আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছে, ড্রাইভার প্রয়োজন?

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে ড্রাইভার সংগ্রহ করার জন্য নেটে বেশ ঘাটাঘাটি করতে হয়। এ সমস্যার খুবচমৎকার সমাধান হতে পারে ১.৮ মেগাবাইটের 3D_Chip নামক সফটওয়্যারটি। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ইনষ্টলের কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন এখান থেকে। নেটে কানেক্ট থাকা অবস্থায় সফটওয়্যারটি চালু করুন।&nbs...

MS Excel সংক্রান্ত টিপস

** MS Excel এ কাজ করতে গিয়ে একই সেলে একাধিক লাইন লিখতে হয় সেজন্যে এমএস ওয়ার্ডের মতো এন্টার চাপলে নিচের সেলে চলে যায় কিন্তু ঐ সেলে একাধিক লাইন তৈরি হয় না। সেজন্যে Alt+Enter একসাথে চাপলেই পরের লাইনটি তৈরি হবে। ** প্রিন্ট করতে চাচ্ছেন কিন্তু জানেন না কয়টা পাতা আছে আর আপনি কোন পাতায় অবস্থান করছেন অথবা কত নম্বর পাতা প্রিন্ট করবেন। পেজ নম্বর জানতে চাইলে View >>> Page Break Preview তে ক্লিক করুন। দেখুন জলছাপ দেখা যাচ্ছে। ভয়ের কিছু নেই এই নম্বরগুলো প্রিন্ট হবে...

এক্সেলে সংখ্যার পূর্বে ০ (শূন্য) দিতে চাচ্ছেন?

এক্সেলে কোন সংখ্যা যদি ০ (শূন্য) দিয়ে শুরু হয় তবে লিখার পর শূন্যটি থাকেনা। যেমন আপনি লিখলেন ০০১ তা হয়ে যাবে শুধু ১, যদি প্রয়োজন হয় তবে যে সেলগুলোতে সংখ্যারশুরুতে শূন্য প্রয়োজন সে সেলগুলো সিলেক্ট করুন। Format Menu >> Cells এ ক্লিক করুন। এবার Format Cells Dialogue Box এর NUmber ট্যাব এর Category এর অধীনে Custom সিলেক্ট করুন। এবার ডানপাশে Type এর নিচে যেখানে General লেখাটি রয়েছে General মুছে দিয়ে টাইপ করুন ০০ বা ০০০ বা ০০০০ অথবা যত অংকের সংখ্যা লিখবেন ততটা শূন্য। তারপর ওকে করুন। এর একটু উপরে Sample এর দেখুন কেমন হবে ...

এক্সলে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু ভুলে গেছেন !!

Often when an employee departs, they take important Excel passwords with them. This guide outlines how to use a simple Excel password recovery application to crack lost or forgotten passwords, allowing you to unlock password-encrypted Microsoft Excel documents quickly as possible. Step 1: Download and Install the Office Password Recovery Utility To perform the following recovery steps, you'll need to grab the download of Office Password Recovery Pro, available directly here. (2.1Mb)Once...

এক্সেলে ডকুমেন্টের পাতার নিচে পাতা নম্বর, ফাইল নেম এন্ড পাথ দিতে হলে..

এক্সেলে করা কোন ডকুমেন্টের ফুটারে যদি পাতা নম্বর বা ফাইলের নামসহ লোকেশন দিতে হয় তাহলেFile Menu হতে Page Setup > Header/Footer ট্যাব হতে Custom Footer এ ক্লিক করতে হবে। যেদিকে প্রয়োজন সেদিকের Section এ কার্সর রাখতে হবে।  এবার** যদি পাতা নম্বর প্রয়োজন হয় তাহলে টাইপ করতে হবে &[page]** যদি মোট পাতার কত নম্বর পাতা তা দেখাতে হয় তাহলে টাইপ করতে হবে &[page] of &[pages]** যদি ফাইল নেম এন্ড পাথ দিতে চাই অর্থাৎ ফাইলের নাম লোকেশান চাই তাহলে টাইপ করতে হবে &[Path]&[File]** ফন্ট...

