আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২

Download Cheat Engine 6.1 Free


You must Read before Download Cheat Engine 6.1 : Cheat engine is for educational purposes only. Before you attach Cheat Engine to a process, please make sure that you are not violating the EULA/TOS of the specific game/application. does not condone the illegal use of Cheat Engine


Download Link

Download Nokia PC Suite

This application is useful to facilitate the activities of cell phone via a PC, such as content sharing data, installation of the application until the synchronization, and much more. Included to connect to the internet via mobile phone that can work as a modem. Most important, the Nokia PC Suite can also perform backup and restore data (restore) from phone to PC.
This application requires 3 types of connections, namely Bluetooth, data cable, and infrared. In terms of stability, it is recommended you use a data cable connection. Moreover, to backup large amounts of data, so the possibility of connection is lost during the process is smaller. Bluetooth connection, especially infrared, safer to use for small data transfers only.
Most Nokia phones can use this application. See the official website to find out the full list of types of phones that support it.
Information :
Website: www.nokia.co.id /support/software/nokia-pc-suites

File size:35.5 MB
License:Free License

Price -
System requirements Windows 2000-SP4/XP/Vista/7

কম্পিউটারের ড্রাইভার নিয়ে সমস্যায় আছেন।( All in one Solution )

আসসালামু আলাইকুম। আশকরি আপনারা ভাল আছেন। আজ আমি আপনারদের জন্য নিয়ে এসেছি দারুন একটি সফটওয়্যার। সফটওয়্যার টির নাম হয়তো আপনারা শুনেছেন বা ব্যবহার করেছেন।DriverPack Solution যে ব্যবহার করেছেন সেই জানে সফটওয়্যার টি কত কাজের। একে বারে নো-টেনশন। আপনার কম্পিউটারের ড্রাইভার জনিত সকল সমস্যা সফটওয়্যারটির উপর ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আপনার কি পিসির ড্রাইভার সিডি হারিয়েছে বা নষ্ঠ হয়ে গেছে। চিন্তার কোন প্রয়োজন নেই। এই সফটওয়্যার টি কালেক্শন করে রাখেন। সফটওয়্যার টি আপনার কম্পিউটারের সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে।


এটি সকল উইন্ডোস ফরমেটের 32 BIT এবং 64 BIT সাপোট করে। (2000, XP, 2003, Vista, Win 7 )

কি ভাবে করবেন। খুব সোজা ইন্সটল করে ড্রাইভার স্ক্যান করে আপডেট করলেই হলো।





চলুন দেখে নিই , সফটওয়্যার টি আপনার কম্পিউটারের কি কি সমস্যা সমাধান করতে পারে।

(Videocard (video)
Soundcard (sound)
Chipset (chipset
Network (lan)
USB (usb )
Wireless Internet (wifi)
Webcam (webcamera)
Printers (printer )
Other devices (other)
TV-Tuner (tvtuner)
CPU (cpu)
Scanners (scaner)
Bluetooth (bluetooth)
SATA-RAID (massstorage)
Modems (modem)
InputDevices (inputdev)
Monitors(monitor)
CardReaders (cardreader)
Telephony (phone)

চলুন দেখে নিই , সফটওয়্যার টি কোন কোন লেপটপে কাজ করে।

Acer
ASUS
HP
Dell
MSI
Samsung
Toshiba
Sony
Lenovo
Fujitsu
Fujitsu Siemens
eMachines
Packard Bell
Clevo
BenQ
Notebook
IBM
Apple
Intel
LG
Compaq
Depo
NEC
Gericom
Matsushita
Medion
K-Systems
Gigabyte
SiS
Gateway

সফটওয়্যার টি Databases August 2011 এ আপডেট করা হয়েছে। মানে August 2011 পযন্ত সকল পিসির সমস্যা সমাধান করতে প্রস্তুত।

সাহস থাকলে এখান থেকে ডাউনলোড করে নেন। ড্রাইভার ইস্সটলের সময় নেটের প্রয়োজন নেই।

আর যদি এত বড় সাই্জের ফাইল ডাউনলোড করতে ভয় পান। তাহলে এখান খেকে ডাউনলোড করেন। মাত্র ২ এম বি। ড্রাইভার আপডেট করতে নেট লাগবে।

Torrent file ডাউনলোড করতে

সম্পূন পোষ্ট এখানে

Windows xp,vista,7 MSCOMCTL.OCX সমস্যা??


