আসসালামু আলাইকুম

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

বদলে দিন আপনার পিসির পারফরম্যান্স

উইন্ডোজ সেভেনের এক্সপেরিয়েন্স ইনডেক্স বা পারফরম্যান্স নাম্বারিং সিস্টেমের সাথে অনেকেরই পরিচয় আছে। এটি ১.০ থেকে ৭.৯ স্কেলে আমার কম্পিউটারের প্রসেসর, RAM, গ্রাফিক্স, গেমিং এবং হার্ডডিস্কের মানকে ইনডেক্স করে সেটি মাই কম্পিউটারের প্রোপার্টিজে দেখায়। নিজের প্রিয় পিসির স্কোর কম দেখালে আমার মতো অনেক কম্পিউটার পাগলের মন কিছুটা খারাপ হয় বৈকি! আর ব্যাপারটা যখন হয় বন্ধুদের দেখাবার জিনিস, তখন তো এটা রীতিমতো মান-সন্মানের বিষয়। আজকে তাই এই এক্সপেরিয়েন্স ইনডেক্স-এর ডাটাকে কিভাবে নিজের মতোর করে লিখা যায় সেই উপায় শেখাবো আপনাদের।

* প্রথমেই নিচের লোকেশনে যান-

C:\Windows\Performance\WinSAT\DataStore।

সেখানে যদি একাধিক ফাইল দেখেন তাহলে সবচেয়ে নতুন ফাইলটি নির্বাচন করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার টার্গেট ফাইল নেমে নিচের শব্দটি অবশ্যই থাকবে-

Formal.Assessment (Initial).WinSAT

* এবারে ফাইলটি নোটপ্যাড নিয়ে ওপেন করুন। তারপর এডিট> ফাইন্ড-এ গিয়ে ‘WinSPR’ লিখে সার্চ দিন।

* ‘WinSPR’ এর পরবর্তী লাইনগুলাই আপনার স্কোর নির্দেশ করছে। এবারে ৭.৯ বা তার নিচের যেকোনো ভ্যালু লিখে সেভ করে দিলেই কেল্লা ফতে! আবার অরিজিনাল স্কোর দেখতে হলে এক্সপেরিয়েন্স ইনডেক্স-এ গিয়ে রি-রান এসেসমেন্ট দিলেই হবে।

পূর্বে এখানে প্রকাশিত

ফেসবুকে যোগ করুন সুন্দর ইমো (আপনার ফ্রেন্ড চমকাবেই কথা দিলাম)

ফেসবুকে চ্যাট করার সময় আমরা সবাই কম বেশি ইমো ব্যাভার করি … কিন্তু সেই ইমোটি যদি হয় অসাধারন তাহলে ত কথাই নেই … আপনাদের জন্যে নিয়ে এলাম এমন একটি সাইট যেখান থেকে আপনি পাবেন অসাধারন কিছু ফেসবুক ইমো

ইমো প্যাক ১ http://rockerwap.com/fb

ইমো প্যাক ২ http://rockerwap.com/fb2

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

এলার্ট পে এখন বাংলাদেশে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম।
আপনারা বেশ সবাই।
অনলাইনে কাজ করেন অথচ এলার্ট পে কিংবা পেপাল এর নাম জানে না কিংবা শুনে নি এমন মানুষ খুজে পাত্তয়া দায় না। নানা বিধ কারণে অনলাইনে পেমেন্ট পেতে ফ্রিল্যান্সারদের ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। কেননা বাংলাদেশে এই দুটি জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম আপাতত দৃষ্টিতে বন্ধ। বহু আলোচনা সমালোচনা আবেদন নিবেদনের পর আগামী সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে পেপাল আসার কথা রয়েছে। তারই আগে বাংলাদেশে এলার্ট পে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে আজ হতে। বেসিস সফটএক্সপো ২০১২ প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এলার্টপে। এবিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার ক্রিস টিসদল বার্তা দিয়ে।

ভিডিও টি দেখুন ঃ http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg

এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে। এখন এলার্ট পে www.alertpay.com/bangladesh বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.

BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে


আর জাদের এলার্ট পে অ্যাকাউন্ট নাই তারা এই লিঙ্ক এ ক্লিক করে আজ এ অ্যাকাউন্ট বানিয়ে নিন।
(অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। বেস কাজ সেশ…..)

সবাই ভাল থাখবেন।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

Full freeeee Dolancer এর একাউন্ট । সীমিত সময়ের জন্য। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল

আপনারা ত Dolancer সম্পর্কে অনেকে অনেক কিছু সুনেছেন । এবং অনেকে একাউণ্ট ও করেছেন । কিন্তু অনেকে Dolancer কে বিশ্বাস করেন না । সুতরাং যারা dolancer কে একটু পরখ করে দেখতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুজুগ। কারন Dolancer ফ্রি একাউন্ট দিচ্ছে আপনাদের। এখানে আপনি ফ্রীলাঞ্চের যে কাজ গুলা আছে তা আনলিমিটেড বিড করে করতে পারবেন । বিন্দু মাত্র আপগ্রেড এর দরকার নাই। আপনি বিদ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন । আর আপনি যদি পিটিসি করতে চান তাহলে ক্লিক করে আপনি প্রতিদিন ১ ডলার করে ইনকাম করতে পারবেন । এজন্য আপনার সাবস্ক্রাইব করতে হবে । আপনি যদি ৬ মাসের জন্য সাবস্ক্রাইব করেন তাহলে ৫০ ডলার দিয়ে তাহলে ৬ মাসে আপনার আস্তেছে ১৮০ ডলার ।আর আপনি যদি একটু অভিজ্ঞ হন তাহলে আপনি ফ্রীলানছার করে আয় করা ডলার দিয়েই সাবস্ক্রাইব করতে পারবেন । কই মাছের তেলে কই মাছ ভাজা আর কি ! আরেকটা অপসন আছে Post to earn সেখান থেকেও আপনি প্রতিদিন ৩ ডলার ইনকাম করতে পারবেন । আপনি যদি এখন click to earn এ রেজিস্টার করেন তাহলে Post to earn পাচ্ছেন বিনামুল্লে। Dolancer এ প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে এখন আর ৭০০০ টাকা লাগে না। ৩৫০০টাকা হলেই পারবেন । যদি প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন ০১৮১৫৭৭০৯৭৯। তবে যারা এই পোস্ট টি পরবেন তাদের কে অনুরুধ যদি কেও যদি প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে চান তাহলে আমার সাথে জুগাজুগ করবেন । যত টুকু হেল্প দরকার আমি করব । অনেক কথা হয়ে গেল । সাইন আপ টা করে ফেলুন

ফ্রি প্যাকেজ এ যা পাচ্ছেনঃ

১. ফ্রীল্যান্সিং এ কাজ করার সুজুগ।

২। ফোরাম পোস্টিং মানে Post to Earn

৩. ওয়েব লিজ

আপনি সব সুবিধাই পাবেন শুধু মাত্র click to earn ছাড়া

সমস্যা নাই আপনি উপরোক্ত কাজ করে ইনকাম করে সেই ডলার ধারা click to earn এ রেজিস্টার করতে পারবেন ।

Forum Posting ( Sign up এর পর Free subscribe করে নিন)[ per post এ $0.30 পাবেন

দয়া করে স্পন্সর আইডি দিবেন shakil42 (যদি চায়)http://www.blogger.com/img/blank.gif

Dolancer তারাতারি ফ্রী জয়েন করতে ক্লিক করুন এই লিংক এ

অথবা ছবির উপর ক্লিক করুন

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

ডানলোড করুন Latest Version of KM Player 3.1.0.0

সম্প্রতি KM Player 3.1.0.0 রিলিজ পেয়েছে । KM Player আমার ভীষণ ভাললাগার একটি Player । কারণ এটি প্রায় সব ফরম্যাটের অডিও – ভিডিও সাপোর্ট করে । কথা বাড়িয়ে আর লাভ কী ? নিচের লিংক থেকে ডাউনলোড করুন ।


Download Link

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

আসুন তো দেখি অল্প বিনিয়োগ করে কিছুটা লাভবান হওয়া যায় কিনা।

নতুন খবরঃ >> যারা ফরেক্স (Forex Trading) করে রিস্ক ছাড়াই নিশ্চিত আয় করতে চান বা শিখতে আগ্রহী, তাদের জন্যে সুখবর। শুরু হলো সম্পুর্ন অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং প্রশিক্ষন কোর্স। বিস্তারিত দেখুন এখানে

>> সবার অনুরোধে আলাদা একটি ব্লগ তৈরী করে দিলাম। যাতে যে কোন ব্যাপারে আরও বেশি আলোচনা করা যায় এবং মুলত যারা ডলার ক্রয়-বিক্রয় করার কথা ভাবছেন তারাও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। বিস্তারিত দেখুন এখানে

ভুমিকাঃ অনলাইনে এ আয় করার পদ্ধতি কে আপাতত দুই ভাবে ভাগ করছি। এক ইনভেস্টমেন্ট ছাড়া এবং দুই ইনভেস্টমেন্ট সহ। ইনভেস্টমেন্ট ছাড়া আয় করা মোটেই সহজ নয় তার জন্যে আপনাকে কাজ করতে হবে এবং তার পিছনে সময় ব্যয় করতে হবে আর ইনভেস্ট করে আয় করাটা বেশ সহজ বলা যায়। তাই আমি এখন ইনভেস্ট করে আয় করা সম্পর্কে আলোচনা করবো। ইনভেস্ট কে আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফরেক্স এ ইনভেস্ট আর একটি হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট এ ইনভেস্ট। তবে আপাতত শুধু ইভেস্ট নিয়ে আলোচনা করছি আর ফরেক্স নিয়ে বিস্তারিত এখানে বলা আছে।

ইনভেস্ট নিয়ে কিছু বলতে গেলে সর্ব প্রথম যে কথা গুলো বলা দরকার তা হলো, ইনভেস্ট করে যে কেউ কয়েকদিনেই বড় লোক হয়ে যেতে পারেন আবার কয়েক মিনিটেই ইনভেস্ট এর সব টাকা হারিয়ে পথে বসে যেতে পারেন। সব কিছুই নির্ভর করবে আপনি কোথায় ইনভেস্ট করছেন তার উপর। তবে ইনভেস্ট করার আগে একটি কথা সব সময় মনে রাখবেন যে ইনভেস্ট মানেই হচ্ছে রিস্ক। তবে কোথাও একটু বেশি আবার কোথাও কম। রিস্ক এর পরিমান ১% থেকে ১০০% পর্যন্ত হতে পারে। তবে ০% রিস্ক এরকম সাইট কখনোই খুজে পাওয়া যাবে না। তবে তারপরেও ইনভেস্ট করেও অনেক কিছু করা সম্ভব কারন কিছু কোম্পানী ব্যাবসা করার জন্যে মাঠে নামে। তাই তারা আপনার টাকা দিয়ে বিজনেস করে আপনাকেই লাভ দিয়ে যাবে। তবে প্রতিদিনই ইনভেস্টমেন্ট এর নতুন নতুন সাইট বা প্রোগ্রাম চালু হচ্ছে। তার মধ্যে যে সব গুলোই খারাপ হবে তা নয়। দুই একটা ভালো থাকবে। তবে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে বা কিছু বিষয় সম্পর্কে ভালো ধারনা থাকা লাগবে।

ইনভেস্ট করার পুর্বে যে জিনিস গুলো জেনে নিবেনঃ

১। প্রথমেই আপনাকে জানতে হবে ঐ কোম্পানী আপনাকে কেমন লাভ দিবে? কোন কোম্পানী তাদের নিজেদের ক্ষতি করে আপনাকে লাভ দিবে না। সব কোম্পানীই আগে নিজেদের লাভ এর কথা চিন্তা করে। তাই আগে দেখে নিবেন যে তাদের লাভ এর পরিমান খুব বেশি কিনা। যদি খুব বেশি হয় তা হলে বুঝবেন যে সেই কোম্পানী বেশি দিন টিকবে না। আর যদি কম দেয় তা হলে বুঝে নিবেন যে তারা ব্যাবসা করার জন্যেই এসেছে। সুতরাং অল্প হলেও তারা লাভ দিয়ে যাবে।

২। ইনভেস্টমেন্ট এর যে প্রোগ্রাম বা সাইট গুলো আছে তার বেশির ভাগই ভুয়া। অর্থাৎ ব্যাপার টা এরকম যে আজ আছে কাল নেই। তারা আসবে। এবং আপনাকে অধিক লাভ দিবে। আপনি ঐ লাভ পেয়ে আপনি আরো দশ জন কে বলে ইনভেস্ট করাবেন এবং নিজেও বেশি ইনভেস্ট করবেন, তারপর কোম্পানী আপনার সব টাকা-পয়সা নিয়ে হাওয়া হয়ে যাবে। ১০০ টার মধ্যে ৯০ টি সাইট এর উদ্দেশ্য এরকমই থাকে। তাই আপনাকে আগে বুঝতে হবে তাদের উদ্দেশ্য টা কি?

৩। এরকম ইনভেস্টমেন্ট এর সাইট বানানো খুবই সহজ। চাইলে আমি নিজেই বানিয়ে অপারেট করতে পারি। এবং স্ক্রিপ্ট কিনতেও পাওয়া যায়। তাই চাইলে যে কেউ বানিয়ে নিতে পারে। এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সে যদি চাই ঐ সাইট খুব সহজেই ওপারেট করতে পারে এবং যখন তখন সাইট ঘুটিয়ে ফেলতে পারে। সুতরাং ইনভেস্ট করার পুর্বে তাদের কোন অফিস আছে কিনা তা যাচাই করে দেখবেন। প্রয়োজনে Contuct us, About us এই জাতিও পেজ থেকে থেকে নিতে পারেন। যারা এরকম অফিসিয়াল এড্রেস দেয় তারা সত্যি সত্যি বিজনেস করার জন্যেই আসে। তাই তাদের স্ক্যাম বা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

৪। আপনি যেখানে ইনভেস্ট করবেন তারা টাকা টা নিয়ে কি করবে? তারা আপনাকে কোথা থেকে লাভ দিবে? এটাও জানা জরুরি। অবশ্য তারা যদি সত্যিই ব্যাবসা করার উদ্দেশে আসে তা হলে অবশ্যই আপনাকে অনেক কম লাভ দিবে। এবং এই ধরনের সাইট গুলো সাধারনত ফরেক্স ট্রেড করে সেখান থেকে যা লাভ পায় তা থেকে মেম্বারদের মধ্যে ভাগ করে দেয়।

সব উপরোক্ত বিষয় গুলো খেয়াল করে ইনভেস্ট করলে ঠকার সম্ভাবনা কম থাকে।

ইনভেস্ট করার মতন খুব ভালো এবং জনপ্রিয় কিছু সাইট হলোঃ

১।ম্যাক্র ট্রেইড। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

২।রিপ্রোফিন্যান্স। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

৩।নিয়োপ্রোগ্রেস। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমার মতে কোন একটি তে বেশি না করে সব গুলো সাইটেই ইনভেস্ট করে রাখা ভালো।

উপরের গুলোতে তো অন্যের কাছে ইনভেস্ট করছেন কিন্তু ফরেক্স একটু ভিন্নঃ

৩। ফরেক্স ট্রেইড (এটা সম্পুর্ন আলাদা বিজনেস। নিজের ইনভেস্ট নিজের নিয়ন্ত্রয়নে থাকবে বিস্তারিত এখানে দেখুন)

যে ওয়েবসাইট গুলো থেকে সাবধান থাকবেন বা ইনভেস্ট করবেন না। সেই গুলো নিচে দেওয়া হলঃ

১। ক্লাব-এস্টেরিয়া। এটা অনেক জনপ্রিয় ছিল কিন্তু এটার প্রফিট নির্দিষ্ট নয় তাই এখন প্রফিট খুবই কম দিচ্ছে তাই আপাতত ওটা তে ইনভেস্ট করার দরকার নেই। বিস্তারিত জানতে এখান থেকে ক্লিক করুন

২। সেইফ ডিপোজিটারি। এটাও এই মুহুর্তে স্ক্যাম হয়ে গেছে বলে ধারনা করছি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ব্লগ ডিজাইন,সিইও,এডসেন্স কি জানুন এবং এর থেকে নিয়মিত আয় করুন


এখন অনলাইনে টাকা আয় করার জন্যে সবাই পাগল হয়ে যাচ্ছে। ভাল কথা, সেটা দেশের অর্থনীতির জন্য খুবই উপকারি। কিন্তু তাদের ৯৯% ভাগই ব্যর্থ হয়ে ফিরে আসে। কারন একটাই, বাঙ্গালী হুজুগে পাগল। তাই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। পিটিসি বা এমএলএম এর মত স্কাম সাইট গুলোতে অযথা সময় নষ্ট না করে এখনি কাজে লেগে পড়ুন। সাফল্য আসবেই। অটুট লক্ষ্যএবং কাজ এই দুটোই পাড়ে সাফেল্যর মুখ দেখাতে। আপনি জানেন কি পিটিসি আপনার কতো ক্ষতি করছে ? না জনলে গুগলে সার্চ করে দেখুন… উত্তর পেয়ে যাবেন। আমার মতে নতুন দের জন্যে সবচেয়ে ভাল মাধ্যম হল গুগল এডসেন্স। যদিও একাউন্টস পাওয়া সোনার হরিণের মতো কিন্তু অসাধ্য না। কোন রূপ ভ্রান্ত ধারনা বা কোন প্রকার লোভে পা দিবেন না। যারা প্রোগ্রামিং জানেন না বা শিখতে আছেন তাদের জন্যে শুধুমাত্র ব্লগে লিখে এবং এডসেন্সের এডস থেকে আয় হতে পারে একমাত্র নির্ভরযোগ্য ও নিরাপদ উপায়। পাশাপাশি শিখতে থাকুন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট বা সিএমএস, ফটোশপ। আপনি সফল হবেনই। আপনার যা লাগবে ? একটা ব্লগ লাগবে। ব্লগস্পট হল এডসেন্সের জন্যে সবচেয়ে উপযোগী প্লাটফর্ম। অবশ্য ইংরেজি ভাষায় ব্লগ তৈরি করবেন। এডসেন্স বা গুগলের নিয়ম বহির্ভূত ভাবে না বানিয়ে সঠিক নিয়মে তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকুন। সাথে সিইও এর কাজও করুন। দেখবেন এক সময় শত শত ভিজিটর আসবে আপনার ব্লগে শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টস থেকে। তখন এডসেন্স থেকে পর্যাপ্ত পরিমাণে আয় করা কোন ব্যাপার না। এর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে থাকুন যদি ওয়েব ডেভলোপার বা ওয়েব ডিজাইনার হতে চান। ডুল্যান্সার বা পিটিসি জাতীয় ভূয়া সাইট গুলোর দিকে যদি মনোনিবেশ করে থাকেন তবে তাদের কে বলবো আমার এই লেখা আপনার জন্যে নয়। আপনি আপনার পিটিসি নিয়ে থাকুন। আপনার জন্যে এই পোস্ট টি পারফেক্ট। বর্তমানে বাংলাদেশে অনেকেই আছেন, যারা প্রতি মাসে এডসেন্স থেকে শত শত ডলার আয় করতেছেন। আর সারা পৃথিবীতে গুগল এডসেন্স হল সবচেয়ে নির্ভর এবং নিরাপদ পেমেন্ট কারী সংস্থা। তাই এখানে প্রতারিত হবার কোন আশংকা নাই। প্রমান হিসেবে আমার নিজের একটি চেকে স্ক্রিন শট দিলাম দেখে নিন। যারা আমার গুগল গ্রুপে যোগ দিতে চান তারা এখানে ক্লিক করতে পারেন। সেখানে আপনি এডসেন্স, ব্লগ, ইউনিক কন্টেন্ট এবং সিইও এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আপনার প্রশ্ন করার সুযোগ রয়েছে। পোস্ট টি কেমন লাগলো জানাবেন। যাতে আগামীতে এরকম পোস্ট আরও করতে পারি। ধন্যবাদ সবাইকে…