এক্সেলে নির্দিষ্ট সেলগুলো ফরমেট করুন এক ক্লিকে

একটি রেজাল্ট শীট তৈরি করা হয়েছে। এখন দেখা প্রয়োজন কোন কোন বিষয়ে ৩৩ এর নিচে নম্বর রয়েছে এবং কোন কোন বিষয়ে ৮০ এর উপর নম্বর রয়েছে। খুঁজে খুঁজে বের করা অনেক কঠিন।এটা করতে হলে কন্ডিশনাল ফরমেট করতে হবে। প্রথমে যে অংশটুকু অর্থাৎ যে কয়টা রো বা কলাম এর মধ্যে এ কাজটি করতে চান সে অংশটুকু সিলেক্ট করুন। এবার Format Menu >> Conditional Formatting এ ক্লিক করুন। এবার যদি চাই ৩৩ এর নিচে কোন কোন সেল রয়েছে তাহলে মাঝের Drop Down menu থেকে Less than সিলেক্ট করুন। ডানপাশের ঘরে লিখুন ৩৩ । Format বাটনে ক্লিক করুন। Font ট্যাব থেকে ইচ্ছেমতো ফন্ট এর কালার...

Excel এ Paste Special এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার

এমএস ওয়ার্ডে Paste Special এর খুব একটা ব্যবহার না হলেও এমএস এক্সেলে এর ব্যবহার প্রতিনিয়তই করতে হয়। যেমন আপনি কয়েকটি সেলে সূত্র প্রয়োগ করে কিছু কাজ করেছেন (শতকরা হার অথবা যোগফল ইত্যাদি)। এখন চাচ্ছেন শুধু ফলাফলগুলো অন্য জায়গায় নিয়ে যাবেন কপি করে। কপি করে পেষ্ট করে দিলেই হলো। দেখুন তো চেষ্টা করে। এভাবে হবে না। এবার আবার কপি করুন এবং Edit Menu থেকে Paste Special এ ক্লিক করুন। এবার Values সিলেক্ট করুন এবং ওকে করুন। এবার নিশ্চই চলে এসেছে। আবার ধরুন আপনি কিছু লিখেছেন কলামের পর কলামে কিন্তু এখনে এগুলো এখন নিচে নিচে প্রয়োজন। এটা করতে চাইলে কপি...

এক্সেলে ছক বা টেবিলের হেডিং প্রতি পাতায় চাইলে

এক্সেলে একের অধিক পাতায় একই ছক বা টেবিল বা অন্য কোন কাজ করার পর প্রিন্টনিলে যদি হেডিং সবপাতার মাথায় না থাকে তাহলে কোনটা কোন কলাম সেটা বুঝার উপায় থাকেনা। এম এস ওয়ার্ডে আমরা টেবিল ম্যানু থেকে Heading Rows Repeat এ ক্লিক করলে যা হয়। এক্সেলে এ কাজটা করতে চাইলে File >>> Page Set up>>> Sheet tab >>>Rows to repeat at top এর ডানপাশে একটা ছোট লাল তীর চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে যে কয়টা Row প্রয়োজন সে কটা Row সিলেক্ট করে এন্টার চাপতে হবে। তারপর ওকে করে বের হয়ে আসতে হবে। এবার প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখুন প্রতিটি পাতার উপরেই...

Excel এ কাজ করার সময় যত নিচের দিকেই যান হেডিংটা ঠিকই দেখতে পাবেন...

আপনি এক্সেলে কাজ করছেন। একটা শীটের উপরে রয়েছে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ ইত্যাদি। বামপাশে রয়েছে কর্মকর্তা/কর্মচারীর নাম।  যখন নিচের ‍দিকে যাচ্ছেন তখন হেডিং উপরে চলে গেলো। এখণ আর আপনি বুঝতে পারছেন না কোনটা কোন কলাম। অর্থাৎ কোন কলামে কী রয়েছে এখন আর বুঝতে পারছেন। আবার যখন ডানদিকে যাচ্ছেন তখন কার জন্মতারিখ কোনটা সেটা আর বুঝতে পারছেন না। এখন আপনার প্রয়োজন যেন হেডিংটা যেন সবসময় স্ক্রীনে থাকে এবং বামপাশের নামগুলোও যেন স্ক্রীনে থাকে। আপনি যে কলাম এবং যে রো স্ক্রীনে রাখতে চান তার মাঝামঝি কার্সর রাখুন। এবার...

অফিস এপ্লিকেশনে ট্যাব আনুন ফটোশপ বা ইন্টারনেট ব্রাউজারের মতো...

অফিস এপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলোতে আমরা একাধিক ফাইল খুললে এগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে টাস্কবারে জমা হতে থাকে। যখন যে ডকুমেন্ট প্রয়োজন তার উপরে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এতে সমস্যা হলো খুঁজে বের করতে সমস্যা হয়। আর সময়ও অপচয় হয়। কিন্তু এমন যদি হয়, ফটোশপ কিংবা ইন্টারনেট ব্রাউজারগুলোর মতো উপরের দিকে ট্যাব করে অনেকগুলো ডকুমেন্ট খুলে রাখা যায় তাহলে নিশ্চয়ই খুব ভাল হবে। এ কাজটি করতে হলে ১২ মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড করে...

হার্ডডিস্কের পার্টিশন বাড়াতে চান কিংবা কমাতে চান......

হার্ডডিস্কের পার্টিশন কম আরো বাড়াতে চান কোন ডাটা নষ্ট না করেই অথবা অনেকগুলো পার্টিশন হয়ে গেছে কমাতে চান কোন সমস্যা নেই। ব্যবহার করুন Partition Wizard Home Edition 5.2, পার্টিশন ভাঙা গড়ার জন্য এর চেয়ে কোন সহজ উপায় মনে হয় নেই। একবার পরীক্ষা করেই দেখুন। ডাউনলোড করুনএর চেয়েও আরেকটি ভাল সফটওয়্যার হচ্ছে EaseUS Partition Master Home Edition ডাউনলোড করুন (১১ মে.ব...

হারানো পার্টিশন ফিরিয়ে আনুন...

Easeus Partition Recovery এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডডিস্ক থেকে হারিয়ে যাওয়া ড্রাইভ ফিরিয়ে আনে। ভাইরাসের কারনে হোক, অসাধবধানতা বসত হোক, অন্য যেকোন কারনেই হোক ড্রাইভ যদি মুছে যায় তবে এই সফটও্য়্যার কাজ লাগান। মাত্র ৭ মে.বা. । ডাউনলোড করুন...

বিজয় ২০০৩ বা ক্লাসিক কীবোর্ডে লেখা ইউনিকোডে রূপান্তর করুন

ইউনিকোড ফন্টে একটি ডকেুমেন্ট তৈরি করা উচিৎ ছিল কিন্তু আপনি ভুল করে বিজয় ২০০৩ বা ক্লাসিক বা অন্য কীবোর্ড দিয়ে তৈরি করেছেন। এখন কী আবার ইউনিকোড ফন্ট দিয়ে তৈরি করবেন নাকি এটাকে কনভার্ট করে নিবেন একটা ছোট সফটওয়্যার দিয়ে। দেখুন তো চেষ্টা করে কনভার্ট করতে পারেন কিনা?নিকস কনভার্টার ডাউনলোড করুন (15 মে.বা) recommendedঅভ্র কনভার্টার ডাউনলোড করুন (2.4 মে.বা)নিকস ২ ফন্ট ডাউনলোড করুন ...

পেনড্রাইভে লুকিয়ে থাকা হিডেন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করুন

পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ভাইরাস থাকলে তা লুকানো অবস্থায় থাকে এবং খোলার সাথে সাথেই তা পিসিতে ছড়িয়ে পড়ে। তাই তা খোলার আগেই যদি খুঁজে বের করে ডিলিট করে ফেলতে পারি তাহলেঝামেলা থেকে রেহাই পেতে পারি। অনেক সময় Show hidden files & folder এই অপশনটি চালু করেও খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে touchpad-blocker.exe এ ডাবল ক্লিক করলেই অযাচিত ফাইলগুলো দেখাবে। সেখান থেকে ডিলিট করে...

ইউএসবি মেমোরি (পেন ড্রাইভ, মেমোরি কার্ড) ফরমেট হচ্ছেনা?

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃএটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।এক্ষেত্রে, যা করতে হবেঃ প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন। যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে। এন্টার দিন। একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে। ২) এনটিএফএস ফরম্যাটঃপেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে...

প্রিন্টারে Legal Page প্রিন্ট করার অপশন নেই?

For printing the Legal Size (8.5″x14″) , follow the instruction:   Step 1- Go to start Step 2-printer and faxs Step 3-select printer(Canon LASER SHOT LBP-1210) Step 4-go to file Step 5-select Server properties Step 6-select creat new form (for legal page) Step 7-give form name legal 1 Step 8-give paper size width 8.50in, hight 14.00 Step 9-give paper margin top 0.30in, left 0.30in, right 0.30in, bottom 0.30in Step 10-select save form Step 11-then select advanced Step 12-select informational...

প্রিন্টিং সমস্যা

 ** প্রিন্ট করতে গিয়ে ভুল কমান্ড দিয়ে ফেলেছেন। এক পাতা দেয়ার পরিবর্তে অন্যা পাতা দিয়েছেন অথবা সব পাতা দিয়ে ফেলেছেন। এখন আর বন্ধ করতে পারছেন না, একটার পর একটা প্রিন্ট হচ্ছেই।এই কমান্ড বাতিল করতে চাইলে প্রথমেই দেখুন আপনার প্রিন্টারে কোন Stop আছে কিনা, যদি থাকে তাহলে সেখানে দুইবার চাপ দিন, ব্যাস হয়ে গেল। আর যদি না থাকে তাহলে নিচের লোকেশনে যান।Start Menu >>> Settings >>> Printers & Faxes (For windows XP)Start Menu >>> Devices & Printers (For windows 7)এখানে আপনার প্রিন্টারের নাম লেখা আইকনটির উপর ডাবল ক্লিক...

নিটরে যা দেখতে পাচ্ছেন তার কিছু অংশ প্রিন্ট নিতে চান?

আমরা এমএস ওয়ার্ডে কোন কাজ করার সময় অথবা কোন ওয়েব সাইট ভিজিট করার সময় অথবা কোন মেইল চেক করার সময় ওই পেজের কিছু অংশ প্রিন্ট নিনে চাই। কিন্তুপ্রিন্ট কমান্ড দিলে পুরো পাতায় যা আছে সবটা প্রিন্ট হয়ে যায়। যদি আংশিক প্রিন্ট নিতে চাই তাহলে যে অংশটুকু প্রিন্ট নেয়ার প্রয়োজন ওই অংশটুকু মাউস বা কীবোর্ড এর সাহায্যে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রিন্ট ডায়ালগ বক্স থেকে Print Range এর অধীনে থাকা Selection সিলেক্ট করে Ok তে ক্লিক করলে শুধু ওই অংশটুকুই প্রিন্ট হবে। এভাবে আমার পোস্ট করা ব্লগগুলোও প্রিন্ট করতে পারে...

অটোরান (Auto Run) বন্ধ করুন যেকোন ধরণের ড্রাইভের

আমরা জানি যেকোন ধরণের ড্রাইভ যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, রিমোভেবল ড্রা‌ইভ (পেন ড্রাইভ, মেমোরী কার্ড) ইত্যাদি ড্রাইভে যদি ভাইরাস থাকে আর সেটা পিসিতে লাগানোর সাথে সাথে অটোরান (Auto Run) হয় অর্থাৎ নিজে থেকেই চালু হয়ে যায় তাহলে সেই ড্রাইভের ভেতরে লুকিয়ে থাকা ভাইরাসগুলোও পিসিতে ইন্সটল হয়ে পিসির বারোটা বাজায়। তাই আমরা এই ড্রাইভগুলোর অটোরান (Auto Run) বন্ধ করে রাখতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা বা খুঁজে পাইনা কোথা থেকে এটা বন্ধ বা চালু করব। এর জন্য ৬৭৭...

শনিবার, ২১ জুলাই, ২০১২

আপনার বিজয় দিয়ে লেখা টেক্সট কে রুপান্তর করুন অভ্রতে Avro Converter এর সাহায্যে।

“বিসমিল্লাহির রহমানির রহিম” Avro Converter হল উইন্ডোজ এর জন্য সর্বপ্রথম  free একের ভিতর সব Unicode বাংলা ডকুমেন্ট কনভার্টার . এখন আর প্লেইন টেক্সট কনভার্টার এর জন্য কোন Web based কনভার্টার এর দরকার নেই। অফলাইন এ থেকেই আপনি আপনার টেক্সট সম্পুর্ন হুবহু রুপান্তর করতে পারবেন ইউনিকোড এ। যে সকল সুবিধা রয়েছেঃ Bijoy to Unicode Supports Bijoy 2000, Bijoy 200 Pro, Bijoy 2003, Bijoy 2003 Pro, Bijoy 2004 Pro, Bijoy Ekushey 2007 Classic Alpona Professional to Unicode Both Alpona ANSI and...

