আসসালামু আলাইকুম

শনিবার, ৩০ জুন, ২০১২

Windows XP রিপেয়ার করা নিয়ে চিন্তিত আছেন! No চিন্তা Do ফূর্তি এবার বুটেবল সিডি ছারাই XP রিপেয়ার করুন!! ১০০%……

আসসালামু আলাইকুম আশা করি সবাই খোদা-তায়ালার অশেষ রহমতে এক প্রকার কুশলেই আছেন।   আজকের দিনের মত এটি আমার শেষ পোষ্ট। অবশ্য পোষ্টটি শেষ করছি পিসি রিপেয়ারিং সম্পর্কে ছোট্ট একটি টপিস প্রদান করে। পিসি ব্যবহারকারীর দিক দিয়ে আমরা প্রায় ৭৫% উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি। সেই কবে ২০০১ সাল হতে এখনও ২০১২ সালেও এসে প্রায় ১১ বছর যাবত এক্সপি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। যেখানে এক্সপির পরের ভার্সন ভিসতা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সেখানে এক্সপির জনপ্রিয়তা কিন্তু এখনও ভাটা পড়েনি। বর্তমানে যারা...

লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক !!!

নিজের ব্যক্তিগত কম্পিউটারটি অনেক সময় অন্য কারও ব্যবহার করার প্রয়োজন হয়। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন : কম্পিউটারে হয়তো আপনার ব্যক্তিগত কিছু আছে, যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ডডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে। কাজটি যেভাবে করবেন: ►Start Menu > Run> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন এইবার group Policy নামে একটি Windoআসবে ►User configuration > Administrative...

খুব সহজেই Blog-এ ভাসমান শেয়ার বাটন(Floating Share Button) যুক্ত করুন।

আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর মেহেরবাণীতে ভালো আছেন। ব্লগ নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছা থাকলেও আমার থেকে অনেক যোগ্য টিউনাররা পূর্বেই তা করেছেন। তাই ঐ দিকে আর হাত বাড়ালাম না, আজকে ভাসমান শেয়ার বাটন কিভাবে ব্লগে যোগ করা হয় তা আমরা শিখবো(অনেকেই হয়তো পূর্বে থেকেই জানেন)। ব্লগে ভাসমান শেয়ার বাটন যোগ করলে সৌন্দর্য দারুন বৃদ্ধি পায় এবং পছন্দের Post গুলো ব্লগের ভিজিটররা সহজে Facebook, Twitter, Google+ ইত্যাদি সামাজিক সাইটে এ শেয়ার করতে পারে। এই শেয়ার বাটনের...

All BD government Link

আসসালামুআলাইকুম, শীতের দিন কি করব বসে বসে ভাবছিলাম আপনাদের জন্য কি করা যেতে পারে । তাই আজ আমি আপনাদের জন্য বাংলাদেশ সরকারের সকল Website এর  Link গুলো একসাথে দিয়ে দিলাম ।আশা করি আপনাদের কাজে লাগবে ।—- Bangladesh Government BG Press Bangladesh Parliament Prime Minister’s Office Election Commission Ministry of Home Affairs Ministry Of Foreign Affairs Ministry Of Education Ministry Of Primary And Mass Education Ministry Of Social Welfare Ministry Of Agriculture Ministry Of Food And Disaster Management Ministry Of Finance Ministry...

কিছু কি-বোর্ড শর্টকাট যা প্রায় সব ব্রাউসারে কাজ করবে

অনেকেই এই শর্টকাটগুলোর প্রায় সব ই হয়তো জানেন, কিছু জানা না থাকলে জেনে নিলেন আর যারা জানেন না তাদের জানতেও সুবিধা হবে, মনে রাখা খুব কঠিন না, শুধু একবার দেখবেন, ইউস করতে থাকলে এমনিতেই মনে থেকে যাবে।। Tabs Ctrl+1-8 – Switch to the specified tab, counting from the left. [এর মানে হল আপনি যতগুলো ট্যাব খুলে রেখেছেন, বাম থেকে হিসাব করে সেই ট্যাবে যেতে হলে, ctrl ও সেই নাম্বার প্রেস করুন।] Ctrl+9 – Switch to the last tab. Ctrl+Tab – Switch to the next tab – in other words,...

এবার Internet Download Manager দিয়ে টরেন্ট ডাউনলোড করুন আরো সহজে (100% Working)

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। এটা আমার প্রথম লেখা। আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে খুব সহজে IDM দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়। তাহলে আশেন শুরু করি কথা না বাড়িয়ে। টরিফিকের বিকল্প অন্য একটি সাইট দিয়ে কিভাবে করা যায় আজ তাই দেখাব। প্রথমে আপনাকে https://www.furk.net/  এই সাইট এ যেতে হবে । এখান থেকে রেজিস্টার এ ক্লিক করে রেজিস্ট্রেশান করে নিন। আপনার রেজিস্ট্রেশান করা হয়ে গেলে এবার http://torrentz.eu/ তে যান। আপনার যেটা দরকার সেটা লিখে সার্চ...

