আসসালামু আলাইকুম

সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

আসা করি এটি সব প্রকার সেট এই কাজ করবে তবে আমার মত যারা Symphony হ্যান্ডসেট ব্যাবহার করেন তাদের জন্য উপকারী আমি সিউর দিয়ে বলতে পারি কারন আমি নিজে এটি ব্যবহার করছি।চায়না সেট নিয়ে অনেকেই বিপদে আছেন হয়ত। তবে এখন আর বিপদ থাকবে না কারনঃ-


আসুন দেখি এটা দিয়ে কি কি কাজ করা যায়ঃ

১. হ্যান্ডসেটের তথ্য ব্যাকআপ এবং রিষ্টোর করতে পারবেন

২. হ্যান্ডসেটকে ডায়ালআপ মোডেম হিসেবে ব্যাবহার করতে পারবেন

৩. কন্টাকনাম্বার ব্যাকআপ করতে পারবেন

৪. মেসেজ ব্যাকআপ করতে পারবেন

৫. মোবাইলের এলার্ম কখন দিয়েছেন সেটা চেক করতে এবং পরিবর্তন করতে পারবেন।নিচের লিঙ্ক থেকে সফটওয়ারটা ডাওনলোড দিয়ে জিপ ফোল্ডারটা খুলে setup.exe ফাইলটা ডাবলক্লিক করে ইন্সটল করুন।

Click This Link

ইন্সটল কম্পলিট করে মোবাইলটা ডাটা কেবল দিয়ে কম্পিঊটারে সংযুক্ত করে মোবাইল থেকে com port সিলেক্ট করুন। প্রথমবার ড্রাইভার সেটআপ হয় তাই হয়তো খানিক সময় নিবে কিন্তু এরপর থেকে মোবাইল কানেক্ট করে com port সিলেক্ট করে সফটওয়্যারটা চালু করলেই মোবাইল কানেক্টেড দেখাবে।

যত খুশি মুভি ফ্রীতে ডাউনলোড করুন মিডিয়াফায়ার ২০টি সাইট

মুভি ডাউনলোডের জন্য আমার সেরা পছন্দ হলো মিডিয়াফায়ার এ আপলোড করা মুভি লিঙ্ক গুলো।কারন এই সাইট লিঙ্ক রিজিউম সাপোর্ট
করে।আর রিজিউম সাপোর্ট এর সময় টুকু পার হলেও আই ডি এম দিয়ে এক বা দুই দিন পরেও রিজিউম করা যায়।তাই ছোটাছুটি বন্ধ করেন।মিডিয়াফায়ার এ শান্তি খোজেন।আমার মত।যাই হোক আর কথা বাড়াবো না।

নিচে লিঙ্ক গুলো দিলাম-

১।http://mediafiremoviez.com

২।http://www.flickjunction.com/

৩।http://www.urgrove.com/

৪।http://www.yourpcmovies.net/

৫।http://themoviescollection.blogspot.com/

৬।http://www.getmediafire.com/

৭।http://mfmw.blogspot.com/

৮।http://mediafireplanet.blogspot.com/

৯।http://www.mediafire4u.com/

১০।http://azmiqs-movie.blogspot.com/

১১।http://gblog85.blogspot.com/

১২।http://directdownlodmoviefree.blogspot.com/

১৩।http://downloadmediafiremoviez.blogspot.com/

১৪।http://allmedia4u-dizzydude.blogspot.com/

১৫।http://mediafire-strain.blogspot.com/

১৬।http://mediafire4m.blogspot.com/

১৭।http://www.mediafirefilms.com/

১৮।http://www.300mbfilms.com/

১৯।http://350mbmovies4u.blogspot.com/

২০।http://mfmoviesmania.blogspot.com/

ব্লু রে, ডি ভি ডি কিংবা ৩০০ মেগাবাইটের এমকেভি ফরম্যাট যা চান সবই আছে।কষ্ট করে খুজে দিলাম।

রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

শিশুদের জন্য ব্রাউজার ।তোমাদের জন্য আগাম ঈদের উপহার ।

আসসালামু আলাইকুম
আজকে আমার এই পোষ্টি কেবল তোমাদেরর জন্যই ।

তোমাদের জানার মতো অনেক কিছু আছে ইন্টারনেটে ।তোমরা এখান থেকে অনেক কিছু জানতে এবং শিক্ষতে পার ।তাই আমাদেরও উচিৎ শিশুদের কম বয়স থেকেই ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া ।

যাই হোক আজকে তোমাদের জন্য দুটি ব্রাউজার সম্পর্কে বলবো, আশা করি ব্রাউজার দুটি তোমাদের খুব ভালো লাগবে ।

KidRocket(Safe web browser for children)

কিডরকেট এতে যুক্ত করা আছে বিশেষ ‘ড্রয়িং টুলস ।তোমাদের কাছে আকর্ষণীয় ওয়েবসাইটগুলোর বিভিন্ন ফিচারও এতে টুলস আকারে যুক্ত করা হয়েছে। নিকেলোডিওন, পিবিএস কিডস ও বারবির মতো ওয়েবসাইট সেগুলো পড়া যাবে এসব টুলস থেকেই ।আরো যা যা পাবে………।।

Fun, family friendly web sites for kids

Integrated Starfall reading program

Interactive math flashcards

Configurable math equations

Customizable browser colors (almost 250 possible variants)