আসসালামু আলাইকুম, অনেক ব্যস্থতার মাঝেও আজ আবার টি উন করতে বসে গেলাম ।
আজ আমি আপনাদের একটি ছোট সমস্যার কথা বলবো । আপনারা এই error massage এর সম্মখীন হয়েছেন কিনা জানি না কিন্তু আমি হয়েছি ।আমি একটি Flash video play করতে গিয়ে এই সমস্যায় পড়েছিলাম

সমস্যা সমাধানের জন্য নিম্মের পদক্ষেপ নিন ।

প্রথমে এইখান থেকে MSCOMCTL.OCX file টি ডাউনলোড করে নিন। file টি কপি করে সিসটেম ড্রাইভ

এর WINDOWS\SYSTEM তে past করে দিন।

( Windows NT এবং 2000 এ \WINNT\system32)

এবার আপনি Start বাটনে ক্লিক করে Run এ টাইপ করুন।Windows ভেদে—–

Windows 95, 98, or Me এর জন্য—-
regsvr32 \windows\system\MSCOMCTL.OCX
Windows NT or 2000 এর জন্য—
regsvr32 \WINNT\system32\MSCOMCTL.OCX

Windows XP এর জন্য —-
regsvr32 \windows\system32\MSCOMCTL.OCX

Windows 7 এর জন্য—

regsvr32 /u MSCOMCTL.OCX

এবার enter চাপুন। দেখন একটি massage দেখাচ্ছে।

ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না যেন ।

আপনার PC/Laptop Control করুন আপনার মোবাইল ফোন এর Bluetooth এর মাধ্যমে।

আসসালামু আলাইকুম,

আমি আসলে খুব উল্লাস নিয়ে এই পোষ্ট টা করছি কারন আমি খুব সাধারন ১ জন মানুষ যে খুব কম কিছুতেই আনন্দ পেয়ে যাই।অনেক অনেক সফটওয়্যার আছে জানি কিন্তু আমি আসলে বহুদিন ধরে ১টা ভাল সফটওয়্যার খুজছিলাম যেটা দ্বারা আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে কম্পিউটার কে নিয়ন্ত্রন করতে পারব।যেমন আপনি বেশ আয়েশ করে বিছানায় শুয়ে ১টা মুভি দেখছেন,কিন্তু হুট করে থামতে হল বা ভলিউম বাড়াতে হল বা Next করতে হল,আমাদের সত্যি ওই সময় টাতে অনেক মেজাজ খারাপ হয়ে যায় উঠে এসে Mouse Use করতে।এমন ও হতে পারে কথাও Microsoft Office powerpoint এ Slide পরিবর্তন করতে হচ্ছে দূর থেকে,সেটাও সম্ভব।এমন আরও অনেক কিছু আছে এই ১৬ MB এর মাঝে।পুরো Desktop টাই চলে আসবে আপনার মোবাইল ফোনের Screen এ।বিশ্বাস না হলে এক্ষুনি দেখুন কি মজা অপেক্ষা করছে।আমি আমার নোকিয়া ৫৩১০ এক্সপ্রেস মিউজিক দিয়ে বেশ ভালোই কাজ করতে পারছি।

আমি Install করার Procedure বলে দিচ্ছি,

http://www.vectir.com/ এখান থেকে সফটওয়্যার টি Download করে Install করুন আপনার কম্পিউটার এ।
এর মাঝে Mobile Bluetooth Remote Control ও Mobile Wifi Remote Control নামে ২টা ফাইল আছে।
আমি Wifi এর ব্যাপারে বলতে পারছিনা কিন্তু Bluetooth দিয়ে খুব সহজেই কম্পিউটার এর সাথে Connection করতে পারবেন।
Mobile Bluetooth Remote Control এর মাঝের .jar ফাইল আপনার মোবাইলে Install করুন।
এরপর কম্পিউটার ও মোবাইল এ এক সাথে Bluetooth অন করে Connection দিলেই কাজ শেষ।
ভাল থাকবেন,আল্লাহ হাফেজ।

কি ভাবে ফেসবুক থেকে ফ্রি মেসেজ পাঠাবেন মোবাইলে!!! দুনিয়ার যেকোন দেশে
@@@@@ কি ভাবে ফেসবুক থেকে ফ্রি মেসেজ পাঠাবেন মোবাইলে@@@@@
ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানোর জন্য এটা আমরা সবাই জানি,কিন্তু আজ একটা মজার জিনিস দেখাবো,

