আসসালামু আলাইকুম

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

উইন্ডোজের এডমিনেস্ট্রেটর পাস ভাঙ্গা (xp+7+vista) না দেখলে মিস :)


আসসালামুয়ালাইকুম সবাইকে , কেমন আছেন , দুঃখিত অনেক দিন পরে আসার জন্য ।
আমাদের ওনেকের ই সাথে ঘটে যে আপরা পিসির এডমিনেশট্রেটর পাস ভুলে জাই , তাই নিয়ে আজ কে আমার এই টিউন , যদি অন্য কেউ এটি আগে পোস্ট করে থাকেন তাহলে আমি আন্তরক ভাবে দুঃখিত .
আমাদের মধ্যে যারা উইন্ডোজ (এক্সপি/ভিসতা/৭) ইউজ করি তাদের অনেককেই বিভিন্ন কারনে এডমিন পাসওয়ার্ড দিয়ে রাখি। যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাই তখন নতুন করে সেটাপ দেয়া ছাড়া উপায় থাকেনা। এই পোষ্টে আপনাদের বলব কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও সেটাপ না দিয়েই লগ ইন করবেন।
প্রথমেই আপনাদের 4 মেগাবাইটের এই সফট টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করুন এখান থেকেঃ http://pogostick.net/~pnh/ntpasswd/bootdisk.html

এই সফটের সুবিধা হচ্ছেঃ
১| নতুন পাসওয়ার্ড দিতে পুরাতন পাসওয়ার্ড জানার দরকার নেই।
২| এটা অটোমেটিক আপনার পুরাতন এডমিন পাসওয়ার্ড ডিটেক্ট করবে এবং আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে।
৩| এটা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা ছারাও রেজিষ্ট্রি এডিটরের কাজ করতে পারবেন।এমনকি লিনাক্স/ইউনিক্সেও।
এটা যেভাবে কাজ করেঃ
প্রায় প্রত্যেক উইন্ডোজ ওএস তাদের পাসওয়ার্ড SAM(Security Accounts Manager) নামের একটি ফাইলে সেইভ করে রাখে।ফাইলটি থাকে \windows\system32\config এ। কিন্তু ওএস চলাকালে এটা কেউ খুলতে পারেনা।এজন্য আপনাকে পিসি বুট অফ করতে হবে এরপর ফাইলটি অপেন করতে হবে যা প্রায় অসম্ভব।Offline NT pw & reg editor সফটটি এই কাজটি করে এবং এডমিন সহ যেকোনো ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিসেট/রিমুভ করতে পারে।
যেভাবে করবেনঃ
প্রথমে সফট টি ডাউনলোড করুন। এরপর জিপ ফাইল টি ওপেন করুন। সেখানে আপনি একটি বুটেবল ইমেজ পাবেন (cd100627.iso)। এরপর এটি একটি সিডিতে বার্ন করুন। ব্যাস তৈরী হয়ে গেল। এরপর ওই সিডি দিয়ে ওএস বুট করুন ও সেখানে দেখানো ইন্সট্রাকশন মত পাসওয়ার্ড রিসেট বা রিমুভ করুন।
ওই সিডি দিয়ে আপনার বা যে কারও পাসওয়ার্ড প্রটেক্ট পিসিতে ঢুকতে পারবেন।
সো একটা সিডি বানায়া রাখেন আর অপকর্ম চালান যে কারও পিসিতে।

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

কিভাবে উইন্ডোজ এর বিভিন্ন সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তৈরি করবেন


পোর্টেবল সফটওয়্যার কি- তা আর বলার অপেক্ষা রাখে না। তারপরও নতুনদের জন্য ব…লছি যেসব সফটওয়্যার ইন্সটলের ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায় সেগুলোই পোর্টেবল সফটওয়্যার। এধরণের সফটওয়্যার পেনড্রাইভে নিয়ে অন্য যেকোন পিসিতে চালানো যায়। ;…)
আমরা প্রায়ই বিভিন্ন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন নেট খুঁজে ডাউনলোড করে ব্যবহার করি। আমরা চাইলে যে কোন সফটওয়্যারকেই পোর্টেবল বানাতে পারি। খুবই সোজা, এর জন্য একটা সফটওয়্যার লাগবে। এর নাম VMware ThinApp. :)

এইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন -> http://www.mediafire.com/?8ylyxeiidyg895a