Time in Use: timer

Digital Clock

Built-in popup blocker

ডাউনলোড করো

KidZui – The Internet for Kids

এটা সম্পর্কে কিছুই বলবো না শুধু বলবো ব্যবহার করে দেখো ।একটা ব্রাউজার কত সুন্দর হতে পারে এটা না ব্যবহার করলে বুঝবেনা ।



ডাউনলোড করো

গুগল ক্রোম ২০১১ অফলাইন ইন্সটলার (অক্টোবর আপডেট)

আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের পোষ্টের স্বাহতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজ আপনাদের সবার প্রিয় একটি ব্রাউজার নিয়ে এসেছি। এটি হল গুগল ক্রোম ২০১১ অফলাইন ইন্সটলার। এটি সর্বশেষ আপডেট হল অক্টোবর পর্যন্ত।বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারিদের সবচেয়ে প্রিয় ব্রাউজার হল মজিলা ফায়ারফক্স। কিন্তু এটি জনপ্রিয় হলেও বর্তমানে গুগল ক্রোমের ব্যবহারকারিদের সংখ্যা অনেক বেড়েছে। আমার মনে হয় জনপ্রিয়তার দিক থেকে গুগল ক্রোম ২য় অবস্থানে আছে। কিন্তু সমস্যা হল এটি ডাউনলোড করে ইন্সটল করতে ইন্টারনেট কানেকশান চায়। ফলে সমস্যার সৃষ্টি হয়। তাই আজ আপনারা অফলাইন ইন্সটলারটি নিন। আর লাগবে না ইন্টারনেট ইন্সটল করতে।

Download : Google Chrome 16
Download : Google Chrome 16 – Offline Installer | http://dl.google.com/chrome/install/149.29/chrome_installer.exe
Google Chrome Portable:

সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন। আল্লাহ হাফেজ

xbox 360 হ্যাকিংয়ের হাডওয়্যার ট্রেনিং কোর্স (২০১১)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, আবারও হ্যাকিং পর্বে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খু্বই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও আপনার পাশের জনকে ভাল রাখবেন। আজ আপনাদের জন্য আবারও হ্যাকিংয়ের আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজ বরাবরে মতোই আবারও এতলেটিক্যাল হ্যাকিংয়ের আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি।

আজ আপনাদের সাথে শেয়ার কর একটি জটিল হ্যাকিং টিউটোরিয়ালের পরিপূর্ণ কোর্স। এটি খুবই একটি জটিল কোর্স। যেখানে আপনাকে শিখানো হবে আত্যান্ত সহজ ভাবে যাতে আপনি সহজেই শিখতে পারেন। এই হ্যাকিং কোর্সটি হল Xbox 360 এর উপর। এই ফাইলটিতে আপনি পাবেন হ্যাকিংয়ের বই, ভিডিও টিউটোরিয়াল, কিভাবে আপনি সফটওয়্যার দিয়ে ড্রাইভ ফ্ল্যাস দিবেন, এছাড়াও রয়েছে অনেক কিছু।

কি কি পাবেন ডাউনলোড করা ফাইলটিতে
Textbooks Guide to Hacking the Xbox 360.pdf
xbins auto connect.rar
the drives.jpg
Opening The Xbox 360.
Flash Hitachi 46D, 47D and 59:
——————————–

Maximus-Garyopa_XTRM-HITACHI_v2_3_Stealth_Rev2
Cmd Here Powertoy
Slax 2.1 iso
Flashing Xbox 360 Hitachi 47D.avi
hack Hitachi 46D and 47D Drive Xbox 360.avi
Flash Hitachi 0078:
———————————–

Maximus.Xtreme.1_6.for.Hitachi.v0078.rar
360 Firmware Toolbox 3.0
Slax 2.1
Cmd Here Powertoy
Flashing an Xbox 360 Hitachi v0078FK Drive.avi
360 Firmware Toolbox on a V78 Drive.avi
0078 tutorial.avi
Flash Samsung ms25:
——————————–

Xtreme52.rar
NTFS4DOS CD
Xtreme Boot Maker 3.6
How To Modify An Xbox 360 (Samsung MS25).avi
Flash Samsung ms28:
——————————–

Xtreme52.rar
NTFS4DOS CD
Xtreme Boot Maker 3.6
Flashing an Xbox 360 Samsung MS28.avi
ডাউনলোড লিংক
Fileserve

http://www.fileserve.com/file/c9G6h4Q/X_360_Hacking_Guide.part1.rar
http://www.fileserve.com/file/xrZjAvE/X_360_Hacking_Guide.part2.rar
http://www.fileserve.com/file/8XtgKyb/X_360_Hacking_Guide.part3.rar
http://www.fileserve.com/file/f7jRTcz/X_360_Hacking_Guide.part4.rar
http://www.fileserve.com/file/wv2Ut6p/X_360_Hacking_Guide.part5.rar

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ……

captcha অফ করে একের পর এক খুলতে থাকুন ইয়াহু আইডি

আশা করি সবাই খুব ভালো আছেন । আজ আমি দেখাব কিভাবে captcha ছাড়ায় একের পর এক ইয়াহু আইডি খোলা যায়।

