আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

স্পাইওয়্যার টার্মিনেটর কি?

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে ভালো আছেন স্পাইওয়্যার হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনাকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে, আপনার কম্পিউটারের তথ্য পাচার করে এবং সর্বপরি অপারেটিং সিসটেম এর কনফিগারেশনও পরিবর্তন করে ফেলে।

বাচাঁর উপায় কি?
এ হতে পরিত্রান পাওয়ার জন্য আপনি এন্ট্রি-স্পাইওয়্যার ব্যবহার করতে পারেন। আর এর জন্য কার্যকর এবং ফ্রী সমাধান হতে পারে
স্পাইওয়্যার টার্মিনেটর।
এটি স্পাইওয়্যার ছাড়াও পেইজ হ্যাইজাকার , এডওয়্যার , ম্যালওয়্যার, ওয়ার্ম, কর্মাশিয়াল কী লগারসহ বেশ কিছুর এন্ট্রি হিসাবে কাজ করে।
রয়েছে প্রতিদিন আপটেড এর ব্যবস্থা।
কোথায় পাবো?
ডাউনলোড করতে http://www.spywareterminator.com/download/download.aspx
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ

হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং: আজকের বিষয়: কম্পিউটারের বুট সংক্রান্ত সমস্যা ও সমাধান


আজকে আমি আপনাদের সেই গ্রুপের যে সকল সমস্যা সুন্দর ভাবে সমধান দেয়া হয়েছে তার কিছু চৌম্বুক অংশ নিজের ভাষায় উপস্থাপন করছি।

সমস্যা-১ : কম্পিউটার বুট হতে অনেক সময় নেয়।

কারন:

১. Memory Check অপশনটি এনাবল করা এবং এটি দুবার Memory Count করে।

২. অন্যান্য Device সমূহ প্রত্যেক বার Booting এর সময় Detect করে

৩. প্রত্যেকবার Boot করার সময় এন্টিভাইরাস সফটওয়্যার অথবা অন্যান্য Utility Software রান করে এবং নির্ধারিত পরীক্ষা করে।

সমধান :

১. Memory Check অপশনটি Disable করুন। এজন্য BIOS Setup এ ঢুকে Quick Boot অপশনটি Enable করে দিন।

২. BIOS Setup থেকে Device Auto Detect অপশনটি Disable করে দিন।

৩. কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার Tool ব্যবহার করা ভাল। তবে প্রত্যেক বার Startup এ Virus check option টি অফ করে দিন।



সমস্যা-২ : কম্পিউটারের Daisy Chain এর সাথে আরও একটি HDD/CD-ROM Drive/ CD-Writer লাগানো হয়েছে। আগে কম্পিউটার ঠিক ভাবে চলতো কিন্তু এখন Boot করছে না।

অথবা Message: Insert System Disk or No drive found

অথবা, নতুন ড্রাইভটি পাচ্ছে না।

অথবা, Message: Press F1 to continue

কারন :

১. একই Daisy Chain এ লাগানো পূর্বের ড্রাইভটি এবং এখনকার ড্রাইভটি একই Configuration এ লাগানো।

২. নতুন লাগানো ড্রাইভটি নষ্ট অথবা Daisy Chain টি খারাপ।

৩. BIOS Setup ভুল।

সমাধান :

১. একটি Daisy Chain এ লাগানো দুটি ড্রাইভ একই কনফিগারেশনে অর্থাৎ দুটিই মাস্টার অথবা দুটিই Slave থাকলে যে ড্রাইভ থেকে Boot হবে সেটিকে মাস্টার এবং অন্যটিকে Slave হিসেবে Configure করুন।

২. নতুন লাগানো ড্রাইভটি নষ্ট কিংবা Power Connector লাগানো হয়নি অথবা Daisy Chain নষ্ট থাকতে পারে এগুলো পরীক্ষা করুন।

৩. BIOS Setup এ Auto Detect অপশনটি Enable করা না থাকলে Setup এ গিয়ে নতুন ড্রাইভটি assign করে দিন।



সমস্যা-৩ : Boot Disk Failure মেসেজ দেখায়।

কারন :

১. IDE ক্যাবল ঢিলাঢিলা অবস্থায় থাকতে পারে।

২. হার্ডডিস্ক নষ্ট থাকতে পারে।

সমাধান :

