আসসালামু আলাইকুম

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

Windows XP ইন্সটল করার পর WIndows Vista চালু হচ্ছে না !!

আপনি যদি এক্সপি এবং ভিসতা দুটিকেই চালাতে চান, তবে আপনাকে প্রথমে এক্সপি ইন্সটল করতে হবে এবং এরপর ভিসতা ইন্সটল করতে হবে। উইন্ডোজ এক্সপিকে যদি উইন্ডোজ ভিসতার পরে ইন্সটল করা হয় তবে উইন্ডোজ এক্সপির বুট লোডার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে প্রতিস্থাপিত করে।
এ কারণে আপনি যদি উইন্ডোজ ভিসতার পরে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে থাকেন তবে আপনি ভিসতাতে বুট করতে পারবেন না। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে পুনরুদ্ধার করতে পারবেন।

ধাপ 1: VistaBootPRO ডাউনলোড করুন।এটা একটা চমৎকার Software যা উইন্ডোজ ভিসতার বুট লোডারকে মাত্র কয়েক সেকেন্ডে পুনরায় ইন্সটল করতে পারে।

ধাপ 2: Software টি ইন্সটল করে রান করুন।

ধাপ 3: এবার নিচের ছবির মত Bootloader বাটনে ক্লিক করুন

ধাপ 4: অপশন থেকে “Reinstall the Vista Bootloader” সিলেক্ট করুন এবং “Configure It” বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এটা আপনার বুটলোডারকে ইন্সটল করবে। এছাড়া আপনি এর মাধ্যমে সম্পাদনা করতে পারবেন BootLoader এর TimeOut, ডিফল্ড বুট এন্টারি, বুট এন্টারি লেভেল প্রভৃতি।

ডাউনলোড লিংক

যেভাবে সহজে পেতে পারেন গুগল এডসেন্স । অনলাইনে আয় আমার অভিজ্ঞতা পর্ব ১

বিসমিল্লাহির রহমানির রহিম ।
আজ থেকে আপনাদের মাঝে অনলাইনে আয় অভিজ্ঞতা নিয়ে ধারাবাহিক টিউনস শুরু করতে যাচ্ছি .ভালমন্দ বিচারের দায়িত্ব আপনার তবে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না ।
অনেকেই মনে করেন অনলাইনে আয়ের টিউনস ভুয়া! তাদের জন্য নিশ্চিত করতে চাই আমার টিউনস গুলোতে কোন রেফার লিংক ব্যবহার করা হবেনা .শুধুমাত্র পূর্বসূত্র যোগ করা হবে ।

গুগল এডসেন্স পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও গ্রহনযোগ্য উপার্জনের সাইট .এখানে একটা এ্যাকাউন্ট পাওয়া সোনার হরিন পাওয়ার সমতুল্য মনে করি সবাই .আসলে গুগল এডসেন্স পাওয়ার জন্য দীর্ঘ ২ বত্‍সর এর পিছনে লেগে ছিলাম. টাকা দিয়ে কিনতে চেয়েছি তবু পারিনি. পরে অবশ্য নিজের চেষ্টায় দেখা পেয়েছি সোনার হরিনের ।
যারা এডসেন্স একাউন্ট সহজে পেতে চান তারা www.google.com/adsense আবেদন করার সময় কয়েকটি বিষয় খেয়াল করুন তবেই হয়ে যাবে ।
১. আপনি যদি ঢাকার বাইরে থাকেন.তবে অবশ্যই ঢাকার মধ্য থাকে এমন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ঠিকানা ব্যবহার করুন .
সম্ভব হলে ১০০০ বা ১২৩০ এই পোষ্টকোডের ঠিকানা ব্যবহার করুন ।
ভুলেও মফস্বলের ঠিকানা ব্যবহার করবেন না ।

একাউন্ট এপ্রোভ হওয়ার সাথে সাথে আপনার ঠিকানা পাল্টাতে পারেন পোষ্টকোড সহ
২. বাংলা কন্টেন থাকলে পুরোটাই ইংরেজী করুন ।

৩.সাবডোমেইন ব্যবহার করবেন না ,একটু কষ্ট হলেও আপনার পরিচিত কাউকে ধরে একটা ডোমেইন কিনে ব্লগার বা ওয়ার্ডপ্রেসে সাইট বানাতে পারেন ।
ভুলেও co.cc ডোমেইন ব্যবহার করবেন না। কারন ইতিমধ্য গুগল এডসেন্স co.cc সাইটে ব্যান করতে শুরু করেছে ,তাদের সার্চ ইন্জিন থেকেও ব্যান করেছে ।
(অনেকেই সাবডোমেইন দিয়ে পেয়েছে, তবে বর্তমানে না সম্ভবনা বেশী)

৪.সুন্দর করে সাইটের পেজ গুলো বানান যেমনঃ About us . contact us .privacy policy ও Copyright বিষয়ে ।

৫.যদি উপরের নিয়ম আবেদন করে থাকেন .তবে গুগল এডসেন্স থেকে ডোমেইন ভেরীফাই করতে বলা হতে পারে এজন্য আপনার পাবলিশার নাম্বারসহ আরো কয়েকটি ওয়ার্ড যোগ করে দিবে যা দিয়ে পরবর্তীতে একটা পেজ বানাতে হবে এই শিরোনামে “This post my domain ownership”
তারপর এই পেজের লিংক দিয়ে আবার সাবমিট করুন ।
এগুলো ঠিক থাকলে নিশ্চিতে আবেদন করুন, তবেই আমার মতো দুই বত্‍সর ঘুরতে হবেনা ।
তার প্রমান এগুলো মেনে আমার বন্ধুর জন্য আবেদন করেছিলাম মাত্র ৩ দিন লেগেছিল এপ্রোভ হতে ।কিন্তু বন্ধুটি ডলারের লোভ সামলাতে না পেরে প্রক্সি ব্যবহার করে নিজে ও বন্ধুদের দিয়ে ক্লীক করিয়ে ৭দিনে ৬০ ডলার কামিয়েছিল পরে অবশ্য ৮দিন পরে নিজের মাথায় হাতে দিয়েছিল কারন গুগল মামা ইতিমধ্য তাকে ব্যানড করে দিয়েছে ।
কিন্তু মজার ব্যাপার হলো অন্য সাইটদিয়ে তার জন্য পরবর্তীতে আবার যখন আবেদন করেছিলাম মাত্র ২ঘন্টায় এপ্রোভ হয়েছিল ।
যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে-

যদি আপনার গুগল এডসেন্স এপ্রোভ হয়ে থাকে তবে ভুলেও এই কাজ গুলো করবেন না

১.কখনো আপনার পিসি থেকে আপনার এড ক্লীক করবেন না ।
২.কখনো এক আইপি বা পিসি দিয়ে একাধিক এডসেন্সে লগ ইন করবেন না ।
৩.বন্ধুদের দিয়ে একটা বেশী ক্লীক করাবেন না ।

৪.সাইটে এডাল্ট কনটেন যুক্ত করবেন না ।

৫.বেশী ভিজিটর পাওয়ার লোভে বিভিন্ন কমিউনিটি বা সামাজিক সাইটে লিংক শেয়ার করবেন না (তাতে ক্ষতি হতে পারে উপকার নয়)

অনেকে বলেন তাহলে ভিজিটর পাবো কিভাবে বা আয় কিভাবে হবে ?উঃ ভিজিটর পেতে প্রচুর পোষ্ট করতে হবে .
শুধু অন্ধের মত পোষ্ট করলেই চলবেনা .এজন্য গুগল এডসেন্সকে খেয়াল করতে হবে যে কি ধরনের পোষ্ট বেশী সার্চ হচ্ছে ঐ বিষয় গুলো নিয়ে পোষ্ট লিখুন ।

একজন বাংলাদেশী ভিজিটরের চেয়ে একজন আমেরিকান ভিজিটরের ক্লীকের মূল্য অনেক বেশী তাই যাতে ওদের বেশী আকৃষ্ট করা যায় এদিক খেয়াল রাখতে হবে ।

আপনার সাইটটি পরিস্কার রাখার চেষ্টা করুন যাতে ভিজিটর সহজেই এডের প্রতি আকৃষ্ট হয় .অনেক সাইট দেখেছি যারা বেশী উইজেট ব্যবহার করে সাইট অপরিছন্ন করে রাখে।
গুগল এডসেন্স নিয়ে ইতিপূর্বে অনেক লেখা ইতিমধ্য আছে. আমি আমার মত করে লিখলাম যাতে নতুনদের কাজে লাগে ।
অনুরোধ রইল অনুমতি ব্যতীত কেউ আমার ধারাবাহিক লেখা কেউ কপি করবেন না .ইতিপূর্বে যারা আমার টিউনস কপি করেছেন তারা এবার সাবধান থাকুন ।