১.http://apps.facebook.com/chatsms/ এই লিঙ্ক থেকে প্রথমে অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।

২.এবার Allow বাটন এ ক্লিক করুন।এবার অ্যাপ্লিকেশন টি ওপেন হলে কান্ট্রি এর স্থলে কান্ট্রি Select করে দিন এবং মোবাইল নাম্বার এর স্থলে দেকবেন কান্ট্রি কোড আগে থেকেই দেয়া আছে তাই আপনি শুধু মোবাইল নাম্বার টা টাইপ করবেন।এরপর সেন্ড অপশন এ ক্লিক করলেই ম্যাসেজ টি আপনার কাঙ্খিত নাম্বার এ দেলিভার্দ হয়ে যাবে তবে আপনাকে একটি ম্যাসেজে সর্বচ্চ ১০০ অক্ষর ব্যাবহার করতে পারবেন এবং হা ম্যাসেজ টি সেন্ড দেয়ার পর আপনাকে একটি বক্স এর মত ম্যাসেজ দেখাতে পারে।
এর কারন হচ্ছে আমাদের দেশ এর সাথে এই সুবিধা টি যায় না।কিন্তু আপনি না ঘাবরিয়ে নির্দিধায় ok বাটন এ কিল্ক করুন এবং দেখুন আপনার এস এম এস টি পৌঁছে গিয়েছে! তবে আমি ১০০% নিশ্চয়তা দিতে পারছি না যে আপনি যতগুলো এস এম এস পাঠাবেন তার সবগুলই ডেলিভার্ড হবে কিনা । আমি সকাল থেকে ইন্টারন্যাশনাল ম্যাসেজ সেন্ড করছি । এইবার আপনার পালা ।

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

অনলাইনে টাকা উপার্জন নিয়ে প্রতারণা ! প্রতারিত হবার আগেই সাবধান হন ।

অনলাইনে টাকা উপার্জন তথা আটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে। বৈদেশিক আয় এর একটা অংশ এখন অনলাইন থেকে আসা শুরু করেছে । বিশেষ করে আমাদের তরুণ সমাজ অনলাইনে অর্থ উপার্জনে মুখ্য ভূমিকা রেখে আসছে। বিগত কয়েক বছর আগে মুষ্টিমেয় কিছু তরুণ অনলাইনে কাজ করত। তবে বর্তমানে স্কুল,কলেজ,ভার্সিটির ছাএ থেকে শুরু করে অনেক পেশাদার চাকরিজীবীরাও অনলাইনে কাজ করতে শুরু করেছে। এমনকি অনেকে এটাকে পেশা হিসেবে নেওয়া শুরু করেছে ।অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট।

আর বর্তমানে অনলাইনে টাকা উপার্জন নিয়ে বর্তমানে কিছু অতি লোভী লোক উঠে পড়ে লেগেছে। তারা অনলাইনে টাকা উপার্জনের লোভনীয় অফার দিয়ে অনলাইনে টাকা আগ্রহীদের সাথে নানারকম প্রতারণা করছে ।এমএলএম/হাইপ এর আদলে শতশত ওয়েব সাইট খুলে আগ্রহীদের সাথে প্রতারণার পাশাপাশি অর্থ আত্তসাত করছে একটি লোভী চক্র। অনলাইনে আয় নিয়ে প্রতারণার মুলে বাংলাদেশে এমএলএম এবং হাইপ টাইপের ওয়েব সাইটই বেশি জড়িত। আর পিটিসি সাইট গুলোর শতকরা ৯৯ ভাগই ভুয়া।

আপনারা হয়ত কিছু ওয়েব সাইট এর নাম শুনে থাকবেন যেমনঃ unipay2u /speakAsia যেগুলো বাংলাদেশ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। কিছু অতি সাধু এবং মিষ্ট ভাষী লোকের কথায় অনুপ্রাণিত হয়ে হয়ত অনেকেই অনেক টাকা হারিয়েছেন । ঠিক এই সাইট গুলোর মূল্য থিম অনুসরণ করে নতুন নতুন দেশি বিদেশি অনেক ওয়েব সাইট এবং অনেক কোম্পানির আগমন হচ্ছে। যারা কিনা নামে মাএ গভঃ রেজিঃ দেখিয়ে বা বিনা অনুমোদনে কাজ করতেছে। অনেকে বিভিন্ন লোকেশনে অফিস নিয়েও কাজ শুরু করছে। তবে বাস্তব হল কিছুদিন পর এদের অফিস বা মালিক বা এজেন্ট কাউকেই হাতের নাগালে পাবেন না ।