১. IDE ক্যাবল ঢিলা অবস্থায় থাকলে সেটি যথাযথভাবে লাগান। এরপর কম্পিউটার চালু করুন। আশা করা যায় এবার কম্পিউটারটি বুট করবে।

২. হার্ডডিস্ক নষ্ট কিনা সেটি বের করার জন্য অন্য একটি হার্ডডিস্ক আপনার কম্পিউটারে লাগিয়ে পরীক্ষা করুন।

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

বিজ্ঞান বিভাগ এর শিক্ষাথীদের জন্য মাক্রোসফট এর ক্যালকুলেটর

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের টিপস শুরু করছি। আজ আমি আপনাদের সাথে মাক্রোসফট এর গানিতিক ক্যালকুলেটর শেয়ার করলাম আশা করি আপনাদের সবার অনেক কাজে লাগবে বিশেষ করে বিজ্ঞান বিভাগ এর শিক্ষাথীদের ভালো কাজে আসবে বলে আমি আশা করি ।


Download Link

কিভাবে আপনার HTML কোডকে সুরক্ষিত রাখবেন (নো কপি-পেস্ট)……..

লেখালেখি করতে ইদানিং ভালো লাগছে না, আর এখানে বিদ্যুতের জ্বালাতনে অস্থির অবস্থা । এই লেখাটা প্রতি সেকেন্ড আমাকে সেভ বরতে হবে, কখন না আবার বিদ্যুৎ চলে যায়!! যাইহোক, আজাকের বিষয়টা আমি মনে করি আমার গত দুই ব্লগ (টিউনারপেজে) থেকে বেশী গুরুত্বপূর্ণ । এটা সবার জানা, নেটে একটা ভাল জিনিস কয়েক হাজার বার কপি পেস্ট করে পোস্ট করা হয় ।কপি-পেস্ট যদি অনুমতি নিয়ে করা হয় তবে কোন সমস্যা নাই । আমি আমার ব্লগের অনেক কনটেন্ট দেখেছি অন্যরা অবলীলায় কপি পেস্ট করে দিয়েছেন । এখানে একটা বিষয় বলে রাখি, অনেকে ভাবেন Mouse এর Right Button option disable করে রাখলে আর সোর্স কোড দেখার কোন উপায় নাই!! এটা ভুল কথা, আমি একটা সিস্টেম জানি (পরে কোনদিন আপনাদের সাথে শেয়ার করা যাবে) যেটা দিয়ে আপনি যত প্রকার সুরক্ষাই নেন না কেন আপনার Html source code দেখা সম্ভব । তবে আমি নিজে এখন একটা পদ্ধতি ব্যবহার করি (সবখানে না , কিছু গুরুত্বপূর্ণ জায়গায়) যারা দ্বারা আপনি আপনার html code অন্যদের হাত থেকে রক্ষা করতে পারবেন । HTML Encrypter tool কিভাবে কাজ করে তা আমি আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি –

১মে এই লিংকে যান – http://tools.allursolve.com/html-encrypt.html
এবার আপনি যে কোডটা সিকিউরিটি দিয়ে রাখতে চান তা কপি করে পেস্ট করুন ১ম বক্সে (Keyboard থেকে Ctrl+V দিয়ে পেস্ট করবেন)
Encrypt বাটনে চাপ দেন (বোঝার অযোগ্য একধরনের কোড এ কনভার্ট হয়ে যাবে, ভয়ের কিছু নাই সবকিছু স্বাভাবিকভাবে কাজ করবে) এবং Converted code কপি (Ctrl+C) করে আপনার কাঙ্খিত জায়গায় পেস্ট করুন
একটা সাজেশন সবার জন্য, আপনি যখন HTML কোড Encrypt করবেন সাথে নিজের সাইটের লিংক বা এ্যাড কোড রাখবেন, তাহলে যে এই converted code কপি পেস্ট করতে চাইবে তখন আপনার লিংকসহ পেস্ট করতে হবে কারণ code আলাদা করার কোন উপায় নাই । নীচের ছবিটা খেয়াল করুন –


আজ আর না, আবহাওয়া অনেক গরম, ধীরে ধীরে বাস করা কঠিন হয়ে যাচ্ছে । সবাই ভাল থাকবেন ।

ফেসবুক টাইমলাইন রিমুভার এডঅন :)