কম্পিউটারের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য একটি PDF ফাইল ডাউনলোড করে নিন (সম্পূর্ণ বাংলায়)

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন । বর্তমান বাংলাদেশের আইটির অন্যতম লক্ষ্য হল, সবার ঘরে ঘরে কম্পিউটার পৌছে দেয়া এবং এর সহজলোভ্যতা ও ব্যবহার বৃদ্ধি । কম্পিউটার ব্যবহার করতে গেলে তার ব্যবহার বিধি জানা অতি প্রয়োজন । কম্পিউটারের ব্যবহারবিধির ওপর ভিত্তি করে আজ আমি আপনাদের একটি ১১৫ Kb এর একটি PDF ফাইল উপহার দেব । আশা করি PDF ফাইলটি আপনাদের ভাল লাগবে । PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক ক...

ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে ।

সবাইকে সালাম , এবং শুভেচ্ছা, আশা করি সবাই ভাল আছেন,আজকের পোস্ট হচ্ছেঃ ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে । এটি অনেকটা সিক্লিনারের মতো, বাট এতে আরো অনেক কিছু যোগ করা হয়েছে,আমার কাছে বেশ দারুন লাগছে, পিসির যতো আউল ফাউল ভাইরাস, টেম , জাঙ্ক ফাইল আছে ,সব গুলো রিমুভ করে পিসির গতি বৃদ্ধি করবে। এছাড়া রয়েছে oneKey Optimizer , এতা দিয়ে সহজে আপানার রেজিঃ গুলোকে ফিক্সড করতে পারবেন, My Startup দিয়ে সহজে পিসির স্টাট আপ কে সতেজ এবং দ্রুত করতে পারেন, এছাড়া রয়েছে আরো অনেক ফিচার ,...

IDM-7.1 বাজারে আসার আগেই ব্যবহার করুন সবার আগে (৩ মেগা)

ইন্টানেট ডাউনলোড ম্যানেজার মানে আই.ডি.এম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই।এর আগেও আপনার সাথে শেয়ার করা হয়েছে । তবে এখন যেটা এনেছি তা হলো 7.1 ফুল ভার্সন যা এখনো রিলিজ হয় নি ।  নতুন ভার্সনটিতে কি কি সুবিধা যোগ করা হয়েছে এখোনো সঠিক ভাবে বলতে পারছি না; তবে আমি দেখলাম এর বাটনগুলো 3D আকার করছে; যা অনেক সুন্দর দেখাচ্ছে। এটা ইনষ্টল করার পূর্বে যা যা করতে হবে >> ১। আগে থেকেই আইডিএম ইনষ্টল করা থাকলে তা রিমুভ করে দিন।২। সি ক্লিনার বা অন্য কোন টুলস দিয়ে রেজিষ্ট্রি স্ক্যান করে পরিষ্কার...

***** রহস্যময় উত্তর মেরু… *****

উত্তর মেরু (North Pole) হল পৃথিবীর সবচেয়ে উত্তর বিন্দু; যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত উত্তর (True North) কে নির্দেশ করে। ভৌগলিকভাবে উত্তর মেরু হল উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে ভূ-পৃষ্ঠকে পৃথিবীর উত্তর এবং দক্ষিন মেরুর কাল্পনিক সরলরেখা (যাকে পৃথিবীর অক্ষ বলা হয়) ছেদ করেছে। তবে মনে রাখতে হবে যে পৃথিবীর উত্তর মেরু বা ভোগলিক উত্তর মেরু আর ভূ-চুম্বকীয় মেরু দুইটি পৃথক জিনিস। উত্তর মেরু আর্কটিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে এবং নিকটতম স্থলভাগ গ্রীনল্যান্ডের উত্তর তীর...

হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।

আমরা এবার keylogger দিয়ে হ্যাক করব। আমরা এর মাধ্যমে যেকোনো ধরনের পাস হ্যাক করতে পারব। তাসারা মজার বিষয় টা হল এটা কন অ্যান্টিভাইরাস detect করতে সক্ষম হবে না। এই রকম টিউন টা আমি কিছু দিন আগে করেসিলাম কিন্তু আমি চেয়েসিলাম পর্ব করে টিউন করতে তবে এখন আমি আপনাদের একবারেই মূল বিষয় টা শিখাতে চাই কারন আমার ওয়েবসাইট এ আপনারা মহা মূল্যবান keylogger আর crypter পাবেন। এগুলো এখন আমি আপনাদের দিতে পারসি না কারন আপনিরা ব্যবহার করতে পারবেন না। সে জন্নই এই পোস্ট টি করা।আমি পরে হয়ত চেইন টিউন করব তবে এই...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More