কারা প্রতারিত হচ্ছে:

কলেজে বা ভার্সিটির ছাএরাই বেশি প্রতারিত হচ্ছে এসকল ওয়েব সাইটের সাথে কাজ করে ।

যারা অনলাইনে নতুন বা অনলাইনে অতি অল্প সময়ে টকা আর্ন করতে আগ্রহী।

যারা অতি লোভী এবং যারা অপেক্ষাকৃত সহজ সরল।

যারা অনলাইনে কোন কাজ না জেনেই আর্ন করতে ঘুরে বেড়ায়।

বর্তমানে কিছু মিষ্ট ভাষী লোক নতুন কিছু সাইট নিয়ে মাঠে নেমেছে। একটু সাবধান হলেই এই প্রতারক চক্রগুলোর প্রতারণা থেকে বাঁচতে পারবেন ।

যেভাবে বুঝবেন প্রতারকদের প্রতারণা :

তাদের ওয়েব সাইটে সদস্য পদের জন্য টাকা দাবি করবে।

অনেকে আবার আপনার মেম্বার-শিপ আপগ্রেড এর জন্য টাকা দাবি করবে।

তারা আপনাকে টকা আয়ের বিভিন্ন উপায় দেখাবে যেমনঃ তাদের ওয়েব সাইটে কোন সদস্য রিফার করা,আপনাকে কিছু অ্যাড দেখতে বলা , অনলাইন সার্ভে করা ।

অনেকে আপনাকে টাকা ইন-বেস্ট করতে বলবে যা থেকে একটা লাভাংশ আপনাকে দেবার প্রতিজ্ঞা থাকবে ।

বাইনারি সিস্টেমে আর্নিং দেখাবে অর্থাৎ মেন টু মেন আর্নিং সিস্টেম দেখাবে।



মূলত এসকল পয়েন্টে লোভ দেখিয়ে ঐ সকল ওয়েব সাইট প্রতিষ্ঠিত । এই সাইটগুলোর কেউ কেউ আবার শুরুর দিকে মেম্বারদের সামান্য পরিমাণ টাকা প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর এদের আর খুঁজে পাওয়া যায়না। যার অনেক নজির আছে এবং এটাই সত্য যে এই সমস্ত ওয়েব সাইট শতকরা ৯৫ ভাগ হারিয়ে যায় এবং নির্দিষ্ট একটা সময়ের পর ১০০ ভাগই হারিয়ে যায় । তাই এইসবের পেছনে লোবে পড়ে সময় নষ্ট করার আগে ভেবে চিন্তে করাটাই বুদ্ধিমানের কাজ।

আগেই বলে নিচ্ছি সম্পূর্ণ লেখাটি মনযোগ দিয়ে পড়ুন । নাহলে কিছুই বুজবেন নাহ ।

আপনাদের সাথে আজকে একটি সাইট শেয়ার করব যার মাধ্যমে আপনি ঘরে বসে প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় ব্যয় করে মাসে সর্বনিম্ন ৫০০০ টাকা আয় করতে পারবেন । কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি । কোন ইনভেস্ট লাগবেনা । কাজ ঠিক dolancer, skylancers এর মত । প্রথমে সাইট এর ইনকাম প্লান দেখে নিন ।

দয়া করে সম্পূর্ণ পোষ্টটা পড়ুন

Business Plan

Free Package
Subscription Fee $0.00 ( full free )
Per Day Add 100
Earn Per Add $0.01
Per Day Earn (Total) $1.00
Monthly Earn $30.00
Per Week Binary Income $0.00
Sponsor Income $0.00
Generation Income $0.0
Free member get their addclicks after 7 days of their joining.A free member get addclicks for 100 days
Free member unable to make any kind of transaction before their upgrade.
Time : 50 minute ( per add 30 second )

Basic Packgae
Subscription Fee $100
Per Day Add 10
Earn Per Add $0.15
Per Day Earn (total) $1.5
Monthly Earn $45
Binary Income(per week) $500
Sponsor income Unlimited
Generation income: unlimited
Time : 5 minute ( per add 30 second )

Silver Package
Subscription Fee $250
Per Day Add 25
Earn Per Add $0.15
Per Day Earn (total) $3.75
Monthly Earn $112.5
Per week binary income $800
Sponsor income Unlimited
Generation income: unlimited
Time : 12.5 minute ( per add 30 second )