অনেকেই হয়তো বলতে পারেন আমার জন্য করে দিন ,ভাই এটা আপনি নিজেই করতে পারবেন উপরের বিষয়গুলো খেয়াল করুন .আর আমার পিসি থেকে একাধিক আইডি লগিন করিনা ।
তবে যে কোন সমস্যায় https://www.facebook.com/pages/ITzone/198502300219896 সমাধান দিতে চেষ্টা করবো ।

এবার গুগল থেকে কল করতে পারবেন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি জিমেইল থেকে সরাসরি ফোন বা মোবাইলে কল করার সুবিধা ঘোষণা করেছে। এতে ২০১০ সালে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বিনামূল্যে কল করা যাবে। আর অনান্য দেশে কথা বলা যাবে তুলনামূলক কম মূল্যে। এছাড়াও নতুন ব্যবহারকারী ফ্রি ক্রেডিট হিসাবে .১০ ডলার পাবে। অনান্য দেশে কল করার মূল্য তালিকাপাওয়া যাবে www.google.com/voice/rates এখানে।
জিমেইল থেকে কল করতে জিমেইলে চ্যাট সক্রিয় করতে হবে এবংwww.google.com/chat/voice/ থেকে ভয়েস এবং ভিডিও চ্যাট করার প্লাগইনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ফলে চ্যাটিং এ Call phone নামে একটি অপশন আসবে। এতে ক্লিক করলে ডানে কীপ্যাড আসবে যাতে নম্বর লিখে কল করা যাবে (শুরুতে + দিয়ে)।

যেকোন ফাইল ডিলিট করার এক অনন্য সফটওয়্যার

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।



অনেক সময় পিসি থেকে কোন কোন ফাইল মুছতে চাইলেও তা মুছা যায় না।বিশেষ করে ভাইরাস আক্রান্ত ফাইলগুলো সহজে মুছা যায় না।তখন আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই ।কি করব ভেবে পাই না L এরকম অস্বস্তিকর সময়ে আনলকার নামের একটি সফটওয়্যার দিয়ে আপনি যেকোন ফাইল অতি সহজেই মুছতে ফেলতে পারবেন।মাত্র ২১৫ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন ।এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন।এখন যে ফাইলটি মুছতে চান সেটি নির্বাচিত করে মাউসের ডান ক্লীক দিয়ে Unlocker অপশনে যান,এখান ড্রপডাওন মেনু থেকে delete নির্বাচন করে ok দিন।যদি অনেকগুলো ফাইল নির্বাচিত করে থাকেন তাহলে unlock all দিন আর শুধু একটি ফাইল হলে unlock এ ক্লীক দিন।এখন পুনরায় ডান ক্লীক করে Unlocker/ delete/ok দিলেই ফাইলটি মুছে যাবে।এছাড়াও এই সফটওয়্যারের সাহায্যে একই পদ্ধতিতে যেকোন ফাইল রিনেম করতে পারবেন,অন্যত্র সরাতে পারবেন(মুভ)।উপরের লিংক থেকে ডাওনলোড করতে সমস্যা হলে এই লিংক ব্যবহার করুন http://download.cnet.com/Unlocker/3000-2248_4-10493998.html

তাহলে ফাইল ডিলিট করা নিয়ে আর চিন্তার কারন নেই J আহা !

জেনে নিন কিভাবে যেকোন ওয়েবসাইটের গ্যাজেট বা মেনুর জাভাস্ক্যীপ্ট কোড কিভাবে খুজে বের করবেন

