আসসালামু আলাইকুম

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১২

আপনার USB Pen-drive কে Wiidows 7 দ্বারা Bootable করে ফেলুন খুব সহজে

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook  PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই।
আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়।
এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC.
কার্যপ্রণালী:
১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS দিয়ে format করুন।
২. এখন Command Prompt মনেুতে যান। Start menu >>  All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত ছবি আসবে।
৩. এখন লিখুন >diskpart  এবং enter চাপুন।
৪. DISKPART> list disk  লিখে enter চাপুন।
৫. DISKPART> select disk 1  লিখে enter চাপুন।(এখানে আপনার Pen-driveকে select করুন, এটি সাধারনত disk 1 হয়ে থাকে।
৬. DISKPART> clean   লিখে enter চাপুন।
৭. DISKPART> Create partition primary   লিখে enter চাপুন।
৮. DISKPART> active    লিখে enter চাপুন।
9. DISKPART> format quick লিখে enter চাপুন।
       100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. DISKPART> assign  লিখে enter চাপুন। Successful দেখালে বরে হয়ে আসুন।
এখন এই Pen-driveএ সিডি থেকে Setup file গুলো কপি করুন। তাহলেই কাজ শেষ।
এখন এটি দিয়ে যেকোন পিসিতে Windows setup দিতে পারবেন।
কোন সমস্যা হলে যানাবেন।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson

আজ আমি আপনাদের সামনে IDM এর নতুন ভারশন 7.1 নিয়ে হাজির হলাম যার যার দরকার এখনি ডাউনলোড করে নিন কারন আমরা জানি IDM ছাড়া আমাদের এক দিনও চলে না
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের সবার কাছেই খুব পরিচিত তাইনা? এক্টূ বেশী যদি না বলে হয়ে থাকে তাহলে বলতে পারি, ডাউনলোডের অপর নাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। icon smile ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson
Internet Download Manager Free Downloa Ennsoft ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson
আর সিরিয়াল জনিত সমস্যার কারনে আমরা বেশীদিন এটা ব্যবহার করতে পারিনা, আবার প্যাচ ফাইল দিয়ে করলেও নানা রকম সমস্যা দেখা দেয়।
এইবার সমস্যাগুলোকে ঝেটীয়ে বিদায় দ্যেন। ইচ্ছেমতন ব্যবহার করুন IDM এর নতুন প্রিএক্টীভেট ভার্সন idm 7.1 full । শুধুমাত্র ডাউনলোড করে নিন আর ইন্সটল করুন আপনার কম্পিউটারে তারপর ব্যবহার করুন নিশ্চিন্তে।
ডাউনলোড

যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

আজ আমি যে সফট্ওয়ার নিয়ে বলব তা এত মারাত্তক  কাজের যাদের নেই তারা বুজে কি নেই, হ্যা আমি ড্রইভারের কথাই বলছি, গত কিছু দিন আগে আমার hard disc হঠাৎ করে অসাবধানতা বসত ফরমেট হয়ে যায়।কিন্তু আমার ড্রইভার গুলি ছিল hard disc এ এখন পরে গেলাম মহা বিপদে কি করি ? চলে গেলাম গুগুলে, খুজতে খুজতে এমন একটি জটিল সফট্ওয়ার এর খোজ পেয়ে গেলাম যার সাইজ মাত্র  ১.১ MB . কিন্তু এটি এত সহজে, যে কোন কম্পিউটারের (কম্পানির) ড্রইভার গুলি কে খোজে দেয় তা না দেখলে বোঝা যায় না। সফট্ওয়ার টির নাম হচ্ছে   3DP chip.


ডাউনলোড লিংক http://www.filedwon.com/p1xnvoowt68k/3DP_Chip_v1212.exe.html

ডাউনলোড শেষ হলে তা রান করুন এবং
এই সফট্ওয়ার্টি দিয়ে যে ভাবে ড্রইভার ডাউনলোড করবেন তা নিচে দেখুন
CPU ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন

sshot 3 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

মাদার বোড ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 4 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

VGA ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 5 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

Audio ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 6 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

Ethernet card ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 7 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)
যখন আপনি এক এক টি ঘরে ক্লিক করবেন তখন আপনাকে একটি সাইডে নিয়ে যাবে, তখন আপনি sshot 10 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট) লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রয়োজন মত নিন্মের চিন্নিত যে কোন অপশনে ক্লিক করুন।
sshot 9 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

ক্লিক করার পর আপনাকে ডাউনলোড করার অপশন দিবে, সেখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে
sshot 8 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)
সফট্ওয়ার টি এত মজর একটি সফট্ওয়ার যা ওপেন করার সাথে সাথে আপনার চিপের কি আবস্থা সব দেখা যাবে
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন …………………………………….
ধন্যবাদ সবাইকে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More