আসসালামু আলাইকুম। পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আপনাদের জন্য আজ নিয়ে এলাম অন্যরকম পোস্ট :p যদি এই পোস্ট আগে কেউ করে থাকেন তাহলে মাফ করবেন

ফেবু টাইম লাইন এর কারনে অনেকেই বিরক্ত আমি নিজেও বিরক্ত তাই আজ তার হাল খুজে বের করলাম যদিও আজীবনের জন্য নয় তবুও কিছুটা শান্তির জন্য হলেও কাজে আসবে আশা করি :p

সর্ব প্রথমে নিম্নের লিঙ্কে যানঃ

http://www.timelineremove.com/

স্ক্রল করে নিচে নামুন।

এমন দেখতে পাবেন। আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন তার উপর লেফট বাটন ক্লিক করুন। উপরে বামে নিচের ছবির মত আসবে।

Allow (লাল মার্ক করা) তে ক্লিক করুন।

কিছুক্ষণ পর এমন একটি মেসেজ বক্স আসবে। ভয় পাবেন না ইন্সটল Now তে ক্লিক করুন। কাজ হয়ে গেছে

এখন আপনার প্রোফাইল এ গিয়ে দেখুন

বিঃ দ্রঃ ফেবু টাইম লাইন সারা জীবনের জন্য রিমুভ করার কোনও উপায় বের হয়নি। যারা এই ছোট এডঅন ব্যবহার করতে চান করতে পারেন

পোস্ট টি ভাল লাগলে জানাবেন

কীভাবে কপি প্রোটেক্ট ওয়েবসাইট থেকে লেখা কপি করবেন!!!

আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগকম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।

অনেকগুলো ব্যক্তিগত ব্লগসহ কিছু কিছু পাবলিক ব্লগ থেকে লেখা কপি করা যায় না। এরা তাদের সাইটকে কপি স্ক্রীপ্ট দিয়ে প্রোটেক্ট করে রেখেছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার টিক্স। এটি দিয়ে আপনি যে কোন কপি প্রোটেক্ট সাইট থেকেও লেখা কপি মারতে পারবেন।


আসুন শিখে নেই এই টিক্সটা

প্রথমে একটি কপি প্রোটেক্ট সাইটে যান।
এবার সাইটির সোর্স কোড বের করুন। এজন্য
**** Firefox****

———————

**ব্রাউজারের View —> Page Source এ যান।
**** Internet Explorer ****

———————

**ব্রাউজারের ”Page”—>”View Source” এ যান।
**** Google Chrome****

———————

ব্রাউজারের উপর রাইট বাটন ক্লিক করে “View Page Source” এ ক্লিক করুন।
এবার এখান থেকে ট্যাগ খুঁজে বের করুন। বেশির সাইটেই এই দুটা ট্যাগের মাঝখানে মূল কন্টেন্ট থাকে।
এবার এই কন্টেন্টের ভিতরের লেখাগুলো কপি করে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাড বা যে কোন জায়গায় পেষ্ট করুন, যেখানে লেখা রাখা যায়। তবে আমার একটা বুদ্ধি হলো, আপনি লেখাগুলোকে কপি করে কোন ওয়ার্ডপ্রেস সাইটের HTML এ পেষ্ট করুন ও Visual ট্যাবে দেখুন, তাহলে সমস্যা হবে না।
যদি মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডে রাখেন তাহলে বসে বসে HTML এর কোডগুলো বাদ দেন। যেমনঃ

, , বা এই ধরনের ট্যাগ।
এবার লেখাগুলো সেভ করে রাখুন যাতে ভবিষ্যতে কাজে লাগে।
আশা করি টিক্সটি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

আপনার কম্পিউটার ওপেন করার সময় 2টি উইন্ডো আসে? এবং সময় নেয় 30সে.? যে কোন একটি সিলেক্ট করতে হয়? তবে দেখুন এর সমাধান