কিভাবে করবেন?
নম্বর অনুযায়ী অনুসরন করুণঃ
  1. Set up a XP Virtual Machine
  2. Install VMware ThinApp in the Virtual Machine
  3. Run “Setup Capture”
  4. After running Setup Capture, it asks to install the application: install the software you want to make portable
  5. Reboot if required (don’t worry Setup Capture will start next time the Virtual Machine boots up)
  6. Customize the options of your application (accept licenses, disable “tips of the day”, etc…)
  7. After doing the above, close you application and run “Setup Capture” again (it might be already open)
  8. Click “Next” until you get to the “post install scan”: wait a little…
  9. Choose the executable you want to be the main container (for example: Firefox.exe in case of Firefox, this will be the file to contain all the data, the other files will just be shortcuts that link to it…)
  10. Choose the inventory name: the nome of your application is a good choice and click “next”
  11. In this screen you are given the option to choose if you want the app to store it’s data in the user profile (this way an aplication is “tied” to a Windows installation) OR locally (on the folder where the portable exe is), use the second option if you want the app to be 100% portable and to use it in a USB Flash Drive, and click “next”
  12. Choose the compression type (“Fast compression” recommended) and click “next”
  13. Choose the “Isolation Mode” (the default one is OK) and click “next”
  14. Click “Build Now”
  15. You can now go to the project folder by clicking “Browser Project”
  16. The portable executable of the application is the the “bin” folder
  17. Copy the file out of the Virtual Machine (you can use a USB flash Drive for that)
  18. Test if the packed application can run on your PC
আশা করি অনেকেই এই পোস্ট থেকে উপকার পাবেন।

মাউজের হুইল দিয়ে কম্পিউটারের সাউন্ডকে কম বেশী করুন।



আজ নিয়ে এলাম মজার একটি ছোট সফটওয়্যার, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভাল লেগেছে। মাউজের হুইল দিয়ে কম্পিউটারের শব্দকে নিয়ন্ত্রন করা যায়। সেটা উইন্ডোজের ডিফাল্ট সাউন্ড হোক আর আপনি যেকোনো প্লেয়ারে অডিও কিংবা ভিডিও দেখুন না কেন, সব সাউন্ডকে নিয়ন্ত্র করা যাবে ছোট একটি সফটের সাহায্যে। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। মাত্র ৬৩১ কেবি।  ইন্সটল শেষে টাস্কবার আইকনে দেখতে পাবেন হুইল ভলিউমের আইকনটি। আপনাকে আর কিছু করতে হবেনা। 
 মাউজের হুইল ডেস্কটপের ফাকা জায়গায় রেখে ঘুরিয়ে দেখুন ভলিউমের সিগন্যাল কমছে ও বাড়ছে। আর আপনি যদি বিশেষ কাজে My Computer ওপেন করে কোন কাজ করেন এবং তখন যদি কোন প্লেয়ারে অডিও বা ভিডিও চলে, তবে এড্রেস বারের উপর মাউজের কারসার রেখে হুইল ঘুরাতে থাকুন ও সাউন্ডকে নিয়ন্ত্রন করুন।

বেশ কিছু মোবাইল গেমস সত্যিই চমৎকার দেখেনতো


আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্নধরমি গেম।এবার কয়েকটি screenshot দেখুনঃফ্রীতে ডাউনলোড করে নিতে পারেন|

LamentIsland_Hack_Pack_v1.01_s60v2.sis
Ninja Turtles.sis
Major_Pain
Mission_Impossible_III

এই সকল গেমস ডাউনলোড করার জন্য প্রতিটি ছবির নিচে লিংক দেওয়া হল | আশা করি আপনাদের পছন্দ হবে।
ভাল লাগলে comment করবেন।পরার জন্য অনেক ধন্যবাদ |

কোন সফটওয়্যার ছাড়া ছবির সাইজ কমান/ছোট করুন


 আজ আমরা জানবো কীভাবে কোন সফটওয়্যার ছাড়া ছবির সাইজ ছোট বা কমানো করা যায় তা শিখবো । তাহলে আসুন শুরু করি ।
প্রথমে দেখুন এডোবি ফটোশপ দিয়ে কাজ করার পর ছবিটার সাইজ । আর আমাদের সিস্টেমে সফটওয়্যার ছাড়া এডিট করা ছবির সাইজটা । কতো কম ঠিক না । তাহলে শুরু করা যাক ।
প্রথমে Start এ যান । তারপর Programs এ যান পরে Accessories এ যান । এবার চিত্র অনুযায়ী Paint প্রোগ্রামটা ওপেন করুন । এটা উইন্ডোজ এ অটোমেটিক দেয়া থাকে ।
তারপর আপনি যে ছবির সাইজটা কমাতে বা ছোট করতে চান তা ওপেন করুন । ওপেন করতে হলে প্রথমে File এ যান তারপর যে জায়গার আপনার ছবিটা সেভ করা আছে সেখানে গিয়ে ছবিটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন তাহলেই ছবিটা Open হয়ে যাবে ।
তারপর কোন কাজ করা ছাড়াই ছবি ওপেন করার পর আবার File এ গিয়ে Save এ ক্লিক করুন । Save এ ক্লিক করার পর চার্ট আসলে Save in এ কোন জায়গায় Save করতে চান তা সিলেক্ট করুন । তারপর File Name এর ঘরে যে নামে Save করতে চান সে নাম লিখুন । আবার Save as type এর ঘরে JPEG (*.JPG;*.JPEG;*.JPE;*.JFIF) সিলেক্ট করে Save এ ক্লিক করুন । কাজ শেষ । এখন ফাইলটি ওপেন করে দেখুন তফাত টা ।
*** আবারো বলছি টিউনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ।
সবাইকে অসংখ্য ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।