Gold Package
Subscription Fee $500
Per day add 50
Earn per Add $0.15
Per day earn (total) $7.5
Monthly Earn $225
Per week binary income $1000
Sponsor income Unlimited
Generation income: unlimited
Time : 25 minute ( per add 30 second )

Diamond Package
Subscription Fee $1000
Per day add 10
Earn per Add $0.15
Per day earn (total) $16.5 (15+1.5)
Monthly Earn $495
Per week binary income $1500
Sponsor income Unlimited
Generation income: unlimited
Time : 5 minute ( per add 30 second )
Diamond member get 110 add daily folling the package. But they need to click only 10 add. Rest of the 100 click will be clicked by Free members.

এবার ভাল লাগলে এখনি রেজিস্ট্রেশান করুন http://www.onlineaddclick.net/?r=joy11

এখানে যান এবং ইউজার, ই মেইল, পাসওয়ার্ড, ক্যাপচা বসিয়ে সাইন আপ এ ক্লিক করুন। এখন আপনি যে মেইল ইউজ করেছেন সেটা ওপেন করুন । দেখুন সবকিছু ঠিক থাকলে আপনার মেইল এ একটা লিঙ্ক গিয়েছে । এখন ওই লিঙ্ক এ ক্লিক করুন। দেখুন একটা নতুন পেইজ ওপেন হবে । এই পেইজ এর ফর্ম এ ফার্স্ট নেইম, লাস্ট নেইম, মোবাইল নাম্বার, কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, জিপ কোড বসিয়ে সাইন আপ এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল আপনার রেজিট্রেসন। এবার আপনি যদি ফ্রী ইউজার হন তাহলে ৭ দিন অপেক্ষা করুন অ্যাড দেখার জন্য। আর এই বিসয় সম্পর্কিত যে কোন হেল্প এর জন্য আমাকে পাবেন এই লিঙ্ক এ

https://www.facebook.com/groups/onlineaddclickzone ( যারা এই পোস্ট দেখে সাইন আপ করবেন তারা )

সবচেয় বর কথা হচ্ছে এখানে আমরা কাজ করে টাকা দিতে পারব। অন্যান্য site এ যেমন ১০$ নিয়ে ৯০$ বাকি রাখে..এরা ফ্রী দিয়ে ১০০$ ই বাকি রাখছে……..। নিজে আইডি খুলুন এবং বন্ধুদের রেফার করুন কারন আপনার মাধ্যমে হয়ত আপনার বন্ধুর উপকার হতে পারে। আর কেও যদি বেসিক , সিলভার এবং গোল্ড প্যাকেজ নিয়ে আজ থেকেই ইনকাম শুরু করতে চান তারা অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারবেন ভিসা অথবা মাস্টারকার্ড দারা । এজন্য আপনার একাউন্ট এ লগিন করার পর http://www.onlineaddclick.net/membership.php লিংক এ গিয়ে পাকেজ সিলেক্ট করে আপগ্রেড করুন । পুরো বোনাস প্লান হচ্ছে dolancer এবং skylancers এর মত। কিছু ক্ষেত্রে ওদের চে একটু বেসি যেমন বেসিক দিয়েই উদাহরণ দেই এখানে ১০০ ডলার দিয়ে আপগ্রেড করার পর আপনি অ্যাড পাবেন প্রতিদিন ১০ টি এবং প্রতিটি অ্যাড এ টাইম লাগবে ৩০ সেকেন্ড মোট ৫ মিনিট আর আয় করবেন প্রতি অ্যাড এ .১৫ সেন্ট মোট ১.৫ ডলার তাহলে মাসে ৪৫ ডলার। ফ্রি জয়েন করুন এবং করান। কারন যখনই আপনার নিচে থেকে যখনি আপনার রেফার করা একটি একাউন্ট আপগ্রেড করবে তখনি আপনি পাবেন ১০% বোনাস । তাছারা ম্যাচিং বোনাস ৫% করে ( উভয় দিক ) এবং জেনারেশন বোনাস ত থাকছেই । ও আর একটি কথা জইন করার পর অ্যাড কিন্তু প্রতিদিনের টা প্রতিদিন দেখে শেষ করবেন কারন আপনাকে ১০০ দিন সুযগ দেওয়া হবে এরপর আর ফ্রী অ্যাড দেয়া হবেনা। আপনার ১০০ ডলার হতে যা বাকি থাকবে তা নগদ দিয়ে আপগ্রেড করতে হবে।

আর টাকা তুলতে পারবেন western union money transfer অথবা যেকোনো অনলাইন ব্যাংক এর মাধ্যমে । আর সমস্যা হলে তো ফেইসবুকে আছি। আমি জানি এখানে অনেক টিউনার আছেন যারা বিভিন্ন ব্লগে পোস্ট করেন । সবাইকে বলি আপনারা আপনাদের sponsor ID দিয়ে ভিবিন্ন ব্লগে পোস্ট করেন কোন সমস্যা নেই। কিন্তু যারা পোস্ট করবেন তারা সবাই আমার sponsor ID দিয়ে একাউন্ট খুলবেন । আমার টিউন টি যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার কষ্ট সার্থক ।

আপনি যদি মাস্ট বি ফ্রি ইউজার হন তাহলে আপনাকে ৭ দিন অপেক্ষা করতে হবে । রেজিস্ট্রেশন করার সাত দিন পর থেকে আপনি click 2 earn করতে পারবেন । কাজ সম্পূর্ণই dolancer,skylancer, skywalker এর মত । so no tension

What is onlineaddclick ?

Free Online Income at Home Without Investment From Onlineaddclick

Have You A Computer With Internet Connection?

From 1 Account 1 Dollar Bangladeshi 70 Taka.

From 3 Account 3 Dollars Bangladeshi 210 Taka

ফোন সাপোর্ট +৮৮০১৬৮০৮০১৯৭৯

কিছু পেমেন্ট প্রুফঃ


যদি সময় থাকে তাহলে ১ টি সাইন আপ দিতে পারেন।

গ্রামীণফোন গ্রাহকেরা নিয়ে নিন ফ্রি ৪৫ এম.বি ডাটা!!!!!

হ্যাঁ!!! ঠিক তাই!!! গ্রামীণফোন কোম্পানি তাদের স্পন্সরকৃত ওপেরা মিনি’র ব্যবহার বাড়ানো জন্য গত ২ মাস আগে ফ্রি ডাটা ব্যবহারের ঘোষণা দেয়। এরই ধারাবাকিতকায় এই মাসের (জানুয়ারী ২০১২) ২৫ তারিখ হতে ওপেরা মিনি’র ডাউনলোডের জন্য ৪৫ এম.বি. ফ্রি ইন্টারনেট দিচ্ছে! তবে ওপেরা মিনি ডাউনলোড করবেন কিনা তা আপনার ব্যাপার।

ফ্রি ৪৫ এম.বি. পেতে হলে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে click লিখে পাঠিয়েদিন ৯৯৯৯ নাম্বারে। চার্জ: ১.৫০ টাকা। ফিরতি দুটি ম্যাসেজের মধ্যে একটিতে কনফারমেশন পাবেন যে আপনার নেট চালু হয়েছে। আর আরেকটিতে পাবেন ওপেরা মিনি এবং ফেসবুক এ্যাপ্লিকেশনের ডাউনলোড লিং। তবে আর দেরি কেন? এখনই শুরু করে দিন ব্রাউজিং!

শর্তসমূহঃ
১। উল্লেখিত অফারটি উপভোগ করতে হলে আপনার সংযোগটি ৩১ ডিসেম্বর, ২০১১ বা এর আগের হতে হবে।
২। এটি শুধু বিজনেস সলিউশন ও জিপি কানেন্ট ব্যতীত পোষ্টপেইড এবং প্রিপেইড গ্রাহকের জন্য ।
৩। এটির একটিভ করার সর্বশেষ মেয়াদ ২৫ ফেব্রুয়ারী ২০১২।
৪। শুধুমাত্র কনফারমেশন ম্যাসেজ পাওয়ার পরই ৪৫ এম.বি. দিয়ে ব্রাউজ করা যাবে। যার মেয়াদ থাকবে ৩০ দিন।
৫। অবশিষ্ট ব্যালেন্স জানতে, যারা মডেম ব্যবহার করেন তারা View লিখে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে। আর যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন তারা সরাসরি ডায়াল করুন *৫০০*৬০# নাম্বারে।

৬। ব্যালেন্স এর মেয়াদ শেষ হলে গেলে রেগুলার চার্জ প্রয়োগ হবে। (১০ কিলো=০.০১পয়সা)

৭। এ অফারটি ক্যাম্পেইন চলাকালিন (২৫ জানু-২৫ফেব্রু ২০১২) সময়ে প্রতি গ্রাহক একবার উপভোগ করতে পারবেন।

সর্বশেষে একটা কথাই বলতে চাই যে, যারা বড় মাপের নেট ব্যবহার করেন বা যার পি৬,পি৭ বর্তমানে ব্যবহার করেন তারা ভুলেও এটি করতে যাবেন না। কারণ এতে আপনার অবশিষ্ট ডাটা সমূহ চলে যাবে। আর আমি ত ৫জিবি/মাস চালাই। আমি এটি চালাতে পারবো না।

তাহলে শুরু করে দিন নেট ব্রাউজিং। খুঁজে বের করুন আপনার জিপি সংযোগটি। বেডের চিপায়, ট্রাঙ্গের টলায়, মানিব্যাগের পকেটে যেখানেই সিম রাখেন না কেন খুঁজে বের করুন আর ব্যবহার শুরু করুন।

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট রিভিউ এবং কনফিগারেশন

দেশের অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সতন্ত্রতা এবং ভাল মন্দ নিয়েই চলছে শুরুর থেকে। বলা বাহুল্য আমাদের মত সল্পউন্নত দেশের মধ্যে এতোগুলো ইন্টারনেট সার্ভিস দাতা প্রতিষ্ঠান থাকলেও আমরা ভাল সার্ভিস কারো থেকেই পাই না। যাহোক…. সম্প্রতি আমি গ্রামীনফোন এর নেট পরিহার করে বিটিসিএল এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি প্রায় ১ মাস হচ্ছে। আর মাত্র ১ মাসের সামান্য অভিজ্ঞতা নিয়েই আজকের পোষ্টি…

যেভাবে সংযোগের আবেদন করবেনঃ
১. আপনার শহরের নিকটস্থ বিটিসিএল অফিসে যেয়ে তাদের দেয়া নির্দিষ্ঠ আবদেন ফর্মে আপনার যে নামে টিএনটি(বর্তমান বিটিসিএল) এর টেলিফোন লাইন আছে সেই সব প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
২. টেলিফোন লাইনের এক কপি ফটোকপি।
৩. তারপর, যার নামে টেলিফোন লাইন তার ভোটার আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি, এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত।
৪. বিটিসিএল এর এডিএসএল মডেম মূল্য ২৫০০টাকা সাথে সার্ভিস চার্জ ৪০০টাকা। এই সর্বমোট ২৯০০টাকা এর তিন পেজের একটি ডিমান্ড নোট তারাই লিখে দিবে। ডিমান্ড নোট+২৯০০টাকা তাদের বলা মত ব্যাংকে গিয়ে জমা দিবেন। (শুধু টাকা আর ডিমান্ড নোট জমা দিবেন।)
৫. সেই ব্যাংক টাকা সহ ডিমান্ড নোটের এক কপি জমা নিয়ে বাকী ২কপি আপনাকে দিবে।
৬. বাকী দুই কপি ডিমান্ড নোট, আবেদন ফর্ম, ছবি এবং ভোটার আইডি কার্ডটি এবার বিটিসিএল অফিসে জমা দিবেন।
৭. বাকী দু কপি ডিমান্ড নোট এর মধ্যে বিটিসিএল অফিস এক কপি রেখে আপনাকে এক কপি দিয়ে দিবে। এবং খুব বেশি হলে তিন দিনের মধ্যে আপনার একাউন্ট তৈরী করে আপনাকে জানানো হবে। না জানালে ২/৩ দিন পরে খোঁজ নিতে ভুলবেন না।
বাস! আবেদনের কাজ শেষ!
নোট: বিটিএল এর এই সার্ভিষ বাংলাদেশের অনেক জেলাতে এখনও পৌছায় নাই।
সুবিধা-অসুবিধাঃ
১. সুবিধা বা অসুবিধা বলতে আমি এখনো তেমন জটিল কোন অসুবিধা পাই নাই। যেখানে জিপি-তে আমার দৈনিক ১০-১৫ বার লাইন কেটে যেত অটোমেটিক। সেখানে গত একমাসেও এমন সমস্যায় একবারো পড়তে হয় নাই।
২. মাত্র ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস এর আনলিমিটেড সংযোগ। প্রোয়োজন অনুযায়ী লাইন স্পীড পরিবর্তণ করতে পারবেন। তবে মাইগ্রট করতে হলে স্থনীয় অফিসে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে আবদেন করে জানাতে হবে। আবেদন করাটা কারও কারও কাছে সমস্যাও মনে গতে পারে।
৩. সময় মত বিল না দিতে পারলে প্রায় সব নেট সার্ভিসের লাইন কেটে যায়, তবে বিটিসিএল এর ক্ষেত্রে এমনটা হবে না কারন, আপনার টেলিফোন বিলের সাথে ইন্টারনেট বিল পাবেন। তাই আপনার সুবিধামত সময় বিল জমা দিতে পারবেন। তবে, সময়মত বিল দেয়াই আদর্শ নাগরিকের কাজ!
৪. একই সাথে টেলিফোনে কথা বলা এবং নেট চালাতে পারবেন। তবে একটি সমস্যা হতে পারে, আপনার মূল টেলিফোন সংযোগ আপনার মডেমের সাথে হতে হবে। সেথানে থেকে হাব এর মাধ্যমে একাধিক সংযোগ বরে করতে পারবেন। এমনটা লা করলে কখনও কল আসলে বা করতে চাইলে মেডেমের লাইন পাবেন না।
৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কার্ডের মাধ্যমে এবং ইউএসবি ক্যাবলের মাধ্যমেও মডেমকে সিপিউ এর সাথে লাগাতে পারবেন।
৬. সর্বোচ্চ ১২টি পিসিতে একই সংযোগ দিয়ে চালাতে পারবেন। তবে, ভাল গতির জন্য কম পিসি ব্যবহার করাই উত্তম।
পিসিতে সেটআপ পদ্ধতিঃ
আর অন্যান্য হার্ডওয়্যারের যেমন সফটওয়্যার ইন্টল করতে হয়। তেমনি আপনি যদি সরাসরি ল্যান কার্ড দিয়ে ব্যাবহার করতে ইচ্ছুক না হন অথবা সমস্যা ফেস করে তবে, সরাসরি ইউএসবি ক্যাবল দিয়েও মডেম চালাতে পারবেন। তার জন্য মডেমের দেয়া সফটওয়্যার ইন্সটল করে নিবেন। নয়তো ল্যান দিয়েই চালাবেন।
লাইন কনফিগার করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ কন্ট্রোল প্যানেল থেকে Network Connections এ প্রবেশ করুন।

২. Network Connections এর বাম প্যানেল উইন্ডো থেকে Create a new connection এ ক্লিক করুন।

৩. Create a new connection এ ক্লিক করলে নতুন একটি উইন্ডে ওপেন হবে নিচের মত। সেখানে থেকে Set up my connection manually সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

৪. পরের ধাপে, Connect using a broadband connection that requires a username and password সিলেক্ট করে Next করুন।

৫. পরের ধাপে, ISP Name এ BTCL লিখে দিন এবং Next করুন।

৬. এবার বিটিসিএল থেকে আপনাকে দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। তারপর নিচের চেক বক্সগুলো চেক করুন এবং Next করুন।

৭. এবার পরের ধাপে, Add a shortcut to this connection to my desktop এর বাম পাশের চেক করুন এবং Finish করুন।

৮. এবার বিটিসিএল নেট এ লগইন/কানেক্ট করার উইন্ডো পাবেন। Connect বাটনে ক্লিক করুন। ২/৩ সেকেন্ডর মধ্যে কানেক্টেড হবে। তারপর উপভোগ করুন ব্রডব্যান্ড সার্ভিসের মজা!!

কিছু সংযুক্তিঃ
১. সংযোগ একটিভ করে দিতে আপনার বাসায় বা প্রতিষ্ঠানে বিটিসিএল এর প্রতিনিধি আসবে। তাদের সংযোগ সেটআপ এর কাজ তাদেরকেই করতে দিবেন। কারন আপনি এসবের জন্য অতিরিক্ত ৪০০টাকা জমা দিয়েছেন মডেমের সাথে। ভুলেও অতিরিক্ত অর্থ প্রদান করতে যাবেন না। তবে, যদি মনে করেন ৫০/১০০ টাকা চা-নাস্তা খেতে দিতে পারেন, সেটা আপনার মানবতা মাত্র!
২. আগামী ১৫ জানুয়ারী থেকে সকল বিটিসিএল প্যাকেজের স্পীড দ্বীগুন করা হবে বলে জানানো হয়েছে! বিস্তারত এখানে!
আজ এই পর্যন্তই!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More