অনেকের কম্পিউটারই ওপেন করার সময় দুইটি উইন্ডো আসে নিচের ছবির মত

সাধারনত এই অবস্থা হয় এক সাথে দুইটি xp ব্যবহার করলে দরুন আপনি একটা ডেরাইভে xp এবং আর একটা ডেরাইভে Windows 7 ব্যবহার করতেছেন এখন কম্পিউটারের পাওয়ার দিয়ে যখন কম্পিউটার ওপেন করবেন তখনই দুটি অপসন আসে দুটি সিষ্টেমের যে কোন একটি সিলেক্ট করতে বলবে এবং সময় দিবে 30সে. এর মধ্যে আপনাকে যে কোন একটি সিলেক্ট করতে হবে এবং যেটি সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন সেই সিষ্টেমটি ওপেন হবে, আবার আপনি যদি 30সে. এর মধ্যে কোন সিষ্টেম সিলেক্ট না করেন তবে ডিফল্ট হিসেবে যেটি সিলেক্ট করা থাকবে সেই সিস্টেমটি ওপেন হবে। এখন আপনি যদি চান যে আপনার কম্পিউটার ওপেন এর সময় সিলেক্ট করতে বলবে না, অথবা আপনার ওপেন এর সময় 30সে. এর টাইমটি কমিয়ে দিবেন এবং ডিফল্ট হিসেবে যেটি ওপেন হয় সেইটি না করে অন্যটি সিলেক্ট করবেন তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

my computer er upor right click kore properties e jan. tarpor advance tab e gie startup and recovery option er setting e jan টাইম টু ডিসপ্লে লিষ্ট অপ অপারেটিং সিষ্টেম ওখানে ইচ্ছেমত টাইম দিন অথবা যদি টাইম না রাখতে চান তবে টিকটি উঠিয়ে দিন। এবং ডিফল্ট অপারেটিং সিষ্টেম থেকে কোনটি আপনার দরকার সেইটি সিলেক্ট করুন।







আবার অনেকের আছে দুইটি ডেরাইভে আগে ব্যবহার করতেন এখন শুদু একটি সিষ্টেম ব্যবহার করেন কিন্তু এখনও সেই আগের ঝামেলা রয়েগেছে। যেমন আপনার সিষ্টেম সেটাপ দেয়া একটি কিন্তু ওপেন এর সময় ঠিকই দুটি আসে এবং একটি সিলেক্ট করতে হয় এবং অন্যটি সিলেক্ট করলে আসে না। তাদের জন্য নিচের পদ্ধতি।

my computer er upor right click kore properties e jan. tarpor advance tab e gie startup and recovery option er setting e jan edit e click korun tahole ekti notpad file open hobe notpad er moddhe theke je partision er boot ti rakhte chan sei line ti rekhe onno line ti delete kore din taholei r dual boot asbe na pc onek er somoy kono wait korte hobena



ধন্যবাদ সবাই ভাল থাকবেন

FREE কল করুন mobile ‍‍‍থেকে free free!!!!!!

সালাম সবাইকে আসা করি ভাল আছেন সবাই। আজকে একটি বিশেষ সফটওয়্যার নিয়ে কথা বলব আপনাদের সাথে তবে এটির সম্পর্কে অনেকেই জানেন নতুনদের জন্য আবারো আলচনা করছি। Fring সফটওয়্যারটি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ফ্রী ভিডিও কিংবা অডিও কল করতে পারবেন। আপনি যার সাথে কথা বলবেন তার ফোনে ও এই সফটওয়্যারটি থাকতে হবে। এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।এই সফটওয়্যারটি নোকিয়া সহ যে কোনো ব্র্যান্ডের সিম্বিয়ান ফোনে ব্যাবহার করতে পারবেন। Fring সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনি একটি অ্যাকাউন্ট খুলুন। এরপর আপনি যার সাথে কথা বলতে চান তার Fring আইডিটি আপনার আইডির সাথে অ্যাড করুন। এভাবে যাদের সাথে আপনি কথা বলতে চান তাদের সবার Fring আইডি অ্যাড করুন। এবার Fring দিয়ে ফ্রী কথা বলুন। আপনি ইচ্ছে করলে ইউরো কিংবা ডলার রিচারজ করে পৃথিবীর যে কোনো মোবাইল ফোনে ও কথা বলতে পারবেন। ওদের কল রেট ও কম আছে।



ডাউনলোড লিংক:


যেসব নোকিয়া মোবাইল এ সাপোর্ট করবে সেগুল হল:

