আসসালামু আলাইকুম

বুধবার, ২ নভেম্বর, ২০১১

সফটওয়্যার ছারা ইউএসবি পোর্ট লক আবং আনলক করবেন যেভাবে।

অনেকে অনেক কারনে ইউএসবি পোর্ট লক করে রাখতে চায়। তার জন্যে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন কিন্তু সফটওয়্যার ছারা আপনার ইউএসবি পোর্ট লক এবং আনলক করতে পারেন।

তাহলে সে জন্যে যা যা করতে হবে।

ডিসএবল করার নিয়ম:

১. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
২. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
৪. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

এনাবল করার নিয়ম:
১. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
২. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
৪. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

সবাই ভাল থাকবেন আর আমার কোন ভুল হলে ক্ষমা করবেন।

ইউএসবি ড্রাইভকে ফোল্ডার হিসাবে রাখতে পারেন

অনেক সময় অন্যদের ইউএসবি ড্রাইভ ব্যবহার থেকে বিরত রাখতে বা অন্য প্রয়োজনে লুকিয়ে রাখতে এই টিপসটা কাজে লাগাতে পারেন। আপনি যদি ইউএসবি ড্রাইভকে ডি ড্রাইভে [D:] রাখতে চান তাহলে ডি ড্রাইভে USB নামে একটি ফোল্ডার তৈরী করুন। এজন্য ডি ড্রাইভ অবশ্যই এনটিএফএস (NTFS) হতে হবে। এবার ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত করুন এবং রানে (Ctrl+R চেপে) গিয়ে diskmgmt.msc লিখে এন্টার করুন তাহলে ডিস্ক ম্যানেজমেন্ট খুলবে। এখানে ইউএসবি সহ সকল ড্রাইভ দেখা যাবে।

ধরি এখানে ইউএসবি ড্রাইভ হচ্ছে [H:] । এখন এইচ ড্রাইভটিতে মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths এ ক্লিক করুন তাহলে Change Drive Letter and Paths for H: নামে ডায়ালগ বক্স আসবে। এবার Add বাটনে ক্লিক করে Mount into the following empty NTFS folder এর Browse বাটনে ক্লিক করে ডি ড্রাইভের ইউএসবি ফোল্ডার (D:\USB) দেখিয়ে দিন এবং Ok করে আবার Ok করুন। এরপরে মূল ড্রাইভটি মুছে ফেলতে H: নির্বাচন করে Remove বাটনে ক্লিক করে মুছে ফেলুন। এখন থেকে ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে কোন ইউএসবি ড্রাইভ দেখাবে না। আপনি D:\USB থেকে ইউএসবি ড্রাইভের সকল তথ্য পড়তে, লিখতে বা মুছতে পারবেন।

hibernate অপশন যোগ করুন shutdown মেন্যুতে

আমাদের মাঝে অনেকেই এই অপশনটি খুজে পাই না। HIBERNATE অপশন অন করে রাখলে পিসি ঠিক ই অন থাকবে কিন্তু কারেন্ট বিল বলতে গেলে উঠবেই না।
১. Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> POLICIES -> MICROSOFT -> WINDOWS এ ক্লিক করুন।
৩. মাউসের right বাটন ক্লিক করে new-key সিলেক্ট করুন। এবং rename করুন system নামে।
৪. system থেকে আবার new-key সিলেক্ট করুন। এবং rename করুন shutdown নামে।

৫. এবার ডান পাশে right বাটন ক্লিক করে new-dword value সিলেক্ট করুন। এবং rename করুন ShowHibernateButton নামে।
৬. ShowHibernateButton এ মাউসের right বাটন চেপে সিলেক্ট করুন modify। value data ইনপুট করুন 1। এবার বের হয়ে আসুন।
৭. shutdown এ গিয়ে দেখুন আপনার কাজ হয়ে গেছে।

