আসসালামু আলাইকুম

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১২

আপনার USB Pen-drive কে Wiidows 7 দ্বারা Bootable করে ফেলুন খুব সহজে

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook  PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই। আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC. কার্যপ্রণালী: ১....

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson

আজ আমি আপনাদের সামনে IDM এর নতুন ভারশন 7.1 নিয়ে হাজির হলাম যার যার দরকার এখনি ডাউনলোড করে নিন কারন আমরা জানি IDM ছাড়া আমাদের এক দিনও চলে না ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের সবার কাছেই খুব পরিচিত তাইনা? এক্টূ বেশী যদি না বলে হয়ে থাকে তাহলে বলতে পারি, ডাউনলোডের অপর নাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আর সিরিয়াল জনিত সমস্যার কারনে আমরা বেশীদিন এটা ব্যবহার করতে পারিনা, আবার প্যাচ ফাইল দিয়ে করলেও নানা রকম সমস্যা দেখা দেয়। এইবার সমস্যাগুলোকে ঝেটীয়ে বিদায় দ্যেন। ইচ্ছেমতন ব্যবহার করুন IDM...

যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

আজ আমি যে সফট্ওয়ার নিয়ে বলব তা এত মারাত্তক  কাজের যাদের নেই তারা বুজে কি নেই, হ্যা আমি ড্রইভারের কথাই বলছি, গত কিছু দিন আগে আমার hard disc হঠাৎ করে অসাবধানতা বসত ফরমেট হয়ে যায়।কিন্তু আমার ড্রইভার গুলি ছিল hard disc এ এখন পরে গেলাম মহা বিপদে কি করি ? চলে গেলাম গুগুলে, খুজতে খুজতে এমন একটি জটিল সফট্ওয়ার এর খোজ পেয়ে গেলাম যার সাইজ মাত্র  ১.১ MB . কিন্তু এটি এত সহজে, যে কোন কম্পিউটারের (কম্পানির) ড্রইভার গুলি কে খোজে দেয় তা না দেখলে বোঝা যায় না। সফট্ওয়ার টির নাম হচ্ছে   3DP chip. ডাউনলোড...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More