Nokia Nokia 5233 , Nokia 5320 XpressMusic, Nokia 5500 Sport, Nokia 5630 XpressMusic, Nokia 5700, Nokia 5730 XpressMusic, Nokia 6110 Navigator, Nokia 6120 classic, Nokia 6121 classic, Nokia 6124 classic, Nokia 6220 (old), Nokia 6290, Nokia 6650d, Nokia 6700 slide, Nokia 6710 Navigator, Nokia 6720 classic, Nokia 6730 classic, Nokia 6760 slide, Nokia 6788, Nokia 6790 Slide, Nokia C5, Nokia E5, Nokia E50, Nokia E51, Nokia E52, Nokia E55, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E63, Nokia E65, Nokia E66, Nokia E70, Nokia E71, Nokia E72, Nokia E73, Nokia E75, Nokia E90 (Communicator), Nokia N71, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N78, Nokia N79, Nokia N80, Nokia N81, Nokia N82, Nokia N85, Nokia N86, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia N95, Nokia N95, 8GB, Nokia N96, Nokia X5 Samsung Samsung SGH-G810, Samsung SGH-I550

FOR MORE VISITE- my facebook id- https://www.facebook.com/TalhaAmin.Shakil

রবিবার, ১৮ মার্চ, ২০১২

Nokia Touch Screen ব্যাবহার-কারীরা না দেখলে চরম মিস করবেন।

Sky force mobile game
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন বন্ধুগণ? আসলে আমি আজ আপনাদের সাথে আজ একটা মজার Action গেম শেয়ার করবো। হ্যাঁ Sky Force game টা অনেকেই খেলেছেন। কিন্তু যারা গেম-টি খেলেননি তাদের জন্য এই চরম মজার গেমটি। Download -এর জন্য ক্লিক করুনঃ http://www.ziddu.com/download/18849602/skyforce_spd4qc2v_signed_signed.rar.html


ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।

Manually Internet Configuration করার নিয়ম


আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভাল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিভিন্ন মোবাইল কম্পানির Manually Internet Configuration করতে হয়। Internet enable মডেল Handset এ Internet বা wap Manually Configuration করার দরকার হয়। কিভাবে করবেন তা আমি বিস্তারিত বিবরণ দিলাম
GrameenPhone এর জন্য



GP WAP Setting:
Connection/Profile: GP-WAP
APN(Access Point Name): gpwap
IP: 010.128.001.002
Port: 8080
homepage: http://google.com

GP MMS Setting:
Connection/Profile: GP-MMS
APN(Access Point Name): gpmms
IP: 010.128.001.002
Port: 8080
homepage: http://mms.gpsurf.net/servlets/mms

GP INTERNET Setting:
Connection/Profile: GP-INTERNET
APN(Access Point Name): gpinternet
IP: 010.128.001.002
Port: 8080
homepage: http://google.com

Robi এর জন্য



Robi WAP Setting:
Connection/Profile: Robi-WAP
APN(Access Point Name): wap
IP: 192.168.023.007
Port: 9201
homepage: http://google.com

Robi MMS Setting:
Connection/Profile: Robi-MMS
APN(Access point Name): WAP
IP: 192.168.023.007
Port: 9201
Homepage: http://192.168.23.4/was

Robi INTERNET Setting:
Connection/Profile: Robi-INTERNET
APN(Access Point Name): internet
IP: 192.168.023.007
Port: 9201
homepage: http://google.com

Banglalink এর জন্য



Banglalink WAP Setting:
Connection/Profile: Banglalink-WAP
APN(Access Point Name): blwap
IP: 010.010.055.034
Port: 8799
homepage: http://google.com

Banglalink MMS Setting:
Connection/Profile: Banglalink-MMS
APN(Access Point Name): blmms
IP: 010.010.055.034
Port: 8799
homepage: http://google.com

Banglalink INTERNET Setting:
Connection/Profile: Banglalink-WEB
APN(Access Point Name): blweb
IP: 010.010.055.034
Port: 8799
homepage: http://google.com

Airtel এর জন্য
Airtel WAP Setting:
Connection/Profile: Airtel WAP
APN(Access Point Name): wap
IP: 010.006.000.002
Port: 8080
homepage: http//google.com

Airtel MMS Setting:
Connection/Profile: Airtel MMS
APN(Access Point Name): mms
IP: 010.006.000.002
Port: 8080
homepage: http://10.6.0.21/servlets/mms

Airtel INTERNET Setting:
Connection/Profile: Airtel Internet
APN(Access Point Name): internet
IP: 010.006.000.002
Port: 8080
homepage: http://google.com



পোস্টটি কপি করা।

Original Author: http://www.aklapothik.com/archives/author/ahsan

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More