skip to main |
skip to sidebar
১১:২৭ AM
Shakil Talha
বাংলা Vocabulary সফটওয়ার
সবাই আমার ছালাম নিবেন আশা করি আপনারা ভাল আছেন,বাংলা Vocabulary সফটওয়ার এটা আপনাদের অনেক কাজে দিবে সফটওয়ারটা বাংলাদেশের তৈরী ,সফটওয়্যার টা মাত্র ১ মেগা ৭৩ কেবি…।এখানে আপনি প্রতিদিন ১০টি করে বা তার বেশি করে ওয়ার্ড শিখতে পারবেন। এছাড়াও আপনি যে কয়েকটি ওয়ার্ড শিখলেন তা আবার অনুশীলন করতে পারবেন। যদি ভুল হয় তাহলে তা দেখাবে এবং সঠিক উত্তরটিও করে দিবে। এছাড়া আপনি যে কোন ওয়ার্ড এর মানে বের করতে পারবেন বা ওয়ার্ড খুজতে পারবেন এবং এর যত সমার্থক বা বিপরীত শব্দ আছে তা ও জানতে পারবেন। এছাড়া ও এই সফটওয়ারে কুরআন শরীফের বাংলা এবং ইংরেজী ট্রান্সেলেট পাবেন। আশা করি সফটওয়্যার টা আপনাদের কাজে আসবে………
Posted in:
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন