আসসালামুয়ালাইকুম সবাই কেমন আসেন ? আসা করি ভালই আছেন আল্লাহর অশেষ রহমতে । আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তারা প্রায় সবাই নেটে বসে প্রত্রিকা পড়ি । আর এই প্রত্রিকা গুলির লিংক কেউ মনে রাখিনা তাই সব সময় Google দিয়ে Search করি এবং দুই একটা কমন সাইট ভিজিট করি যেমন - প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, ইত্তেপাক, মানব জমিন, জনকন্ঠ, সমকাল, - কিন্তু আরও অনেক প্রত্রিকা আছে আমরা সেগুলোর নাম ও জানিনা তাই আমি সবগুলো লিংক কপি করে একটা ব্লগ সাইটে পোস্ট করেছি সেই সাইটে কোন এড নাই মাত্র একটাই পোস্ট তাই লোড হতে সময় লাগবেনা । আসা করি লিংকটি সবার কাজে লাগবে কারন আর Search করতে হবেনা তাই save করে রাখুন ।
সাইট ভিজিট করুন এই লিংক All Bangla News Paper এ । আজ এখানেই রাখলাম ভাল থাকবেন কমেন্ট করতে ভুলবেননা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন