যাবে। Hotkeys এ পাবেন সাট ডাউন করার শর্ট কার্ট কি তৈরি করার উপায়। বন্ধুরা মজার ব্যাপার হল আপনার কম্পিউটার এই সফট দিয়ে লক করা থাকলে কেউ সেফমুডে ওপেন করতে পারবে না। তবে আপনার কম্পিউটার যদি ৬৪ বিটের হয়, তবে এক্ষেত্রে ওপেন হয়েও যেতে পারে। তাহলে দেরি কেন ডাউনলোড করুন এবং উপভোগ করুন। ধন্যবাদ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন