
আসসালামু আলাইকুম আশা করি সবাই খোদা-তায়ালার অশেষ রহমতে এক প্রকার কুশলেই আছেন।
আজকের দিনের মত এটি আমার শেষ পোষ্ট। অবশ্য পোষ্টটি শেষ করছি পিসি রিপেয়ারিং সম্পর্কে ছোট্ট একটি টপিস প্রদান করে।
পিসি
ব্যবহারকারীর দিক দিয়ে আমরা প্রায় ৭৫% উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি। সেই
কবে ২০০১ সাল হতে এখনও ২০১২ সালেও এসে প্রায় ১১ বছর যাবত এক্সপি সমান
জনপ্রিয়তা ধরে রেখেছে। যেখানে এক্সপির পরের ভার্সন ভিসতা তার জনপ্রিয়তা ধরে
রাখতে পারেনি সেখানে এক্সপির জনপ্রিয়তা কিন্তু এখনও ভাটা পড়েনি। বর্তমানে
যারা...