প্রথমে, https://edit.yahoo.com/registration এই পেইজে গিয়ে ইয়াহুর ফুল ফর্ম টি ফিল-আপ করুন। Yahoo ID and Email এর ঘরে এমন একটি আইডি টাইপ করুন, যা available নয়। অর্থাৎ এমন একটি আইডি দিন যা আগে থেকেই আছে। ব্যাপারটা যদি না বুঝে থাকেন , তবে চিত্রের মতই ফর্ম টি fillup করুন।

**

এবার যে captcha টি পেইজের নিচের দিকে আছে , সেটা টাইপ করে Create my account a click করুন। নিচের ছবির মত error আসবে।

**

এবার পুনরায় captcha ঘরে নতুন captcha টি টাইপ করে Create my account a click করুন। পুনরায় উপরের মত error আসবে। এ কাজটি আবার করুন।

এবার দেখুন নিচের ছবির মত Captcha ‘র ঘরটি উধাও হয়ে গেছে।

**

এবার , Yahoo ID and Email এর ঘরে নতুন একটি ইয়াহু ID দিন যা available হবে, যেমন – kabirbbbb1, kabirbbbb2 এই ধরনের । এবার Create my account a click ক্লিক করলেই একাউন্টটা create হয়ে যাবে এবং নিচের ছবির মত confirmation আসবে।

**

এবার confirmation পেইজে থেকেই browser এর Back button a ক্লিক করুন। দেখুন আবার সেই ফর্মটি এসেছে ,কিন্তু এবার সেই ফর্মেও কোন captcha নেই। এবার শুধু আইডি change করে করে captcha ছাড়ায় খুলতে থাকুন একের পর এক ইয়াহু আইডি।



(বি:দ্র:- আমি এটা শুধু Firefox 3.6.3 browser এ করে দেখেছি। তাই অন্য browser এ হয় কিনা সেটা চেষ্টা করে দেখিনি)

টিউনের ছবি ঠিক মত বুঝা না গেলে বা দেখা না গেলে , মূল টিউনটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন..

Download Here

১০প্রকার পাসওয়ার্ড হ্যাক করুন শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার

সালাম সবাইকে আসা করি সবাই ভাল আছেন। হ্যাকিং নিয়ে সবার ই একটু বেশী জানার ইচ্ছে আছে।আজকে আপনাদের দিব ১০প্রকার পাসওয়ার্ড হ্যাক করার জন্য শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার। আসা করি কারো ক্ষতি করবেন না এগুলো দিয়ে।

যে সকল জিনিস হ্যাক করতে পারবেনঃ

PDF Password Remover
Windows XP Admin Password Remover
Zip File Password Cracker.
SQL Password Remover
Microsoft Office Password Remover.
Microsoft Windows Vista Password Remover.
Rar File Password Cracker
Windows Password Recovery Kit
Password Changer.
Distributed File Password Recovery

পাসওয়ার্ড হাক্ক্কিং টুলস

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

হ্যাকারদের প্রিয় ব্রাউজার মান্ত্রা | দেখুন মান্ত্রার ব্যবহার

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে। আজ আপনাদের মান্ত্রার সম্পর্কে কিছু জানাতে চেষ্টা করব।

বিশ্বের যত বড়বড় হ্যাকার আছে, এদের বেশির ভাগই ব্রাউজার হিসেবে ব্যবহার করে মান্ত্রা। বলতে গেলে আপনি একে ব্রাউজারদের বসও বলতে পারেন। এর শক্তিশালি সব টুলসের কারণেই এটি এতটাই জনপ্রিয় হ্যাকারদের। মুলতঃ এটি মজিলা ফায়ারফক্সের ফার্মওয়ার্কে চলে। তাই অনেক সময় একই পিসিতে ফায়ারফক্স থাকলে মান্ত্রা চালু হয় না।


মান্ত্রা ব্রাউজারের রয়েছে অনেকগুলো হ্যাকিংয়ের টুলস। যা হ্যাকিং করার সময় হ্যাকারদের অনেক কাজে লাগে। নিচে আমি কয়েকটি টুলসের নাম দিলাম।
Access Me
Add N Edit Cookies+
Chickenfoot
CookieSwap
DOM inspector
Domain Details
Firebug
Firebug Autocompleter
Firecookie
FireFTP
Firesheep
FormBug
FoxyProxy
Google Site Indexer
Greasemonkey
Groundspeed
HackBar
Host Spy
HttpFox
iMacros
JavaScript Deobfuscator
JSview
Key Manager
Library Detector
Live HTTP Headers
PassiveRecon
Poster
RefControl
Refspoof
RESTClient
RESTTest
Resurrect Pages
Selenium IDE
SQL Inject ME
Tamper Data
URL Flipper
User Agent Switcher
Vitzo WHOIS
Wappalyzer
Web Developer
XSS Me
1.প্রথমে মান্ত্রা ব্রাউজারটি ডাউনলোড করুন।

2.এবার ডাউনলোড করা ফাইলটিতে প্রবেশ করুন।

3.এবার ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Open with Ark তে ক্লিক করুন।

4.এবার এখানে যান Action —> Extract

5.এবার একটি ফোল্ডারে Extract করুন।

6.এবার Extract যেখানে করেছেন, সেই ফোল্ডারটি ওপেন করুন।

7.এবার firefox-portable টিতে ডাবল ক্লিক করুন।

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

autodesk maya 2012 ফুল ভার্সন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম Autodesk Maya ২০১২ এর ফুল ভার্সন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিজাইনারা। কিন্তু Autodesk Maya সাধারণত কিনে ব্যবহার করতে হয়। তাই আমি আপনাদের জন্য দিলাম Autodesk Maya ২০১২ এর ফুল ভার্সনটি।

Autodesk Maya 2012 x86 ISO | 1.42 Gb
ইন্সটল করার পদ্ধতি
• Autodesk Maya 2012 ইন্সটল করুন
• এবার Serial 666-69696969, 667-98989898, 400-45454545 দিন
• প্রোডাক্ট কী 657D1
• ইন্সটল শেষ হওয়ার পর পিসি রিস্টার্ট দিন।
• Activate করার আগে আপনি দুটা অপশান পাবেন, যেকোন একটা সিলেক্ট করে সামনে এগিয়ে যান।
• এবার I have an activation code from Autodesk সিলেক্ট করুন।
• এবার একটিভেশন স্ক্রীণ আসলে XFORCE Keygen চালু করুন। এবার আপনার অপারেটিং সিস্টেমের বিট অনুসারে ক্র্যাক নিন।
• এবার Mem Patch এ ক্লিক করুন।
• এবার request code টি কপি করে ক্র্যাকে পেষ্ট করে generate এ ক্লিক করুন।
• তাহলেই আপনি সিরিয়াল পেয়ে যাবেন। এবার ইন্সটল শেষ করুন।



Download Link
Password Mediafire : Max-Warez
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন, আল্লাহ হাফেজ

মিনি টিপসঃ There are unused icons on… মেসেজ বন্ধ করুন

Windows XP ব্যবহার করার সময় মাঝে মাঝে একটা পপ-আপ মেসেজ আসে “There are unused icons on your desktop”। এই ফীচারটার কাজ হল আপনার ডেস্কটপকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু অনেকেই তাদের প্রয়োজনীয় সবকিছু ডেস্কটপে রাখেন।তাদের জন্য এই মেসেজটা বিরক্তিকর।
যেভাবে এটা বন্ধ করবেন:
১. ডেস্কটপে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২. Desktop ট্যাবে Customize Desktop… এ ক্লিক করুন।
৩. নিচের দিকে Run Desktop Cleanup Wizard every 60 days থেকে টিক মার্ক তুলে দিন।
৪. OK এবং OK দিন।






মেসেজটা আর দেখাবে না।

How can we disable the “Error Report Sent” to Microsoft?


This feature is used to report the Microsoft about the program which is crushed in your operating system due to any reason. This actually helps Microsoft to study the error which crushed your program and then to solve this error. This feature can be easily disabled…
If you want to disable the error reporting then follow the steps shown below…
Goto “Start” and then open “Control Panel”
Now click on “Performance and Maintance”
Then click on “System”
After that click on “Advanced tab”
Here you will see “Error Reporting” button at the bottom of the window
Now select “Disable Error Reporting”
Press ok
Then press ok

কম্পিউটার এর ফাইল হাইড আথবা সুপার হাইড থেকে সচল করুন

আজ থেকে অনেক দিন আগে আমি এক সমস্যায় পরেছিলাম।আমার কম্পিউটার এর বেশ কিছু ফাইল হাইড হয়ে গিয়ে ছিল।শুধু হাইড না,সুপার হাইড হয়েছিল।ঠিক তখনি একটি সফটওয়্যার এর সন্ধান পেলাম……এটি হলো Hidden File Folder নামের সফটওয়্যার।যা দিয়ে আমি আমার কম্পিউটার এর সব ফাইল আবার আগের মত ফিরিয়ে আনি। এটি আয়তনে ছোট কিন্তু এর কাজের ক্ষমতা অনেক।এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।আপনার কম্পিউটার এ ভাইরাস এর ফলে হাইড হউয়া ফাইল কে এটি দিয়ে আবার আগের মত ফিরিয়ে আনুন।

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে ।অনেক সময় ভাইরাসের কারনে এই অপশনটি হারিয়ে যায়।এরকম হলে Start/Run-G গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll লিখে ইন্টার চাপুন।এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারন করার জন্য Safely remove অপশনটি পাবেন।

Microsoft Excel এর বাংলা টিউটরিয়াল

Microsoft Excel এর বাংলা টিউটরিয়াল।আমার Microsoft Excel এর হাতেখড়ি এখান থেকেই।অনেকের চাহিদা আছে এই ব্যাপারে।তাই শেয়ার করলাম।ডাউনলোড করতে এখানে ক্লীক করে ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবং SKIP AD এ ক্লীক করুন।

Copy/Past এখন হবে আরও দ্রুত THE Ultimate SPEED

আসসালামুআলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদেরকে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টিপ্স সম্পর্কে জানান দিতে চাই। প্রথমেই বলে রাখা ভাল যে আমি একজন Professional ব্লগার নই , তাই খুব সুন্দর করে Share করা আমার পক্ষে সম্ভব নয় । তবে চেষ্টা করব যেন ভাল ভাবে লিখতে পারি ।
মূল কথায় আশা যাক ,
আমরা অনেকেই BIOS সম্পর্কে ভাল ভাবে জানি না। তবে আজকের টিপ্সটি BIOS সম্পর্কে জানতে নয় BIOSকে UPDATE করা সম্পর্কে। ১ম এ BIOSকে UPDATE করার সুবিধা গুলো বলে রাখি :
1. cut boot times
2. fix compatibility issues
3. improve overall performance
4. brick your system if you do it wrong .

Finally it will improve the speed of your Copy/Past time.

কিভাবে করবেন ?
Bios update করতে হলে আপনাকে যেতে হবে আপনার PC/motherboard manufacturer’s ওয়েবসাইটে । সেখানে BIOS টেব থেকে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে ।

আমার অভিজ্ঞতা :

বিশ্বাস করেন বা না করেন, আমার PCতে Copy/Past এর Speed আগে ছিল ৯৭৩kb/s আর update করার পরে এখন 10mb/s and that’s unbelievable …..

সতর্কতা :

Update করার সময় অন্য কোন program চালু থাকা যাবেনা । update এর সময় power supply নিশ্চত করুন কারণ update চালু থাকা অবস্থায় electricity চলে গেলে পুনরায় BIOS সেট আপ করতে হবে । আপনি যে কম্পানির BIOS ব্যাবহার করেন সেই কম্পানির মূল সাইট থেকে BIOS update করবেন । সবাইকে ধন্যবাদ , আসসালামুআলাইকুম ।

স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটারের ড্রাইভ আইকন ডেস্কটপে দেখা যাবে।

ছোট একটি সফটওয়্যার সাহায্যে আপনার কম্পিউটারের সিডি ড্রাইভ, নেট ওয়ার্ক ড্রাইভ ও ইউ এস বি ড্রাইভের আইকন গুলি ডেস্কটপে দেখা যাবে। আপনি ইচ্ছে করলে ডেস্কটপ থেকে এর নিয়ন্ত্রণ করতে পারেন My Computer ওপেন করার কোন প্রয়োজন হবে না। এর জন্য আপনাকে Desktop Media নামের সফট টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। মাত্র ৫৭১কেবি। এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল শেষে আপনি সিডি কিংবা পেনড্রাইভ অথবা নেট সংযোগের জন্য মডেম লাগালে তা ডেস্কটপে নিচের চিত্রের মত দেখতে


তো বন্ধুরা ব্যবহার করে দেখুন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ

সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন স্কাইপি

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

অনলাইনে প্রিয়জনদের সাথে চ্যাট করতে আমরা অনেকেই পছন্দ করি।টেক্সট চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম্য হলো স্কাইপি ।চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।

স্কাইপি ব্যবহার করতে হলে স্কাইপির সফটওয়্যার লাগে ।অনেক সময় দেখা যায় সফটওয়্যারটি পিসিতে থাকে না অথবা কাজ করে না ,তখন কি করবেন ? সফটের অভাবে কথা বলা বন্ধ হবে নাকি ? না না তা হতে পারে না !

সফট ছাড়াও স্কাইপি ব্যবহার করা যায় ।

এরজন্য আপনার যেতে হবে https://imo.im/ ঠিকানার সাইটে।এই সাইটে রয়েছে সফট ছাড়াই স্কাইপিতে চ্যাট করার সুন্দর ব্যবস্থা ।আপনি শুধু লগইন করবেন।তারপর আর কিছুই করতে হবে না। এছাড়াও এই সাইট থেকে মাত্র ৯৬৪ কিলোবাইটের ডেক্সটপ ক্লাইন্ট সফট নিয়ে তার দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপ চ্যাটিং করতে পারবেন।

তো আজকে বেশি কিছু আর লিখলাম না ।কারন আপনি নিশ্চই এখন স্কাইপিতে সফটওয়্যার ছাড়াই চ্যাট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ! তাহলে চ্যাট করে আসুন আর এদিকে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস খুজতে থাকি ।

ডেস্কটপ থেকেই যত খুশি ই-মেইল চেক করুন এক সাথে


সালাম সবাইকে আসা করি ভাল আছেন। আজকে একটি চমৎকার সফটওয়্যার নিয়ে এসেছি এটির কাজ হলো আপনার বিভিন্ন ইমেইল আইডিতে নতুন ইমেইল আসা মাত্রই শব্দ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার নতুন মেইল এসেছে এবং ডেস্কটপ এলার্টের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনাকে নতুন মেইলের খবর দিতে।আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে বারবার কষ্ট করে লগ ইনের ঝামেলা করতে হবে না। আপনার সকল ইমেইল আইডির নতুন ইমেইল গুলো দেখাবে তবে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। যদি প্রথমে একবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখেন। প্রতি ১০ মিনিট পর পর চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা। এটির ফিচার সমুহঃ আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা। সাব্জেক্ট,প্রেরক এবং সময় দেখার সুযোগ সাথে সাথেই। ইমেইল বেক আপ রাখার সুবিধা। যে সকল মেইল আপনি চেক করে নিতে পারবেনঃ Gmail Hotmail Live Yahoo অপারেটিং সিস্টেমঃ Windows ME 2000, XP 2003 Vista Windows 7 26 ডাউনলোড করুন এখানে

কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয়

আজ অনেকেই দেখলাম বাংলা লেখতে পারছেনা বলে অভিযোগ করছেন। তাই ভাবলাম Unicode Base বাংলা লেখার একটি Software অভ্র নিয়ে কিছুটা আলোচনা করি। অভ্রতে বাংলা লেখা তেমন কোন সমস্যাই নয়। যদিও আনেকেই অভ্র সম্পর্কে আবগত্ আছেন তবুও যারা জানেনা তাদের জন্য এট পোস্ট।

