আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

উইন্ডোজে registered owner হিসেবে নিজের নাম লিখুন

সালাম সবাইকে। আজকে দেখাবো কিভাবে নিজের নাম ব্যাবহার করবেন Registered Owner হিসাবে। এটা খুব জরুরী কিছু নয় তবে যারা জানেন না তারা জেনে রাখুন।আসা করি নতুনদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাতে পারলেই আমি সার্থক হব। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখুন কিভাবে করতে হবে কাজটা।

এই জন্য আপনাকে Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হলে KEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion-এ যান। এরপর ডানদিকের প্যানেলে RegisteredOwner-এ double click করুন এবং নিজের নাম দিন। এছাড়া অভ্র কিবোড দিয়ে বাংলায় ও আপনার নাম লিখতে পারেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More