পেশা হিসেবে ভিডিও এডিটিং মন্দনা

চিত্রগ্রাহকদের ধারণ করা ভিডিও ফুটেজ কাটছাঁট করে দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে দর্শকদের দেখার উপযোগী করে তোলাই ভিডিও এডিটরদের কাজ। আমাদের দেশেও এই কাজের ক্ষেত্র দিনদিন বেড়েই চলেছে। কাজের ক্ষেত্র: টিভি চ্যানেলে কাজ এখন সবচেয়ে আকর্ষণীয়। দেশে এখন ২০-এর অধিক সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। দেশের সবগুলো টিভি চ্যানেলেই দক্ষ এডিটরদের কাজের সুযোগ রয়েছে। প্রতিদিন টিভি চ্যানেলগুলোতে সংবাদের পাশাপাশি অসংখ্য অনুষ্ঠান, নাটক, ম্যাগাজিন প্রচারিত হয়। এসব অনুষ্ঠান টিভি চ্যানেল ছাড়াও বিভিন্ন প্রযোজনা সংস্থাও নির্মাণ করে থাকে। এছাড়া টেলিভিশনে প্রচারিত...

এখন থেকে আপনিও হতে পারবেন একজন প্রগ্রামার । জাভা সফট বানান মনের মত করে । যত খুশি ।

আজ শিখাবো কি ভাবে জাভা মোবাইলের সফট বানাতে পারবেন । তাও আবার মনের মত করে । যাক মুল কথাই আসি । প্রথমে নিচের দেওয়া লিন্কে যান । http://ownmidlet.com একটা ফ্রি একাউন্ট করুন । লগইন করুন । Project এ কিল্ক করুন । তারপর Create new project এবার ফরম পুরোন করুন ।পেজ বানান ।এবার মনের মত করে আপনার সফটকে ধাপে ধাপে সাজান । সব কাজ শেষ হলে build এ কিল্ক করুন । তারপর Download to divice এ । এবার কোড নিতে গেট কোডে মারুন । কোডটি ওয়াপ সাইটে দিয়ে ডাউনলোড করুন । এবং উপভোগ করুন । যাই হোক এবার কমান্ড তো করবেন । ভালো থাকুন । আপনারা দোয়া করবেন যাতে আরো ভালো ভালো...

“Print Screen” এর দিন শেষ !!

Windows XP’র যুগে স্ক্রীনের কোনো snapshot নেয়ার প্রয়োজন হলে (যা প্রায়ই হয়, বিশেষ করে কোনো webpage’র অংশ বিশেষের snapshot নেয়া) “Print Screen” বাটনে চাপ দিয়ে MS Paint’এ তা paste করে তারপর cut/edit ইত্যাদি বহু ঝামেলা পোহাতে হত….Windows 7 এ এসে “Snipping tools” কাজটিকে অনেক সহজ করে দেয়….আর এখন “Duck Capture” এটিকে আরো সহজ ও Feature Rich বানিয়ে ফেলেছে.. পুরা একটি window capture করতে পারেন: কিংবা শুধু একটি নির্দিষ্ট অংশও কেটে নিতে পারেন: অথবা অনেক লম্বা webpage’র পুরোটা...

আপনার টেক্সটে দিন বারো রকমের স্টাইল | MFOHS Text Style ডাউনলোড করুন

বিভিন্ন স্টাইলের টেক্সট ইউস করার জন্য কম্পিউটার ক্লাব বিডির পাবলিক ব্লগে একটি সাইডবার যোগ করি। যদিও সেটি দিয়ে ১২ রকমের টেক্সট জেনারেট করা যেত তবুও সবাই শুধু সফটওয়্যার খুঁজছিল এই জন্য। তাই আজকে বানিয়ে ফেললাম একবার বসেই এই সফটওয়্যারটি। এটি ব্যবহার করা খুবই সোজা। আপনি শুধু এটি ডাউনলোড করে ওপেন করুন। ব্যাস এবার Enter Text বক্সে টেক্সট লিখুন তাহলেই বারো স্টাইলে পেয়ে যাবেন আপনার লেখা। এবার যেই স্টাইলটি পছন্দ হয় তার ডানের C নামক কপি বাটনে ক্লিক করুন তাহলেই কপি হয়ে যাবে। এবার যেখানে প্রয়োজন পেস্ট...

অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)

কোন কারণে পিসিতে ভাইরাস আক্রমন করলে বা বিদ্যুতের কারণে পিসি বন্ধ হয়ে গেলে ফাইল মিসিং দেখায় বা উইন্ডোজ  রানিং হতে না হতেই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হবে। আপনি উইন্ডোজ সেটআপ করলেন। কিন্তু সমস্যা দাঁড়ায় তখন, যখন দেখলেন যে আপনার মাদারবোর্ডের ড্রাইভার সিডি বা ডিভিডি। কারণ মাদারবোর্ডের ড্রাইভার ছাড়া আপনার গ্রাফিক্স বা সাউন্ড শুনতে পাবেন না এবং অন্য প্রয়োজনীয় ড্রাইভার সেটআপ করতে পারবেন না। এর ফলে প্রয়োজনীয় অনেক সফট বা গেম খেলতে গেলে অথবা কোন ভিডিও গান দেখতে...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More