আসসালামু আলাইকুম

বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

চায়না মোবাইলের পিসি সুইট ও ড্রাইভার, সাথে নিয়ন্ত্রন করুন mobiledit দিয়ে!

MOBILedit সম্পর্কে বলেছিলাম। এটি দিয়েও আপনি আপনার চায়না সেটকে নিয়ন্ত্রন করতে পারবেন,তবে চালক বা ড্রাইভার লাগবে। নিচের লিঙ্ক এ পিসি সুইট এর RAR. ফাইল পাবেন,এর ভিতর আবার তিনটি আলাদা আলাদা পিসি সুইট এর RAR. পাবেন।
চায়না পিসি সুইট
যেভাবে মোবাইল এডিট (mobiledit) দিয়ে চায়না সেট নিয়ন্ত্রন করবেনঃ
এবার প্রথম rar. ফাইলটি এক্সট্রাক্ট করে রাখুন।এরপর ফোল্ডারটি খোলে সেটআপ এ ক্লিক সেটআপ করে নিন পিসি সিঙ্ক, এরপর আপনার চায়না সেটটি ডাটা কেবল দ্বারা কম্পিউটারের সাথে কনেক্ট করুন,মোবাইলে কয়েকটি অপশনের মধ্যে  সিলেক্ট করুন COM port (চিত্রঃ ১)



চিত্রঃ ১
এরপর Found New Hardware Wizerd আসলে নিচের চিত্রের মত সিলেক্ট করুন Yes this time only এরপর Next এ ক্লিক করুন।

এরপরের Wizerd এ নিচেরটাতে অর্থাৎ Install from a list or specified location (advanced)
সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।

এর পরের Wizerd এ Include this location in the search এ টিক চিহ্ন দিয়ে Browse এ China pc suite_Driver_2k_XP_Com পথ দেখিয়ে দিন।

এরপর Next ক্লিক করলেই প্রয়োজনীয় ফাইল কপি করে নিবে এবং সম্পন্ন হলেই আপনি আপনার চায়না সেটটি মোবাইল এডিট দিয়ে নিউন্ত্রন করতে পারবেন।
চায়না মোবাইলের পিসি সুইট এর তিনটা সফট এর মধ্যে প্রথমটিতে ব্যর্থ হলে এরপরের গুলোতে ট্রাই করুন। আমার ছোট ভাইয়ের চায়না সেটটি আমি কমিউটার দিয়ে নিয়ন্ত্রন করতে পারছি পুরাপুরি,ঠিক যেভাবে পিসি সুইট কাজ করে।
আপ্নাদের কোন সমস্যা হলে জানাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More