কম্পিউটারের EXE Games, Exe Softwere ইডিট করে নিজের মনের মত সাজিয়ে নিন


আসলামুআলাইকুম
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমি টিউনার পেজের একজন নতুন সদস্য । এটি আমার প্রথম পোস্ট । প্রথম পোস্ট তো সেই জন্য পোস্টের মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে । পোস্টের মধ্যে কোন রকম ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেবেন ।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । আজ আমি আপনাদের এমন একটি সফট্ওয়ার উপহার দিব যার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন ধরনের সফট্ওয়ার ইডিট করতে পারবেন । এই সফট্ওয়ারটির নাম হল Install Creator . আপনারা এই সফট্ওয়ারটির মাধ্যমে কম্পিউটারের EXE Games, EXE Softwere ইডিট করে নিজের মনের মত সাজিয়ে নিতে পারবে ।
এই সফট্ওয়ারটি মাত্র 3.71 মেগাবাইট ।
তাহলে আর দেরি কেন সফট্ওয়ারটি ডাউনলোড করতে ক্লিক করুন

Download করে নিন 6-টি জনপ্রিয় Player+ AVG Anti Virus এর Latest Version With Serial No.


আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনটি। আপনারা অনেকেই হয়ত Software গুলো  ব্যবহার করেছেন বা করেছেন। যাই হোক আমার মনে হয় Software গুলোর Latest Version আপনাদের ভাল লাগবে। নিচের যেগুলো আপনাদের দরকার সেগুলো এখনই নিয়ে নিন।

K-Lite Codec Pack/Media Player Classic (Play All Audio+Video File).
বর্তমানে এর Latest Version হল K-Lite Codec Pack 8.7.0.
Mpcstar (Play All Multimedia File).
বর্তমানে এর Latest Version হল Mpcstar 5.4.
KM Player (Now In 3D).
বর্তমানে এর Latest Version হল KM Player_EN_3.2.0.19.
VLC Player (It’s Play Time).
বর্তমানে এর Latest Version হল vlc-2.0.1.
Jet Audio Player (Play All Video+Audio+Converter).
বর্তমানে এর Latest Version হল Jet Audio 8.0.16.
AL Player (All File Show).
বর্তমানে এর Latest Version হল AL Player 2.1.0.7.

AVG Anti Virus.
আপনারা অনেকেই হয়ত Softwareটি ব্যবহার করেছেন বা এখনও করছেন।
বর্তমানে এর Latest Version হল 2012.0.2169.
1.Download শেষে Softwareটি Setup দিয়ে নিন। এরপর Softwareটি Open করুন। আপনারা হয়ত আমার দেখানো ছবির মত View পাবেন না কারন আমি এখনও Latest Versionটি Setup দেইনি।
2.যাই হোক আমি যে Serial আপনাদের দেব সেটি দিয়ে আপনি AVG Anti Virus কে 2018 সাল পর্যন্ত Registation করাতে পারবেন। Registation সম্পূর্ণ হলে AVG Free Edition হয়ে যাবে Internet Security Business Edition.
3.আসুন Registation করার নিয়ম জেনে নিই। আপনাকে এখন Help Button এ Click করে Activate এ Click করতে হবে। আমি Resistation করেফেলেছি বলে Reactivate Optionটি দিয়ে Registation করার নিয়মটি দেখাচ্ছি। তবে আপনারা Help এ Click করলে Activate Optionটি পাবেন। এখন Activate Option এ Click করুন।
4.এখন License Number এর ঘরে যে Serial No দেখতে পাবেন তা সম্পূর্ণ মুছে ফেলুন এবং  8MEH-RQXTV-HQOWD-E447R-MPHYD-PEMBR-ACED এই Serial No Past করে বা লিখে দিয়ে Activate Button এ Click করুন তাহলেই Registation সম্পূর্ণ হবে। Registation সম্পূর্ণ হলে AVG আপনাকে আরো কিছু বিষয়ে Protection দিতে চাইবে আপনার যদি প্রয়োজন হয় তাহলে Net Connection দিয়ে দিন AVG এর Extra Protectionগুলো Download করে Setup দিন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More