ব্যাবহারের নিয়ম ও ছবি এবং অভ্র ৫.০.১ সফটওয়্যার এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন
আশা করি খুব সহজে আপনি নিজেই ব্যাপার গুলো বুঝে নিতে পারবেন।
ভুল হলে ক্ষমা করবেন
ধন্যবাদ

কম্পিউটার বুট হতে কতক্ষন সময় লাগে দেখে নিন।

একটি উপযোগী সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো। হা বন্ধুরা, আপনার কম্পিউটার রিস্টার্ট বা নতুন করে ওপেন হতে কতক্ষন সময় লাগে এবং পিসি কি ভাল অবস্থায় না সমস্যার মধ্যে বসবাস করছে, তা জানিয়ে দিবে সফটওয়্যার। এর নাম হচ্ছে BootRacer আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে আপনি যতবার কম্পিউটার রিস্টার্ট বা সাটডাউন দিন ওপেন করার সময় বুট হতে কতক্ষন সময় লাগছে তা নিচের চিত্রের মত দেখা যাবে

এর পর একটি উইন্ডোতে see why লেখা দেখা যাবে। আপনি ওখানে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এবং Show History তে ক্লিক দিয়ে জেনে নিতে পারেন পিসি বুট হতে কতক্ষন সময় লেগেছে

দেখুন আমার পিসি বুট হয়ে রেডি হতে মোট সময় লেগেছে ১০৯ সেকেন্ড। তো বন্ধুরাBootRacer সফটটি ব্যবহার করে দেখতে পারেন, আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ

জেনেনিন কিভাবে ফায়ারফক্সে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে হয়

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।


আজ ফায়ারফক্সের একটা টিপস শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে।

ফায়ারফক্সে শর্টকাট হিসাবে Ctrl + Enter বেশ ব্যবহৃত হয়। সাধারণত এড্রেসবারে কোন শব্দ লিখে Ctrl + Enter চাপলে উক্ত শব্দের শুরুতে http://www. এবং শেষে .com চলে আসে। তাই পুরা ঠিকানা লিখার দরকার হয়না।
তাই ফায়ারফক্সে প্রবেশের ক্ষেত্রে এটি দারুন কাজে দেয়।
কিন্তু আমার কথা হইল তারা যা সেট করে দিয়েছে তাই ব্যাবহার করতে হবে কেন ??
নিজের পছন্দ মত ব্যাবহার করব,
যেমনঃ .net, .blogspot, .info এই রকম অনেক।
যদি এমন কারো পরিবর্তন করতে হয় তাহলে নিয়মটি শিখে রাখুন, কাজে আসতে পারে।


১. মজিলা ফায়ারফক্সে এড্রেসবারে about:Config লিখে এন্টার করুন।
২. এবার I’ll be careful, I promise! বাটনে ক্লিক করুন।
৩. সার্চ অপশন থেকে browser.fixup লিখে সার্চ করুন।
৪. দেখুন এই browser.fixup.alternate.suffix নামে একটা অপশন আসবে
৫. এবার browser.fixup.alternate.suffix দুইবার ক্লিক করে যে ডোমেইন বক্স আসবে সেখানে আপনার পছন্দ মত ডমেইন লিখুন।
৬. কাজ শেষে “OK” press করুন।
খোদা হাফেজ

RAR ফাইলে যেভাবে পাসওয়ার্ড সেট করবেন !!

আস সালামু আলাইকুম। আশাকরি সাবাই ভাল আছেন। কাজের চাপে অনেক দিন যাবৎ পোষ্ট করি না। আজ একটু সময় পেয়েছি তাই ছোট একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি। গ্রুপে দেখি অনেকই র‌্যার ফাইলে পাসওয়ার্ড কি ভাবে দিতে হয় এ ব্যাপারে পোষ্ট করে। তাই চলুন দেখে নেই কিভাবে র‌্যার ফাইলে পাসওয়ার্ড দিতে হয় ।
প্রথমে এই লিংকে ক্লিক করে WinRAR সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। তার পর এটা ইনস্টল করে ফেলুন।

> এবার যে ফাইলটি পাসওয়্যার্ড দিতে চান তার উপর রাইট বাটন ক্লিক করে Add to archive… এ ক্লিক করুন।
> এরপর Advanced ট্যাব থেকে Set Password বাটনে ক্লিক করুন।



> এর পর পাওয়্যার্ড দিয়ে Ok করুন। আবার Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার RAR ফাইলের পাসওয়ার্ড রিকভার করতে চান ?
ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ…

SAVE করে রাখুন আপনার পছন্দের মানুষের ফেসবুক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।

আজ এবারও ফায়ারফক্সের একটা টিপস শেয়ার করছি। আশা করি এটিও আপনাদের কাজে আসবে।

এড-অন টির নামঃ Save Your Facebook Content
এই এড-অন টির সাহাযে খুব সহজে যে কোন ওয়াল পোস্ট, স্ট্যাটাস ইত্যাদি সেভ করে রাখতে পারে, যা কে কোন সময় আপনি দেখতে পারবে।

একটি বিশেষ সুবিধা ঃ যদি সেভ করা পোস্টটি রিমুভ করা হয় তাহলেও আপনি এই এড- অনের মাধ্যমে দেখতে পারবেন।
আর বিশেষ কিছু বলার নেই, এড-অনটি ভাল লাগলে এখানে ক্লিক করে আপনার ব্রওজারে ইন্সটল করে নিন

Windows Double Explorer

সবাই কে আমার ছালাম আশা করি আপনারা সবাই ভাল আছেন। Windows Double Explorer নিয়ে আজ আমার পোস্ট,আমরা আমাদের সময় বাচানোর জন্য কত কিছুই না করি। তবুও সময় এর হাত থেকে আমরা কেও রক্ষা পেতে পারি না। কারন সময় আমাদের জন্য বসে থাকে না।
যাক আমরা এবার কাজের কথাই আসি ……..Windows Double Explorer এর মাধ্যমে আপনি আপনার মূলবান সময় এর কিছু অংশ বাচাঁতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার দুইটি উইন্ডো একসাথে খুলে কপি,পেষ্ট,মুভ ইত্যাদি কাজ করতে পারবেন। নিচে স্কীন শর্টের মাধ্যমে দেওয়া হল………..

সফটওয়্যারটি পোর্টেবল হলেও খুব সুন্দরভাবে কাজ করে। আশা করি আপনাদের সবার কাজে আসবে..



Download Link

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন।

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন। যেমন- Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History এর সকল ইতিহাস। এ জন্য আপনাকে যা করতে হবে ClearAll History নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে হবে। মাত্র ৪.৭৯ মেগাবাইট। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন ClearAll History নামের সেটআপ ফাইলটি। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।

এবার Tools এ ক্লিক করুন এবং আপনি যে ইতিহাসটি মুছে ফেলতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি মজিলা ফায়ার ফক্সের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে আপনি প্রথমে Mozila FireFox এ ক্লিক করে Clear Browsing History তে টিক চিহ্ন দিন এবং Applyকরে CLEAR এ ক্লিক দিন ও কাজ শেষ হলে OK করুন। এইভাবে আপনি Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History উল্লেখিত সকল বিষয়ের ব্যবহার এর ইতিহাস মুছে ফেলতে পারেন। তখন আর কেউ খুজে পাবেনা আপনি আপনার কম্পিউটারে কি কি ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

আচমকা ফাইল হারানোর ভয় আর না আর না !

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

কম্পিউটারে কাজ করার সময় কোন কারনে বন্ধ হয়ে গেলে সর্বশেষ সংরক্ষন করা ফাইল যায় না।’অটোসেভার’ নামের একটি সফটওয়্যার দিয়ে এই weo¤^bv এড়াতে পারেন।মাত্র ৭০ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://www.door2windows.com/download/?tool=AutoSaver&ext=zip ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন।সফটওয়্যারটি ইনস্টল করার পর সিস্টেমট্রেতে একটি ফ্লপি আইকন আসবে।উক্ত আইকনে ক্লীক করে কত সময় পরপর ফাইলগুলো সংরক্ষন করবেন তা ঠিক করে নিন এবং Hide বাটনে ক্লীক করে প্রোগ্রামটি লুকিয়ে রাখুন।এরপর থেকে নির্দিষ্ট সময় পরপর প্রোগ্রামটি সংরক্ষিত হবে।কোন ফাইল পূর্বে সংরক্ষন করা না হলে তাহলে তা মনে করিয়ে দেবে ডায়লগ বক্সে।সিস্টেমট্রে থেকে সফটওয়্যারটির properties-এ গিয়ে Run When Windows Start অপশন সক্রিয় করে রাখুন।তাহলে উইন্ডোজ চালুর সাথে সাথে সফটওয়্যারটি সক্রিয় হবে।

আল্লাহ হাফেজ

আপনার সাইট/ব্লগে দেখা যাবে ক্রিকেট ম্যাচের লাইভ স্কোরবোর্ড !

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমাদের অনেকের নিজস্ব ব্লগ/সাইট রয়েছে।বিশেষ করে আমরা ব্লগে নানা রকম গ্যাজেট ব্যবহার করি।

কেমন হত যদি আপনার ব্লগে চলতি ক্রিকেট ম্যাচের স্কোর দেখা যেত ? ক্রিকেটপ্রেমী ভিজিটররা নিশ্চই আসতো । তাহলে ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে www.vcricket.com সাইটে যান।

এই পেজের Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। পেজের নিচে নানা সাইজের স্কোরবোর্ডের তালিকা আপনি Preview অপশনে ক্লিক করে মনের মত সাজিয়ে নিন। এখন Get Code অপশনে ক্লিক করুন অথবা www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx ঠিকানাতে যান।এখন সবার উপরে Developer key অংশে যেকোন একটা key ইচ্ছেমতো দিন অথবা get it from here অপশনে ক্লিক করুন এবq Domain Name/ URL অপশনে আপনার ব্লগ/সাইটের ঠিকানা লিখে Add অপশনে ক্লিক করে প্রাপ্ত কোডটি কপি পেস্ট করুন।এরপর স্কোরবোর্ডের ধরন সিলেক্ট এবং All teams সিলেক্ট করে ন Generate the code বাটনে ক্লিক করুন।তাহলে একটি কোড পাবেন ।ঐ কোডটি আপনার সাইটে/ব্লগে গ্যাজেট হিসাবে ব্যবহার করতে পারবেন।

ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।

Usb পোর্টের ক্ষমতা বাড়িয়ে নিন.