শুধু আপনার প্রিয় Cpmputer এর জন্য ……।

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব,কয়েকটি New Version Windows । একটি Cpmputer এর জন্য যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিষ , আমি মনে করি সেটা হল Operating System বা Windows । এই Windows যদি নতুন Version পেতে চান তাহলে এখানে যান …।।

ধন্যবাদ সবাইকে ।

ডাউনলোড করুন Nokia মোবাইলের এর জন্যে তৈরিকৃত একটা বাংলাদেশী সফটওয়ার

নকিয়া পৃথিবীর এক নাম্বর মোবাইল ফোন কোম্পানী। বেশী বিক্রির তালিকায় এখনো নোকিয়া। আর সেরা অপারেটিং দিক থেকে সিম্বিয়ান কোন অংশেই পিছিয়ে নেই। যেমন নোকিয়া ৫৮০০, নোকিয়া এন-৮, নোকিয়া ই-৭ এবং এরকম অনেক জনপ্রিয় মোবাইলের অপারেটিং সিস্টেম হল সিম্বিয়ান। নো।কিয়ার আরও যেসব অপারেটিং সিস্টেম এর মোবাইল আছে তা হল, জাভা, মায়েমো, মিগো এবং সর্বশেষ উইন্ডোজ-৭ … আর সকল মডেল এর কথা বিবেচনা করে এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে । কি আছে এই এপ্লিকেশনটিতে ? এটি একটি ওয়েব বেইসড এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর ব্যবহার কারীরা খুব সহজেই বাংলাদেশের প্রধান প্রধান আকর্ষনীয় স্থান গুলোকে খুজে পাবেন। দেখতে পারেন স্থানটির পিকচার। জানতে পারবেন স্থানটি কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে পারবেন। সেখানে কোন হোটেল আছে কিনা এবং থাকলে তাদের বর্ণনা এবং ফোন নাম্বার ও ওয়েব ঠিকানা। বিশেষ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করতে এরকম এপ্লিকেশনের বিকল্প কিছু হতে পারেনা। এই এপ্লিকেশনটি এখন নোকিয়া অভি স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি কোন হোটেল বা কোন পার্কের কর্তৃপক্ষ হয়ে থাকেন, তবে আপনার জন্যে আছে বিশেষ সুবিধা। আপনি এই এপ্লিকেশন টিতে আপনার হোটেল এর বর্ণনা দিতে পারবেন। এপ্লিকেশন এর ডেভলোপার এর সাথে যোগাযোগ এর মেইলঃ bd_visit@yahoo.com , মাত্র কয়েক মাসেই এটি প্রায় এক লাখের মতো ডাউনলোড হয়েছে শুধু ovi store থেকে। Download Link(nokia Touch Screen): http://store.ovi.com/content/49989 and others Model: http://store.ovi.com/publisher/world%20Travel/

স্ক্রীন শট দেখুনঃ

এছাড়াও লক্ষাধিক ডাউনলোড হয়েছে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে।
নোকিয়া স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। Bangladesh লিখে সার্চ
করুন পেয়ে যাবেন। এপ্লিকেশন নামঃ Bangladesh Tour Plan ( Bangladesh
Trip Adviser )
http://store.ovi.com/publisher/world%2520Travel/
নন নোকিয়া মোবাইলে এই এপ্লিকেশনটি পেতে, অপেরা মিনি ওপেন করে লিখুনঃ
http://goo.gl/4jZVl

Source of post: http://groups.google.com/group/blog_adsense

পেওনার ডেবিট মাস্টারকার্ড












বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এজন্য এককালীন খরচ পড়বে ২০ ডলার আর সাইটির মাসিক ব্যবস্থাপনা ফি ৩ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ২.১৫ ডলার + উত্তোলনকৃত অর্থের ৩%। এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।

পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে। নিচে রেন্ট-এ-কোডার সাইট থেকে কিভাবে মাস্টারকার্ডটি পাওয়ার ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা হল -
Details..for…click

www.earn-help.co.cc

www.prothom-aloblog.co.cc

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More