google ট্রিক সিরিয়াল খুজে বের করুন যে কোন সফটওয়্যার এর

আমাদের মাঝে মাঝে খুব সমস্যায় পড়তে হয় সফটওয়্যার এর লাইসেন্স কি বা সিরিয়াল কি নিয়ে? কেমন হত যদি একবার সার্চ দিয়ে সিরিয়াল কি খুজে বের করতে পারতেন? আজ এমনই একটি টিপস দিব, যদিও অনেকেই জানেন তারপরেও হয়তো নতুনদের কাজে লাগবে।
আমরা গুগল এ 94FBR এই কি ওয়ার্ড এর সাহায্যে ক্র্যাক বা লাইসেন্স কি খুজে বের করতে পারি। প্রথমে google.com বাবাজির কাছে যাবেন। তারপর উনার কানে কানে বলতে হবে সফটওয়্যার টির নাম তারপর সেই ম্যাজিক ওয়ার্ড 94FBR. এই ভাবে “internet download manager”94FBR. তারপর গুগল বাবাজি দেখাবে এই টা

এক দিনে এক হাজার ফেসবুক friend

এক দিনে এক হাজার ফেসবুক ফ্যন

**আমাদের অনেকের ওয়েব সাইটের ফেসবুক ফ্যন পেইজ রয়েছে কিন্তু চিন্তার বিষয় হল তেমন বেশি ফ্যন নেয়। আর তাই এই টিউন টি করা ।

** এই লিংক এ গিয়ে REGISTRATION করে কাজ শুরু করে দিন । এর পরে দেখবেন আপনার ফ্যন এর অভাব নেই ।
FANSLAVE
** REGISTRATION করা হয়ে গেলে আপনার একাউন্ট LOGIN করুন ।
** এর পর Your Account >> Overview যান এখানে আপনার Credit ও Cash Amount দেখাবে । ডান পাশে add new fanpage এ আপনার ফ্যন পেইজ টি ঠিক করে নিন । বাম পাশে কয়েকটি ফ্যন পেইজ আসবে । আপনি যত বেশি পেইজ লাইক করবেন আপনার তত Credit ও Cash Amount বাড়বে । এই Credit ও Cash Amount দিয়ে ফ্যন বাড়তে থাকবে ।

কীভাবে ফেইসবুকের নতুন চ্যাট স্লাইডবারটি ডিজেবল করবেন!!!

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি মজার জিনিস। সেটা কি? আশা করি আপনারা শিরোনাম দেখেই তা বুঝতে পেরেছেন। জ্বী, কীভাবে আপনি ফেইসবুকের নতুন চ্যাট স্লাইডবারটি ডিজেবল করবেন!

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেইসবুকের চ্যাট অপশান ডিজিবল রাখেন। মানে অনেকেই চ্যাট করতে আগ্রহী নন, তাই তারা চ্যাট অপশান বন্ধ রাখেন। কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষ নতুন চ্যাট সিস্টেম চালু করেছে, এতে অনেকই বিরক্ত হচ্ছেন। বর্তমান পদ্ধতিতে চ্যাট অপশন ডিজেবল করার পরও চ্যাট অপশন চালু দেখায়। ফলে ইউজাররা একটু বেশিই বিরক্তি বোধ করেন।
এখন আপনি যদি চান যে আপনার ফেইসবুকের নতুন চ্যাট স্লাইডবারটি বাদ দিতে, তাহলে পারবেন। আপনি নতুন চ্যাট স্লাইডবারটি বাদ দিয়ে আপনার পুরাতন স্লাইডটি নিয়ে আসতে পারবেন। আর এটি করতে আপনাকে একটা এক্সটেনশান ব্যবহার করতে হবে। আর এটি সম্ভব শুধু মাত্র Mozilla Firefox, Google Chrome আর Opera তে। কাজ শুরু করার আগে আপনার প্রয়োজনীয় এক্সটেনশানটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

Install ‘Sidebar Disabler’ for Chrome from here
Install ‘Sidebar Disabler’ for Firefox from here
Install ‘Sidebar Disabler’ for Opera from here
এক্সটেনশানটি ইন্সটল করার পর আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার ফেইসবুক চালু করে দেখুন আগের মতো হয়ে গেছে। তবে যদি না হয়, তখন কি করবেন? তখন নিচের ছবিতে দেখানো নিয়মে “Use Old-Style Chat” সিলেক্ট করে আপনার ব্রাউজার রিস্টার্ট করুন। এবার ফেইসবুক চালু করে দেখুন। হু হুহ হু হু হু


সবাইকে অনেক আনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…

সাজিয়ে ফেলুন আপনার সংগ্রহের সব মুভিকে আর পিসি কে বানিয়ে ফেলুন hbo!