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমাদের অনেকেরই ব্যক্তিগত ব্রগ/সাইট রয়েছে ।নিজেদের ব্লগ/সাইট সাজানোর জন্য আমরা অনেক গ্যাজেট/মেনু ব্যবহার করি ।বিশেষ করে যারা ব্লগার ব্যবহার করেন তাদের কাছে গ্যাজেটের প্রয়োজন অনেক বেশী ।অনেক সময় অন্য ব্লগ/সাইটের গ্যাজেট/মেনু আমাদের পছন্দ হয় ।ইচ্ছে করে আকর্ষনীয় গ্যাজেটগুল নিজের ব্লগে ব্যবহার করি ।কিন্তু কোথায় পাব কোড ? কে দেবে জাভাস্ক্রীপ্ট কোড ? কেউ দিতে হবে না ! আপনি নিজেই নিয়ে নিতে পারবেন………হ্যা, আমি আজ আপনাদের দেখাব কি করে অন্য ব্লগ বা সাইট থেকে কি করে পছন্দের গ্যাজেটের জাভাস্ক্রীপ্ট কোড সংগ্রহ।এটা খুব সহজ একটা প্রক্রিয়া ।আপনি এক ক্লীকেই পুরো কোডটি কপি পেস্ট করে নিয়ে যেতে পারেন ইচ্ছে করলে J
এটাকে এক রকম চুরিই বলা যায় J
তবে কপি করলে নিজ দায়িত্বেই করবেন ।কারন কিছু মেনু/গ্যাজেট থাকে যা কপিরাইট আইনের অর্ন্তভুক্ত ।
এই কাজটি ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য ।এর জন্য আপনার লাগবে ফায়ারবাগ এডঅন প্রোগাম।এই ঠিকানা থেকে এটি নামিয়ে নিন -
https://addons.mozilla.org/en-US/firefox/addon/firebug/
ব্রাউজার রিস্টার্ট করুন।
মনে করুন আপনি একটি সাইটের রেডিওর জাভাস্ক্রীপ্ট সংগ্রহ করবেন ।তাহলে ব্রাউজারেরর নিজে ছবিতে দেখানো অংশে ক্লীক করুন -

তাহলে আপনি ছবিতে দেখানো চিহ্নিত অংশে পাবেন রেডিওর কোড,যা ব্লগারে জাভা হিসাবে ব্যবহার করতে পারবেন ।কোডটি কপি করে নিয়ে যান রাইট ক্লীক করুন এবং ইচ্ছেমত ব্যবহার করুন ।
কি বললেন আপনার ব্রাউজারে এই addonটি সাপোর্ট করছে না ?
চিন্তার কোন কারন নেই ! আমার এই পোস্টটি দেখুন -
ফায়ারফক্সের যেকোন ভার্সনে যেকোন addon যেভাবে ইনস্টল করবেন

তাহলে মনের মত গ্যাজেট দিয়ে আপনি ব্লগ সাজাতে থাকুন আমি আজকের মত বিদায় নিলাম ।

MS Word এর পাসওয়ার্ড আনলকার পোর্টেবল ভার্সন

সবাই আমার ছালাম নিবেন আশা করি আপনারা ভালো আছেন,আজ আমার পোস্ট MS Word এর পাসওয়ার্ড আনলকার পোর্টেবল ভার্সন নিয়ে,MS Office Word এর ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করুন নিরাপদে এবং দ্রুততার সাথে। তিনটা অপশনের মাধ্যমে পাসওয়ার্ড উদ্ধার করা যাবে। সহজ ডিজাইন, অটোসেভ ফিচার সম্পন্ন।
পোর্টেবল ভার্সন, তাই ইন্সটলেশনের ঝামেলা নেই পাওয়া যাবে ফুল ভার্সনের সুবিধা।আশা করছি আপনাদের কাজে আসবে্,সফটওয়ার টি মাত্র ৩ মেগা…


DOWNLOAD করুন………

যেকোন ফাইল ডিলিট করার এক অনন্য সফটওয়্যার

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।



অনেক সময় পিসি থেকে কোন কোন ফাইল মুছতে চাইলেও তা মুছা যায় না।বিশেষ করে ভাইরাস আক্রান্ত ফাইলগুলো সহজে মুছা যায় না।তখন আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই ।কি করব ভেবে পাই না L এরকম অস্বস্তিকর সময়ে আনলকার নামের একটি সফটওয়্যার দিয়ে আপনি যেকোন ফাইল অতি সহজেই মুছতে ফেলতে পারবেন।মাত্র ২১৫ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন ।এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন।এখন যে ফাইলটি মুছতে চান সেটি নির্বাচিত করে মাউসের ডান ক্লীক দিয়ে Unlocker অপশনে যান,এখান ড্রপডাওন মেনু থেকে delete নির্বাচন করে ok দিন।যদি অনেকগুলো ফাইল নির্বাচিত করে থাকেন তাহলে unlock all দিন আর শুধু একটি ফাইল হলে unlock এ ক্লীক দিন।এখন পুনরায় ডান ক্লীক করে Unlocker/ delete/ok দিলেই ফাইলটি মুছে যাবে।এছাড়াও এই সফটওয়্যারের সাহায্যে একই পদ্ধতিতে যেকোন ফাইল রিনেম করতে পারবেন,অন্যত্র সরাতে পারবেন(মুভ)।উপরের লিংক থেকে ডাওনলোড করতে সমস্যা হলে এই লিংক ব্যবহার করুন http://download.cnet.com/Unlocker/3000-2248_4-10493998.html

তাহলে ফাইল ডিলিট করা নিয়ে আর চিন্তার কারন নেই J আহা ! এইভাবে যদি জীবনের দু:খ কষ্টগুলো ডিলিট করা যেত তাহলে কতই না ভালো হতো…..

ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।


আল্লাহ হাফেজ ।

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

start menu এর all programs list লুকিয়ে ফেলুন…

সবাইকে সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লক লেখা….এখন আপনাদের দেখাব কিভাবে Start Menu থেকে All programs list লুকিয়ে ফেলতে হয়……………….দেখুন তাহলে…

প্রথমে আপনি আপনার কম্পিউটারে Run গিয়ে gpedit.msc লিখে ok করে User configuration থেকে Administrative template থেকে Start Menu and Taskbar এ ক্লিক করে Remove All programs list from the start menu এ গিয়ে Enable করে দিয়ে ok করুন কাজ শেষ এবার দেখুন আপনার Start Menu থেকে All programs list হাওয়া হয়ে গেছে…ঐ জায়গায় আপনি আরো অনেক কাজ করতে পারবেন যেমন: Run অপসন,User name, clock অপসন,ইত্যাদি আরো অনেক অপসন লুকিয়ে ফেলতে পারবেন....

সরকারী ল্যাপটপ “দোয়েল”-এর কনফিগারেশন ও দাম

গত ১১ অক্টোবর, ২০১১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পমূল্যের উন্নতমানের সরকারী ল্যাপটপ “দোয়েল” উদ্বোধন করেন। ফেসবুক-এর Laptop “DOEL” : A product of Bangladesh by TSS ফ্যান পেইজ থেকে হু্বহু সংগৃহীত দোয়েল-এর কনফিগারেশন_____

Configuration of 1st model:

* 10.0? LCD Panel (1024*600) VIA 8650 800MHz

* 512 MB RAM Integrated

* 2 USB 2.0 SD Slot for Max 32 GB

* WiFi 802.11b/g

* Google Android Integrated

* 0.3 MP Webcam

* Price- 10,500/=

[N.B. It's not final configuration, It's collected from various sources]

Configuration of 2nd model:

* 10.1″ (1024*600) WXGA LED Backlit

* 2 USB 2.0 SD Slot for Max 32 GB

* Intel® ATOM Processor N455 1.66GHz

* Integrated 1.3 MP Webcam

* 1GB DDR3 Samsung SATA 250 GB HDD

* Linux Based OS

* Price- 13,500/=

[N.B. It's not final configuration, It's collected from various sources]

Configuration of 3rd model:

* 13.3″ (1360*768) WXGA LED Backlit

* 2GB DDR3 Samsung SATA 320GB HDD

* Intel® ATOM Processor D525 1.8GHz

* 802.11 bg/n 3 USB 2.0

* Integrated 1.3 MP Webcam

* Linux Based OS

* Warranty: components also to be replaced within 1 year.

* Price- 20,500/=

[N.B. It's not final configuration, It's collected from various sources]

Configuration of 4th model:

* 14.0″ (1920*1020) LED Backlit

* Samsung SATA 320GB HDD

* Intel® Celeron Dual Core T3500 2.1 GHz 2GB DDR3

* Integrated 1.3 MP Webcam

* 802.11 bg/n 4 USB 2.0

* DVD Writer

* Warranty: components also to be replaced within 1 year.

* Price- 26,500/=

[N.B. It's not final configuration, It's collected from various sources]

বি.দ্র. সকল তথ্য ও ছবি ফেসবুক-এর Laptop “DOEL” : A product of Bangladesh by TSS ফ্যান পেইজ থেকে হু্বহু সংগৃহীত।

এখন থেকে মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন নিন ইন্টারনেট থেকে

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে ► এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।
আমি এই সাইটটির ঠিকানা পেয়েছি বাংলালিঙ্কের ফেইসবুক ফ্যান পেইজের এডমিন থেকে।
তাই ওই পেইজের লিঙ্কটা ও দিয়ে দিলাম।আপনি ইচ্ছে করলে লাইক করতে পারেন
Banglalink – Making A Difference :
সবাইকে ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।সবাই ভালো থাকবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More