আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

সর্বোচ্চ গতির ভিডিও কনভার্টার

আমরা অনেকেই বিভিন্ন পোর্টেবল মিডিয়া প্লেয়ার বা মোবাইল ফোনের জন্য ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে যা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এমন অনেক সফটওয়্যারই আছে যেগুলো মোটামুটি কার্যকর। এগুলোর মধ্যে আমার দৃষ্টিতে সেরা হল সাইবারলিঙ্ক মিডিয়াএসপ্রেসো ৬.৫ ।

এটির একমাত্র সীমাবদ্ধতা হল 3gp ফরম্যাটে মিডিয়া কনভার্ট করা যায় না। এটার সাহায্যে আপনি খুব সহজে ভিডিও ফাইলকে অডিও রূপান্তর করতে পারবেন। এছাড়াও আরেকটি জনপ্রিয় ভিডিও কনভার্টার হল জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট ৭ যা সব ধরণের ফরম্যাট সাপোর্ট করে। এটিও যথেষ্ট দ্রুতগতির ভিডিও কনভার্টার। নিচের লিঙ্কগুলো থেকে আপনার পছন্দসই কনভার্টারটি ডাউনলোড করে নিন।

স্ক্রীনশটঃ

CyberLink MediaEspresso 6 5 1229 33995


Xilisoft Video Converter Ultimate 7 0 0 Build 1121
Crack and Serial(প্রয়োজনে)

1 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More