আজকে আপনাদের আমি যে সফটওয়্যারটির কথা বলব তা মুভি প্রেমিক এবং সংগ্রাহকদের অনেক কাজে লাগবে আশা করছি। সফটওয়্যারটিকে কেবল আপনার মভির ফোল্ডারটি দেখিয়ে দিলেই তা ফোলডারটি স্ক্যান করে তারপর IMDb (internet movie database) থেকে মুভির কভার পেইজ, রেটিংস এবং তথ্য সংগ্রহ করে তা সাজিয়ে ফেলে। আমি মুলত এমন একটি সফটওয়্যার খুঁজছিলাম যেটি মুভিকে জেনার এবং রেটিংস এর ভিত্তিতে সাজাতে পারে, কারন একেক সময় আমার একেক জেনারের মুভি দেখতে ভাল লাগে যা সাজানো না থাকলে কয়েকশ মুভি থেকে বের করা কঠিন। তাই খোঁজা খুঁজি শুরু করলাম এমন একটি সফটওয়্যার। হাজারো Movie organizer সফটওয়্যার এর ভিড়ে অনেক কষ্টে এই সফটওয়্যারটিকে খুঁজে পেলাম যা কিনা আমার পুরো পুরি মনের মত। আর সবচেয়ে আনন্দের বিষয় সফটওয়্যারটি হল একদম ফ্রী।



সফটওয়্যারটি হল Movie monkey. সরাসরি ডাউনলোড করুন

http://download.cnet.com/Movie-Monkey/3000-31714_4-75452420.html

http://getmoviemonkey.com/sdf35_6t3/MovieMonkey-1.2.exe



ইন্সটল করা হলে-

File>Import movies এ যান। আপনার মুভির ফোল্ডারটি দেখিয়ে দিন এবং Open দিন।

ইন্টারনেট কানেকশন ওপেন রাখুন যাতে সারভার থেকে তথ্য ডাউনলোড করতে পারে। কিছু মুভির নামের বানান ভুল থাকলে বা কোন এক্সটেনশন(dvdrip, xvid, dvdscr etc) থাকলে তা সব মুভি adding এর শেষে আপনাকে জানাবে, যে এই সব মুভিগুলো এ্যাড করা হয়নি এবং গেস করা নাম গুলো ও আপনাকে দেখাবে। আপনি চাইলে নাম পরিবর্তন ও করতে পারেন এবং তারপর এ্যাড করতে পারেন।

উইন্ডোজ-7 এর সকল শর্টকাট ।আপনার জীবনকে করুণ আরো সহজ ।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন ?আশা করি ভালোই আছেন ।যাই হোক আজকে আবারো বসে পরলাম আরেকটি নতুন পোষ্ট করতে ।আজকে আপনাদের সাথে শেয়ার করবো উইন্ডোজ-7 এর শর্টকাট সম্পর্কিত একটি ই-বুক এবং শর্টকাট তৈরির ছোট একটা সফটওয়্যার ।

উইন্ডোজ-7 শর্টকাট ই-বুক


এই বইটি থেকে আপনি উইন্ডোজ-7 এর সকল শর্টকাট পাবেন এবং শর্টকাট সম্পর্কিত না জানা অনেক ধারনা পাবেন এছারাও আপনি আরো অনেক কিছু জানতে পারেন এই বইটি থেকে ।এই বইটি আমার অনেক উপকার করেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ।

