আসসালামু আলাইকুম

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D

অনেক সময় windows 7 এর পাসওয়ার্ড ভুলে গেলে দারুণ বিড়ম্বনায় পোহাতে হয়। তাই আজ এমন একটা কোশল দেখাবো যার দ্বারা কোন সফটওয়্যার ব্যাবহার করা ছারাই windows 7 এর পাসওয়ার্ড ভাঙতে পারবেন। তো কথা আর না বারিয়ে কাজের কথায় আসাজাক । যা লাগবে :  windows 7 এর একটি সেটআপ ডিস্ক (বুটেবল) । ১. প্রথমে কম্পিউটার অপেন করার পর windows 7 এর একটি সেটআপ ডিস্ক টি ঢুকিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন । ২. সেটআপ ডিস্ক টি বুটাবেল করেন । তারপর NEXT দিন । ৩. এখন repair your computer এ ক্লিক করুন...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More