My computer>রাইট কিল্কি>Device Manager> Ports > এখন যে পোর্টের ক্ষমতা বাড়াতে চান সেই পোর্টে যে কোন একটা pan drive / sd card.প্রবেশ করুন এর পর>Ports ডাবল কিল্ক করুন>দেখা যাবে আপনার যে ইউএসবি সেখানে দেখা যাচ্ছে>আবার রাইট কিল্ক>Properties> Port Settings>Bits pre second দেখুন অনেক কম করা আছে সেখান থেকে একদম হাইটা সিক্টে করুন>এবার ওকে দিয়ে বেরিয়ে আসুন. কম্পিউটার রিষ্টাট করুন। তার পর দেখুন গতি বেড়েছে কিনা..আমি অনেক উপকার পেয়েছি এবার আপনারা দেখুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন

প্রথম প্রকাশ:PC HELP CENTER

ডাউনলোড না করে দেখুন কি আছে রার বা জিপ ফাইলে

আমরা সবাই নিয়মিত ডাউনলোড করে থাকি, কিন্তু প্রায় সময়ই ডাউনলোড হওয়ার পরে আফসোস করেতে হয়। বিশেষ করে যারা লিমিটেড নেট ইউজ করেন। যদি দেখেন আপনার অনেকগুলো মেগাবাইট খরচ হয়ে গিয়েছে যেই ফাইল টার জন্য সেইটা পাসওয়ার্ড দেওয়া, কিংবা হয়ত আপনার দরকার শুধুমাত্র একটি ক্রাক বা কিজেন কিন্তু তার জন্য আপনাকে পুরো ফাইল টাই ডাউনলোড করতে হয়েছে। কিন্তু তারপর ষোলোআনা পুরন হয় যদি সেই কিজেন টাই কোরাপ্টেড থাকে। কেমন লাগে, বলুন তো?

আজকে আমি এমনই একটি সফটওয়্যার শেয়ার করব আপনাদের সাথে যা আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে। সফটওয়্যার টির নাম হল Loadscout – ছোট্ট একটা ১ মেগাবাইট সাইজের ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যার টির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যেই ফাইল টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই জিপ বা রার ফাইল টির ভিতরে কি কি ফাইল বা ফোল্ডার আছে এবং যদি আপনি চান সেই ফাইল বা ফোল্ডার এর ভিতর যে কোন এক বা একাধিক ফাইল আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এইটার সীমাবদ্ধতা হল এইটি টেম্পোরারি লিঙ্ক যেমন রেপিডশেয়ার বা এই টাইপ এর ফাইল হোস্টিং কোম্পানি গুলো দিয়ে থাকে, সেই ধরনের লিঙ্ক সাপোর্ট করে না। এইটি সেই সব সার্ভার এ কাজ করে যারা ডাইরেক্ট লিঙ্ক দেয়। তবে আশার কথা হল মিডিয়া আগুন এইটি সাপোর্ট করে এবং আমি আরও কয়েকটি ফাইল শেয়ারিং সাইট যেগুলো রিজিউম সাপোর্ট দিয়ে থাকে সেই সব সার্ভার এ কাজ করে (তবে এই ক্ষেত্রে সেই সাইট টির অস্থায়ি ডাউনলোড লিঙ্ক টি Loadscout এ কপি করতে হবে)। এখন এইটির ব্যাবহার বিধি জানব। প্রথমে Loadscout সফটওয়্যার টি ওপেন করুন । তারপর ফাইল এর স্থায়ি বা অস্থায়ি লিঙ্ক টি কপি করে open url এ পেস্ট করুন ।


তারপর কিছুক্ষণ processing দেখাবে


এরপর যখন processing টা finished হয়ে যাবে, তখন ডান দিকের প্যানেল এ দেখা যাবে আপনার কাঙ্খিত রার বা জিপ ফোল্ডার টির ফাইল গুলো

এরপরের কাজ তো খুবই সহজ। আপনি শুধু আপনার কাঙ্খিত ফাইল টির উপর রাইট ক্লিক করবেন এবং extract করবেন।

তারপর আপনার যেইখানে খুশি আপনি সেইভ করুন।

Download Link

বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

গ্রামীনফোন মোডেম থেকেই balance, remaining data চেক করুন।

আপনার কম্পিউটারে গ্রামীনফোন মোডেম থেকেই Balance চেক, Remaining Data চেক, অথবা Recharge করুন।
আজকে আপনাদের দেখাব কিভাবে গ্রামীনফোন মোডেম থেকেই Balance চেক, Remaining Data চেক, অথবা Recharge করা যায়।

নিচের প্রক্রিয়াটি অনুসরুন করুনঃ
Download USSD Activator Plugin from Here If You Use Huawei EG162G Model Gp Modem Downlaod From Here or If you Use Huawei E1550 Gp Internet Modem Downland From Here
Now Install Downloaded Plug-in In your PC
Restart Modem
Now You Will found A New Icon name USSD on your GP modem Software interface. নিচের ছবির মত।

Now Click This USSD icon And type anything you wants like *566# to check your balance,type *566*10# to Check your Remaining data or Type to recharge your account etc

ভাল থাকবেন সবসময়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেয।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

আনলক করুন আপনার বাংলালিংকের মোডেম এবং যেকোনো অপারেটরের সংযোগ ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি?

০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাhttp://www.blogger.com/img/blank.gifদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার:
GP=*99# ;Others Operator=*99*111#
এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl

এখানে ক্লিক করে ডাউনলোড করুন
password : ITzone
আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More