হ্যান্ডি শর্টকাট

এটা একটা ছোট সফটওয়্যার এটা দিয়ে আপনি বিভিন্ন শর্টকাট তৈরি করতে পারেন ।

যে যে শর্টকাট তৈরি করতে পারেন…

পছন্দের mp3 গান গুলো ইচ্ছামত কেটে টুকরো টুকরো করে ফেলুন

ফ্রি MP3 একটি অত্যন্ত সহজ এবং ব্যবহারে সহজ অতি চমৎকার সফটওয়্যার। নিজের ইচ্ছে মতন গানকে ইচ্ছে মতন জায়গাতে কেটে নিতে পারবেন। হয়ে যেতে পারেন এডিটর। এটি একটি mp3 ফাইল সম্পাদনার জন্য উইন্ডোজ সফ্টওয়্যার। প্রোগ্রাম তরঙ্গাকৃতি লেখচিত্র যার মাধ্যমে আপনি সহজেই সম্পাদনার জন্য MP3 এর একটি অংশ নির্বাচন করে কেটে নিতে পারবেন। আপনি শতাংশ মান উল্লিখিত দ্বারা অডিও কেটে নিতে পারবেন। পরিবর্তন আয়তন অবাঞ্ছিত অংশ কাটিতে পারেন, একটি বিবর্ণ বা নির্মাণ আউট বিবর্ণ, এবং স্টেরিও এবং মনো মধ্যে অডিও রূপান্তর আছে।

এখানে আছে “ফ্রি MP3 বাংলাদেশের এবং সম্পাদক” মূল বৈশিষ্ট্য:

সিলেক্টেড মুছে ফেলুন – মুছে নিন MP3 আপনার নির্বাচিত থেকে।
অনির্বাচিত মুছে – অথবা মুছে নিন MP3 গান আপনার অনির্বাচিত অংশ থেকে।
পরিবর্তন ভলিউম – শতাংশ মান উল্লিখিত দ্বারা অডিও ভলিউম পরিবর্তন করা যাবে।
ভলিউম বাড়ান – বৃদ্ধি ভলিউম যতটা সম্ভব বিকৃতি ছাড়াই উচ্চ করা যাবে।
ইন · বিবর্ণ – ক্রমে নির্বাচন চলাকালে ভলিউম বাড়ে.
আউট বিবর্ণ – ক্রমে নির্বাচন চলাকালে ভলিউম কমে.
অনুরূপ মনো ট্র্যাক থেকে একটি স্টেরিও ট্র্যাক করা – Stereo থেকে · রূপান্তর.
মনো থেকে · রূপান্তর – সব চ্যানেলে একটি মনো ট্র্যাক করা দ্রবণ.
DownLoad
Free MP3 Cutter and Editor 2.5.0.753
Letitbit
VipFile

Free MP3 Cutter and Editor 2.5.0.753 Portable
Letitbit
VipFile

উইন্ডোজ (এক্সপি, ভিসতা, সেভেন) এর জন্য gadgets pack

আবারো সালাম সবাইকে। স্নো স্বতন্ত্র গ্যাজেট একটি চমৎকার আপনার ডেস্কটপের জন্য। এখনে ১৫টি গ্যাজেট এক সঙ্গে গ্যাজেট প্যাক করা হয়েছে। এখানে পবেন চমৎকার কিছু গেজেট যেমনঃ-
ডিজিটাল ঘড়ি,
আবহাওয়া,
ক্যালেন্ডার,
মাল্টি মিটার,
আবর্জনা,
নোট,
ড্রাইভ,
ফোল্ডার,
CPU-র মিটার,
স্লাইডশো,
এবং সিস্টেমের তথ্য গ্যাজেট.

এটি ব্যবহার করতে পারবেন।
উইন্ডোজ এক্সপি,
ভিস্তা এবং 7 জন্য ডেস্কটপ গ্যাজেটগুলির একটি সংগ্রহ. এই নতুন গ্যাজেট প্যাক,

Download:
http://www.filesonic.com/file/2843324925/S.S.Gad.rar
http://www.wupload.com/file/1772395946/S.S.Gad.rar

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More