প্রিয় টিউনার/ভিজিটরগন,
অনেক দিন পর আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে । জানিনা আমার পূর্বের পোষ্ট গুলো কেমন লেগেছে!! আর টিপি(টিউনারপেজ) কে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে করে অনেক নতুন টিউনার আমরা খুজে পাবো। আর প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহন না করে পারিনা ।তাই আমি শত ব্যস্ততার মাঝে আবার ফিরে আসলাম।
আজ আমি আসলাম ভিন্ন জিনিস নিয়ে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ইন্টারনেট কানেকশন আছে কি নাই। মাঝে মাঝে প্লাগ-ইন থাকলেও বুঝা যায় না সত্যিকারে কানেকশন আছে কিনা। তাই এ সমস্যা থেকে পরিত্রান পেতে আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার বানিয়েছি যেটি আপনাকে বলে দিবে আপনার নেট কানেকশন আছে কি নেই। ডাউনলোড লিঙ্ক ঃ সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন